Sunamganj view-সুনামগঞ্জ ভিউ

  • Home
  • Sunamganj view-সুনামগঞ্জ ভিউ

Sunamganj view-সুনামগঞ্জ ভিউ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sunamganj view-সুনামগঞ্জ ভিউ, Newspaper, .

05/12/2023
সিলেট টেস্টে অধিনায়ক শান্তর হাত ধরে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১৫০ রানের এক স্মরণীয় জয় বাংলাদেশের।
02/12/2023

সিলেট টেস্টে অধিনায়ক শান্তর হাত ধরে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১৫০ রানের এক স্মরণীয় জয় বাংলাদেশের।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (PKSF) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ৩১/১২ Deadline: 31 Dec 2023 Resource Efficient and Cle...
01/12/2023

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (PKSF) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ৩১/১২
Deadline: 31 Dec 2023

Resource Efficient and Cleaner Production (RECP) Specialist ( 1 )
Senior Program Manager (Communication and Knowledge Management) ( 1 )
Senior Program Manager (Marketing, Branding and Certification) ( 1 )
Program Manager (Audit and Compliance) ( 2 )
Program Manager (GIS and IoT Traceability) ( 1 )
Program Manager (Monitoring & Evaluation-Data Management) ( 1 )
Program Manager (Enterprise Development-Livestock) ( 1 )
Program Manager (Enterprise Development-Agriculture) ( 1 )
Program Manager (Enterprise Development-Textile and Fashion) ( 1 )
Assistant Program Manager (Monitoring & Evaluation-Data Management) ( 1 )
Assistant Program Manager (Training and Capacity Development) ( 1 )
Assistant Program Manager (Information & Communication Technology) ( 1 )
Apply: https://recruitment.pksf.org.bd

বাস্তবতার কাছে হেরে যায় সৌন্দর্য।সে নিজেও একটি ফুল অথচ সে জানে না।
01/12/2023

বাস্তবতার কাছে হেরে যায় সৌন্দর্য।
সে নিজেও একটি ফুল অথচ সে জানে না।

01/12/2023

সাপের কামড় নিয়ে আপনার যত ভুল ধারণা,এখনি শুধরে ফেলুন।
ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন।

সুনামগঞ্জ-০১ আসনে মনোনয়ন জমা দেয়া প্রার্থী-
30/11/2023

সুনামগঞ্জ-০১ আসনে মনোনয়ন জমা দেয়া প্রার্থী-

আগামীকাল ৩০শে নভেম্বর অনুষ্ঠিতব্য অনার্স ২য় বর্ষের সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রের আসন বিন্যাস।
29/11/2023

আগামীকাল ৩০শে নভেম্বর অনুষ্ঠিতব্য অনার্স ২য় বর্ষের সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রের আসন বিন্যাস।

পিয়াইন নদী।জাফলং-ডাউকি সীমান্ত।ছবি- সংগৃহীত
28/11/2023

পিয়াইন নদী।
জাফলং-ডাউকি সীমান্ত।

ছবি- সংগৃহীত

28/11/2023

শরীক দলকে ছাড় দিলে সুনামগঞ্জ-০৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ) আসনে প্রার্থী হবেন ব্যারিস্টার ইমন।

বরুণ রায়,সুনামগঞ্জ হতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মূর্ত প্রতীক...বৃটিশ খেদাও আন্দোলন যখন স্তরে স্তরে বিস্তার লাভ করতে...
28/11/2023

বরুণ রায়,সুনামগঞ্জ হতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মূর্ত প্রতীক...

বৃটিশ খেদাও আন্দোলন যখন স্তরে স্তরে বিস্তার লাভ করতে থাকে উপমহাদেশে,তখন বিশ্বের বেশ কয়েকটি দেশে কমিউনিস্টরাও পুরো উদ্যমে জাগ্রত।
প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করে রাজনৈতিক,আইনগত,অর্থনৈতিক কাঠামো পরিবর্তের লক্ষ্যে কমিউনিস্টরাও বিস্তার লাভ করতে থাকে ক্রমাগত।
তারই ধারাবাহিকতায় ১৯২০ সালের ১৭ ই অক্টোবর মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখন্দ শহরে একদল নির্বাসিত ভারতীয় নাগরিকদের নিয়ে প্রতিষ্ঠিত হয় ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই)।
সেই থেকে ভারতীয় উপমহাদেশে কমিউনিস্ট আগমনের পথ সুগম হয়।বিশ শতকের বিশের দশকে মার্কসবাদীয় সমাজতান্ত্রিক ভাবধারা ছড়িয়ে পড়ে ভারতীয় উপমহাদেশে।
কমিনটার্নের ২য় কংগ্রেসের পর সিপিআই সমাজতান্ত্রিক ভাবধারার অনুমোদন নিয়ে ভারতীয় উপমহাদেশ হতে বৃটিশ খেদাও আন্দোলনে তুঙ্গে উঠে ভারতীয় কমিউনিস্ট পার্টি।
উপমহাদেশের সর্ব জুড়ে বিস্তার লাভ করতে থাকে এ ভাবধারা।যা বিস্তার লাভ করতে করতে তৎকালীন এক জমিদার পরিবারে গেঁথে বসে মার্কসবাদী সমাজতান্ত্রিক এই ভাবধারা।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী গ্রামের সম্ভ্রান্ত জমিদার পরিবারকে আকৃষ্ট করে ভারতীয় কমিউনিস্ট পার্টি।জমিদার কৈলাশ রায়ের সুযোগ্য পুত্র জমিদার করুণা সিন্ধু রায় নিজেকে নিবেদিত করেন মার্কসবাদী এই ভাবধারার সাথে।
জমিদার হয়েও কৃষকদের সাথে কাঁধ মিলিয়ে আজীবন সংগ্রাম করে গিয়েছেন মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে।তারই সুযোগ্য উত্তরাধিকারী প্রসূন কান্তি বরুণ রায়।
যিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে আজও প্রতীয়মান।বিপ্লবী,কৃষক নেতা,জননেতা কমরেড প্রসূন কান্তি বরুণ রায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অগ্রপথিক হিসেবে আলো জ্বেলে গিয়েছেন যুগ যুগ।

ভারতের বিহার রাজ্যের পাটনায় পিতামহ কৈলাশ চন্দ্র রায়ের চাকুরিসূত্রে বরুণ রায়ের পিতা-মাতা সেখানে বসবাস করলে সেখানেই জন্ম হয় এই কিংবদন্তির।
তার প্রকৃত নাম প্রসূন কান্তি বরুণ রায়।তবে তিনি বরুণ রায় নামেই সমধিক পরিচিত।

বরুণ রায় ১৯৪২ সালে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মোগরা হাই স্কুল হতে প্রবেশিকা এবং ১৯৪৭ সালে নিজ জেলা সুনামগঞ্জ সরকারি কলেজ হতে আইএ পাস করেন।এরপর ১৯৪৮ সালে সিলেট এমসি কলেজে বিএ ভর্তি হোন।
ছাত্র থাকাকালেই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।মাত্র ২০ বছর বয়সে ১৯৪২ সালে লাভ করেন ভারতীয় কমিউনিস্ট পার্টির পূর্ণ সদস্যপদ।
গরীব-দুঃখী মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা দেখে বিচলিত হয়ে উঠে তার হৃদয়।বৃটিশ উপনিবেশ হতে উপমহাদেশ মুক্তির লড়াইয়ে সক্রিয় করেন নিজেকে।জমিদার-জোতদারদের শোষণ,নিপীড়ন আর অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন। কৃষকদের মুক্তির সংগ্রামে ১৯৪৬ সালে শুরু হওয়া তেভাগা আন্দোলনে রাখেন সক্রিয় ভূমিকা।এছাড়াও ভাসান পানির আন্দোলন,লাঙল যার জমি তার আন্দোলনের ছিলেন অগ্রপথিক।
রাজনৈতিক এ ধনাঢ্য ব্যক্তি পিতা করুণা সিন্ধু রায়ের ভাবাদর্শে ঝোঁকে পড়েন কমিউনিস্ট রাজনীতির দিকে।পিতা কৃষক বন্ধু করুণা সিন্ধু রায়ও ছিলেন কমিউনিস্ট রাজনীতিতে নিবেদিত।ছিলেন নিপীড়িত মানুষের অকৃত্রিম বন্ধু।

পিতার রাজনৈতিক সূত্রে কমিউনিস্ট পার্টির লোকদের তাদের বাড়িতে যাওয়া আসার ফলে কমিউনিস্ট ভাবধারার সাথে তার মেলামেশার সুযোগ হয়।আর এখান থেকেই ঝোঁকে পড়েন বাম রাজনীতিতে।
১৯৪২ সালে ভারতীয় পর্যটকদের পার্টির পূর্ণ সদস্যপদ লাভের মাধ্যমে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণে তার পথ সুগম হয়।এবং এ বছরেই স্বাধীনতা দিবস পালনকালে তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।পার্টি এবং ছাত্র ফেডারেশনের সক্রিয় কর্মী হিসেবে আত্মনিয়োগ করেন।স্বীয় বিচক্ষণতা আর রাজনৈতিক দূরদর্শিতার প্রভাবে খুব অল্প সময়েই রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান পাকাপোক্ত করে নেন।পরিণত হোন রাজনৈতিক ধনাঢ্য ব্যক্তিতে।

পাকিস্তান সৃষ্টির পর ১৯৪৮ সালে সিলেট জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আন্দোলনের ধারা আরো বেগবান হয়।
ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে ১৯৪৮ সালে তাকে আবার গ্রেফতার করে জেলে পাঠানো হয় এবং ১৯৫৩ সাল পর্যন্ত টানা ৫ বছর জেলবন্দি জীবন অতিবাহিত করেন।এদিকে জেলে বন্দীবস্থায় ১৯৫০ সালে সিলেট জেলা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি নির্বাচিত করা হয়।এই বছরেই জেলা কমিটির সদস্য,১৯৬৬ সালে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং ১৯৬৮ সালে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হোন।
১৯৫৩ সালে তাকে মুক্তি দেয়া হলেও রাখা হয় নজরবন্দি।১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে কমিউনিস্ট সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে নজরবন্দি হয়েও বিপুল ভোটে প্রাদেশিক সদস্য নির্বাচিত হোন।
এরপর আইয়ুব খার শাসনামলে প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন করে দেশজুড়ে ধরপাকড়
৯২ (ক) ধারায় ১৯৫৮ সালে সুনামগঞ্জ থেকে তাকে আবার গ্রেফতার করা হয় এবং ঢাকা সেন্ট্রাল জেলে পাঠানো হয়।সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,পূর্ব বাংলার কমিউনিস্ট রাজনীতির আরেক মূখ্য অগ্রপথিক কমরেড মুহাম্মদ তোয়াহা,দেওয়ান মাহবুব আলী এবং সিলেটের আব্দুল হামিদ সহ অনেকের সাথে জেল জীবন অতিবাহিত করেন।
তখনো আরো দীর্ঘ ৫ বছর কারা অন্তরীণ থেকে ১৯৬২ সালে মুক্ত লাভ করেন এবং প্রকাশ্যে চলাফেরা হতে বিরত থাকেন।আত্মগোপনে থেকেও সক্রিয় রাজনীতিতে মূর্ত প্রতীক হিসেবে কাজ করতে থাকেন।আত্মগোপনে থেকেও ঘুরে ঘুরে সুনামগঞ্জ,হবিগঞ্জ,মৌলভীবাজারের ছাত্র-কৃষকদের সংগঠিত করে তুলেন।স্থানে স্থানে ন্যাপ-ছাত্র ইউনিয়ন,কমিউনিস্ট পার্টির সদস্যদের প্রশিক্ষণ দিতে শুরু করেন।
১৯৬৮-৬৯ সালে গণ আন্দোলনের সময় প্রকাশ্যে চলাফেরা হতে বিরত থেকেও আন্দোলনের অগ্রভাগে ছিলেন এই কিংবদন্তি।১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতা শুরু হলে
ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সংগঠকের দায়িত্ব পালন করেন এবং সক্রিয় সংগ্রামে ঝাপিয়ে পড়েন।
ভারতের মেঘালয় রাজ্যের বালাটে যৌথ বাহিনীর সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেন।

যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে নিজেকে আত্মনিয়োগ করেন প্রসূন কান্তি বরুণ রায়।যুদ্ধ বিধ্বস্ত মানুষের কল্যাণে হয়ে পড়েন নিবেদিত।
রাজনৈতিক অঙ্গনে আসেন নতুন চমক নিয়ে।জড়িত হয়ে পড়েন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে।
১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন হলে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন।

পরবর্তীতে ভাসান পানির আন্দোলন,জল যার জলা তার আন্দোলন ও লাঙ্গল যার জমি তার আন্দোলনের মধ্য দিয়ে জামালগঞ্জ,ধর্মপাশা ও তাহিরপুর অঞ্চলে সাধারণ মানুষের কল্যাণে এক অভূতপূর্ব আন্দোলন গড়ে তুলেন।

দেশ স্বাধীন হওয়ার পরও থেমে থাকনি বরুণ রায়ের কারাজীবন। জেনারেল জিয়াউর রহমান ও এরশাদ বিরোধী আন্দোলনেও তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।
১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে জয় লাভ করেন এবং পুরো দমে কৃষক,আমজনতার কল্যাণে আত্মনিয়োগ করেন।

কাজের মেয়াদ শেষ হলে বরুণ রায় আর ফেরেননি সক্রিয় রাজনীতিতে।
দেশের চলমান রাজনৈতিক সংকট বরুণ রায়কে করুণ ভাবে প্রভাবিত করলে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে পড়েন।
১৯৯০ সাল পরবর্তী সময়ে বরুণ রায়কে আর দেখা যায়নি রাজনৈতিক অঙ্গনে।
রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের অবসান ঘটিয়ে মৃত্যু পর্যন্ত মণি সিংহ ও ফরহাদ স্মৃতি ট্রাস্টের সাথে জড়িত ছিলেন।
২০০৯ সালের ৮ই ডিসেম্বর রাজনৈতিক অবসর জীবনের অবসান ঘটিয়ে রাজনৈতিক প্রগাঢ় এই পুরুষ পরলোকগমন করেন।

~আবু তালহা বিন মনির

উৎস- উইকিপিডিয়া ও বিভিন্ন সংবাদপত্র

সুনামগঞ্জের পাঁচ আসনের একটিতে তৃণমূল বিএনপির প্রার্থী চূড়ান্ত...আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল বিএনপ...
28/11/2023

সুনামগঞ্জের পাঁচ আসনের একটিতে তৃণমূল বিএনপির প্রার্থী চূড়ান্ত...

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল বিএনপি তাদের দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে।
সুনামগঞ্জে সংসদীয় পাঁচ আসনের একটিতে তাদের প্রার্থী চূড়ান্ত করে দলটি।
তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের আলী আশরাফ মাদানিকে সুনামগঞ্জ-০১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দলটি।

সুনামগঞ্জে পাঁচ আসনের তিনটিতে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত...আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি ...
27/11/2023

সুনামগঞ্জে পাঁচ আসনের তিনটিতে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত...

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।
সুনামগঞ্জের ০৫টি আসনের মধ্যে ০৩টি প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি।
সুনামগঞ্জ-০১ আসনে আব্দুল মান্নান তালুকদার,সুনামগঞ্জ-০৪ আসনে বর্তমান সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ এবং সুনামগঞ্জ-০৫ আসনে নাজমুল হুদা হিমেল।

সুনামগঞ্জ পাঁচ আসনে তিনটিতে নতুন মুখ,দুটি অপরিবর্তিত-আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আও...
26/11/2023

সুনামগঞ্জ পাঁচ আসনে তিনটিতে নতুন মুখ,দুটি অপরিবর্তিত-

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে।
আজ বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সন্মেলনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
এতে সুনামগঞ্জে মোট ০৫টি আসনের মধ্যে তিনটি আসনে পরিবর্তন আনা হয়েছে।অপরিবর্তিত আছে বাকী দুটি আসন।
নতুন মুখ হিসেবে চূড়ান্ত হয়েছে সুনামগঞ্জ-০১ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার,সুনামগঞ্জ-০২ আসনে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ,সুনামগঞ্জ-০৪ আসনে পিএসসি’র সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক।
অপরিবর্তিত সুনামগঞ্জ-০৩ আসনে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান ও সুনামগঞ্জ-০৫ আসনে বর্তমান সাংসদ মহিবুর রহমান মানিক।

হুমায়ুন রশিদ চৌধুরী,সুনামগঞ্জ হতে উপমহাদেশীয় খ্যাতনামা কূটনীতিক-বৃহত্তর সিলেট অঞ্চলের ক্ষণজন্মা এক পুরুষ।মেধা,প্রজ্ঞা,কর...
26/11/2023

হুমায়ুন রশিদ চৌধুরী,সুনামগঞ্জ হতে উপমহাদেশীয় খ্যাতনামা কূটনীতিক-

বৃহত্তর সিলেট অঞ্চলের ক্ষণজন্মা এক পুরুষ।মেধা,প্রজ্ঞা,কর্ম দক্ষতা,দেশপ্রেমে যিনি ছিলেন অনন্য।
বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল দূর্গাপাশা গ্রাম হতে যার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিলো জাতিসংঘ পর্যন্ত।
ছিলেন আধুনিক সিলেটের রূপকার।
তবে এটা সত্য যে- দেশের মানুষ জানেই না এই হুমায়ুন রশিদ চৌধুরীকে।

চলুন তবে আজ শুনি কে এই হুমায়ুন রশিদ চৌধুরী।
একজন হুমায়ুন রশিদ চৌধুরী সম্পর্কে বলার মতো সাহস,যোগ্যতা বা প্রজ্ঞা তার কোনোটিই আমার মধ্যে নেই।ক্ষুদ্র এই আমি যতই একজন হুমায়ুন রশিদ চৌধুরীকে যেভাবেই বলি না কেন তা হবে ভুল ও ত্রুটিতে ভরপুর।
তবুও জানতে এবং জানাতে ক্ষুদ্র এই প্রচেষ্টা।
তবে একজন হুমায়ুন রশিদ চৌধুরীকে বলার পূর্বেই যাবতীয় ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
জানতে এবং জানাতে কোথাও ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সত্যটা তুলে ধরবেন।

পিতা আব্দুর রশিদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য এবও সিলেটের প্রথম সংবাদপত্র যুগভেরীর প্রতিষ্ঠাতা।
মাতা বেগম সিরাজুন্নেছা চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য।
যুগভেরী পত্রিকার সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী তার বড় ভাই এবং সাবেক অর্থমন্ত্রী ফারুক রশিদ চৌধুরী তার ছোট ভাই।
১৯২৮ সালের ১১ নভেম্বর সুনামগঞ্জ জেলার বর্তমান দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলার দুর্গাপাশা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
হুমায়ুন রশিদ চৌধুরী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা হতে প্রাথমিক এবং আসামে মাধ্যমিক শিক্ষা সমাপন করেন।
১৯৪৭ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন।
পরবর্তীতে লন্ডনের ইংলিশ বারে অধ্যয়ন করেন ও লন্ডনের ইনার টেম্পলের একজন সদস্য হন।
এরপর লন্ডনের আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেন।

হুমায়ুন রশিদ চৌধুরী,বাংলা,ইংরেজি,উর্দু,ফরাসী,ইতালিয়ান,আরবি,স্প্যানিশ,পর্তুগীজ,জার্মান ও ইন্দোনেশিয় ভাষায় পারদর্শী ছিলেন।ছিলেন অত্যন্ত বিচক্ষণ,দূরদর্শী খ্যাতনামা কূটনীতিবিদ ও রাজনীতিক।

তৎকালীন পাকিস্তানের বৈদেশিক বিভাগে যোগদানের মাধ্যমে কর্মজীবনে পা রাখেন।ফলশ্রুতিতে ঐ বিভাগের আওতায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন।
এছাড়াও লন্ডনের ব্রিটিশ বৈদেশিক কার্যালয় ও কমনওয়েলথ কার্যালয়েও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।

মহান মুক্তিযুদ্ধে হুমায়ুন রশিদ চৌধুরীর অসামান্য অবদান বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যুগান্তকারী ভূমিকা রাখে।
তার অবদান স্বাধীনতা অর্জনকে তরান্বিত করে।
বৈদেশিক স্বীকৃতি আদায়ে তৎকালীন বিচারপতি আবু সাইদ চৌধুরীর নাম নেয়া হলেও বৈদেশিক স্বীকৃতি আদায় বিশেষ ভাবে যার অবদান অমলিন সেই হুমায়ুন রশিদ চৌধুরীর নাম মুখে তুলে না কেউ।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ৪০টিরও বেশি দেশের সাথে যোগাযোগ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সমর্থন আদায়ে বিশেষ ভাবে প্রভাবিত করেন।

একজন সফল কূটনৈতিক হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেন।তারমধ্যে রোম,বাগদাদ,প্যারিস,লিসবন,জাকার্তা ও নয়াদিল্লি অন্যতম।তিনি ১৯৭১-৭২ সালে নয়া দিল্লিতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন।
১৯৭২ সালে তৎকালীন পশ্চিম জার্মানীতে তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হোন।
১৯৭৫ সালের ১৫ই আগস্টের ট্রাজেডির সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা,জামাতা ও দুই নাতি-নাতনি কে জার্মানির তার বাসভবনে আশ্রয় দিয়েছিলেন।

রাজনৈতিক জীবনে হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন অত্যন্ত ধনাঢ্য।
সরকারি চাকুরি জীবন সমাপ্ত করে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং ১৯৮৪ সালে তাকে উপমন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে এবং ১৯৮৫ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।
তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসন থেকে এবং ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে একই দলের মনোনীত প্রার্থী হিসেবে সিলেট-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হোন।

পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করে উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হোন।
এবং সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-১ আসন থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হোন।সেসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বৃহত্তর সিলেটের আরেক প্রাণপুরুষ সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান।
পরবর্তীতে ১২ জুলাই ১৯৯৬ সালে তিনি জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হোন এবং আমৃত্যু এ পদে বহাল ছিলেন।

এছাড়াও তিনি ১৯৮৬ সালে জাতি সংঘের ৪১ তম সাধারণ অধিবেশনের সভাপতিত্ব করেন।
আন্তর্জাতিক পরমাণু সংস্থা ও জাতি সংঘের শিল্পাঞ্চল উন্নয়ন সংস্থার স্থায়ী প্রতিনিধি ছিলেন।

হুমায়ুন রশিদ চৌধুরী তার বর্ণাঢ্য এই জীবনে কাজের স্বীকৃতি স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কলেজ অব উইলিয়াম এন্ড ম্যারি থেকে ১৯৮৪ সালে মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কারে ভূষিত৷ হোন।
এছাড়াও তিনি উ থান্ট শান্তি পদক লাভ করেছিলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে ২০১৮ সালে মরণোত্তর স্বাধীনতা পুরষ্কারে ভূষিত করা হয়েছে।

হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন বৃহত্তর সিলেটের একজন প্রাণপুরুষ।আজকের যে সিলেট তার মূল পরিকল্পনাকারী।
দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যিনি তৎকালীন রাষ্ট্রপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের নিকট হতে আদায় করে নিয়েছিলেন।
এছাড়াও সিলেটের বহুমুখী উন্নয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনে যার যুগোপযোগী অবদান আজকের এই সিলেট।
অথচ আমরা আজও জানি না একজন হুমায়ুন রশিদ চৌধুরীকে।

খ্যাতিমান এই মহা পুরুষ ২০০১ সালের ১০ ই জুলাই মৃত্যু বরণ করলে তার বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে।
তাকে সমাহিত করা হয় সিলেটের হযরত শাহজালাল মাজার সংলগ্ন কবরস্থানে।

কলমে~ আবু তালহা বিন মনির,
শিক্ষার্থী,জাতীয় বিশ্ববিদ্যালয়।

তথ্যসূত্র- উইকিপিডিয়া ও বিভিন্ন অনলাইন নিউজ।

শোকাহত                আব্দুস সালাম আর নেই সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক...
27/11/2022

শোকাহত

আব্দুস সালাম আর নেই

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক জনাব আব্দুস সালাম গোবিন্দগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য যাত্রা পথে মোটরবাইক দূর্ঘটনায় আজ সকালে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছি ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।

সুনামগঞ্জ জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
26/11/2022

সুনামগঞ্জ জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

26/11/2022

ব্রেকিং নিউজ-
সুনামগঞ্জ জেলা প্রশাসনের হস্তক্ষেপে সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়ন কর্তৃক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
দূরপাল্লার সকল ধরনের বাস চলাচল স্বাভাবিক আছে।

25/11/2022

কৃষকের জমিগুলো ভেসে উঠেছে।কিছু দিন পরই রোপণ হবে সোনালি ফসল।
ভাগ্য কি এবার সাধারণ কৃষকের অনুকূলে থাকবে।

কর্তৃপক্ষের আগাম যথাযথ পদক্ষেপই পারে সাধারণ কৃষকের কষ্ট লাঘব করতে।

শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি...সুনামগঞ্জে বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে আজ রাত হতে অনির্দিষ্টকালের জন্য ...
24/11/2022

শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি...

সুনামগঞ্জে বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে আজ রাত হতে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে কর্মবিরতি ঘোষণা করেছে সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়ন।
আগামীকাল সকাল ৬ টা হতে কর্মবিরতি করবে শ্রমিকেরা।

20/11/2022

খাসিয়া-জয়ন্তিয়া পাহাড়।

শীতের প্রতি ভোরের মনোরম দৃশ্য।

অপেক্ষার প্রহর শেষ করে উদ্বোধন হলো রানীগঞ্জ ব্রীজ...সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত আশা বাস্তবায়িত হয়ে এবার স্বপ্ন পূরণ ...
19/11/2022

অপেক্ষার প্রহর শেষ করে উদ্বোধন হলো রানীগঞ্জ ব্রীজ...

সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত আশা বাস্তবায়িত হয়ে এবার স্বপ্ন পূরণ জেলাবাসীর।
ঢাকার সাথে দূরত্ব কমলো ৫৫ কি.মি.।
সরাসরি ঢাকার সাথে প্রায় দুই ঘন্টার দূরত্ব কমে সকল প্রকার যোগাযোগ ব্যবস্থায় এক অনন্য মাইলফলক রচিত হলো।

ছবি-সংগৃহিত।

সড়ক দুর্ঘটনা-সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে মোটরবাইক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু।আহত শিশুকে জরুরি ভিত্তিতে হাসপাতাল...
19/11/2022

সড়ক দুর্ঘটনা-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে মোটরবাইক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু।
আহত শিশুকে জরুরি ভিত্তিতে হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

পরিচয়ের জন্য সহযোগিতাঃ- ০৬/১১/২০২২খ্রিঃ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে জানা যায় যে, মোগলাব...
07/11/2022

পরিচয়ের জন্য সহযোগিতাঃ-
০৬/১১/২০২২খ্রিঃ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে জানা যায় যে, মোগলাবাজার থানাধীন গোটাটিকর সাকিনস্থ বিভাগীয় কমিশনার কার্যালয়ের পিছনে সুরমা নদীর পাড়ে পাকা ব্লকের উপর একজন পুরুষ ব্যক্তির মৃত দেহ পড়ে রহিয়াছে। একজন অজ্ঞাতনামা পুরুষ, বয়স অনুমান ৪০ বছর, এর মৃত দেহ পাওয়া যায়। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নাই। অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি মৃত দেহ সুরতহাল প্রস্তুত করিয়া বর্তমানে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলজে হাসপাতাল, সিলেট মর্চ্যুয়ারীতে রহিয়াছে। উক্ত অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির পরিচয় জানা গেলে মোগলাবাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। ডিউটি অফিসার মোবাইল নাম্বার-০১৩২০-০৬৭৭১৯, এসআই(নিরস্ত্র)/নিহারেন্দু বিজয় দাস ০১৭১৪-৪৩৩৩২২

পোস্ট- Moglbazar Thana Smp Shylet

জগন্নাথপুরের রাণীগঞ্জ সেতুর টোলের হার।
05/11/2022

জগন্নাথপুরের রাণীগঞ্জ সেতুর টোলের হার।

শোক সংবাদ-সুনামগঞ্জ বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) জনাব ফারুক আহমেদ আজ বিকেল ০৪ টা ত্রিশ মিনিটের সময় সি...
24/10/2022

শোক সংবাদ-

সুনামগঞ্জ বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) জনাব ফারুক আহমেদ আজ বিকেল ০৪ টা ত্রিশ মিনিটের সময় সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

নিখোঁজ বিজ্ঞপ্তিমোঃ আসদ আলীবয়সঃ ৭০+পিতাঃ মৃত চান মিয়াগ্রামঃ উত্তর মল্লিকপুরইউনিয়নঃ ভীমখালী, উপজেলাঃ জামালগঞ্জ, জেলাঃ সুন...
24/10/2022

নিখোঁজ বিজ্ঞপ্তি

মোঃ আসদ আলী
বয়সঃ ৭০+
পিতাঃ মৃত চান মিয়া
গ্রামঃ উত্তর মল্লিকপুর
ইউনিয়নঃ ভীমখালী, উপজেলাঃ জামালগঞ্জ, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭৩৭০৯৩৬৩৩ ছেলে ০১৭৭৯১৯১৪৯৬

সিলেট থেকে সুনামগঞ্জ আসার পর ২৩/১০/২২ ইং তারিখ, দুপুর ১ টার সময় টিন সেড এর মসজিদ, নতুন বাসস্ট্যান্ড থেকে হারিয়ে যান।
পরিচিত সব জায়গায় যোগাযোগ করার পর কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

বয়সের কারণে স্মৃতিশক্তি কম হওয়ায় ঠিকানা বলতে পারেন না। যদি কেউ খোঁজ পেয়ে থাকেন উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।

ব্রেকিং নিউজ-অদ্য ২২/১০/২০২২ ইংরেজি,রোজ-শনিনার সুনামগঞ্জ শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকিবে।বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডাল...
21/10/2022

ব্রেকিং নিউজ-

অদ্য ২২/১০/২০২২ ইংরেজি,রোজ-শনিনার সুনামগঞ্জ শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকিবে।
বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডাল-পালা কর্তনের জন্য সকাল ০৯ টা হতে বিকেল ০৫ টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকিবে জানিয়েছে কর্তৃপক্ষ।

কুস্তি প্রতিযোগিতার সময় পরিবর্তন-সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলার পাঁচটি উপজেলার কুস্তিগীরদের নিয়ে কুস্তি প্রতি...
20/10/2022

কুস্তি প্রতিযোগিতার সময় পরিবর্তন-

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলার পাঁচটি উপজেলার কুস্তিগীরদের নিয়ে কুস্তি প্রতিযোগিতার সময় পরিবর্তন করা হয়েছে।
এক দিনের পরিবর্তে খেলাটি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ শে অক্টোবর মোট দুই দিনে।

20/10/2022

*জরুরি রক্তের প্রয়োজন....*

🐠রোগীর সমস্যাঃ ডেলিভারি
🔴 রক্তের গ্রুপঃ A- (Negative)
💉 রক্তের পরিমাণঃ ২ ব্যাগ
📆 রক্ত দানের তারিখঃ ২০/১০/২০২২
⏰রক্তদানের সময় : আজ ০২ ঘটিকার সময়
🏥 রক্তদানের স্থানঃ সুনামগঞ্জ সদর হাসপাতাল
☎ যোগাযোগ: 01741-265825

সুরমায় নৌকাডুবি-সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামের পাশে সুরমা নদীতে নৌকাডুবির সংবাদ পাওয়া যায়।জানা যা...
18/10/2022

সুরমায় নৌকাডুবি-

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামের পাশে সুরমা নদীতে নৌকাডুবির সংবাদ পাওয়া যায়।
জানা যায় আজ সকাল মানুষ ও মালবাহী একটি ছোট নৌকা সুরমা নদীর মধ্য ভাগে চলন্ত অবস্থায় ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে- অতিরিক্ত মালামাল ও মানুষকে একসাথে পার করতে গিয়েই আকস্মিক এ দূর্ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত কারো নিখোঁজ হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা-সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকায় দিরাই-মদন রোডে বাস-লাইটেস মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ।স্...
18/10/2022

সড়ক দুর্ঘটনা-

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকায় দিরাই-মদন রোডে বাস-লাইটেস মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুসারে- প্রবল বেগে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষ বাঁধে।
আহতদেরকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের চুড়ান্ত ফলাফল  :নুরুল হুদা মুকুট-৬১২ (স্বতন্ত্র)খায়রুল কবীর রুমেন-৬০৪ (আ.লীগ)জেলা পরিষদ ...
17/10/2022

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের চুড়ান্ত ফলাফল :

নুরুল হুদা মুকুট-৬১২ (স্বতন্ত্র)
খায়রুল কবীর রুমেন-৬০৪ (আ.লীগ)
জেলা পরিষদ নির্বাচনে নুরুল হুদা মুকুট ৮ ভোটে বিজয়ী

সড়ক দুর্ঘটনা-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দামোধরতপী-নোয়াগাঁও সড়কে সিলেট হতে দিরাইগামী চট্ট মেট্রো-জ১১০৫৪৮ বাসটি আকস্মিক দূর্ঘ...
14/10/2022

সড়ক দুর্ঘটনা-
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দামোধরতপী-নোয়াগাঁও সড়কে সিলেট হতে দিরাইগামী চট্ট মেট্রো-জ১১০৫৪৮ বাসটি আকস্মিক দূর্ঘটনার স্বীকার হলে ঘটনাস্থলে একজন মারা যায়।
আহতের সংখ্যাও অনেক।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে-মৃত ব্যক্তির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের।

"উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার"- বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ের শিক্ষিত বেকার যুবক ও নারী উদ্যেক্তাদের কর্মসংস্থানের...
12/10/2022

"উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার"-

বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ের শিক্ষিত বেকার যুবক ও নারী উদ্যেক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুব সমাজের জন্য একটি কর্মমুখর ও শিক্ষণীয় পরিবেশ তৈরি এবং শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে সহায়তার লক্ষ্যে বিগত প্রায় ১ বছর ধরে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেগুলোকে একই প্লাটফর্মে "Town Centre" এর আদলে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়। এগুলো বাস্তবায়নের লক্ষ্যে সময়ে সময়ে উপজেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমি, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, এনজিও উদ্দীপন, বিআরডিএস, সুনামগঞ্জ মহিলা উন্নয়ন সংস্থার সাথে আলোচনা ও পরামর্শ করা হয়। উপজেলা সদরের আশে পাশে হাওরাঞ্চলে ভরাট জমি না থাকায় অনেক স্থাপনার প্রয়োজন সত্ত্বেও করা সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে শ্রদ্বেয় জেলা প্রশাসক, সুনামগঞ্জ স্যারের সাথে পরামর্শক্রমে বিশ্বম্ভরপুর উপজেলার থানার দক্ষিণ-পূর্ব পার্শ্বে সরকারি খাস খতিয়ানের ৬০ শতক (৩৮৫*৭৫ ফুট) জমি ১০ ফুট উচ্চতায় ভরাটের সিদ্ধান্ত নেয়া হয়। কম্প্যাকশন হলে স্থানীয় একজন আর্কিটেক্ট দিয়ে লে আউট ডিজাইন করে নিয়ে বিভিন্ন সরকারি অর্থায়নে এটির কাজ শুরু করা হয়। ডিসেম্বর, ২০২২ এ প্রজেক্টটির কাজ সম্পন্ন হবে। প্রাথমিকভাবে এর মাধ্যমে আনুমানিক ৪০-৫০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উপজেলা সদরের আশেপাশের জনসাধারণের জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। মাল্টিপারপাস সেন্টারের প্রতিষ্ঠানসমূহ সম্পূর্ণ অলাভজনক ভিত্তিতে পরিচালিত হবে এবং প্রাপ্ত যে কোন আয় উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার অস্বচ্ছল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যয় করা হবে।
বিগত ০৬ অক্টোবর তারিখে মান্যবর বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্যার এবং জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন স্যার এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মাননীয় সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ মহোদয় ইতোমধ্যে প্রজেক্টটির চলমান কাজ পরিদর্শন করেছেন এবং পরবর্তীতে শুভ উদ্বোধনের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
যে সকল সার্ভিস এর অন্তর্ভুক্ত থাকবে-

* নারী উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার
* সাইন্স ক্লাব ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার
* পাবলিক লাইব্রেরি ও ল্যাংগুয়েজ ক্লাব
* শিশু একাডেমি
* জিমনেশিয়াম
* বিউটি পার্লার
* সেলুন
* মার্কেট স্কয়ার
* রেস্টুরেন্ট
* এম্পিথিয়েটার

পোস্ট- মান্যবর সাদি উর রহিম জাদিদ স্যার,
উপজেলা নির্বাহী অফিসার,
বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।

সড়ক দুর্ঘটনা-সুনামগঞ্জের ওয়েজখালী পয়েন্টে আজ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় বাস-সিএনজি-কারের মধ্যকার সংঘর্ষের সংবাদ জানা যায়।উক্ত...
09/10/2022

সড়ক দুর্ঘটনা-

সুনামগঞ্জের ওয়েজখালী পয়েন্টে আজ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় বাস-সিএনজি-কারের মধ্যকার সংঘর্ষের সংবাদ জানা যায়।
উক্ত সংঘর্ষে ০৩ জন আহত ও একটি দোকান বিধ্বস্ত হয়।

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল  ০৮/১০/২০২২ খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার সুনামগঞ্জ গ...
07/10/2022

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৮/১০/২০২২ খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার সুনামগঞ্জ গ্রীডে পবিস কর্তৃক ৫নং ৩৩কেভি(দিরাই)ফিডার ওভারহেড হতে আন্ডারগ্রাউন্ড ক্যাবলে রূপান্তরের জন্য সকাল ৮ঃ০০ ঘটিকা হতে বিকাল ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত ৫নং ৩৩কেভি(দিরাই)ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে । একই সাথে দিরাই ৩৩কেভি ফিডারে রাইট অব ওয়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে অত্র গ্রীডের আওতায় পবিসের নিম্মোক্ত ৩টি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে-

১. দিরাই-শাল্লা ৩৩কেভিঃ সকাল ৮ঃ০০ ঘটিকা হতে বিকাল ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত
২. জামালগঞ্জ ৩৩কেভিঃ সকাল ৮ঃ০০ ঘটিকা হতে সকাল ১০ঃ০০ ঘটিকা পর্যন্ত
৩. দঃ সুনামগঞ্জ-জগন্নাথপুর ৩৩কেভিঃ সকাল ৮ঃ০০ ঘটিকা হতে সকাল ১০ঃ০০ ঘটিকা পর্যন্ত।

ফলে সুনামগঞ্জ জেলার ৫ টি উপজেলায়( জামালগঞ্জ, দঃ সুনামগঞ্জ, জগন্নাথপুর দিরাই ও শাল্লা) আগামীকাল ০৮/১০/২০২২ইং তারিখ উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উল্লেখিত সময়ের পর বিদ্যুৎ সচল করা হবে। সকলকে ধৈর্য ধারণা করার জন্য অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে-
কর্তৃপক্ষ
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

নিখোঁজ সংবাদ-ঃনামঃশিপন মিয়া,পিতাঃ হান্নান মিয়া,বয়সঃ ১৩ বছর,গায়ের রং- ফর্সা।আজ ০৫/১০/২০২২ইং তারিখ  বুধবার আনুমানিক বিকাল ...
05/10/2022

নিখোঁজ সংবাদ-ঃ

নামঃশিপন মিয়া,
পিতাঃ হান্নান মিয়া,
বয়সঃ ১৩ বছর,
গায়ের রং- ফর্সা।

আজ ০৫/১০/২০২২ইং তারিখ বুধবার আনুমানিক বিকাল ২টা পর
কদমতলী (পুলের মুখ), সিলেট এলাকা থেকে হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল কালো রংয়ের গেঞ্জি ও জিন্স প্যান্ট।
কোন স্বহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলোঃ

০১৭০৫৫৮১২৩৫ (মোঃ মুক্তাদির,বড় ভাই), ০১৭২১৯২৫৯৯৯(অনিক)

04/10/2022

ব্রেকিং নিউজ-ঃ
রাজধানীসহ চট্টগ্রাম,কুমিল্লা,সিলেটে বিদ্যুৎ সংযোগ বন্ধ।
বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান জানান, এক ঘণ্টার মধ্যে রাজধানীতে এবং সন্ধ্যার মধ্যে বাকী অঞ্চলগুলোতেও বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

ইতালি যেতে দালালদের দিলেন ১৯ লাখ টাকা কিন্তু ফিরলেন লাশ হয়ে। বিদেশ যাওয়ার আগের ছবি আর বিদেশ যাওয়ার পরের ছবি দেখলেই বুঝতে...
01/10/2022

ইতালি যেতে দালালদের দিলেন ১৯ লাখ টাকা কিন্তু ফিরলেন লাশ হয়ে।

বিদেশ যাওয়ার আগের ছবি আর বিদেশ যাওয়ার পরের ছবি দেখলেই বুঝতে পারবেন ১৯ লাখ টাকা দিয়েও কি নির্যাতন সহে মরতে হয়েছে। সিলেটের ভাইরা একটু সচেতন হন। জীবন একটাই গেলে আর মিলেনা।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের কৃষক তরিকুল ইসলাম। জমি বিক্রি করে ছেলে একুয়ান ইসলামকে (১৯) বিদেশ পাঠিয়েছিলেন। বাবা স্বপ্ন দেখেছিলেন ছেলে বিদেশে গেলে সংসারে স্বচ্ছলতা আসবে। কিন্তু সংসারে স্বচ্ছলতা আর হয়নি। তিন মাস পর লাশ হয়ে ছেলে বাড়ি ফিরেছে। অথচ তার যাওয়ার কথা ছিল ইতালি। এর জন্য দালালকে ১৯ লাখ টাকা দিয়েছিলেন তরিকুল।

শুক্রবার একুয়ানের মরদেহ গ্রামে এসেছে।

লিবিয়া প্রবাসী আলী হোসেনের মাধ্যমে ৪ লাখ টাকায় সে দেশে যান একুয়ান। সেখানে পৌঁছার পর দালাল চক্র তাকে আটক করে অমানুষিক নির্যাতন চালায়। সেখান থেকে ছেলের একটি হাড় জিরজিরে ছবি পাঠিয়ে টাকা দাবি করা হয়। ছেলের প্রাণ রক্ষা করার জন্য মাফিয়াদের টাকা দিতে হবে বলে জানান আলী হোসেন। কথা মতো ১০ লাখ টাকা পাঠায় একুয়ানের পরিবার। পরে আরও ৫ লাখ টাকা দিয়ে তাকে ইতালি পাঠানোর চুক্তি হয় দালাল আলী হোসের সঙ্গে। গত ১৬ জুন সাগরপথে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয় একুয়ানের। এ খবর জানার পর ভেঙে পড়েন পরিবারের লোকজন।

এরপর থেকেই দালাল আলী হোসেনের বাবা-মা গ্রাম ছেড়ে গা ঢাকা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় একুয়ানের মরদেহ দেশে আসে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে আসে তার মরদেহ।

একুয়ানের বাবা তরিকুল ইসলাম বলেন, ‘জায়গা জমি সব বিক্রি করে করে তিন কিস্তিতে দালাল আলী হোসেনের বাবা আবুল মিয়া ও মা আসমা বেগমের কাছে ১৯ লাখ টাকা দেই। আমার ছেলেকে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ রয়েছে। আমি দালাল আবুল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করব।’

একুয়ানের চাচা ফজলু মিয়া বলেন, ‘দুই ভাই তিন বোনের মধ্যে একুয়ান ছিল সবার বড়। অভাবের সংসারে সচ্ছলতা আনতে দালালদের প্ররোচনায় জমি বিক্রি করে লিবিয়া যায়। সেখানে তাকে মারধর করে। মাফিয়া চক্রের কাছ থেকে তাকে বাঁচাতে ১০ লাখ টাকা এবং ইতালি পাঠানোর জন্য আরও ৫ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু লাশ হয়ে ফিরল সে। আমরা এ ঘটনার বিচার চাই।’

তথ্য সুত্রঃ SylhetToday24

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunamganj view-সুনামগঞ্জ ভিউ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share