23/06/2024
Energy saving ft Passive cooling/heating: Journey towards success… Life in sight
হিটওয়েভে ঠান্ডা থাকা, এনার্জি সেভিং ইত্যাদি কারণে "প্যাসিভ কুলিং" নিয়ে ঘাটছি বেশ কিছুদিন যাবত! একইভাবে শীতে শৈত্যপ্রবাহের নিস্তারে "প্যাসিভ হিটিং" ব্যাপারটাও ঘুর ঘুর করছে মাথায়।
কুলিং বা হিটিং শব্দের সাথে প্যাসিভ বা গৌন শব্দটা কেন?
ছোট একটা প্রচলিত গল্পের মাধ্যমে উদাহরণ দিই। এক ছিল কিপ্টা। তাকে একবার প্রশ্ন করা হলো,
-তোমার যখন গরম লাগে, কি কর?
-ফ্যানের নিচে যেয়ে বসি।
-ফ্যানের নিচে বসেও যদি গরম না কমে, তাহলে কি করো?
-ফ্যানের সুইচ টিপে ফ্যানটা চালু করি!
ফ্যান ছেড়ে দিলে তো হলোই, সরাসরিই কুলিং বলতে হবে সেটাকে (আজকের লেখার জন্য)। মজার ব্যাপার হলো গল্পের কিপ্টাই কিন্তু একটা মাত্রা পর্যন্ত পরিবেশবান্ধব ও যৌক্তিক কাজ করছে। ফ্যানের নিচে বসলে যদি গরমের অনুভূতি সত্যিই কমে, তাহলে সেটা প্রযুক্তিগত “প্যাসিভ কুলিং” না হলেও “সাইকোলজিক্যাল প্যাসিভ কুলিং” বলাই যায়।
এখন গরম লাগলে ফ্যান না ছেড়ে যদি প্রাকৃতিক বাতাসে বসা যায়? তাহলে সেটা আজকের উদাহরনে প্যাসিভ কুলিং। এখন বাইরে বাতাসে বসার পরিবর্তে যদি বাইরের বাতাস কোন ব্যবস্থায় ঘরে আনা যায়! তাহলে সেটাকেও আজকের জন্য প্যাসিভ কুলিং বলবো।
মরুর দেশ গুলোর প্রাচীন স্থাপনাতেও প্যাসিভ কুলিং ব্যবস্থার নজির পাওয়া যায়। এমনকি তারা রেডিয়েটিভ কুলিং সিস্টেম (শুনতে জটিল, কিন্তু সিম্পল সিস্টেম। আরেকদিন বলবো এটা নিয়ে ইনশাআল্লাহ্) ব্যবহার করে বরফও বানাতেন।
আধুনিক কালে বহু স্থাপনায়ও প্যাসিভ কুলিং ব্যবস্থা এডপ্ট করা হয় জানা/অজানায়, ছোট বা বড় আকারে। যেমনঃ উইপোকার ঢিবির কুলিং ব্যবস্থার অনুকরনে স্থপতি Mick Pearce জিম্বাবুয়েতে Eastgate নামের একটা বহুতল commercial building ডিজাইন করেছেন। যেটা ৩৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে! আরও জানতে কমেন্টে দেয়া লিংক থেকে National Geographic চ্যানেলের ভিডিওটা দেখতে পারেম।
উল্লেখ্য প্রাকৃতিক ব্যবস্থার অনুকরণে কোন কিছু ডিজাইন করলে সেটাকে Biomimicry বলে।
আজকেও NightHawkInLight ইউটিউব চ্যানেলের দারুণ একটা ভিডিও সাজেশনে আসলো। ম্যাটারিয়েলের পরিচিত একটা বৈশিষ্টের খুবই প্র্যাক্টিকেল একটা ব্যবহার সম্পর্কে জানলাম।
PCM (Phase Change Material) নিয়ে বলবো অল্প। Phase বা দশা পরিবর্তন পরিচিত সব বস্তুর সাধারণ বৈশিষ্ট। এর সিম্পল উদাহরণ পানি-বরফ-বাষ্প, এই তিন সাধারণ অবস্থায় রুপান্তর।
পানি বরফ হওয়ার জন্য তাপ ছাড়ে, বরফ পানি হওয়ার জন্য তাপ গ্রহণ করে।
এই পরিবর্তনের সময়ে তাপমাত্রার পরিবর্তন হয় না পানি বা বরফের। ছোটবেলার বিজ্ঞান বইয়ে পড়া Latent Heat বা সুপ্ত তাপই বর্ণনা করলাম আদতে!
এই যে বললাম, তাপ গ্রহণ/বর্জন করে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় না! এই বৈশিষ্ট্যর জন্যই যখন PCM বস্তু দিয়ে তৈরি কিছু আমাদের দেহের সংস্পর্শে থাকবে (যেমনঃ বরফ), বৈশিষ্ট্যভেদে সেটা আমাদের দেহের তাপ কমাবে/বাড়াবে। যেমন বরফ বা বরফ ভরা বোতল গায়ের স্পর্শে রাখলে বরফ পানি হবে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে না!
ছোটবেলায় একরকম মুখস্ত করেছি, বুড়া বয়সে এর সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে অল্প অল্প ধারণা পাচ্ছি।
মজার ব্যপার হচ্ছে PCM এর ব্যবহার প্যাসিভ কুলিং ও হিটিং উভয় ক্ষেত্রেই হতে পারে।
আমি আশাবাদী প্রযুক্তি দিয়ে এনার্জি সেভিং করে অথবা এনার্জি প্রোডাকশন বাড়িয়ে ভূমিকা রেখে সফল হওয়ার যে প্রতিজ্ঞা করেছি, ইনশাআল্লাহ্ একদিন পূরন হবে।
ওহ, প্যাসিভ কুলিংয়ে PCM এর ব্যবহার নিয়ে যে ভিডিওটা দেখেছি তার লিংক কমেন্টে দেয়া থাকবে। বলাবাহুল্য ভিডিওর আইডিয়াটা যাস্ট একটা ধারণা দেয়। Not necessarily এই ভিডিওতে তৈরি PCM দিয়েই আমাদের প্রয়োজনীয় এক/একাধিক ব্যবহার্য বস্তু তৈরি করা যাবে!
আমার পরিকল্পনাটা বলেই দিই। এমন একটা সিস্টেম ডেভেলপ করবো, যেখানে প্রাকৃতিকভাবে প্রাপ্ত নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার থাকবে বর্তমানে ব্যবহৃত এনারজি/বিদ্যুত/তাপ কনজিউমিং ব্যবস্থার বিকল্প বা পরিপূরক হিসেবে। হিন্ট দিয়ে রাখি, বাসাবাড়িতে সিমালটেনাসলি আইস ব্যাটারি ও স্যান্ড ব্যাটারির সংযুক্তির সম্ভাব্য উপযোগীতা নিয়েও স্টাডি করবো। এই স্টাডি আমার ক্যারিয়ার ভবিষ্যৎ (বিজনেস) এর সাথে একসাথে অথবা ভিন্ন পথে হাঁটতে পারে। আগেও বলেছি আমার কাছে সাক্সেস আর ক্যারিয়ার দুইটা ভিন্ন বিষয়।
ইনশাআল্লাহ্, সময় নিয়ে লক্ষ্যমাত্রা প্রকাশ করবো। ঠিক কি পরিমাণ এনার্জি সেভ করা যেতে পারে, সেটা বলবো। টার্গেট পূরন করতে পারলে আমার শিক্ষাজীবন সফল ধরে নিবো।
Journey Towards Success
Life in sight || Bodrul Shaon