![](https://img3.medioq.com/663/777/529738496637779.jpg)
07/10/2024
মাহমুদর রহমান সাহেব সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে আমার দেশ পত্রিকাটি একটার পর একটা খবর প্রকাশ করতে থাকে যে গুলো অন্য জাতীয় পত্রিকা বা মিডিয়া-তে আসছিল না। উনিই এক মাত্র সম্পাদক যে সরাসরি সরকারকে “স্বৈরাচারী” বলে দাবী করে।
পত্রিকাটি জনপ্রিয়তা তুঙ্গে ওঠে যখন “স্কাইপ কেলেঙ্কারি” ঘটনাটি প্রকাশিত হয়। সকালেই প্রায় সব কপি বিক্রি হয়ে যায়। চাহিদার কারনে ১০ টাকার পত্রিকাটি ৫০-৫০০ টাকায় বিক্রি হয় কোন কোন যায়গায়। বেশী দামের একটি কারণ – আওয়ামী লীগ কর্মীরা হকার এবং নিউজস্ট্যান্ডের কর্মীদের মারপিট করতো “আমার দেশ” বিলি করলে বা দোকানে রাখলে। স্কাকাইপ কেলেঙ্কারির খবর এবং এই জনপ্রিয়তার উপর বি বি সি একটি প্রতিবেদন করে ডিসেম্বর মাসে। তারা দাবী করে “আমার দেশ” পত্রিকাটি কোন কোন যায়গায় মানুষ ১০০ টাকা/ঘন্টা হিসাবে ভাড়া করেছে।