Tamanna World

  • Home
  • Tamanna World

Tamanna World لسَّلاَ مُ عَلَيْكُمْ

তুমি কি জানো..তোমার অপেক্ষায় বুকে আকাশ আঁকি,সূর্যাস্তের ম্লান আভার মেঘে শূন্যে ভাসি।আর আমার আকাশ ছোঁয়া অভিমানআমায় শূন...
23/09/2023

তুমি কি জানো..

তোমার অপেক্ষায় বুকে আকাশ আঁকি,
সূর্যাস্তের ম্লান আভার মেঘে শূন্যে ভাসি।
আর আমার আকাশ ছোঁয়া অভিমান
আমায় শূন্যতার সাগরে নিয়ে ফেলে।

তুমি কি দেবে আমায় একটা মুক্ত আকাশ?
নক্ষত্র খচিত এক আকাশের নীচে,
শুধু আমরা দুজন রচনা করবো,
এক অনন্য ভালোবাসার ইতিহাস।

15/03/2023

🥰🥰

14/03/2023

রাস্তা ছাড়েন প্লিজ। কই যাইবেন মিস?
ঔষুধ আনতে ভাই। আজ তোরেই চাই।
দোষটা কি আমার? তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ! এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা'টা বাসায়। আমার কি আসে যায়?
মানুষ ডাকবো কিন্তু৷ এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম! চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার। মিটাই আশা একবার।
নাইরে তোর মা-বোন। চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই, আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও,বাঁচাও,বাঁচাও। চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জানোয়ারটা পৈশাচিক আনন্দ মেতে ওঠে।অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক।একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে।তারপর মেয়েটা গোঙ্গাতে গোঙ্গাতে বলতে লাগলো,

একটু পানি যদি পাই, হারামজাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস। কিছুক্ষন পর হবি লাশ!
জীবনটা দেন ভীক্ষা। পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাব ঘটনা সব। জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু। শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন। ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ! এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ ;
ধর্ষক বেঁচে যায়।
ধর্ষণ
Collected

27/02/2023
23/02/2023

তুমি যেমনটা চাইতে, হয়তো আমি তেমনটা নই,

তবে ভালবাসি তোমার নরম হাত,

এক জোরা হাত,

আমার হাতের মাঝে থাকতে থাকতে ঘেমে যেতো,

মুছে যেতো সব রেখা,

ভবিষ্যতের সাথে আমার সখ্যতা কই।

তুমি চাইতে ভীষণ মন মালিন্যতার পরও,

জমে থাকা মেঘেদের গায়ে আঁচড় কাটি,

আর বলি এবার ঝরে পড়।

আমি কিছুই দিতে পারিনি তোমায়,

এখন বুঝতে পারি,

শুধু তোমার কোলে মাথা রেখে দু চোখ বুজেছি,

আর ভেসে গেছে তরী।

আমার স্বপ্নের তরী।

তোমার ছিল ভীষণ রাগ আর খানিকটা সন্দেহ,

ভয় লজ্জা অভিমান, তোমার মনে কি যে চলতো,

তবে আমার প্রিয় ছিল তোমার দুচোখ,

রৌদ্র ছায়া ঘেরা, বৃষ্টি ভেজা দুই চোখ,

সেইতো ছিল আমার মুক্ত আকাশ,

যেথা তোমার আমিতে ছিল আমার বাস!

তুমি চাইতে সম্মান আর প্রশংসা

আমার পছন্দ ছিল তোমার পা

নূপুর পড়া সুন্দর দুটও পা

যখনি ছুঁতাম তুমি লজ্জা পেতে।

আজও জানি না এই লজ্জারা কোথায় থাকে,

তোমার পায়ে না আমার হাতে!

তুমি যেমনটা চাইতে, হয়তো আমি তেমনটা নই,

ভালবাসি তোমায় তা বলার সুজোগ কই।

# Copy

22/02/2023

আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না ।

কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না।

অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে

শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি”

#হুমায়ুন আহমেদ

21/02/2023

#অমর ২১শে ফেব্রুয়ারি

মাতৃভাষা দিবস 🇧🇩🇧🇩

আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!

এই কাহিনি কল্পনা নয়
রূপকথারই গল্প ও নয়
শুনতে কি চাও আরো?
কৃষ্ণচূড়া রঙিন ডালে
লাল হলো সেই রক্ত লালে
নয় অজানা কারো।

একে একে দিন বয়ে যায়
বন্দি ইতিহাসের পাতায়
সোনার সে নাম গুলো,
হায় কী ছিল এই ললাটে
ইতিহাসের সেই মলাটে
জমছে দেখ ধূলো!

এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?

সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি…।

21/02/2023

music brand🐈🐈

His story😏 is History,  M y story  is Mystery. ✌️
20/02/2023

His story😏 is History,

M y story is Mystery. ✌️

Address

Dhaka, Mirpur/1

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamanna World:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share