মুসাফিরের আলো

  • Home
  • মুসাফিরের আলো

মুসাফিরের আলো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুসাফিরের আলো, Media, .

01/05/2022

🕋 উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে! সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখেলেন ৬৮ টা লাশ। ২ টা নাই ... একজন তাঁর চাচা হামজা (রাঃ) আরেকজন হানজালা (রাঃ)। অস্থির হয়ে পড়েছেন নবীজি। সব সাহাবাদের পাঠাইলেন লাশ খুজার জন্য। ...হটাত বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবী তাকে চিনলেন না। -মহিলা বললেন; ইয়া রাসুল্লাহ আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে? নবীজি বলেন; হা আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম। -মহিলা বললেন; ইয়া রাসুল্লাহ! আমার হাতটা দেখেন। হাতের মেহেদী এখনও শুখায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত ২ টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হাঞ্জেলা। বাসর রাতে উনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন "যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে"। মহিলা বললেন ইয়া রাসুল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্মন করে গেছেন। লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবীজি কাঁদতেসেন। মহিলা বললেন ইয়া রাসুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন? নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বলল ইয়া রাসুল্লাহ হানজালা কে পাওয়া গেছে। --- সবাই গেলেন। গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি মাথা হাতায়ে দিলেন। জিবরাঈল আসলো! ...এসে বলল; ইয়া রাসুল্লাহ হানজালার কোরবানিতে আল্লাহ্ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনিকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ...ইয়া রাসুল্লাহ আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে থেকে যে সুগন্ধ পাচ্ছেন, এটা আল্লাহ্ পাকের বিশেষ খুসবু মিশক আম্বর আতরের ঘ্রাণ । আমরাই উনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি ।......
সুবহানআল্লাহ !!! আল্লাহ্ তাঁর প্রিয় মানুষকে কি পরিমাণ ভালবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়।🤲🤲🤲

মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে তুরস্কে মানুষের ঢল!হযরত উওয়াইস আল-কারনি (রা.) কে উপহার হিসেবে নিজের ব্যবহৃত এ পোশাকটি দেন ...
24/04/2022

মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে তুরস্কে মানুষের ঢল!

হযরত উওয়াইস আল-কারনি (রা.) কে উপহার হিসেবে নিজের ব্যবহৃত এ পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)। হযরত উওয়াইস আল-কারনি (রা.) -এর বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন।
,
তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক প্রদর্শনীতে হাজারো মানুষ ভিড় করেছেন। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধুমাত্র পবিত্র রমজান মাসেই প্রদর্শন করা হয়।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ'র এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে দুই বছর প্রদর্শনী বন্ধ থাকার পর শুক্রবার (২২ এপ্রিল) থেকে তা আবার শুরু হয়েছে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পোশাকটির প্রদর্শনী চলবে।

আধ্যাত্মিক ক্ষমতা বাবা  #সৈয়দ_মঈনুদ্দিন_আহমদ_মাইজভাণ্ডারী - আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি অব সানফ্রানসিসকো এর প্রফেসর ডা...
24/04/2022

আধ্যাত্মিক ক্ষমতা বাবা
#সৈয়দ_মঈনুদ্দিন_আহমদ_মাইজভাণ্ডারী -
আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি অব সানফ্রানসিসকো এর প্রফেসর ডাঃ আরথার কেন স্কট সুফি সেম্পজিয়াম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যখন বাবা #মঈনুদ্দিনের পবিত্র হাত মোবারক স্পর্শ করেন,তখন এক দিব্য অনুভুতি থেকে তিনি বলে উঠেন ............

" - "
অর্থাৎঃ- আমি তার (মঈনুদ্দিন আহমদ) মধ্যে কোন মানুষের গন্ধ পাইনি।

15/07/2020

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসাফিরের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুসাফিরের আলো:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share