29/08/2024
ফেনীতে ৭ দিনের ক্ষুধার্ত একটি পরিবারকে আস সুন্নাহ ফাউন্ডেশন জিজ্ঞেস করলেন আপনাদের কাছে কি এর আগে ত্রাণ পৌঁছায়নি?
তারা জানালেন অনেকেই এসেছিল ত্রাণ দিতে, কিন্তু দুইজন ত্রাণ নিয়ে দাঁড়ালে চারজন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায়! তাই আমরা তাদের ত্রাণ গ্রহণ করিনি। কারণ আমরা ভিক্ষুক নই, আমার ছেলে প্রবাসী, সে ভিডিও দেখলে তো কষ্ট পাবে। তাই আমরা ক্যামেরাবন্দি ত্রাণ গ্রহণ করিনি।
আত্মসম্মান আর অহংকার এক না, আত্মসম্মান সবার থাকা উচিত।
©