30/09/2022
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সতর্কতামূলক পোস্টঃ
সম্প্রতি আমার কাছে অনেকেই তাদের ইভিসা দিয়ে জানতে চেয়েছেন তাদের ভিসাটা কি সঠিক কি না। মেক্সিমাম ক্ষেত্রেই সঠিক থাকলেও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রতারক চক্র ভিজিট ভিসা দিয়ে বলছে কলিং ভিসা। যেহেতু ইভিসা সেটা যদি টুরিস্ট ভিসাও হয় তাহলেও অনলাইনে চেক করা যায়। সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। ইভিসা অনলাইনে চেক করার পাশাপাশি লক্ষ্য রাখবেন, TEMPORARY EMPOWERMENT এই কথাটা লিখা আছে কি না। এবং শুধুমাত্র ইভিসা অনলাইনে যাচাই না করে, মালয়েশিয়া ইমিগ্রেশন এর ওয়েবসাইটে গিয়ে কোম্পানির রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে কলিং পেপারটাও যাচাই করবেন। এই বিষয়ে বিস্তারিত ধারণা ভিডিও আকারে পাবেন আমার ইউটিউব চ্যানেলে- https://youtube.com/c/TuhinAkhanjee
ইভিসা যাচাই করতে- https://malaysiavisa.imi.gov.my/evisa/evisa.jsp
কলিং পেপার যাচাই করতে- https://eservices.imi.gov.my/myimms/PRAStatus
সচেতনতায়ঃ Akhanjee Global Migration