আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থা Angura Mohammed Pur Unnayan Shonsta

  • Home
  • আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থা Angura Mohammed Pur Unnayan Shonsta

আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থা  Angura Mohammed Pur Unnayan Shonsta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থা Angura Mohammed Pur Unnayan Shonsta, News & Media Website, .

উন্নয়ন সংস্থার শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। গত ৫ জানুয়ারি ২০২৫   রোজ রবিবার বেলা ৪.১৫ মিনিটের সময় স্হানীয় ফাড়...
06/01/2025

উন্নয়ন সংস্থার শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

গত ৫ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার বেলা ৪.১৫ মিনিটের সময় স্হানীয় ফাড়ির বাজারে শাহাজালাল ব্যাংকের অর্থায়নে আঙ্গুরা মোহাম্মদ পুর উন্নয়ন সংস্থার সহযোগিতায় ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে। মাদ্রাসা ৫০টি গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে ২৫০টি।

নইম উদ্দিন সাহেবের সভাপতির মাধ্যমে মো কফিল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী বাহার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেইছ উদ্দিন, নাইচ উদ্দিন, কালাম উদ্দিন, সাহিন আহমদ, শিহাব আহমদ, আজাদ আহমদ, বাচ্চু মিয়া, আবদুল ফাত্তাহ সহ অন্যান্য।

18/06/2024
18/06/2024
*গরীব অসহায়ের  মাঝে আঙ্গুরা মুহাম্মদ পুর উন্নয়ন সংস্থার কুরবানির গুস্ত ও খাদ্যসামগ্রী  বিতরণ।*আজ ঈদুল আযহার দ্বিতীয় দিন ...
18/06/2024

*গরীব অসহায়ের মাঝে আঙ্গুরা মুহাম্মদ পুর উন্নয়ন সংস্থার কুরবানির গুস্ত ও খাদ্যসামগ্রী বিতরণ।*
আজ ঈদুল আযহার দ্বিতীয় দিন ১৮ই মে ২৪ ইং রোজ মঙ্গলবার আঙ্গুরা মুহাম্মদ পুর উন্নয়ন সংস্থার অন্যতম উপদেষ্টা মাওলানা নাজির উদ্দিন সাহেবের বাড়ীতে উন্নয়ন সংস্থার পক্ষে সাবেক সভাপতি মরহুম নজমুল ইসলাম সাহেবের বড় ছেলে জনাব আমিনুল ইসলাম বাহার সাহেবের অর্থায়নে একটি কুরবানির গরু এবং উন্নয়ন সংস্থার তহবিল থেকে খাদ্যসামগ্রী তৈল, পিঁয়াজ, রসুন আদা, ইত্যাদি গরীব দুঃখী, অসহায় ৪০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।যুক্তরাজ্য কমিউনিটি নেতা জনাব দুলাল উদ্দিন রায়হান সাহেবের সভাপতিত্বে ও জনাব মাস্টার কফিল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব খাইরুজ জামান খছরু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মাওলানা নাজির উদ্দিন, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা জনাব বাহার উদ্দিন,
জনাব এবাদুর রহমান, জনাব লেইচ উদ্দিন, জনাব নাইছ উদ্দিন, জনাব মাখন মিয়া, অহিদ উদ্দিন, ইকবাল হোসেন, মাওলানা কুতুবউদ্দিন, জাহেদ আহমদ, জুয়েল আহমদ সহ অন্যান্যরা। আলহামদুলিল্লাহ আঙ্গুরা মুহাম্মদ পুর উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে আঙ্গুরা মুহাম্মদ পুর গ্রামের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় ফাঁড়ি বাজারের সৌন্দর্য বর্ধনের প্রজেক্ট বাস্তবায়ন, মসজিদ মাদরাসা, স্কুলে অনুদান প্রদান সহ সর্বপরি গ্রামের গরীব দুঃখী অসহায় মানুষের পাশে উন্নয়ন সংস্থা আছে থাকবে ইনশাআল্লাহ। যারা যে ভাবে উন্নয়ন সংস্থায় টাকা , শ্রম ইত্যাদি দিয়ে সহযোগিতা করেন আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আমীন,

08/06/2024
বন্যার্থদের মাঝে আঙ্গুরা মুহাম্মদ পুর উন্নয়ন সংস্থার খাবার বিতরণ। গত ৬ জুন ২৪ ইং রোজ বৃহস্পতিবার স্থানীয় ফাঁড়ির  বাজারে ...
07/06/2024

বন্যার্থদের মাঝে আঙ্গুরা মুহাম্মদ পুর উন্নয়ন সংস্থার খাবার বিতরণ।

গত ৬ জুন ২৪ ইং রোজ বৃহস্পতিবার স্থানীয় ফাঁড়ির বাজারে উন্নয়ন সংস্থার অর্থায়নে গরীব দুঃখী, অসহায় ২ শত পরিবারের মাঝে শুকনো খাবার চিঁড়া, মুড়ি,গুড়, বিস্কুট এবং সাবান বিতরণ করা হয়। যুক্তরাজ্য কমিউনিটি নেতা জনাব দুলাল উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও জনাব মাস্টার কফিল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং কুড়ার বাজার ইউপির চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মাওলানা নাজির উদ্দিন, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা জনাব বাহার উদ্দিন, জনাব লেইচ উদ্দিন, নইম উদ্দিন, নাইছ উদ্দিন, মাখন মিয়া, মাওলানা আব্দুল মান্নান তজম্মুল আলী, সদরুল ইসলাম, মাওলানা কুতুবউদ্দিন, অহিদ উদ্দিন, ইকবাল হোসেন সহ অন্যান্যরা

01/04/2024

আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে
জামিয়ার বোর্ডিংয়ে ৩১ বস্তা চাল-ডাল প্রদান

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সমাজসেবামূলক সংগঠন আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর এর লিল্লাহ বোর্ডিংয়ে ৩১ বস্তা চাল-ডাল প্রদান করা হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও মাদরাসার বোডিংয়ে ২০ বস্তা চাল, ৫ বস্তা ডাল, ৬ বস্তা আলু দিয়েছে সংস্থাটি।

গত শুক্রবার (২৯ মার্চ) বেলা ২ ঘটিকায় নতুন মাদরাসায় খাদ্যসামগ্রী গ্রহণ-হস্তান্তর অনুষ্ঠানে জামিয়ার পক্ষে উপস্থিত ছিলেন, নির্বাহী মুহতামিম মাওলানা ফারুক উদ্দিন, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আব্দুর রব।

এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী বাহার উদ্দিন, জনাব লেইচ উদ্দিন, জনাব নাইচ উদ্দিন, হাজী মাখন মিয়া, মাওলানা শিহাব উদ্দিন, কফিল উদ্দিন, শাহিন আহমদ, হাফিজ আব্দুল ফাতাহ, মৌলানা সাহেদ আহমদ, ছুহেল আহমদ, ইকবাল আহমদ প্রমুখ।


মাদরাসার পক্ষ থেকে গ্রহণকালে সংস্থার ভূয়সী প্রশংসা করেন শিক্ষকরা। সমাজ, ইসলাম ও এলাকার উন্নয়নে সংস্থাটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা। পরে দেশবিদেশের সকল দাতাদের দুনিয়া-আখেরাতের মঙ্গল কামনা করে দোয়াও অনুষ্ঠিত হয়।

07/03/2024

মাহে রমজান উপলক্ষে আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার ফুড প্যাকেট বিতরণ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থা Angura Mohammed Pur Unnayan Shonsta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share