Review Maker Blog

  • Home
  • Review Maker Blog

Review Maker Blog Review On Life
(1)

06/01/2022
  জীবনে কিছু রহমতের মত মানুষ পাঠায় আল্লাহ৷ আমার সেই রহমত Nishat Rimi আজ আম্মুকে ডাক্তার দেখাতে হয়েছিলো, রান্না করা সম্ভব...
20/09/2021


জীবনে কিছু রহমতের মত মানুষ পাঠায় আল্লাহ৷ আমার সেই রহমত Nishat Rimi

আজ আম্মুকে ডাক্তার দেখাতে হয়েছিলো, রান্না করা সম্ভব ছিলো না৷ বান্ধবী তাই তার হাতে রান্না করে পাঠিয়ে দিলো৷

আমাদের রক্তের সম্পর্ক না থেকেও আল্লাহ যে আসলেই আমার কষ্ট বুঝে বোন টাকে পাঠিয়েছে সেটার জন্য শুকরিয়া৷

আব্বু আম্মুৃ ওর রান্না খুব পছন্দ করে আর তাই সুযোগ পেলেই দোআ নিতে আমার বোনটা পাঠিয়ে দেয় নানান খাবার৷

পেইজ : সুস্বাদু আহার
আজ পাঠালো
🍲 রুই মাছ দোপেয়াজা,
🍱 পোলাও,
🍗 মুরগী কাটা রোস্ত,
🥗 চাইনিজ সবজি আলহামদুলিল্লাহ৷

সব গুলো এত মজার ছিলো মাশাআল্লাহ আমার আব্বু আলহামদুলিল্লাহ কয়েকবার বলেছেন৷

বান্ধবী তোমাকে আল্লাহ আরও বরকত দান করবেন৷ আমীন৷

05/09/2021

#কাঁঠালপাতায় #তালপিঠা
আমার সেই ছোট বেলায় ফিরে যাওয়া, যখন আম্মুর হাতে পশ্চিম মাদার বাড়ির সেই রুমে আম্মু একটা ডেকচিকে করে কাঁঠাল পাতায় মুড়িতে তাল পিঠা বানাতো৷

আজ অনেক বছর পর আমার শখ হলো সেই কাঁঠাল পাতায় মোড়ানো পিঠা খেতে তাই CEF এ পোস্ট করেছিলাম৷ যদিও সেই পোস্ট থেকে আমি কাউকে অর্ডার করিনি৷ কারন পোস্ট করার পর পর আগে একটি আপুর দেয়া পোস্ট দেখে চৌকাঠের ওপারে আপুর কাছে নক করেছিলাম এবং ওনার থেকে অর্ডার করেছিলাম আমার জন্য এবং আব্বু আম্মুর জন্য৷ আমার আব্বুর পিঠার শখ খুব৷

কাঁঠাল পাতার তাল পিঠা ৯/১০
মূল্য ইনবক্সে জেনে নিবেন৷
তবে হাতের নাগালে৷

গতকাল রাতে অর্ডার করেছি আর আজ ১টায় পেয়েছি৷ আলহামদুলিল্লাহ৷

বাকী টা রিভিউ তেই দেখুন৷

Freshyta থেকে আজ বহু অপেক্ষার পর অস্ট্রেলিয়ান চেরী এবং ব্লে বেরী৷ দাম অনেক সেটাতে সন্দেহ নাই৷ তবে শখ ছিলো জীবনে একবার হল...
12/08/2021

Freshyta থেকে আজ বহু অপেক্ষার পর অস্ট্রেলিয়ান চেরী এবং ব্লে বেরী৷

দাম অনেক সেটাতে সন্দেহ নাই৷ তবে শখ ছিলো জীবনে একবার হলেও খাবো৷ তাই অল্প করে দিতে বললাম ওনাদের৷

আমার ছেলের অনেক পছন্দ হলো যা দুঃখের বিষয় কারন এত টাকা দিয়ে চেরী বা ব্লু বেরী আমি ওকে কিনে দিতে পারবো না আর৷ এবার ই প্রথম এবার ই শেষ৷ যদি কপালে আর থাকে তা হবে সৌভাগ্য থাকলে৷

চেরী টা খুব মিষ্টি খেতে মাশাআল্লাহ৷
আর ব্লু বেরী টাও মজার ই ছিলো৷ অন্য কোন ফলের সাথে তুলনা করে বুঝানো সম্ভব না৷

রেটিং - ১০/১০ (শখের ফলে রেটিং কি দিব, মন ভরে গেলো সেটাই)
চেরী - ২৫০ গ্রাম ৯৫০ টাকা
ব্লু বেরী - ১ বক্স ৭৫০ টাকা

আপনার পণ্যের প্রোম বা প্রোমশন, রিভিউ আমাদের মাধ্যমে করাতে চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন৷
28/07/2021

আপনার পণ্যের প্রোম বা প্রোমশন, রিভিউ আমাদের মাধ্যমে করাতে চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন৷

মানসম্মত বিভিন্ন পণ্যের সঠিক রিভিও পেতে ফলো করুন আমাদের পেজ টি।
25/07/2021

মানসম্মত বিভিন্ন পণ্যের সঠিক রিভিও পেতে ফলো করুন আমাদের পেজ টি।

16/07/2021

অনেক দিনের শখ এই জাপানীজ কটন চীজ কেক খাবো৷ তবে দাম এবং আসলেই কেমন হবে সেই টেনশনে অর্ডার করার সাহস পাচ্ছিলাম ন৷ শেষে Tamanna's Kitchenette থেকে অর্ডার দিয়েই দিলাম কারন ওনার বিভিন্ন খাবারের ছবি এবং রিভিউ দেখে আমার মনে হলো ভালো হবে৷

রেটিং - ৯/১০
মূল্য - ১০০০ টাকা
পেইজ - Tamanna’s Kitchenette

চীজ কেক টি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকেও হাজার গুন বেশি মজা হয়েছে৷ মুখে দিতেই তুলার মত মিলিয়ে যাচ্ছে যা আমার ভিডিও থেকে বুঝতে পারবেন৷ চীজ এ ঠাসা৷ আর সাথে কেক এর অসাধারণ মিক্সার৷ উপরের পোড়া আবরণ টি আরও মজাএনে দিলো৷

আমার রিভিউ গুলো আমার নিজের দ্বায়িত্বে করা, আমার টেস্ট করা, আমার অর্ডার করা৷

03/07/2021

#টেবিলল্যাম্প
রাত জেগে কাজ করি তাই একটা টেবিল ল্যাম্প এর প্রচন্ড দরকার ছিলো৷ তবে আমার টেবিল টা তে একটা টেবিল ল্যাম্প রাখলে বেশ জায়গা নিয়ে নিবে তাই কিনা হচ্ছিলো না৷

TrendzNest থেকে আমি Mobile Accessories কিনছি গত বছর থেকে যখন কভিড এর জন্য লক ডাউন চারপাশে৷ আমি যেহেতু কাউকে পরখ না করে, যাচাই বাছাই না করে, নিজে সন্তুষ্ট সম্পূর্ণ না হলে, রিভিউ দেই না৷ তাই আজ প্রায় ১ বছর পর আরও কিছু জিনিস কেনার পরে বলতে এলার অনাদের সার্ভাস এবং জিনিস সম্পর্কে৷

সুমিত দাদা খুবই ভালো হেল্পফুল মানুষ৷ ওনার থেকে যখন জিনিস কিনেছিলাম গতবছর তখন একটা ডিফেক্ট পড়েছিলো, তিনি তখন সেটা মানুষ পাঠিয়ে পাল্টে দিয়েছিলেন৷ ওনার মনে থাকবে না, তবে এই সার্ভিস টা আমার খুব ভালো লেগেছিলো৷ কারন অনেকে আছে বিক্রি করতে পারলেই বাঁচে, সমস্যা বললে পাল্টালোর বদলে খারাপ আচরণ করে৷ উনি আমাকে সব জিনিসের মধ্যে সাজেশন দিলেন কোনটা কোনটা নিলে ভালো হবে আমার বাজেটের মাঝে৷

ধন্যবাদ ভাইয়া৷ আরও অনেক কিছু নিয়েছি তবে এই ল্যাম্প টা অতি প্রয়োজনীয় তাই এটা দিয়েই রিভিউ দিলাম৷

#রিভিউ #চট্টগ্রাম

চাওমিন সব সময় খাওয়া হয় না বাইরের, যেহেতু আমি খুব ভালোই নুডলস বানাতে পারি মাশাআল্লাহ (নিজের ঢোল নিজেই পিটালাম)আজ এত এত এত...
01/07/2021

চাওমিন সব সময় খাওয়া হয় না বাইরের, যেহেতু আমি খুব ভালোই নুডলস বানাতে পারি মাশাআল্লাহ (নিজের ঢোল নিজেই পিটালাম)

আজ এত এত এত বৃষ্টিতে আমার খুব বাহিরের খাবার বিশেষ করে চাওমিন খেতে মন চাইছিলো৷

সে জন্য ফোন দিলাম, সম্পদ দাদা কে৷ তিনি চট্টগ্রামের পাঁচলাইশের Haldi Arabian House এর ম্যানাজার৷ দাদা খুবই অমায়িক মানুষ, ওনার সাথে পরিচয় খেতে গিয়েই তা আজ থেকে ৩-৪ বছর আগে৷

দাদা কে যখন ফোন করেছি তখন রাতের ৯:৩৫ মিনিট৷

দাদা শুনেই বললেন পাঠিয়ে দিচ্ছেন, ওনাদের বাসায় হোম ডেলিভারি ফ্রি তাই সেটাও একটা বোনাস৷

দাদা সব মেনেজ করে আমার বাসায় চাওমিন যখন পাঠালেন তখন ঘড়িতে ১০:২০.

গরম গরম চাওমিন টা যখন প্লেটে নিয়ে প্রথম বার মুখে দিলাম, সত্যি ই আমি এক ধরনের তৃপ্তি পেলাম৷ খুবই মজা হয়েছে মাশাআল্লাহ৷ চাওমিন প্রথম বার ই টেস্ট করলাম এবার সো খুবই ভাবনায় ছিলাম৷ কেমন হয়৷

মিক্স চাওমিন ৩৫০/- টাকা
রেটিং ১০/১০

পরিমান বেশ ভালো৷ মিক্স চাওমিনে চিংড়ি, মুরগীর মাংস, গাজর, ডিম সবজি আরও অনেক কিছু ছিলো৷

#চট্টগ্রাম #চাওমিন

14/06/2021

Freshyta থেকে আসা খাগরাছড়ির আম্রপলি৷ স্বাদে আর গন্ধে মাশাআল্লাহ৷ এত মজা এবং মিষ্টি, তাই হয়তো আম্রপালি আমার সেরা লাগে সব আমের মাঝে৷

#আম্রপালি #আম #খাগরাছড়িরআম #চট্টগ্রাম #হোমডেলিভারি #ফ্রেশ #ফর্মালিনমুক্ত #রিভিউ

  আপাতত আমার রুম কোন হাইকারের বা কোন দ্বীপের বাসিন্দর ঘর৷ দোলনা সবার ই পছন্দ৷ বয়স যাই হোক, দোলনা দেখলে বসবে, একটু দোল খা...
02/06/2021


আপাতত আমার রুম কোন হাইকারের বা কোন দ্বীপের বাসিন্দর ঘর৷

দোলনা সবার ই পছন্দ৷ বয়স যাই হোক, দোলনা দেখলে বসবে, একটু দোল খাবে এমন লোভ সবার ই হয়৷ আমি ও ছোটবেলায় পেয়ারা গাছে, না হয় রড়ের সাথে বেঁধে দোলনায় দোল খেতে খেতে বড় হয়েছি৷ তবে ইবাদের কপালে জোটেনি সেই সুযোগ৷

ইবাদ আর সুহানার জন্য অনেক দড়ি বেঁধে দোলনা লাগিয়েছিলাম তবে সেগুলো অনেক কষ্টের হতো৷ বসা নিয়ে সমস্যা৷ বাড়ান্দায় রেলিং নেই তাই ভয় ও লাগতো৷

খুঁজতে খুঁজতে একদিন পেলাম Ruhel Chowdhury
ভাইয়ের পোস্ট এবং
ওনার পেইজ Doshomik Express

আমি চাইছিলাম যেদিন অর্ডার দিবো সেদিন ই পাবো এমন পেইজ, যারা চট্টগ্রামের৷ ঢাকার থেকে পাঠালে ওগুলো আবার কুরিয়ারের অফিসে গিয়ে আনা লাগবে তাই ঝামেলা৷

ওনাকে নক দিলাম৷ ভাই সুন্দর ভাবে রেসপন্স করলেন৷ বুঝিয়ে বললেন দুই রকম দোলনা আছে৷ মেহগহি কাঠের আর কাঠ ছাড়া, দুটাই ভালো৷

আমি কাঠের টা নিলাম ৯৮০/- টাকা প্রতিটা৷ সাথে দুই টা অর্ডার দেয়াতে ডেলিভারি ফ্রি৷

আমি এগুলো ব্যবহার করছি ২০ দিনের বেশি হবে৷ ভালো লেগেছে৷ ইবাদ নানার বাড়ি গেলে এটা ওখানে নিয়ে গিয়ে বেঁধে দেই, আবার দাদার বাড়ি আসার সময় নিয়ে এখানে বেঁধে দেই৷ গ্রামের বাড়ি গেলেও নিয়ে ওখানে বেঁধে দিবো ইনশাআল্লাহ৷ ১৫০ কেজি ওজন নিতে পারে তাই বড় ছোট সবাই বসতে পারবে৷

সময়ের অভাবে রিভিউ দিতে দেরি হয়ে গেলো৷ আমি ইবাদ কে নিয়ে যেমন খুব চিন্তায় থাকি কি দিবো কি দিলে সে খুশি ও ব্যস্ত দুটাই থাকবে তেমন নিশ্চয়ই অনেকের অবস্থা তাই আজ এটা রিভিউ দিলাম৷ কারও লাগলে চট্টগ্রামে সহজেই নিতে পারবেন বিকাশে পে করে দিয়ে অথবা ক্যাশ অন ডেলিভারি দিয়ে৷

ধন্যবাদ৷

Review Maker Blog আমার পেইজ যেখানে আমি বিভিন্ন কিছুর রিভিউ দিয়ে থাকি৷ তবে সবই ফ্রি এবংযা আমি বছর ধরে ব্যবহার করছি এবং করি তেমন৷ কারণ এই পেইড রিভিউ এর যুগে সত্যিকারের রিভিউ পাওয়া খুব ই মুশকিল হয়ে দাড়িয়েছে৷

#দোলনা #চট্টগ্রাম #রিভিউ

29/05/2021

খাঁটি শপ থেকে আজ কিনলাম হিমসাগর আম৷ আমি Omar Faruk ভাই থেকে গত বছর ও আম কিনেছিলাম তাই এ বছর আম আবার ও কিনলাম এবং দুইবার কিনার পর রিভিউ নিয়ে এলাম৷ কারণ আমি নিজে সন্তুষ্ট না হলে কারও রিভিউ দেই না৷

#আম #হিমসাগর #চট্টগ্রাম

চট্টগ্রামের খুবই পরিচিত এবং বর্তমানে খুবই নামকরা অনলাইন ড্রেস পেইজ Aazeen By Anika যার স্বত্বাধিকারী Anika Tabassum.গত ৪...
16/05/2021

চট্টগ্রামের খুবই পরিচিত এবং বর্তমানে খুবই নামকরা অনলাইন ড্রেস পেইজ Aazeen By Anika যার স্বত্বাধিকারী Anika Tabassum.

গত ৪-৫ বছর আমি ওনার থেকেই সব ধরনের ড্রেস কিনছি তাই জানি আপু কতটা যত্নশীল এবং অমায়িক৷

আমার কেনা ৮০% ড্রেস ই ওনার থেকেই নেয়া৷ আর অনেক দিনের অভিজ্ঞতার কারনে আজ আপুকে নিয়ে রিভিউ দেয়া৷

পাকিস্তানি যেকোন ব্যন্ড থেকে শুরু করে দেশি সব ধরনের কাপড় আ আপুর কালেকশনে আছে৷

আমি তাদের নিয়েই রিভিউ দেই যাদের থেকে আমি চোখ বন্ধ করে জিনিস কিনি এবং ভরসা করি৷

বাসায় পৌচ্ছে দেন দ্রুত সময়ে এটা ওনাদের খুবই ভালো সার্ভিস কারন সময় মত পন্য পাওয়া বড় ব্যাপার৷

আপু এত বছর বিজনেস এ আছেন, ওনাকে অনেকেই চেনেন, অনেক সুন্দর উনি তবে তার থেকে বড় ওনার ব্যবহার৷ এত অমায়িক যে খুব দ্রুত মানুষ ওনাকে পছন্দ করবেই৷ আর রিলেশনশিপ সুন্দর রাখা ওনার থেকে শেখা যায়৷ মাশাআল্লাহ৷ কাস্টমারদের সাথে সবসময় ই আপু একই রকম সুন্দর ব্যবহারের জন্য প্রশংসিত৷

ধন্যবাদ৷

      #রিভিউ #ভিডিও
03/11/2020





#রিভিউ
#ভিডিও

28/10/2020

চট্টগ্রামের খুবই লোভনীয় খাবার গুলোর মধ্যে একটি হলো ওরশের আখনি বিরিয়ানী৷ সেই কবে লকডাইনের আগে খেয়েছিলাম শেষ মনেও নাই৷ তাই খুব খেতে ইচ্ছে হচ্ছিলো৷ শেষে ফেসবুক এ সার্চ করতে করতে মায়ের স্বপ্ন পেইজ যেটা Dilruba আপুর পেইজ৷ আগেও অনার থেকে জিনিস নিয়ে তাই আপু কে বলে দিলাম যখন সুবিধে হবে তখন আমাকে খাওয়াতে হবে ওরশের আখনি বিরিয়ানী৷ বাকিটা ভিডিও তেই দেখুন৷

https://www.facebook.com/mayershapnow/















#ওরশেরআখনিবিরিয়ানী
#ওরশেরভাত
#আখনি
#বিরিয়ানী
#চট্টগ্রাম
#চিটাগং

 #ওরশেরআখনিবিরিয়ানী রিভিউ আসছে সকালেই ইনশাআল্লাহ৷
27/10/2020

#ওরশেরআখনিবিরিয়ানী
রিভিউ আসছে সকালেই ইনশাআল্লাহ৷

27/10/2020

Thanks for supporting us. It's such a short time to get 50 followers within 3 days!! It means a lot.
26/10/2020

Thanks for supporting us.
It's such a short time to get 50 followers within 3 days!!
It means a lot.

22/10/2020

চট্টগ্রামে কোয়েল পাখির ডিম খুজচ্ছিলাম অনেক দিন৷ অনেক আগের কথা৷ বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে খুঁজচ্ছিলাম রীতিমত৷ সেখানেই খুঁজে পাওয়া Jubair Hossain Fahim কে৷ বাকীটা শুনুন তাহলে....
Like it if you really do, Share it and give us comments.

Jubair's Facebook Id-
https://www.facebook.com/jubairhossain.fahim.1/timeline




Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Review Maker Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Review Maker Blog:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Review Maker Blog

আমরা রিভিউ নিয়ে কাজ করছি,অনেক দিন হচ্ছে৷ এবার ভারলাম পেইজ খোলা যাক৷ কারন এখন ঘরে ঘরেই উদ্যোক্ত৷ এত এত উদ্যোক্তার ভিড়ে এত এত গ্রুপের চাপে আমরা সাধারণ ক্রেতা ও বিক্রেতা উভয়ই হচ্ছি পরিস্থিতির শিকার৷ সব কিছু তাই মাথায় রেখেই ভাবলাম জনসম্মুখে আসা যাক, আর নয় নিরব যাপন!

ঘরে তৈরি খাবার, রেস্তোঁরা, রিসোর্ট, জায়গা, ভ্রমণ, পণ্য, হোম ডেকোর ইত্যাদি যে সব আমরা ক্রেতা রা কিনে থাকি ও বিক্রেতা রা বিক্রয় করে থাকি তার সব কিছু নিয়েই আমরা রিভিউ বানিয়ে থাকি৷ Video Content maker হওয়ায় উপস্থাপন ও বিশ্লেষণ হবে নিখুঁত ভাবে৷

আপনার পণ্যের প্রোম বা প্রোমশন, রিভিউ আমাদের মাধ্যমে করাতে চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন৷

তবে যেমন তেমন জিনিস নিয়ে রিভিউ দিয়ে হতে চাইনা গুনাহগার৷ আমরা ভালো কে ভালো, এবং খারাপ কে খারাপ টাই বলে আসছি আগেও সামনেও তাই হবে৷