The Shreebhumi Times

  • Home
  • The Shreebhumi Times

The Shreebhumi Times Daily News updates & Advisement in Barak valley,Assam, Northeast.

নিখোঁজশিলচর তারাপুরের বাসিন্দা পারমিতা শব্দকর গত 27জানুয়ারি দুপুর 1ঘটিকা থেকে নিখোঁজ।যদি কেউ দেখে থাকেন তাহলে দয়া করে ...
01/02/2025

নিখোঁজ

শিলচর তারাপুরের বাসিন্দা পারমিতা শব্দকর গত 27জানুয়ারি দুপুর 1ঘটিকা থেকে নিখোঁজ।

যদি কেউ দেখে থাকেন তাহলে দয়া করে যোগাযোগ করুন: 60025 49573, 9706395659

‼️নিখোঁজ খবর‼️কালাইনের সুমন নায়েক সকালে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ, আপনাদের কাছে অনুরোধ যদি কেউ খোঁজ পান তাহলে দয়া করে নিচ...
01/02/2025

‼️নিখোঁজ খবর‼️

কালাইনের সুমন নায়েক সকালে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ, আপনাদের কাছে অনুরোধ যদি কেউ খোঁজ পান তাহলে দয়া করে নিচে দেওয়া নম্বর এ ফোন করবেন।

8761806386

ফটোতে যে জ্যাকেট সেই জ্যাকেটেই বেরিয়ে ছিলো।

অটো রিকশা থেকে উদ্ধার ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট, ধৃত পাচারকারী। শিলচর সদর থানার আওতাধীন সোনাবাড়িঘাট থেকে মাদকদ্রব্য সমেত...
01/02/2025

অটো রিকশা থেকে উদ্ধার ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট, ধৃত পাচারকারী। শিলচর সদর থানার আওতাধীন সোনাবাড়িঘাট থেকে মাদকদ্রব্য সমেত পাচারকারীকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।

প্রয়াগরাজ মহাকুম্ভে বিপুল সংখ্যক দর্শনার্থী ও ভক্তদের জন্য খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করতে এগিয়ে এসেছেন মুসলিম সম্প্রদা...
01/02/2025

প্রয়াগরাজ মহাকুম্ভে বিপুল সংখ্যক দর্শনার্থী ও ভক্তদের জন্য খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করতে এগিয়ে এসেছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন।

বাজারিছড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা টেবলেট সহ এক যুবক আটক।
29/01/2025

বাজারিছড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা টেবলেট সহ এক যুবক আটক।

কানুজের পর এবার দিলশাদ ও আর নেই!! শখের বাইক কেড়ে নিলো বদরপুরের রবদান ও পেরাগনের দুই প্রতিভাবান ছাত্রের জীবন।।
29/01/2025

কানুজের পর এবার দিলশাদ ও আর নেই!! শখের বাইক কেড়ে নিলো বদরপুরের রবদান ও পেরাগনের দুই প্রতিভাবান ছাত্রের জীবন।।

প্রয়াগরাজ মহাকুম্ভে মৃত্যুর মিছিল। দৌড়াদৌড়িতে পদপিষ্ট হয়ে এপর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০। আহত অনেক।
29/01/2025

প্রয়াগরাজ মহাকুম্ভে মৃত্যুর মিছিল। দৌড়াদৌড়িতে পদপিষ্ট হয়ে এপর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০। আহত অনেক।

 প্রয়াগরাজ মহাকুম্বে স্নান করতে গিয়ে শনিবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনার নাম হলো অঞ্জু চন্দ্র দাস বয়স অনুমান...
29/01/2025


প্রয়াগরাজ মহাকুম্বে স্নান করতে গিয়ে শনিবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনার নাম হলো অঞ্জু চন্দ্র দাস বয়স অনুমানিক ৫০ বছর হবে বদরপুরের বাসিন্দা আপনারা যারা মহাকুম্বোতে গিয়েছেন উনাকে যদি দেখে থাকেন তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন-9854787933
সবার কাছে শেয়ার করার রাখছি।

29/01/2025


অনেকেই যাচ্ছেন বাকিদের যাবার ইচ্ছে আছে l খুব দরকারি কিছু ইনফরমেশন জেনে নিন l শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন l

কুম্ভ নিয়ে প্রাসঙ্গিক কথাগুলো চটপট বলে নেওয়া ভালো। নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

১. এ বছর গোটা কুম্ভের ক্ষেত্রটি মোট ২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। আপনি কোন সেক্টরে থাকবার জায়গা পেয়েছেন তার উপরে আপনার কুম্ভ দর্শনের অনেকটাই নির্ভর করছে। কুম্ভের মাঠে আপনাকে কতটা হাঁটতে হবে সেটাও নির্ধারণ করবে আপনি কত নম্বর সেক্টরে আছেন তার উপর। থাকবার টেন্ট প্রচুর আছে ঠিকই তবে সবগুলোতে চাইলেই আপনি থাকতে পারবেন না। প্রাইভেট টেন্টগুলোর (যেখানে একটু ভালো খাওয়াদাওয়া আপনি আশা করতে পারেন এবং রাত্রে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে মাথা নিজেকে বাঁচাতে পারেন) মাথাপিছু প্যাকেজ এখন প্রচন্ড বেশি। অবশ্য শুধুমাত্র প্রাইভেট টেন্ট নয়, UP Tourism যে টেন্ট গুলোতে থাকতে দিচ্ছে সেখানকার প্যাকেজও আকাশছোঁয়া বলা যায়। এছাড়া সস্তার যে টেন্ট গুলো আছে, সেখানে ভালো পরিষেবা পাওয়ার কোনো আশা না রাখাই ভালো। (মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে reels দেখে কুম্ভকে মাপতে যাবেন না। তাহলেই ফাঁপরে পড়বেন।) তাহলে, নিজের পকেট বুঝে পা বাড়াবেন। টাকা বাঁচাতে চাইলে uncomfortable পরিস্থিতির জন্য মানসিক ভাবে তৈরী থাকবেন।

২. কুম্ভে গঙ্গা ও যমুনা নদীর উপর অস্থায়ী অনেকগুলো পিপার ব্রিজ বানানো হয়। সঙ্গম, অর্থাৎ যেখানে সাধুরা স্নান করে, সেটা এবছর ১, ২ এবং ৩ নম্বর পিপার ব্রিজের কাছে পড়েছে। এই পিপার ব্রিজ গুলোর মধ্যে কিছু ব্রিজ থাকে যাওয়ার জন্য, কিছু থাকে ফেরার জন্য এবং কয়েকটি ব্রিজ রিজার্ভ করা থাকে শুধুমাত্র সরকারী আধিকারিকদের যাওয়া আসার জন্য। তবে এমনটা ভাববেন না আপনি যত নম্বর সেক্টরে থাকবেন তত নম্বর ব্রিজ সামনে পাবেন। সেক্টর নম্বর এবং ব্রিজ নম্বর দুটো কিন্তু এক নয়।

৩. শাহী স্নানের অন্তত দুইদিন আগে ওখানে পৌঁছে যাওয়া দরকার। যারা ভাবছেন শাহী স্নানের আগের দিন যাবেন, তারা এখনও ভুল ভাবছেন কারণ শাহী স্নানের আগের দুইদিন ধরে ওখানে মূল রাস্তায় no entry থাকবে। কোনো গাড়ি চলাচল হবে না। পুলিশ সিম্পলি আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলবে "প্যায়দল চলকে যাও!" এই পায়ে হাঁটার পরিমাণ ৭, ৮ এমনকি ১০ কিলোমিটার ও হতে পারে। নির্ভর করছে ঠিক কোন পয়েন্টে আপনার গাড়ি ব্যারিকেডের মুখে পড়ছে তার উপর। তাই শাহী স্নানের তারিখ দেখে অন্তত দুইদিন আগে প্রয়াগরাজে প্রবেশ করুন।

৪. এখানকার পুলিশের ভিড় নিয়ন্ত্রণের একমাত্র রাস্তাই হল সবকটা বড় রাস্তাগুলোতে no entry বোর্ড বসিয়ে দেওয়া। এর কোনো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবেন না। কারণ এর কোনো ব্যাখ্যা নেই। এখানকার মানুষজন এই সিস্টেমের সাথে অভ্যস্ত। মুশকিলে পড়বেন আপনি যেহেতু এরকম উদ্ভট no entry ব্যবস্থার সাথে আপনি পরিচিত নন। যে কোনও সময়, যে কোনও মুহূর্তে আপনাকে পরিবার নিয়ে এবং luggage নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে হতেই পারে - এটা আগে থেকেই মাথায় রাখবেন। তাহলে অন্তত মেন্টাল শক পাবেন না।

৫. Prayagraj Chheoki বলে একটা স্টেশন আছে। ওখান থেকে যাওয়াটা অপেক্ষাকৃত সহজ। Auto বা Toto ও সহজেই পাওয়া যায়।

৬. অবশেষে বলি, হেঁটে চলাই কুম্ভের বিশেষত্ব। হাঁটতে আপনাকে হবেই। এটা দীঘা, পুরী কিংবা আয়েশ করে ঘুরতে যাওয়ার কোন ডেস্টিনেশন নয়। কুম্ভ দর্শন করতে গেলে শারীরিক কসরৎ আপনাকে করতেই হবে। তবে মাথা ঠাণ্ডা রেখে, সাথে প্রয়োজনীয় ওষুধ নিয়ে এবং কুম্ভের স্থানীয় ম্যাপটা বুঝে নিতে পারলে মুশকিল অনেকটাই আসান।

#সংগ্রহিত

পূর্ব ধলাইর কটনপুরে ট্র‍্যাক্টরে চাপা পড়ে মৃ"ত্যু আসাম পুলিশের ৪র্থ শ্রেণির প্রাক্তন কর্মীর।মর্মান্তিক এই দুর্ঘট"নাটি সং...
29/01/2025

পূর্ব ধলাইর কটনপুরে ট্র‍্যাক্টরে চাপা পড়ে মৃ"ত্যু আসাম পুলিশের ৪র্থ শ্রেণির প্রাক্তন কর্মীর।

মর্মান্তিক এই দুর্ঘট"নাটি সংঘটিত হয় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পূর্ব ধলাইর মনিয়ারখাল বাগানের কটনপুর গ্রামে। চালকের সাথে বসে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টী খায় ট্র‍্যাক্টরটি। এতে চাপা পড়ে ঘট"নাস্থলে মৃ"ত্যু হয় আসাম পুলিশের ৪র্থ শ্রেণির প্রাক্তন কর্মী মানিক উড়িয়ার। এছাড়া ট্র‍্যাক্টর চালক ও গুরুতরভাবে আহ"ত হন। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধার হয় মানিক উড়িয়ার নিথর দেহ। ট্র‍্যাক্টর চালক রানু চাষাকে সংক"টজনক অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবরে পালংঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সদলবলে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেড়ে মৃ"তদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। মর্মান্তিক এই দুর্ঘট"নার খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আনন্দপুর জিপির ছোটকোনা ও দরগারবন্দ বড়গুল এলাকার প্রধান সড়কের রাস্তার কাজটি সরজমিনে পরিদর্শন করলেন বিধায়ক বিজয়।
28/01/2025

আনন্দপুর জিপির ছোটকোনা ও দরগারবন্দ বড়গুল এলাকার প্রধান সড়কের রাস্তার কাজটি সরজমিনে পরিদর্শন করলেন বিধায়ক বিজয়।

লক্ষ্মীপুর বিধানসভার মাড়কুলিনে যাত্রীবাহী অটোরিকশা থেকে গাঞ্জা ভর্তি দুইটি পুটলা উদ্ধার করে  পুলিশ। পাচারে জড়িত দুইজনকে...
28/01/2025

লক্ষ্মীপুর বিধানসভার মাড়কুলিনে যাত্রীবাহী অটোরিকশা থেকে গাঞ্জা ভর্তি দুইটি পুটলা উদ্ধার করে পুলিশ। পাচারে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।2.158 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল পাঁচগ্রাম এলাকার ঠাণ্ডাপুরে । সোমবার রাতে ঠাণ্ডাপুরে নাইট সুপার থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ...
28/01/2025

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল পাঁচগ্রাম এলাকার ঠাণ্ডাপুরে । সোমবার রাতে ঠাণ্ডাপুরে নাইট সুপার থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা। সিআরপিএফ এবং পাঁচগ্রাম পুলিশের যৌথ অভিযানে এই বিরাট সাফল্য পেয়েছে পুলিশ। গাঁজা সহ গ্রেফতার ৪ যুবক। ধৃতদের কাছ থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ বেশকিছু আপত্তিকর সামগ্রীও বাজেয়াপ্ত করে পুলিশ। সোমবার রাতে পাঁচগ্রাম থানা এলাকার ঠাণ্ডাপুরে নাইট সুপার থেকে এই মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে পাচারের পথে এএস০১ এফসি ৮১৯৯ নম্বরের নাইট সুপার থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ আরও বেশকিছু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

চুরি যাওয়া সামগ্রী সমেত কাছাড় পুলিশের জালে ধৃত তিন চুর।
28/01/2025

চুরি যাওয়া সামগ্রী সমেত কাছাড় পুলিশের জালে ধৃত তিন চুর।

এক বেদ*নাদায়ক ঘ"টনা! অভিভাবকদের সতর্ক হওয়া প্রয়োজন!!মা'কে অপেক্ষায় রেখে এক ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ হারা" লো বদ...
28/01/2025

এক বেদ*নাদায়ক ঘ"টনা! অভিভাবকদের সতর্ক হওয়া প্রয়োজন!!

মা'কে অপেক্ষায় রেখে এক ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ হারা" লো বদরপুর পেরাগন সিনিয়র সেকেন্ডারী স্কুলের প্রতিভাবান ছাত্র কানজু কুমার চুতিয়া। বদরপুর বড়গুলের বাসিন্দা কানজু এবার মাধ্যমিক ফাইন্যাল পরীক্ষায় বসার কথা।

কিন্তুু বড় অকালে চলে গেলো ছেলেটি। তাঁর এই মৃ"ত্যুর খবর মা'কে এখনো জানানো হয়নি,তাই সকালে স্কুলে ফোন করে আজকের পরীক্ষায় ছেলে আসতে পারবে না বলে মা অবগত করলেন। মায়ের স্বপ্ন ছেলে বড় হয়ে ডাক্তার হবে এনিয়ে এখন থেকে তদবির করছেন উচ্চ মাধ্যমিকে ভালো করে পড়াশোনা করানোর জন্য। কিন্তুু মায়ের স্বপ্ন অধরা রেখে চিরদিনের জন্য চলে গেলো কানজু।

গতকাল সোমবার ও সে স্কুলে উপস্থিত ছিলো, রাতে বন্ধুদের সঙ্গে বের হয়েছিলো একটু ঘুরতে। একসঙ্গে তিনজন দূ*র্ঘটনার কবলে পড়লেও দু'জন বেঁচে যায় আর কানজু চলে গেলো চিরকালের জন্য চিরবিদায় নিয়ে।

বর্তমানে তাঁর মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজে রয়েছে। সেখানে পো*স্টমর্টামের পর বদরপুরে নিয়ে এসে প্রথমে তাঁর বিদ্যালয় পেরাগনে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর নিজ বাড়িতে নিয়ে গিয়ে শে"ষকৃত্য সম্পন্ন করা হবে।

রবিবার রাতে এভাবে আরও একটি দূর্ঘ*টনায় বদরপুরের অন্য একটি স্কুলের একজন ছাত্র বাইক দূর্ঘ*টনায় গুরুতর আহত হয়ে বর্তমানে গৌহাটির একটি হাসপাতালে কোমায় রয়েছে। সে ও এবার মাধ্যমিক ফাইন্যালে বসার কথা।

এসব দূ*র্ঘটনার জন্য অভিভাবকরা অনেকটা দোষী। এতো কম বয়সে সন্তানদের হাতে বাইক বা স্কুটি তুলে দেওয়া ঠিক নয়। এব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া সময়ের দাবি।

সবশেষে কানজুর বিদেহি আ"ত্মার সদগতি কামনা করছি। কানজু যেনো পরপারে সুখী থাকে এই কামনা রহিলো।

শিলচর ইটখলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বসতবাড়ি। খবর পেয়ে পৌঁছলো দমকল বাহিনী।
28/01/2025

শিলচর ইটখলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বসতবাড়ি। খবর পেয়ে পৌঁছলো দমকল বাহিনী।

ASSAM RIFLES RECOVERS HE**IN NO 4 WORTH RS 35.51 CRORES IN MIZORAM  alongwith Excise and Narcotics Department (Champhai)...
27/01/2025

ASSAM RIFLES RECOVERS HE**IN NO 4 WORTH RS 35.51 CRORES IN MIZORAM
alongwith Excise and Narcotics Department (Champhai) recovered He**in No 4 (5073 gms) Worth Rs 35.51 Crores (Thirty-Five Crores Fifty-One Lakhs Ten Thousand) and apprehended two individuals (Mizo) in general Area Chhungte, Champhai District, Mizoram on 24 Jan 2025.


মাদকদ্র"ব্য সমেত সোনাই পুলিশের জালে আটক এক পাচারকারী।মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহকারে এক যুবককে আটক করলো...
27/01/2025

মাদকদ্র"ব্য সমেত সোনাই পুলিশের জালে আটক এক পাচারকারী।

মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহকারে এক যুবককে আটক করলো সোনাই পুলিশ।
জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই সমষ্টির অন্তর্গত রাঙ্গির ঘাট ২য় খণ্ড, আমজুরঘাট এলাকার সোনাই-লক্ষ্মীপুর পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া যুবক সোনাই থানার অন্তর্গত নতুন রামনগর এলাকার বাসিন্দা সাহাজ উদ্দিন লস্কর ( বাপন হোসেন)। তার কাছ থেকে অভিযান চালিয়ে পাঁচটি সাবানের প্লাস্টিক বাক্সে 197.83 grams হেরোইন, AS11AD3270 রেজিষ্ট্রেশন নম্বরের একটি স্কুটি ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সোনাই পুলিশ। পরে উদ্ধার করা মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। তার উপর এন ডি পি এস মামলা দায়ের করে আগামী কাল তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ।
জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই সমষ্টির অন্তর্গত রাঙ্গির ঘাট ২য় খণ্ড, আমজুরঘাট এলাকার সোনাই-লক্ষ্মীপুর পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া যুবক সোনাই থানার অন্তর্গত নতুন রামনগর এলাকার বাসিন্দা সাহাজ উদ্দিন লস্কর ( বাপন হোসেন)। তার কাছ থেকে অভিযান চালিয়ে পাঁচটি সাবানের প্লাস্টিক বাক্সে 197.83 grams হেরোইন, AS11AD3270 রেজিষ্ট্রেশন নম্বরের একটি স্কুটি ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সোনাই পুলিশ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Shreebhumi Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share