Ahmed Ayub

Ahmed Ayub Let's discover something new

02/10/2024

মিজানুর রহমান আজহারি সলিড আলেম হয়ে থাকলে উনার খুব ভাল একটা কাজ করার চান্স আছে। বাংলাদেশের মুসলিমরা উনাকে বেশ ভালই মানেন। উনার উচিৎ অন্তরকে পরিশুদ্ধ করে কোনদল বাজি না করে শুধুমাত্র মুসলিম হিসেবে মানুষকে কল্যানের পথে ডাকা। এই ভাংগাচোরা অন্ধ জাতিকে একটু আলোয় নিয়ে আসা।

28/09/2024

দেশের বাইরে থেকে বাংলাদেশে ছোটখাট কাজের জন্য পেমেন্ট করা যে কি বিশ্রী একটা ঝামেলা তা আমি কয়েকজনকে পেমেন্ট করতে গিয়ে বুঝেছি। বিদেশি যারা ক্লায়েন্ট তারা তো আর বিকাশ টিকাশ বুঝেনা। বুঝে ব্যাংক আর পেপাল। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করাও মোটামোটি ভালই দৌড়াদৌড়ির কাজ। পেমেন্ট করতে গেলে আবার এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হয়। এরপরেও বিদেশি ক্লায়েন্টরা যে বাংলাদেশ থেকে আউটসোর্চিং করে কপাল ভাল বলতে হবে।
পেপালটা বাংলাদেশে থাকলে পেমেন্ট করা সুপার ইজি। ইমেইলটা দিয়ে কয়েকটা ক্লিকেই পেমেন্ট করে দেয়া যায়। এইটার মতো ইজি একটি সার্ভিস এতো বছর ধরে বাংলাদেশে নাই। ইউনুস সরকার কি পেপালের সার্ভিস বাংলাদেশে এবার চালু করবেন না?

আরবের লোকজন তাদের বেগমদের জন্য যে পরিমান অর্থ ব্যয় করে এগুলো দিয়ে মুসলিম উম্মার জন্য অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা যেত...
27/09/2024

আরবের লোকজন তাদের বেগমদের জন্য যে পরিমান অর্থ ব্যয় করে এগুলো দিয়ে মুসলিম উম্মার জন্য অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা যেত। শত্রুরা এদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তবুও এরা টের পাচ্ছেনা।

22/09/2024

কেউ মানেন আর না মানেন তৃতীয় বিশ্বযুদ্ধ ছাড়া মুসলিমদের কোন মুক্তি নেই। মুসলিম সমাজে যেসব অনুজীবের প্রবেশ ঘটেছে একমাত্র যুদ্ধই পারে এদেরকে মুসলিম সমাজ থেকে আলাদা করতে এবং মুসলিম সমাজকে পরিশুদ্ধ করতে।

22/09/2024

ব্যাংকিং চ্যানেল ভেবে সিঙ্গাপুর থেকে যারা হোমটাউনে টাকা পাঠান আপনারা হোমটাউনে টাকা পাঠানো বন্ধ করুন। কারন এটাও হুন্ডিই। এটার মাধ্যমে টাকা পাঠালে সেটা রেমিট্যান্স সিহেবে দেশে যায়না, বরং হুন্ডি হয়ে যায়। সফটওয়্যার এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য বিকল্প আছে আপনারা সেগুলো ব্যাবহার করতে পারেন যেমন Agrani Remit app, Western Union app, Singtel Dash app। এগুলোর মাধ্যমে আপনি যেকোনো জায়গা থেকে ফোনের মাধ্যমেই টাকা পাঠাতে পারবেন।

03/09/2024

দুই দিনের দুনিয়ায় দুবেলা দুমুঠো খেয়ে আল্লাহর ইবাদত করলেও মনের মধ্যে যে ভয় হয়, সেখানে অযথা এতো পাপ কামানোর জন্য ক্ষমতার জন্য প্রতিযোগিতা।
"সময়ঃ ২
নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত"

ক্ষমতার জন্য এতো মরিয়া কেন? ক্ষমতা কি খুব মধুর জিনিষ নাকি? ক্ষমতা হলো আগুনের মতো। এটা ঠিকমতো হ্যান্ডেল করতে না পারলে নিজেই পুরে মরতে হবে।
হযরত আবু বকর(রাঃ) যখন অসুস্থ হলেন তখন ক্ষমতা হস্তান্তর করার জন্য হযরত উমর(রাঃ) কে ডেকে আনলেন এই ব্যাপারে আলোচনা করার জন্য তখন উমর (রাঃ) ক্ষমতা পাবার ভয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। উনি ভেবেছিলেন আবু বকর(রাঃ) হয়তো উনাকে বেছে নিবেন।
কেন উনি ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন? আল্লার ভয়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারলে যে কি অবস্থা হবে সেটার ভয়। এই ভয়ের কারনেই হয়তো উনি অত্যন্ত কঠোর ছিলেন ক্ষমতায় থাকাকালে।

দ্বিতীয় স্বাধীনতার পর অনেক গুলো দল দেশের ক্ষমতা পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে।
আচ্ছা দেশ চালাতে দলগত হয়ে রাজনীতি করতে হবে কেন? রাজনীতি ছাড়া দেশের মানুষের সেবা করা যায়না? করা যায়।
আর দলগত হয়ে রাজনীতি করতে হয় লুটেপুটে খাওয়ার জন্য। বাংলাদেশের মানুষ সেইদিন শান্তিতে থাকতে পারবে যেদিন এইসব দলের নেতারা বলবে যে, দেশের চালানোর ক্ষমতা বহনের শক্তি, সামর্থ্য আমাদের নেই, আপনারা অন্য কাউকে দেখুন।

অযথাই স্বার্থ ছাড়া কেউ কেন এতো বড় ঝামেলা মাথায় নিতে চাইবে? মরার পরে তো হিসাবের অন্ত নেই বেচে থাকা অবস্থায়ই তো জীবন জাহান্নাম হয়ে যায় ঠিকমতো দেশ চালাতে না পারলে।

এই যে ১৬ বছর ধরে মানুষকে অত্যাচার করে গেলো। এখন কি খুব শান্তিতে থাকতে পারছে? দুনিয়াতেই শুরু হয়ে গেছে শাস্তি। কোন সরকারের শাসনামলে যদি অনাহারে/নির্বিচারে একটি কুকুরও মারা যায় তবে সেটার দায় বর্তাবে ওই সরকারের উপর। এরা ভুলে যায় যে এইটার জন্য স্বয়ং উপরওয়ালাকে জবাবদিহি করতে হবে।

বাংলাদেশের প্রথম স্বাধীনতার সাথে একেবারে হুবুহু মিল না হলেও ৯০% মিলে যায় এই বইটি। শেখাসিনার আমলেও সাথে তো ১০০% ই মিলে যা...
30/08/2024

বাংলাদেশের প্রথম স্বাধীনতার সাথে একেবারে হুবুহু মিল না হলেও ৯০% মিলে যায় এই বইটি। শেখাসিনার আমলেও সাথে তো ১০০% ই মিলে যায়।

আসিফ নজরুলকে এক্ষুনি পদত্যাগ করানো উচিৎ। সে যা বলেছে সেটা তো গ্রহনযোগ্য নয়-ই বরং আবার এক খুনির বাবার ছবি টাঙ্গিয়ে রাখছে ...
30/08/2024

আসিফ নজরুলকে এক্ষুনি পদত্যাগ করানো উচিৎ। সে যা বলেছে সেটা তো গ্রহনযোগ্য নয়-ই বরং আবার এক খুনির বাবার ছবি টাঙ্গিয়ে রাখছে যে নিজেও একজন ক্রিমিনাল।

এখন থেকে যখনি জাতীয় সমস্যা হবে আর সমস্যা হবে সরকার আগে আগে নেট বন্ধ করে দেবে। এতে অনেকেই ক্ষরিগ্রস্ত হয় এবং যারা আন্দোলন...
30/08/2024

এখন থেকে যখনি জাতীয় সমস্যা হবে আর সমস্যা হবে সরকার আগে আগে নেট বন্ধ করে দেবে। এতে অনেকেই ক্ষরিগ্রস্ত হয় এবং যারা আন্দোলন করেনা তাদেরও ভুগতে হয়। এইটা থেকে রক্ষার জন্য হলেও স্টারলিংক দরকার। আর সারাদেশেই ব্রডব্যান্ড একরকম সিন্ডিকেট করে রাখা হয়েছে। আমাদের গ্রামে একটি মাত্র লাইন খুবই বাজে সার্ভিস। কমপ্লেইন করলে কোন লাভই হয়না। প্রতি মাসে ১০/১২ দিনই নেট থাকেনা। স্পীডতো কচ্ছপের চেয়েও শ্লো।
দেশে গিয়ে গ্রামে বসে যে কাজ করবো তার উপায় নেই। গ্রামের এইসব ফকিন্নি মার্কা কানেকশন দিয়ে ইমু শুধু কথাটাই বলা যায় কাজ করা যায়না। শহরের বেশিরভাগ এলাকা নোংরা হওয়ার কারনে বাংলাদেশের শহরও গুলোও আমার খুবই অপছন্দ। স্টারলিংক হলে গ্রামে বসে নিশ্চিন্তে কাজ করা যেতো।

29/08/2024

বিয়া সহজ করার জন্য কি আন্দোলন করতে হবে?
শাহবাগ কি খালি আছে?
তাইলে রাস্তায় নাইমা পড়া যায় সিঙ্গেলরা কি বলেন?

28/08/2024

দেশে শিক্ষিত বেকার যারা আছে এদেরকে এখন ট্রেইন করে যোগ্যতা সম্পন্ন করা দরকার। ঘুষ না খেতে পেয়ে যারাই কর্ম বিরতিতে বা আন্দোলন করতে আসবে এদেরকে চাকরী থেকে ছাটাই করে নতুনদেরকে নিয়োগ দিতে হবে।

24/08/2024

আমার শরীরে প্রত্যেকটা কোষ ভারত বিদ্বেসি।

24/08/2024

আমার শরীরে প্রত্যেকটা কোষ ভারত বিদ্বেসী
টোটাল ইন্ডিয়া বয়কট এভ্রিহয়্যার ইন দ্যা ওয়ার্ল্ড।

08/08/2024

জনাব সেনাপ্রধান যদি সবকিছু ভালয় ভালয় সম্পন্ন করেন তবে তিনিই হবেন Gen Z যুগের শ্রেষ্ঠ সেনাপতি। আশাকরি তিনি দেশের প্রতি সৎ থাকবেন।

08/08/2024

বাঘের বাচ্চা

07/08/2024

বাংলাদেশের যতো সৎ, যোগ্য, মেধাবী বিভিন্ন দেশে আছেন সবাই এবার নিজ দেশে এসে হাল ধরেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Ayub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share