Online News 24

  • Home
  • Online News 24

Online News 24 ২৪ ঘণ্টা আপডেটসহ নিউজ পেতে পেইজটি লাই?

একিট হারানো বিজ্ঞপ্তি,, ফটিক ছড়ি অন্তর্গত ১০নং সুন্দর পুর  অন্তত মোঃ-জাহেদ প্রকাশ মনি গতকাল  ১১/১১ /২০২২ইং,, রাত হতে তাক...
12/11/2022

একিট হারানো বিজ্ঞপ্তি,, ফটিক ছড়ি অন্তর্গত ১০নং সুন্দর পুর অন্তত মোঃ-জাহেদ প্রকাশ মনি গতকাল ১১/১১ /২০২২ইং,, রাত হতে তাকে খুঁজে পাওওয়া যাচ্ছে না, কেউ যদি তাকে দেখে থাকো এই নাম্বারে কল দিও মোহাম্মদ এমরান,01610928357,,

২০২২ কাতার বিশ্বকাপ খেলার সময়সূচি।
12/11/2022

২০২২ কাতার বিশ্বকাপ খেলার সময়সূচি।

09/11/2022

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড়ে দূর্ঘটনায় ৪ জন নিহত।

সুয়াবিলের চৌমুহনী বাজারে তেলে দোকানে আগুন!
09/11/2022

সুয়াবিলের চৌমুহনী বাজারে তেলে দোকানে আগুন!

সুখবর.... সুখবর.... সুখবর...... ক্যারিয়ার নিয়ে আমরা সবাই সবসময় চিন্তিত থাকি। ছাত্রজীবনে কিভাবে আগাবো, কিভাবে চাকরীর প্রস...
06/11/2022

সুখবর.... সুখবর.... সুখবর......

ক্যারিয়ার নিয়ে আমরা সবাই সবসময় চিন্তিত থাকি। ছাত্রজীবনে কিভাবে আগাবো, কিভাবে চাকরীর প্রস্তুতি নিব কিংবা সর্বোপরি নিজেকে কিভাবে প্রস্তুত করব সে বিষয়ে আমাদের অনেকের জ্ঞান অতি স্বল্প।

এসব বিষয় নিয়ে আলোচনা করতে ফটিকছড়িতে আসছে জনপ্রিয় মোটিভেশনাল স্পীকার ও ১০ মিনিট স্কুলের প্রধান নির্বাহী #আয়মান_সাদিক। আগামী ২৫ই নভেম্বর সারাদিন ব্যাপী হবে ক্যারিয়ার বিষয়ক আলোচনা। থাকবে বিভিন্ন কোম্পানীর স্টল যেখানে থাকছে সিভি ড্রপ করার সুযোগ।

সারাদিন ব্যাপী এই প্রোগ্রামের রেজিস্ট্রেশন ফি মাত্র - ৩০০/- টাকা যার মধ্যে থাকছে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা।

প্রোগ্রাম ডেট : ২৫শে নভেম্বর শুক্রবার।
স্থান: ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

ফটিকছড়ির সকল কলেজে রেজিস্ট্রেশন ফরম দেয়া হয়েছে। নিজ নিজ কলেজে সকলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।

তাছাড়াও ফটিকছড়ির বাইরের যে কোনো কলেজের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে পারবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও।

অনলাইনেও রয়েছে রেজিস্ট্রেশন করার সুযোগ -

নিম্নে দেয়া লিংকে ঢুকে বিকাশ নং এ প্রথমে ৩০০/- পাঠাবেন। এরপর ফরম পূরণ করে শেষ ঘরে বিকাশ নং ও TRX ID দিয়ে সাবমিট করবেন ফরমটি। আপনাকে কল /ম্যাসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন কনফার্মেশন আপডেট দেয়া হবে।
রেজিস্ট্রেশন লিংক - https://forms.gle/SszuMXXH7eq19Zd17

★সরাসরি এসে রেজিস্ট্রেশন করতে পারবেন কেয়ার পয়েন্ট ফার্মেসী ও সুপার শপে। কেয়ার পয়েন্ট হসপিটালের অপজিট ভবন।
এছাড়াও যোগাযোগ : 01619757887
Copy

হারানো বিজ্ঞপ্তি__📢মেয়েটিকে খুজে পেতে সহায়তা করুন🙏🙏 #হারানো_বিজ্ঞপ্তিনামঃহুমাইয়ারা আক্তারবাড়ি জাহানপুরসকাল ৯/১০ টার দিকে...
04/11/2022

হারানো বিজ্ঞপ্তি__📢

মেয়েটিকে খুজে পেতে সহায়তা করুন🙏🙏

#হারানো_বিজ্ঞপ্তি
নামঃহুমাইয়ারা আক্তার
বাড়ি জাহানপুর
সকাল ৯/১০ টার দিকে কোঠেরপাড়/তকিরহাট এলাকার পাশে হারানো গিয়েছে।
কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো

নাম্বারঃ 01854701716
copy

নিখোঁজ সংবাদ :-ফটিকছড়ি ডিগ্রি কলেজে র ২০১৮ ব্যাচের ছাত্রী তানিয়া আক্তার, স্বামী মো: রিটু,মুল্লুক শাহ চৌধুরী বাড়ি ,উত্তর ...
04/11/2022

নিখোঁজ সংবাদ :-

ফটিকছড়ি ডিগ্রি কলেজে র ২০১৮ ব্যাচের ছাত্রী তানিয়া আক্তার, স্বামী মো: রিটু,মুল্লুক শাহ চৌধুরী বাড়ি ,উত্তর রাংগামাটিয়া ১ নং ওয়ার্ড। গতকাল ৩/১১/২০২২ বৃহস্পতিবার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার উদ্দেশ্য শশুর বাড়ি থেকে সকাল ১১টা বাজে বের হই এখনো পর্যন্ত নিখোঁজ, পরনে কালো বোরখা ছিল হাতে ডাক্তারের ফাইল ছিল।

উল্লেখ যে, সে কিছুদিন যাবত মানষিক সমস্যাই ভুগছিল।
কেউ সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।

রিটু= ০১৮৫৯৪৮৩৫১৯
শাহাজাহান=০১৮৩৯১৫১৪২৪

বি.দ্র: সবাইকে পোস্টটি শেয়ার করে নিখোঁজ ছাত্রীর সঙ্গে সন্ধান পেতে সহযোগিতা করুন।
copy

অভিনন্দন...! ফটিকছড়ি পৌরসভার ৩য় বারের মতো পৌরমেয়র জনাব ইসমাইল সাহেব।
02/11/2022

অভিনন্দন...!

ফটিকছড়ি পৌরসভার ৩য় বারের মতো পৌরমেয়র জনাব ইসমাইল সাহেব।

রাত পোহালেই ভোট------------------------------ছয় স্তরের নিরাপত্তা বলয় তৈরী মাঠে থাকবে বিজিবি, র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স--...
01/11/2022

রাত পোহালেই ভোট
------------------------------
ছয় স্তরের নিরাপত্তা বলয় তৈরী মাঠে থাকবে বিজিবি, র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স
---------------------------------------------
আগামীকাল ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ফটিকছড়ি পৌরসভা নির্বাচন। নজিরবিহীন এ ভোট গ্রহণে ছয় স্তরের নিরাপত্তা বলয় তৈরী করেছে প্রশাসন। একজন পুলিশ সুপারের নেতৃত্বে চার এএসপি নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা তদারক করবেন।

এছাড়াও ১৯ ভোট কেন্দ্রে ৩১ জন ওসি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ ইবনে আনোয়ার। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকছে দুই প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য।

জানাগেছে, নির্বাচনী অঞ্চলকে দুইটি জোনে বিভক্ত করে ৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে যাচ্ছেন।

ফটিকছড়ি পৌরসভার তৃতীয় নির্বাচন এটি। ৩৬ হাজার ২৪৬ জন ভোটার আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশেষ করে ইভিএমে ভোট গ্রহণ এবং কেন্দ্র গুলোতে সিটিটিভি ক্যামেরা স্থাপন করায় ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন। তারা হলেন; আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. ইসমাঈল হোসেন (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী এএসএম মিনহাজুল ইসলাম জসিম (মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী মো.কামাল পাশা চৌধুরী (নারিকেল গাছ)। এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও বাকী দুই সংরক্ষিতসহ সবকটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী হলেও মাঠ ঘুরে দেখা গেছে নৌকা ও মোবাইল ফোনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ। ইভিএম মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। ১৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণে থাকছে সিসিটিভি। নির্বাচনে তিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট

ফটিকছড়ি পৌর নির্বাচনে শেষ হাসি কে হাসছেন কাল?হ্যাটট্রিক মেয়র ইসমাইল নাকি?নতুন মিনহাজুল ইসলাম জসিম?খেলা কার হাতে মোশাররফ ...
01/11/2022

ফটিকছড়ি পৌর নির্বাচনে শেষ হাসি কে হাসছেন কাল?

হ্যাটট্রিক মেয়র ইসমাইল নাকি?

নতুন মিনহাজুল ইসলাম জসিম?

খেলা কার হাতে মোশাররফ নাকি ভান্ডারীর?

কে হতে পারেন ফটিকছড়ির পৌর মেয়র.?

01/11/2022

😪😪____🥰💖

একটি মানবিক সাহায্যের আবেদন.................................................৩নং নারায়ণহাট ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড( দক্ষিণ ...
01/11/2022

একটি মানবিক সাহায্যের আবেদন.................................................
৩নং নারায়ণহাট ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড( দক্ষিণ জুজখোলা)'র সন্তান মুহাম্মদ শাহেদুল আলম গত- ৩০-১০-২০২২ এ "ফটিকছড়ি উত্তর"স্থ শান্তিরহাট বাজারের চারাবটতল এলাকায় মোটর সাইকেল এক্সিডেন্ট করে বর্তমানে জীবন -মৃত্যুর সাথে চট্টগ্রাম মেডিকেল ভর্তি আছেন। আহত শাহেদের বর্তমান অবস্থা খুবই সংকটাপন্ন। ডাক্তার বলেছেন আগামীকালের মধ্যে জুরুরিভিত্তিতে অপারেশন করতে হবে।যার জন্য প্রয়োজন ২,০০০০০/=(দুই লক্ষ টাকা )।আহত শাহেদের পরিবারের অবস্থা অত্যন্ত করুন। অসচ্ছল শাহেদের পরিবারের পক্ষে দক্ষিণ জুজখোলার ইউপি মেম্বার জনাব তারেক বিন সালাম শাহেদকে বাঁচানোর জন্য সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্য ও দোয়ার আবেদন জানিয়েছেন।
" মানুষ মানুষের জন্য ।শাহেদ আমাদেরই আপনজন। আসুন আমরা যে যেখানে আছি শাহেদকে বাঁচানোর জন্য দেশে এবং বিদেশে অবস্থানরত সকলে আর্থিক সহযোগিতা দিয়ে এগিয়ে আসি।"
নিবেদক
সাহায্য পাঠানোর জন্য বিকাশ করুনঃ
বিকাশঃ01839043423
তারেক বিন সালাম
ইউপি মেম্বার
৪নং ওয়্যার্ড
৩ংনারায়ণহাট ইউনিয়ন পরিষদ
ফটিকছড়ি, চট্টগ্রাম।

31/10/2022
31/10/2022

ব্রেকিং নিউজ

১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৯টা থেকে ৪ টা পর্যন্ত।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা....!!আবারো কেড়ে নিলো,৮ বছরের এক শিশুর তাজা প্রাণ..............😭😭😭😭ইন...
31/10/2022

ফটিকছড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা....!!
আবারো কেড়ে নিলো,৮ বছরের এক শিশুর তাজা প্রাণ..............😭😭😭😭

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আর কত এক্সিডেন্ট, আর কত রক্ত, আর কত মায়ের বুক খালি হবে এই সড়ক দুর্ঘটনায় 😥

মহান আল্লাহ তায়ালা তার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন।🤲

এইমাত্র পাওয়া----------------------------------------চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ...
10/09/2022

এইমাত্র পাওয়া
----------------------------------------
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন
আলহাজ্ব এটিএম পেয়ারুল ইসলাম।

 #হারানো_বিজ্ঞপ্তি 🎤📢📢ফটিকছড়ি পৌরসভা ৪নংওয়ার্ড রাজু সুলতান বাড়ি শাহাবুদ্দিন  এর ছেলে আনুমানিক রাত ৯.০০ ঘটিকার সময় চৌমুহন...
24/08/2022

#হারানো_বিজ্ঞপ্তি 🎤📢📢

ফটিকছড়ি পৌরসভা ৪নংওয়ার্ড রাজু সুলতান বাড়ি শাহাবুদ্দিন এর ছেলে আনুমানিক রাত ৯.০০ ঘটিকার সময় চৌমুহনী বাজার হেফজখানা থেকে হারিয়ে গেছে...
বিঃদ্রঃ কেও দেখে তাকলে যোগাযোগ করুন

মুহাম্মদ সাহাব উদ্দিন

01829-548414

খাগড়াছড়ির সিন্দুকছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে দুই জন ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
23/08/2022

খাগড়াছড়ির সিন্দুকছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে দুই জন ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

22/08/2022

বেইমানির শিকার হয়ে আরব আমিরাতের আজমান প্রবাসী লাইভে এসে আত্নহত্যা।
প্লিস সবাই শেয়ার দেন

হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে ১১মাইল স্থানে, মালবাহী কভার ভ্যান উল্টে গেছে।  কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি।
20/08/2022

হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে ১১মাইল স্থানে, মালবাহী কভার ভ্যান উল্টে গেছে।

কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম -খাগড়াছড়ি মাহসড়ে  ফটিকছড়ি বারৈয়ারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে  সৌদি বাস খাদে......................................চট্...
19/08/2022

চট্টগ্রাম -খাগড়াছড়ি মাহসড়ে ফটিকছড়ি বারৈয়ারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি বাস খাদে......................................

চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি বারৈয়ারহাট এলাকার টার্নিং পয়েন্টে সৌদিয়া কোম্পানির এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে।

আজ রাত দশটার দিকে চট্টগ্রাম থেকে ফটিকছড়ি বিবিরহাট সদরের দিকে যাত্রী নেওয়ার জন্য আসার পথে বারৈয়ারহাট এলাকায় এ বাসটি নিয়ন্ত্রণ হারায়।
এতে বাসের ভেতর থাকা চালক ও হেল্পার গুরুতর আহত হন।

ফটিকছড়িতে যুবক হত্যা, বাড়ীর গেইটে রক্তাক্ত লাশ!--------------------------------------চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে আনোয়া...
12/08/2022

ফটিকছড়িতে যুবক হত্যা, বাড়ীর গেইটে রক্তাক্ত লাশ!

--------------------------------------
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে আনোয়ারুল আজিম (৪০) নামে এক যুবককে হত্যা করে বাড়ীর গেইটের সামনে রক্তাক্ত লাশ ফেলে গেছে কে বা কারা। বৃহস্পতিবার (১১ আগষ্ট) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পেতি বাদশা বাড়ীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউ.পি সদস্য মোরশেদুল আলম জানান, 'বৃহস্পতিবার রাতে এশা'র নামাজ পড়তে যাবে বলে ঘর থেকে বের হন আজিম। পরে নামাজের সময় পেরিয়ে গেলেও ছেলে ঘরে না ফেরায় নিহতেে মা রাত ১০ টার দিকে বাড়ী সংলগ্ন মসজিদে খোঁজ নিতে বের হন। ছেলেকে খুঁজতে গিয়ে বাড়ীর গেইটের সামনে গেলেই দেখতে পান ছেলের রক্তাক্ত লাশ। পরে বাড়ীর লোকজন এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গহিরা জেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউ.পি সদস্য আরো জানান, তার মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

অপরদিকে, খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে যান ফটিকছড়ি থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২ টা ৩০ মিনিট পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।)

নিহত আনোয়ার নিহত আনোয়ারুল আজিম ওই এলাকার মৃত ফজল বারিকের ছেলে। তার স্ত্রী ১২ বছর বয়সী ১মেয়ে, ৭ ও ৪ বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। তিনি পরিবারসহ নগরীতে বসবাস করলেও মাঝে মধ্যে বাড়ীতে আসা-যাওয়া করতেন।

কপি ফটিকছড়ি খবর

চট্টগ্রামের, হাটহাজারী রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু...  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল...
09/08/2022

চট্টগ্রামের, হাটহাজারী রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু... ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।
আল্লাহপাক মাদ্রাসার ছাত্রকে জান্নাতবাসী করুক...
আমাদেরকে বিভিন্ন দুর্ঘটনার মৃত্যু থেকে হেফাজত করুক ও দ্বীনের পথে চলার তৌফিক দান করুক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে আসবেন তাদের জন্য ফ্রী তে থাকার ব্যবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ...
07/08/2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে আসবেন তাদের জন্য ফ্রী তে থাকার ব্যবস্থা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে আসবেন তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ভাইয়ের পক্ষে থেকে আমি ছেলেদের থাকার ব্যবস্থা করেছি এবং মেয়েদের জন্য থাকার ব্যবস্থা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমা আপু।

আমার পেইজে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করবেন আর আপুর সাথে যোগাযোগ করবেন নিচের দেওয়া আপুর আইডির লিংকে মেসেজ করে।
যদি কোন কারণে আপুর সাথে যোগাযোগ করতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপুকে বলবো।
(আপুর আইড লিংক)
https://www.facebook.com/shamima.shima.520
Copy ফটিকছড়ি টিভি

ফটিকছড়ি থেকে অক্সিজেন বাস ভাড়া নির্ধারণ
06/08/2022

ফটিকছড়ি থেকে অক্সিজেন
বাস ভাড়া নির্ধারণ

06/08/2022

চান্দাবাজেরা ধান্দা করছে।

ফটিকছড়িতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা ...................................................চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক ক...
05/08/2022

ফটিকছড়িতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা ...................................................
চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জের ধরে শারমিন আক্তার (২০) নামে গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। তবে মৃত গৃহবধূর পরিবারের দাবি মেয়েকে হত্যা করেছেন শ্বশুর বাড়ির লোকজন।

শুক্রবার (৫ আগষ্ট ) সকালে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউপির মাইজকান্দি গ্রামের তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।শারমিন আক্তার ওই এলাকার নুরুল আলমের স্ত্রী। নুরুল আলম পেশায় সিএনজি চালক। খবর পেয়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শারমিনের ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আলম পেশায় সিএনজি চালক হলেও তিনি মাদকের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে স্ত্রীকে নির্যাতন করে আসছেন। গত কিছুদিন আগে নুরুল আলমের স্ত্রী বাপের বাড়ি যাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল নুরুল আলমের স্ত্রী তার শ্বশুর বাড়িতে আসে। এ নিয়ে তাদের মধ্যে রাতে কথা কাটাকাটি হয়। পরদিন সকালে ওই গৃহবধূ বিষপান করলে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।

এই বিষয়ে স্থানীয় মেম্বার আজম বলেন, আমার এলাকায় বিষপান করে একজন গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। তবে কীভাবে মৃত্যুবরণ করেছি সঠিক জানিনা। এ পরিবারের পারিবারিক কলহের একাধিক সালিশ বৈঠকও করেছে বলে জানান তিনি।

ভূজপুর থানার এস আই শুভজিৎ সেন জানায় , খবর পেয়ে শারমিন আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ মৃত্যুর পেছনে যদি কোন রহস্য থাকে ময়নাতদন্ত রিপোর্টে তা উঠে আসবে।

নিখোঁজ হয়েছেন ফটিকছড়ি হামজারটিলার ৪৫ বছরের এক মহিলা।নামঃ খালেদা বেগমস্বামীঃ মোঃ গুরা মিয়াপিতাঃ মৃত মোঃ আব্দুল খালেকবয়সঃ ...
02/08/2022

নিখোঁজ হয়েছেন ফটিকছড়ি হামজারটিলার ৪৫ বছরের এক মহিলা।
নামঃ খালেদা বেগম
স্বামীঃ মোঃ গুরা মিয়া
পিতাঃ মৃত মোঃ আব্দুল খালেক
বয়সঃ ৪৫
ঠিকানাঃ হামজারটিলা,বিবিরহাট,১ নং ওয়ার্ড,উত্তর রাঙ্গামাটিয়া,ফটিকছড়ি পৌরসভা,চট্টগ্রাম।
তিনি ২৯/০৭/২০২২ ইং শুক্রবার বিকাল আনুমানিক ৩ টার দিকে নিজ ঘর হতে বিবিরহাট বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে আর ফিরে আসেনি।যদি কোন হৃদয়বান ব্যক্তি তাকে খুজে পান তাহলে যোগাযোগ করুনঃ
01844847489, 01837693722

29/07/2022

তালে তাল না মিলিয়ে নিজের বিবেগ দিয়ে একটু চিন্তা করলেই তো হয়।

ধন্যবাদ হুজুরকে

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন।মিরসরাইতে খৈইয়াছরা ঝর্ণা দেখতে আসা ১১ জন পর্যটক ট্রেনের ধাক্কায় নিহত।
29/07/2022

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন।
মিরসরাইতে খৈইয়াছরা ঝর্ণা দেখতে আসা ১১ জন পর্যটক ট্রেনের ধাক্কায় নিহত।

হারানো বিজ্ঞপ্তি ---------------------নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র গতকাল সকাল ৯ ঘটিকা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে...
28/07/2022

হারানো বিজ্ঞপ্তি
---------------------
নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র
গতকাল সকাল ৯ ঘটিকা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না
কোন সুহৃদয় ব্যক্তি ছেলেটির সন্দান পেয়ে থাকেন
তার বাবা এবং মামার মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি

ছেলে নামঃ মোঃ মাহিন বয়স-১১
পিতার নামঃ মোঃ জয়নাল আবেদীন
জেলাঃ খাগড়াছড়ি মাটিরাঙ্গা গোমতী
মামাঃ সাইফুল ইসলাম-01571420583
বাবা- 01557604292

বিঃ দ্রঃ পোষ্টটি বেশী বেশী করে শেয়ার করে উক্ত হারানো সন্তানটি তার মা বাবা যেন ফিরে পায়
সেই সুযোগ করে দিন।

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার...
26/07/2022

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।
স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়
ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।
পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো।সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো।
ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।
একদিন ছেলেটির কাকা বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই. রেখে দিলো।
কাকা জিজ্ঞেস করলো-- হারটি এনেছো ?ছেলেটি বললো-- না কাকা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।
তখন কাকা বললো- তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে।
আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।
জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।

দৃষ্টি  আর্কষন 🙋‍♂️ছবির কিশোরীটি বহদ্দারহাট ফ্লাইওভারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আমি অফিস হতে ফিরার পথে চাঁন্দগাঁও থ...
26/07/2022

দৃষ্টি আর্কষন 🙋‍♂️

ছবির কিশোরীটি বহদ্দারহাট ফ্লাইওভারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আমি অফিস হতে ফিরার পথে চাঁন্দগাঁও থানাকে অবিহিত করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করার প্রক্রিয়ায় আছি। ইতিমধ্যে নিষ্ঠা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের খবর দেওয়া হয়েছে। এই কিশোরীটি সাথে কোন মোবাইল, কোন ভ্যানিটি ব্যাগ, কোন টাকা পয়সা নেই।তাকে চিহ্নিত করার কোন সুযোগ নাই,তার বাড়ী ঘর,ঠিকানা বের করতে সবাই পোষ্টটি শেয়ার করে একটু সহযোগিতা করুন।আপনার একটি শেয়ার কিশোরীর স্বজনকে ফিরে পেতে সহযোগিতা করবে।

ইনবক্স থেকে
২৬-৭-২২

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Online News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online News 24:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share