19/10/2022
*গৌতম গম্ভীর কে ?*
:-
১.গম্ভীর ভারতের সর্বপ্রথম ব্যাটসম্যান যিনি টেস্ট ও T20 ফরম্যাটে NO1 রাঙ্কিং এ ছিলেন।।
২. গম্ভীর যে সময়ে টেস্টের সর্বপ্রথম ব্যাটসম্যান ছিল(2009 সালে), সেই সময়ে সচিন, দ্রাবিড়, লক্ষণ, ক্যালিস, পন্টিং দের মতো ব্যাটসম্যানরা সচল ছিলেন..তাও গম্ভীর সর্বপ্রথম ছিলেন।
আইসিসি দ্বারা গম্ভীর 2009 সালের বেস্ট টেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন
৩.গম্ভীর 2009 সালে নেপিয়ারে একটি ম্যারাথন ইনিংস খেলেন(436 বল খেলে 137 রান)এই ইনিংসের সুবাদে ভারতকে টেস্ট ম্যাচ ড্র করতে সাহায্য করেছিল.. তার ফলে ভারত 41 বছর পর NZ টে টেস্ট সিরিজ জেতে।
৪. গৌতম একমাত্র ব্যাটসম্যান যিনি 5টে টেস্টে পরপর 5টে সেঞ্চুরি করেন..ডন ব্র্যাডম্যানের 6টি আছে।
৫. গম্ভীর ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ের রাঙ্ক টার্নারে অনবদ্য ইনিংস খেলেছিলেন। একমাত্র ব্যাটসম্যান যে 50 এর উপরে ওই ইনিংস রান করেছিলেন..দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মাত্র 11 রান।
৬. গৌতম গম্ভীর 2007 T20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন..সঙ্গে সঙ্গে পুরো টুর্নামেন্ট মিলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ 227 রান করেন ও ফাইনালের 75 রাব তার মধ্যে উল্লেখযোগ্য।
৭.গম্ভীর 2011 ওয়ার্ল্ড কাপের ভারতীয় দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন.. শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়াটার ফাইনালে ফিফটি ও ফাইনালে 97 রান..গম্ভীর মোট চারটি পঞ্চাশ করেন তার মধ্যে চারটেই ছিলো শক্তিশালী দলের বিরুদ্ধে(অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা,ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা)
৮.গম্ভীর ভারতের হয়ে 6টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন,আর 6টি ম্যাচেই ভারত জিতেছে
৯.গম্ভীরের নেতৃত্বে ভারত NZ কে 5-0 টে হারায়..গম্ভীর সিরিজের সেরা হয়েছিলেন..দুটো সেঞ্চুরি করে দলকে সামনে থেকে লিড করেছিলেন
১০.গম্ভীর ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি টানা 11 টা ম্যাচে 50+ রান করেছে
১১.গম্ভীর তাদের মধ্যে একজন ক্রিকেটার যিনি তিন ফরমেটে টপটেন ছিলেন
১২. গম্ভীর 2008 CB সিরিজের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন, 440 রান করে পুরো সিরিজে..ভারত সেটা জেতে।
১৩. গম্ভীর একটি বড় চোট নিয়েও কেপটাউনের টেস্ট খেলেন..পরের সিরিজের জন্য ছিটকে যান কিন্তু তাও তিনি ব্যাট করেন.. তার ফলে ভারত সিরিজ ড্র করতে সক্ষম হয়..গম্ভীর নিজের গুরুতর চোট নিয়েও প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে 93 ও 64 রান করেন।
১৪/ এছাড়া গম্ভীরের আইপিএলের রেকর্ড অনবদ্য, কেকেআরের হয়ে মাত্র তিন বছরের মধ্যে দুটো কাপ জিতেছিলেন।