![একটা মাকড়সা🕷️ চাইলেই কিন্তু আহার জোগার করতে পারে না তাকে অনেক পশ্রিম করতে হয়। আর সেটা হলো সারা দিন বসে বসে একটা জাল🕸️ বু...](https://img5.medioq.com/152/655/178246091526559.jpg)
21/11/2022
একটা মাকড়সা🕷️ চাইলেই কিন্তু আহার জোগার করতে পারে না তাকে অনেক পশ্রিম করতে হয়।
আর সেটা হলো সারা দিন বসে বসে একটা জাল🕸️ বুনতে হয় একটা সময় সে সাকসেস।💪💪।
কারণ তার এখন আর আহার খোঁজার জন্য কোথাও যেতে হবে না।
তার আহার এখন নিজে নিজেই ধরা দেবে।🪰🦟
তার মানে🌍 পৃথিবীতে আমরা কেউ পারফেক্ট না 🙅♂️।
নিজের শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে নিজেকে পারফেক্ট করে নিতে হয়।
তাহলে মানুষের কাছে নিজেকে স্ট্রং ভাবে প্রেজেন্ট করতে পারবো। 🧍♂️
তার জন্য নিজেকে যোগ্যতা উপার্জন করতে হবে। আর এই উপার্জন টা আমরা কিভাবে করবো❓
আমরা চাইলে আমাদের হাতে থাকা স্মাট ফোনটিকে কাজে লাগাতে পারি।
যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন।
চাকরি নয়
ফ্রি ল্যান্সার হও
তাহলে চলুন আমরা এ কাজে আগ্রহী হয়ে উঠি
তা ছাড়া এটার জন্য আপনার কারো কাছে যেতে হচ্ছে না।। কোথাও ইন্টারভিউ দিতে হচ্ছে না।। কারো পারমিশন নিতে হচ্ছে না।
তাহলে কেনো এতো সুন্দর একটা সুযোগ হাত ছাড়া করবো❓
আমরা চাইলে নিজের এবং পরিবারের শপ্নো গুলো বাস্তবায়ন করতে পারি
সুন্দর একটা ক্যারিয়ার গড়তে পারি নিজেকে সুন্দর ভাবে গুছিয়ে নিতে পারি
তার জন্য দূড়ে নয়
ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়
সবাই মিলে ফ্রী ল্যান্সার ক্যারিয়ার গড়ি😍😍