28/07/2019
ভিতরে পড়ার নিয়মাবলী দেওয়া আছে। তা ভালোভাবে পড়ে ও বুঝে ফোন করুন।
1 . I got up at 5.00 am = আমি সকাল ৫ টায় উঠেছিলাম
2 . I went to the fresh room = আমি ফ্রেশ রুমে গিয়েছিলাম
3 . I used the bath room = আমি বাথ রুম ব্যাবহার করেছিলাম
4 . I got out from the fresh room = আমি ফ্রেশ রুম থেকে বের হয়েছিলাম
5 . I brushed (my) teeth = আমি (আমার) দাঁত মেজেছিলাম
6 . I washed (my) hands & face = আমি (আমার)হাত মুখ ধৌত করেছিলাম
7 . I made ablution = আমি অজু করেছিলাম
8 . I wiped (my) hands & face = আমি (আমার) হাত মুখ মুছেছিলাম
9 . I prayed (my) fazar = আমি ফজরের নামাজ পড়েছিলাম
10 . I woke up (my)children = আমি (আমার) বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়েছিলাম
11 . I went to morning walk = আমি সকালে হাটতে গিয়েছিলাম
12 . I walked for sometime. = আমি কিছুক্ষন হেটেছিলাম
13 . I came back at home = আমি বাসায় ফিরে এসেছিলাম
14 . I went back to the residence = আমি বাসায় ফিরে গিয়েছিলাম
15 . I took the exercise = আমি ব্যায়াম করেছিলাম
16 . I took a bath = আমি গোছল করেছিলাম
17 . I wore (my)dress = আমি (আমার) পোশাক পরেছিলাম
18 . I got ready = আমি তৈরি হয়েছিলাম
19 . I took (my)breakfast = আমি নাস্তা করেছিলাম
20 . I got out from the residence = আমি বাসা থেকে বের হয়েছিলাম
21 . I got into a car = আমি গাড়িতে উঠেছিলাম
22 . I reached to the office = আমি অফিসে গিয়ে পৌছেছিলাম
23 . I got down from a car = আমি গাড়ি থেকে নেমেছিলাম
24 . I entered the office = আমি (আমার) অফিসে প্রবেশ করেছিলাম
25 . I looked after (my) work = আমি (আমার) কাজ দেখা শুনা করেছিলাম
26 . I sat on (my) chair = আমি (আমার) চেয়ারে বসেছিলাম
27 . I spoke over mobile phone = আমি মোবাইলে কথা বলেছিলাম
28 . I called (my) manager = আমি (আমার)ম্যানেজারকে ডেকেছিলাম
29 . I discussed with(my) manager = আমি (আ)ম্যানেজারের সাথে আলোচনা করেছিলাম
30 . I held a meeting = আমি মিটিং করেছিলাম
31 . I read the news paper = আমি পত্রিকা পড়েছিলাম
32 . I started (my) work = আমি (আমার)কাজ শুরু করেছিলাম
33 . I worked up to 1.00 pm = আমি ১টা পর্যন্ত কাজ করেছিলাম
34 . I said (my) johar prayer = আমি জোহরের নামাজ পড়েছিলাম
35 . I took (my) lunch at 2 O'clock = আমি ২টায় দুপরের খাবার খেয়েছিলাম
36 . I took a rest for sometime = আমি কিছুক্ষন বিশ্রাম নিয়েছিলাম
37 . I restarted (my) work = আমি (আমার) কাজ শুরু করেছিলাম
38 . I worked for sometime = আমি কিছুক্ষন কাজ করেছিলাম
39 . I took (my) snacks and tea = আমি চা নাস্তা খেয়োছিলাম
40 . I finished (my) work = আমি (আমার) কাজ শেষ করেছিলাম
41 . I left (my) office = আমি (আমার) অফিস ত্যাগ করেছিলাম
42 . I got into the car = আমি গাড়িতে উঠেছিলাম
43 . I arrived at home = আমি বাসায় এসে পৌছেছিলাম
44 . I got down from the car = আমি গাড়ি থেকে নেমেছিলাম
45 . I entered into(my)home = আমি (আমার) বাসায় প্রবেশ করেছিলাম
46 . I came back at home at 9 p.m. = আমি রাত ৯টায় বাসায় ফিরে এসেছিলাম
47 . I changed (my) dress = আমি (আমার) পোশাক পাল্টিয়েছিলাম
48 . I got fresh = আমি ফ্রেশ হয়েছিলাম
49 . I played with(my)children = আমি (আমার) বাচ্চদের সাথে খেলা করেছিলাম
50 . I watched the TV = আমি টিভি দেখেছিলাম
51 . I read esha (my) esha prayer = আমি এশার নামাজ পড়েছিলাম
52 . I took dinner = আমি রাতের খাবার খেয়েছিলাম
53 . I gossiped with(my)family = আমি (আমার) পরিবারের সাথে গল্প করেছিলাম
54 . I listened the news = আমি খবর শুনেছিলাম
55 . I went to sleep at 12 midnight. = আমি রাত ১২টায় ঘুমাতে গিয়েছিলাম
56 . I made breakfast = আমি সকালের নাস্তা বানিয়েছিলাম
57 . I said (my)maid = আমি (আমার) মেইডকে বলেছিলাম
58 . I prepared (my) children = আমি (আমার )বাচ্চাদেরকে প্রস্তুত করেছিলাম
59 . I Fed breakfast (my) children = আমি (আমার )বাচ্চাদেরকে নাস্তা খাওয়াছিলাম
60 . I dropped (my)son at his school = আমি (আমার ) ছেলেকে তার স্কুলে নামিয়েছিলাম
61 . I did shopping something = আমি কিছু কেনাকাটা করেছিলাম
62 . I did (my) house work = আমি বাসার কাজ করেছিলাম
63 . I cooked a lunch = আমি দুপরের খাবার রান্না করেছিলাম
64 . I said (my) maid to cook = আমি মেইডকে রান্না করতে বলেছিলাম
56 . I bathed (my) children = আমি (আমার )বাচ্চাদেরকে গোছল করিয়েছিলাম
66 . I fed Lunch all = আমি সবাইকে দুপরের খাবার খাওয়াইছিলাম
67 . I Lulled sleep (my) children = আমি (আমার )বাচ্চাদেরকে ঘুম পারিয়েছিলাম
68 . I taught (my) children = আমি (আমার )বাচ্চাদেরকে পড়িয়েছিলাম
69 . I cooked a dinner = আমি রাতের খাবার রান্না করেছিলাম
70 . I said (my) maid to cook = আমি (আমার) মেইডকে রান্না করতে বলেছিলাম
71 . I tidied the table = আমি টেবিল গোছিয়েছিলাম
72 . I said (my) maid to wash the utensils = আমি (আমার) মেইডকে থালাবাসন ধুতে বলেছিলাম
73 . I clothed (my) children = আমি (আমার) বাচ্চাদের কাপড় পড়িয়েছিলাম
74 . I rigged up the mosquito net = আমি মশারী খাটিয়েছিলাম
75 . I swept the floor = আমি ঘর ঝাড়ু দিয়েছিলাম
==============
আপনি প্রতিদিন কী করেন, গতকাল কী করেছিলেন, আজ কী করেছেন ও আগামীকাল কী করবেন তা বিভিন্ন WAY তে PRACTICE করার দুটি নিয়ম দেওয়া হয়েছে।
=========================
আমি প্রতিদিন সকাল ৭টায় উঠি
আমি গতকাল সকাল ৭টায় উঠেছিলাম
আমি আজ সকাল৭টায় উঠেছি
আমি আজ সকাল ৭টায় উঠব
আমি আগামীকাল/ আজ সকাল ৭টায় উঠব
=================
উঠার পর আমি প্রতিদিন ফ্রেশরুমে যাই
আমি গতকাল ফ্রেশরুমে গিয়েছিলাম
আমি আজ ফ্রেশ রুমে গিয়েছি
আমি আজ ফ্রেশ রুমে যাব
আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুমে যাব
====================
ফ্রেশ রুমে যাওয়ার পর আমি প্রতিদিন ফ্রেশ রুম ব্যবহার করি
আমি গতকাল ফ্রেশ রুম ব্যবহার করেছিলাম
আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করেছি
আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করব
আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুম ব্যবহার করব
আমি প্রতিদিন সকাল ৭টায় উঠি না
আমি গতকাল সকাল ৭টায় উঠি নাই
আমি আজ সকাল ৭টায় উঠি নি
আমি আজ সকাল ৭টায় উঠব না
আমি আগামীকাল/ আজ সকাল ৭টায় উঠব না
==================
ঘুম থেকে না উঠে আমি প্রতিদিন ফ্রেশ রুমে যাই না
আমি গতকাল ফ্রেশ রুমে যাই নাই
আমি আজ ফ্রেশ রুমে যাই নি
আমি আজ ফ্রেশ রুমে যাব না
আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুমে যাব না
==================
ফ্রেশ রুমে না গিয়ে আমি প্রতিদিন ফ্রেশ রুম ব্যবহার করি না
আমি গতকাল ফ্রেশ রুম ব্যবহার করি নাই
আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করি নি
আমি আজ ফ্রেশ রুম ব্যবহার করব না
আমি আগামীকাল/ আজ ফ্রেশ রুম ব্যবহার করব না
===============
আমাদের কাছে পড়ার নিয়মাবলী নিম্নে দেওয়া হল। না বুঝা পর্যন্ত পড়তে থাকুন।
================
ইংরেজিতে অনর্গল কথা বলা শিখুন
ইংরেজি শিখুন নতুনভাবে, ইংরেজিতে কথা বলুন স্বাধীনভাবে। আপনি যদি ইংরেজির কিছুই না জানেন এবং আমাদের ADVICE অনুসারে PRACTICE করেন, তাহলে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন, সেই দায়িত্ব আমাদের। আপনাদের দায়িত্ব শুধু আমাদের SHEET দেখে দেখে PRACTICE করা। কী কী শিখলে এবং কিভাবে PRACTICE করলে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন, তার ১০%ও আপনারা জানেন না। যেখানে যে ধরনের কথা বলার প্রয়োজন হোক না কেন, তা যাতে স্বাধীনভাবে বলতে পারেন, সেই ABILITY, FLUENCY, SENTENCE MAKING, QUESTION MAKING, SPEAKING, READING, LISTENING & WRITING র মাধ্যমে আমরা শিখিয়ে দেই । কোন কিছু মুখস্ত করতে হবে না। মুখস্ত করা আর PRACTICE করা কিন্তু এক বিষয় না। যে কোন WORD & SENTENCE PRACTICE এর মাধ্যমে MEMORY তে SAVE AND ACTIVE রাখতে হয়। অন্যথায় ইংরেজিতে কথা বলার সময় সেই WORD & SENTENCE মনে আসে না। মনে থাকার জন্য FLUENCY তৈরি করতে হয়। যাতে যে কোন SITUATION এ আপনার BRAIN ইংরেজিতে কথা বলতে পারে। আপনাকে যেমন বাংলায় কথা বলতে চিন্তা করতে হয় না, তেমনি ইংরজেতে কথা বলার ক্ষত্রেও যেন চিন্তা না করে বাংলার মত বলতে পারেন, সেই ABILITY তৈরি করতে হবে। মোবাইল ফোন (MOBILE PHONE) OR IMO OR VIBER এ পড়তে কোন সমস্যা হয় না। আমাদের ৯০% লোক এভাবে পড়েন।