Soup Dogg

Soup Dogg Historical news hunter for peace and prosperity among all nations and tribes.

07/10/2024

মাহমুদর রহমান সাহেব সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে আমার দেশ পত্রিকাটি একটার পর একটা খবর প্রকাশ করতে থাকে যে গুলো অন্য জাতীয় পত্রিকা বা মিডিয়া-তে আসছিল না। উনিই এক মাত্র সম্পাদক যে সরাসরি সরকারকে “স্বৈরাচারী” বলে দাবী করে।
পত্রিকাটি জনপ্রিয়তা তুঙ্গে ওঠে যখন “স্কাইপ কেলেঙ্কারি” ঘটনাটি প্রকাশিত হয়। সকালেই প্রায় সব কপি বিক্রি হয়ে যায়। চাহিদার কারনে ১০ টাকার পত্রিকাটি ৫০-৫০০ টাকায় বিক্রি হয় কোন কোন যায়গায়। বেশী দামের একটি কারণ – আওয়ামী লীগ কর্মীরা হকার এবং নিউজস্ট্যান্ডের কর্মীদের মারপিট করতো “আমার দেশ” বিলি করলে বা দোকানে রাখলে। স্কাকাইপ কেলেঙ্কারির খবর এবং এই জনপ্রিয়তার উপর বি বি সি একটি প্রতিবেদন করে ডিসেম্বর মাসে। তারা দাবী করে “আমার দেশ” পত্রিকাটি কোন কোন যায়গায় মানুষ ১০০ টাকা/ঘন্টা হিসাবে ভাড়া করেছে।

Doggy dog world!
24/08/2024

Doggy dog world!

21/08/2024

৯৫ বছর বয়সী মাওলানা ভাসানী হাসপাতালে ছিলেন এবং সাহায্য ছাড়া হাঁটতে পারতেন না। ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে তিনি ভারতের দিকে মিলিয়ন-ম্যান মার্চের নেতৃত্ব দেন। সমাজের সর্বস্তরের মানুষ সুসংগঠিত ও শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছিল মে ১৫-১৭, ১৯৭৬। সাধারণ মানুষ আন্তদেশীয় নদীর উপর ভারতের অবৈধ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে প্রতিবাদে মিছিলে শরিক হয়েছিল। উত্তরবঙ্গের প্রচুর সনাতন ধর্মের কৃষক এই মিছিলে অংশ নিয়েছিলেন। তাদের সবাই ছিল মওলানা ভাসানির ভক্ত বা মুরিদ। এই পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফকে ভয় পাইয়ে দেয়। তারা ভেবেছিল মওলানা ভাসানী ভারতের ভিতর ঢুঁকে পড়বে জঙ্গি মিছিল নিয়ে !!! বিএসএফ-এর ডিজি অশ্বিন কুমার বিডিআর-এর ডিজি মেজর জেনারেল দোস্তগীরের সঙ্গে জরুরী বৈঠকের অনুরোধ করেন। অন্য দিকে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য প্রচার শুরু করে এবং দাবি করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। তখন বাংলাদেশের পরিবেশ ছিল পুরপুরি শান্তিপূর্ণ।

19/08/2024

১৯৫৮ সালেই আওয়ামী লীগ-কে একটি "ফ্যাসিস্ট দল" বলে অনেকে চিহ্নিত করেন যখন শেখ মুজিবুর রহমান লোহার রড দিয়ে ইউসুফ আলী চৌধুরীর মত একজন বিরোধী দলীয় নেতাকে রক্তাত্ত করে।

... শেখ মুজিবুর রহমান লোহার রড দিয়ে বিরোধী দলীয় নেতা জনাব ইউসুফ আলী চৌধুরীকে আক্রমন করে রক্তাত্ত করে প্রাদেশিক পরিষদের অ...
19/08/2024

... শেখ মুজিবুর রহমান লোহার রড দিয়ে বিরোধী দলীয় নেতা জনাব ইউসুফ আলী চৌধুরীকে আক্রমন করে রক্তাত্ত করে প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালিন সময় (১৯৫৮)! সে সময় আওয়ামী লীগ-কে একটি "ফ্যাসিস্ট দল" বলে অনেকে চিহ্নিত করেন।

19/08/2024

ঐতিহাসিক কাগমারী সম্মেলন, টাঙ্গাইল, ১৯৫৭ । একমাত্র মওলানা ভাসানি পারতেন এ ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করতে এবং সেখানে লক্ষ জনতা এবং বিশিষ্ট দেশী বিদেশী অতিথির সম্মুখে পাকিস্তান ভেঙে দেওয়ার হুমকি দিতে। Dawn, 8 September 1957.

19/08/2024

একজন আইনজীবি আজকে বললেন, সালমান এফ রহমান "সাগর চুরি" করেছে! আসলে সালমান এর চাইতেও বড় চোর। সে জীবন শুরুই করেছিল আকাশ চুরির মাধ্যমে। সেই ১৯৭২ সালে সালমান আর তার ভাই সোহেল, বেক্সিমকো নামে এক ডামী প্রতিষ্ঠান দাড় করিয়ে, সরকারি আমলাদের সহায়তায় বেশী দামে পুরাতন বিমান কেনার ধান্দা শুরু করেছিল।

19/08/2024

দেশ স্বাধীন হওয়ার দুদিন আগে, লে কমান্ডার এস এম উদ্দিন তার ব্রিগেড কমান্ডারকে জানায়, ভারতীয় বি এস এফ ১২ই ডিসেম্বর বালিশিরি ক্লাব (শ্রীমঙ্গল) থেকে কার্পেট এবং আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।

Syed Mahdim Mustafa stood 1st in the IA Exam (equivalent to HSC) under Dacca University in 1962.  Nearly 60% of the stud...
27/04/2023

Syed Mahdim Mustafa stood 1st in the IA Exam (equivalent to HSC) under Dacca University in 1962. Nearly 60% of the students failed to pass the exam!

মুক্তিযুদ্ধের চার খলিফা-খ্যাত নেতাদের অন্যতম ও জ্যেষ্ঠ নেতা, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক ও সাবেক সংসদ নূরে আলম...
29/03/2023

মুক্তিযুদ্ধের চার খলিফা-খ্যাত নেতাদের অন্যতম ও জ্যেষ্ঠ নেতা, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক ও সাবেক সংসদ নূরে আলম সিদ্দিকী মারা গেছেন আজ বুধবার (২৯ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে. Photo: Dainik Bangla, 25-3-1971, Dacca

10/03/2023

"রংপুরের লালমনিরহাট এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁয়ের জনপদে শত্রু বিমানের প্রচণ্ড বোমা বর্ষণ" "শেখ মুজিবের আহ্বান" -পয়গাম ১১ সেপ্টেম্বর ১৯৬৫

From Monkey to Math (plagiarism =লেখা চুরি ).
05/03/2023

From Monkey to Math (plagiarism =লেখা চুরি ).

১৯৬০-৭০ দশকে ফিল্টার ছাড়া সিগারেট বেশ জনপ্রিয় ছিল মধ্যবিত্ত ধূমপায়ীদের কাছে।  দশটি শলার এক প্যাকেট দেশী সিগারেটের দাম ছি...
05/03/2023

১৯৬০-৭০ দশকে ফিল্টার ছাড়া সিগারেট বেশ জনপ্রিয় ছিল মধ্যবিত্ত ধূমপায়ীদের কাছে। দশটি শলার এক প্যাকেট দেশী সিগারেটের দাম ছিল ৫০ পয়সার কম। পাড়ামহল্লায় শিশুদের "চারা" খেলার বিনিময় উপাদান হিসাবে সিগারেটের খালি প্যাকেট গুলো ব্যাবহার হতো।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Soup Dogg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share