12/09/2022
জ্বালানী সংকট । জ্বালানী সংকটের সমাধান কি? How to overcome the fuel crisis in Bangladesh? অন্বেষণ- বাংলাদেশের জ্বালানী সংকট সমাধানে করনীয় কি কি? জ্বালানী সঙ্কট এখন বাংলাদেশের অন্যতম বড় সমস্যা।
জ্বালানি সংকটে টালমাটাল বিশ্ব। করোনা মহামারির প্রভাব থেকে বেরোতে না বেরোতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলশ্রুতিতে খাদ্য নিরাপত্তা হীনতা, লাগামহীন মূল্যস্ফীতি, জ্বালানির ভয়াবহ সংকট তথা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা কেই বেগবান করেছে। বাংলাদেশ এও তার বাত্যয় ঘটে নি
জ্বালানি তেলের দর যে হারে বাড়ানো হয়েছে, তাতে মূল্যস্ফীতি আরও বাড়বে বলেই সবার আশঙ্কা। এতে সরকারের ব্যয় কিছু কমলেও সাধারণ মানুষের জীবনযাপনের ব্যয় বেড়ে যাবে অনেক বেশি।
এসকল বিষয় নিয়ে হাজির হলাম আজকের অন্বেষ্ণ টপিক-- জ্বালানী সংকট । জ্বালানী সংকটের সমাধান কি?
Subscribe to Our YouTube Channel: https://www.youtube.com/channel/UCHWOgKOmjyba76DY_S3qkkg
Follow Our page:
https://www.facebook.com/onneshonchannel