30/05/2022
এসআইও আবুল ফজল এনক্লেভ মসজিদ ইশাতে ইসলামে এক সপ্তাহব্যাপী ইসলামিক সামার ক্যাম্পের আয়োজন করে।
ডঃ আফতাব আলম (প্রফেসর, জামিয়া মিলিয়া ইসলামিয়া, নিউ দিল্লি)। ড. মুহিউদ্দিন গাজী (সচিব, তাসনীফি একাডেমী), ড. খান ইয়াসির (পরিচালক, IIISR, নিউ দিল্লি), ব্রি. আসিফ ইকবাল (সেক্রেটারি হালকা, জেআইএইচ দিল্লি) ব্রি. সুজাউদ্দিন ফাহাদ ইনামদার (সিএসি সদস্য, এসআইও অফ ইন্ডিয়া), ব্রি. মাজ রাফাত (প্রেসিডেন্ট, এসআইও দিল্লি), ড. আমির জামাল (সাবেক জেডএস, এসআইও দিল্লি), হাফিজ ফাওয়াজ জাভেদ (প্রাক্তন জেডএস, এসআইও দিল্লি), ব্রি. সাদ্দাম হোসেন নদভী, ব্রি. রাজী আলহাসান, ব্রি. ইসলাম আনসারী (প্রকল্প এহসাস, এইচডব্লিউএফ), ব্রি সাইফুদ্দিন, জাভেদ শাহ এবং এসআইও এএফই-এর অন্যান্য সদস্যরা ইসলাম বোঝা, কুরআন, সিরাত ই রাসুল (সা.), ইসলামে শিষ্টাচার, জীবনের উদ্দেশ্য, পড়ার গুরুত্বের মতো বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
নির্বাচিত ব্যক্তিত্ব, বিশ্বে ইসলামের অবদান (আখলাকি), ইসলাম ও বিজ্ঞান, সৃজনশীল কল্পনা, তেহরিক-ই-ইসলামের সংক্ষিপ্ত পরিচিতি ইত্যাদি। অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং অন্যান্য ব্যক্তিত্ব বিকাশ কার্যক্রমের আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতা, লেবু দৌড়, খড়-ছোলা প্রতিযোগিতা, ফুটবলেরও আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও মেডেল প্রদান করা হয়।
অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। মোহাম্মদ ফাইক নওয়াজ ও আরিব রাজাকে স্টার অফ দ্য ক্যাম্প পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন লুকমান জাহিদ (রাজ্য সাধারণ সম্পাদক, এসআইও দিল্লি) রবিবার (২৯/০৫/২০২২) , ব্রি. রায়ান (এএফই উত্তরের সভাপতি) চূড়ান্ত অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন। ব্র. ইজ্জউদ্দিন কাসাম, ব্রি. আবদুর রহমান আহমেদ, ব্রি. সৈয়দ সলিমুল্লাহ, ব্রি. ইনজামাম, ব্রি. ফুয়াজান গাজী, ব্রি. আলফাজ, ব্রি. সামি আহমেদ এবং অন্যান্য সদস্য ও সহযোগীরা শিবিরটি সুন্দরভাবে পরিচালনা করেছিলেন।