Bikaler Asor - বিকালের আসর

  • Home
  • Bikaler Asor - বিকালের আসর

Bikaler Asor - বিকালের আসর সর্বস্তরের ইসলামী আন্দোলনের খবরাখবর

আপনি চারিত্রিক মাধুর্যতা দিয়ে প্রত্যেক ময়দান জয় করুন। আর সুন্দর চরিত্রই যোগ্য এবং দিগ্বিজয়ী ব্যক্তিত্ব তৈরি করে।~ মো...
16/09/2022

আপনি চারিত্রিক মাধুর্যতা দিয়ে প্রত্যেক ময়দান জয় করুন। আর সুন্দর চরিত্রই যোগ্য এবং দিগ্বিজয়ী ব্যক্তিত্ব তৈরি করে।

~ মোহাম্মদ সালমান আহমেদ
কেন্দ্রীয় সভাপতি, এসআইও অফ ইন্ডিয়া


"আমার কাছে এটা কোনো বিষয়ই নয় যে, আমি কোথায় মরতে যাচ্ছি এবং যালিমরা কিভাবে আমার মৃত্যুদণ্ড দিবে। আমি তো এতেই সন্তুষ্ট যে,...
29/08/2022

"আমার কাছে এটা কোনো বিষয়ই নয় যে, আমি কোথায় মরতে যাচ্ছি এবং যালিমরা কিভাবে আমার মৃত্যুদণ্ড দিবে। আমি তো এতেই সন্তুষ্ট যে, আমি আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি।"

- সাইয়্যেদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ

𝐘𝐨𝐮𝐫 𝐝𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐨𝐧𝐥𝐲 𝐡𝐨𝐩𝐞!www.alkhidmat.org/give
28/08/2022

𝐘𝐨𝐮𝐫 𝐝𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐨𝐧𝐥𝐲 𝐡𝐨𝐩𝐞!
www.alkhidmat.org/give

27/08/2022

জালালুদ্দিন জিন্দাবাদ!
জালালুদ্দিন জিন্দাবাদ!

জামায়াতে ইসলামী হিন্দের সাবেক আমীর এবং দুই ডজনেরও বেশি বইয়ের লেখক মাওলানা সৈয়দ জালালুদ্দিন উমরি আর নেই। ইন্না লিল্লাহ...
26/08/2022

জামায়াতে ইসলামী হিন্দের সাবেক আমীর এবং দুই ডজনেরও বেশি বইয়ের লেখক মাওলানা সৈয়দ জালালুদ্দিন উমরি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রাত সাড়ে ৮টার দিকে নয়াদিল্লির আল শিফা হাসপাতালে তিনি মারা যান।

দাঁড়িপালা ⚖️
12/08/2022

দাঁড়িপালা ⚖️

12/08/2022

শহীদের আমানতের খেয়ানত করবেন না |🎙️হাসান বিল্লাল হাশমী | সভাপতি: Islami Jamiat -e- Talaba Punjab North

📌 মাওলানা মওদূদী : বিপ্লবের প্রতিচ্ছবি

প্রেস বিজ্ঞপ্তি..
04/08/2022

প্রেস বিজ্ঞপ্তি..

দ্বিতীয় দফায় আগামী চার বছরের জন্য শ্রীলংকা জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব উস্তাজ শাইখ উজাইর ইসলাহী...
31/07/2022

দ্বিতীয় দফায় আগামী চার বছরের জন্য শ্রীলংকা জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব উস্তাজ শাইখ উজাইর ইসলাহী।

শ্রীলংকার সংকটময় পরিস্থিতিতে অনলাইনে জামায়াতে ইসলামীর ৬৮তম জাতীয় সদস্য সম্মেলনে জামায়াতে ইসলামী শ্রীলংকার সদস্যরা ভোটের মাধ্যমে জনাব উজাইর ইসলাহীকে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত করেন।

https://www.slji.org/

❣️
31/07/2022

❣️

24/07/2022

Jamiat Vs Pti

সাংবাদিক পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল হককে প্রশ্ন করলেন। মানুষ কেন আপনাদেরকে ভোট দেয় না? সিরাজুল হক এর উত্তরে...
25/06/2022

সাংবাদিক পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল হককে প্রশ্ন করলেন। মানুষ কেন আপনাদেরকে ভোট দেয় না?

সিরাজুল হক এর উত্তরে বললেনঃ প্রতিদিন ফজরের সময় মসজিদ থেকে ফজরের আযানের আওয়াজ ভেসে আসে। তোমরা সফলতার দিকে আসো। তোমরা সফলতার দিকে আসো। এরপর যদি লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে আর শুধু মাত্র কয়েক হাজার মানুষ মসজিদে আসে। তাহলে এখানে কিন্তু মুয়ায্যিন সাহেবের কোন ত্রুটি বা কমতি নেই। এখানে ত্রুটি বা কমতি তাদের যারা নিদ্রা ত্যাগ করে নি এবং মসজিদে আসে নি।

তেমনিভাবে আমরা তো আযান বা ঘোষণা দিয়ে চলছি। আমরা তো বলেই যাচ্ছি যে তোমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা একমাত্র সেই জীবন ব্যবস্থার মধ্যে যেই জীবন ব্যবস্থা হযরত মুহাম্মাদ মুস্তফা (সঃ) দুনিয়ার সামনে পেশ করে গিয়েছেন। আর এর মধ্যেই আছে মানবতার সফলতা।

23/06/2022

আমাদের কে গুম করে, আমাদের গ্রেফতার করে, আমাদের জেলে রাখে, আমাদের বাড়ি ঘরে থাকতে দেয় না।

আপনারা দেখতে পাচ্ছেন গতো সাড়ে ১২ বছর ধরে এরকম চলতেছে। আমরা এটার জন্য মোটেই বিচলিত না কারণ— আমাদের মঞ্জিল হচ্ছে আল্লাহর জান্নাত মাঝখানে আমরা থামবো না ইনশাআল্লাহ। এসব কিছুই আমাদের থামাতে পারবে না ইনশাআল্লাহ।

— Dr. Shafiqur Rahman | আমীর, Bangladesh Jamaat-e-Islami

23/06/2022

শহীদ মীর কাসেম আলী (রহ.) -কে ফাঁসির আয়োজনে আওয়ামীলীগের গোপন বৈঠক ফাঁস। ব্যারিস্টার সুমনের বহুমুখী চেহারা, একটা দিয়ে আরেকটা আড়াল করার ব্যর্থ চেষ্টা....

21/06/2022

আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছে।অনেক বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে।অনেকই আতঙ্কিত অবস্থায় আছেন।এমতাবস্থায় ভাই ও বোনদের বাসা বাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সাহায্য করা।অনেকের ঘরে খাবার নেই। এখন আমাদের পক্ষ থেকে সাহায্য করা মানবিক দায়িত্ব।আপনারার পক্ষ থেকে দোয়া ও সহযোগিতার প্রয়োজন।
--- আব্দুল্লাহ আল ফারুক
সভাপতি, সিলেট মহানগর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

21/06/2022

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা।



নেত্রকোনা জেলার মদন উপজেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
21/06/2022

নেত্রকোনা জেলার মদন উপজেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।



সময় ২০০৯ সাল। টিপাইমুখে বরাক নদীর ওপর বাঁধ করার তোড়জোড় শুরু করে ভারত। সে সময় জামায়াতে ইসলামী এর তীব্র প্রতিবাদ করে। জামা...
19/06/2022

সময় ২০০৯ সাল। টিপাইমুখে বরাক নদীর ওপর বাঁধ করার তোড়জোড় শুরু করে ভারত। সে সময় জামায়াতে ইসলামী এর তীব্র প্রতিবাদ করে। জামায়াতে ইসলামী দাবী করে এর মাধ্যমে নাব্যতা হারাবে সুরমা ও কুশিয়ারা। শুকনো মৌসুমে পানি পাবে না। বর্ষা মৌসুমে পানির ভার নিতে পারবে না।

সারাদেশে দেশপ্রেমিক জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এই বাঁধের বিরুদ্ধে গণজোয়ার তুলেছিলেন। সেদিন যে বক্তব্য দিয়েছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আজ তার বাস্তবতা দেখছে সিলেট ও দেশবাসী।

আল্লাহ তা'য়ালা আমাদের এই কঠিন বিপদ থেকে উদ্ধার করুন। আমীন।

S.I.O পশ্চিমবঙ্গ শাখার মহতি উদ্যোগ। মহানবী (স.)এঁর আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে SI...
15/06/2022

S.I.O পশ্চিমবঙ্গ শাখার মহতি উদ্যোগ। মহানবী (স.)এঁর আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে SIO দায়িত্বশীলগন। প্রতিটি মুসলিম ও নবী (সাঃ) প্রেমীদের আবশ্যিক কর্তব্য হওয়া উচিত মানবতার মূর্তপ্রতীক এই মহান মুক্তিদূত এর বাণী ও শিক্ষা দ্বারে দ্বারে সকল মানুষের পৌঁছে দেওয়া।


নবী করিম (ﷺ)-এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ভারতের মুসলমানরা কর্মসূচি পালন করার মাধ্যমে তারা তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্...
14/06/2022

নবী করিম (ﷺ)-এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ভারতের মুসলমানরা কর্মসূচি পালন করার মাধ্যমে তারা তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালন করেছেন। এটি তাদের অধিকার ও দায়িত্বও বটে।

আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করছি, ভারতের কোথাও কোথাও এই প্রতিবাদকে কেন্দ্র করে মুসলমানদের সাথে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও বুলডোজার দিয়ে মুসলমানদের ঘড়-বাড়ি মাটির সাথে গুড়িয়ে দিয়ে পাশবিক উল্লাস করা হচ্ছে। যা ধর্মীয় অধিকার ও মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ এ কাজটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হচ্ছে।

নিন্দনীয় এ আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

- Dr. Shafiqur Rahman
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

"যারা সমাজে-রাষ্ট্রে মানুষকে শোষণ করে এবং যারা ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজের সাথে জড়িত ও যারা জনগণের সম্পদ রাষ্ট্...
14/06/2022

"যারা সমাজে-রাষ্ট্রে মানুষকে শোষণ করে এবং যারা ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজের সাথে জড়িত ও যারা জনগণের সম্পদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কুক্ষিগত করে কেবল তারাই জিহাদের বিরুদ্ধে আপত্তি জানাতে পারে।"

- Professor Mujibur Rahman
নায়েবে আমীর ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

13/06/2022


মোদি ও হাসিনার মধ্যে আদৌ কোন পার্থক্য আছে কি? সরাসরি হাসিনার নির্দেশে ২০১৩ সালে সাতক্ষীরা, গাইবান্ধাসহ একাধিক স্থানে শতা...
13/06/2022

মোদি ও হাসিনার মধ্যে আদৌ কোন পার্থক্য আছে কি?

সরাসরি হাসিনার নির্দেশে ২০১৩ সালে সাতক্ষীরা, গাইবান্ধাসহ একাধিক স্থানে শতাধিক রাজনৈতিক নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিল। দোষ তারা জামায়াত করতো, এদেশে ইসলামি হুকুমাত কায়েমের আন্দোলন করছে।

13/06/2022

সরাসরি হাসিনার নির্দেশে ২০১৩ সালে সাতক্ষীরা, গাইবান্ধাসহ একাধিক স্থানে শতাধিক রাজনৈতিক নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিল। দোষ তারা জামায়াত করতো, এদেশে ইসলামি হুকুমাত কায়েমের আন্দোলন করছে।

ঠিক একই কাজ এখন মোদি, আদিত্যনাথ তার দেশের মুসলমানদের উপর করছে।

বুলডোজার দিয়ে আমাদের বাড়ি ধ্বংস করা যাবে, কিন্তু প্রতিবাদের স্পর্ধা ধ্বংস করা যাবে না। আর এই স্পর্ধা নিয়ে আমরা শুধুমাত্র...
13/06/2022

বুলডোজার দিয়ে আমাদের বাড়ি ধ্বংস করা যাবে, কিন্তু প্রতিবাদের স্পর্ধা ধ্বংস করা যাবে না। আর এই স্পর্ধা নিয়ে আমরা শুধুমাত্র ধ্বংস করে দেওয়া বাড়িগুলোই পুননির্মাণ করবো না বরং এই জুলুম ও নিষ্ঠুরতা-মুক্ত দুনিয়া গড়ে তুলবোই। ইনশাআল্লাহ।

- মোহাম্মদ সালমান আহমাদ
(কেন্দ্রীয় সভাপতি, এসআইও অফ ইন্ডিয়া)



13/06/2022

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো আজকে যে রাসুলপ্রেমী হাজারো শিক্ষার্থীর "আল্লাহু আকবার" ধ্বনিতে মুখরিত হলো এর জন্য যে ইসলাম...
10/06/2022

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো আজকে যে রাসুলপ্রেমী হাজারো শিক্ষার্থীর "আল্লাহু আকবার" ধ্বনিতে মুখরিত হলো এর জন্য যে ইসলামী ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে সেই সংগঠনটি হলো ছাত্রশিবির।

দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময়ে তাদের নেতাকর্মীদের অত্যন্ত নিষ্টুর ভাবে হ**ত্যা, আহত করা হয়েছে। তাদের অসংখ্য নেতাকর্মীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তাদেরকে বিভিন্ন ভাবে ঘা*য়ে*ল করার চেষ্টা করা হয়েছে। কারণ তাদের দোষ ছিল তারা কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামাজের পথে ডাকতো, দ্বীনের পথে ডাকতো, ইসলামের সুমহান আদর্শের ছায়াতলে আসার দাওয়াত দিত। আজ যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে "আল্লাহু আকবার" ধ্বনি উচ্চারণের সুযোগ পাচ্ছেন তারা প্লিজ আপনাদের এই পথ সুগম করে দেওয়ার পেছনের কারিগরদের ভুলিয়েন না। তাদের কে আপনাদের দোয়ায় স্মরণ রাখিয়েন।

ভারতে এক টেলিভিশন বিতর্কে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (ﷺ)-কে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে Jamaat-e-Islami Islam...
10/06/2022

ভারতে এক টেলিভিশন বিতর্কে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (ﷺ)-কে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে Jamaat-e-Islami Islamabad শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

10/06/2022

ভারতে এক টেলিভিশন বিতর্কে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (ﷺ)-কে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে
Jamaat-e-Islami Karachi শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বহিস্কার একটা রাজনৈতিক চাল। মূল ঘটনা আড়াল করার অপচেষ্টা। এই বহিস্কাররাদেশ মুসলিমদের হৃদয়ের ক্ষত কমাতে পারবে না। — শিবির ...
06/06/2022

বহিস্কার একটা রাজনৈতিক চাল। মূল ঘটনা আড়াল করার অপচেষ্টা। এই বহিস্কাররাদেশ মুসলিমদের হৃদয়ের ক্ষত কমাতে পারবে না। — শিবির কেন্দ্রীয় সভাপতি Rashedul Islam



(ﷺ)

বিজেপির মুখপাত্র কর্তৃক প্রিয়নবী (সা.) কে ক*টূ*ক্তির প্রতিবাদে ইসলামাবাদের ভারতীয় অ্যাম্বাসি অভিমুখে বিক্ষোভ কর্মসূচীর ড...
06/06/2022

বিজেপির মুখপাত্র কর্তৃক প্রিয়নবী (সা.) কে ক*টূ*ক্তির প্রতিবাদে ইসলামাবাদের ভারতীয় অ্যাম্বাসি অভিমুখে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে পাকিস্তান জামায়াতের আমীর সিরাজুল হক।

(ﷺ)

(ﷺ)

06/06/2022

তেরী হুরমাত পে হো মেরী জাগর ফিদা
তেরী উলফাত কা হাক্ব ফির ভি না হো আদা
মেরে পিয়ারে নাবী তুঝপে সাবকুছ ফিদা 💚💚

فِدَاکَ اَبِیْ وَاُمِّیْ یَارَسُوْلَ اللّٰهﷺ 💚

মিসরের ব্রাদারহুডের প্রতিক দাঁড়িপাল্লা। মিসরের সাবেক শহীদ প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসির দাঁড়িপাল্লা প্রতিকের দৃশ্য।
06/06/2022

মিসরের ব্রাদারহুডের প্রতিক দাঁড়িপাল্লা। মিসরের সাবেক শহীদ প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসির দাঁড়িপাল্লা প্রতিকের দৃশ্য।

আমীরে জামায়াত সীতাকুণ্ড অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন।
05/06/2022

আমীরে জামায়াত সীতাকুণ্ড অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গভীর রাত থেকেই ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর উত্তর,...
05/06/2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গভীর রাত থেকেই ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর উত্তর, চট্টগ্রাম মহানগর দক্ষিণ, চট্টগ্রাম জেলা উত্তর শাখার জনশক্তিরা রক্তদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

আহতদের জন্য রক্ত, চিকিৎসা, এম্বুলেন্সসহ যেকোনো জরুরি সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করুন-
ফখরুল : 01842-988914
সাইফুল : 01826-137010

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
05/06/2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম। এ সময় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, ছাত্রশিবিরের জনশক্তি ও সাধারণ জনগণের সাথে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন।


''আল্লাহর আইন চাইসৎ লোকের শাসন চাই''৯০-এর দশকের একটি মিছিলের ছবি। মিছিলের নেতৃত্বে ছিলেন শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আ...
04/06/2022

''আল্লাহর আইন চাই
সৎ লোকের শাসন চাই''

৯০-এর দশকের একটি মিছিলের ছবি। মিছিলের নেতৃত্বে ছিলেন শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও শহীদ আব্দুল কাদের মোল্লা।

31/05/2022

ইসলামী জমিয়ত তালবাতে মায়েদের ভূমিকা — হামজা মুহাম্মাদ সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সভাপতি; Islami Jamiat -e- Talaba Pakistan

এসআইও আবুল ফজল এনক্লেভ মসজিদ ইশাতে ইসলামে এক সপ্তাহব্যাপী ইসলামিক সামার ক্যাম্পের আয়োজন করে।ডঃ আফতাব আলম (প্রফেসর, জামি...
30/05/2022

এসআইও আবুল ফজল এনক্লেভ মসজিদ ইশাতে ইসলামে এক সপ্তাহব্যাপী ইসলামিক সামার ক্যাম্পের আয়োজন করে।

ডঃ আফতাব আলম (প্রফেসর, জামিয়া মিলিয়া ইসলামিয়া, নিউ দিল্লি)। ড. মুহিউদ্দিন গাজী (সচিব, তাসনীফি একাডেমী), ড. খান ইয়াসির (পরিচালক, IIISR, নিউ দিল্লি), ব্রি. আসিফ ইকবাল (সেক্রেটারি হালকা, জেআইএইচ দিল্লি) ব্রি. সুজাউদ্দিন ফাহাদ ইনামদার (সিএসি সদস্য, এসআইও অফ ইন্ডিয়া), ব্রি. মাজ রাফাত (প্রেসিডেন্ট, এসআইও দিল্লি), ড. আমির জামাল (সাবেক জেডএস, এসআইও দিল্লি), হাফিজ ফাওয়াজ জাভেদ (প্রাক্তন জেডএস, এসআইও দিল্লি), ব্রি. সাদ্দাম হোসেন নদভী, ব্রি. রাজী আলহাসান, ব্রি. ইসলাম আনসারী (প্রকল্প এহসাস, এইচডব্লিউএফ), ব্রি সাইফুদ্দিন, জাভেদ শাহ এবং এসআইও এএফই-এর অন্যান্য সদস্যরা ইসলাম বোঝা, কুরআন, সিরাত ই রাসুল (সা.), ইসলামে শিষ্টাচার, জীবনের উদ্দেশ্য, পড়ার গুরুত্বের মতো বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নির্বাচিত ব্যক্তিত্ব, বিশ্বে ইসলামের অবদান (আখলাকি), ইসলাম ও বিজ্ঞান, সৃজনশীল কল্পনা, তেহরিক-ই-ইসলামের সংক্ষিপ্ত পরিচিতি ইত্যাদি। অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং অন্যান্য ব্যক্তিত্ব বিকাশ কার্যক্রমের আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতা, লেবু দৌড়, খড়-ছোলা প্রতিযোগিতা, ফুটবলেরও আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও মেডেল প্রদান করা হয়।

অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। মোহাম্মদ ফাইক নওয়াজ ও আরিব রাজাকে স্টার অফ দ্য ক্যাম্প পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন লুকমান জাহিদ (রাজ্য সাধারণ সম্পাদক, এসআইও দিল্লি) রবিবার (২৯/০৫/২০২২) , ব্রি. রায়ান (এএফই উত্তরের সভাপতি) চূড়ান্ত অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন। ব্র. ইজ্জউদ্দিন কাসাম, ব্রি. আবদুর রহমান আহমেদ, ব্রি. সৈয়দ সলিমুল্লাহ, ব্রি. ইনজামাম, ব্রি. ফুয়াজান গাজী, ব্রি. আলফাজ, ব্রি. সামি আহমেদ এবং অন্যান্য সদস্য ও সহযোগীরা শিবিরটি সুন্দরভাবে পরিচালনা করেছিলেন।

কাশ্মীর স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিকের মুক্তির দাবিতে জমিয়ত তালবা বিক্ষোভ মিছিল করে।
27/05/2022

কাশ্মীর স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিকের মুক্তির দাবিতে জমিয়ত তালবা বিক্ষোভ মিছিল করে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bikaler Asor - বিকালের আসর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share