23/10/2021
৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যদি লাইগা যায় নোট
১। কম্পিউটার আবিষ্কার করেন
- হাওয়ার্ড আইকেন
২। কম্পিউটারের জনক
= চার্লস ব্যাবেজ
৩। আধুনিক কম্পিউটারের জনক
= নিউ ভন নিউম্যানকে
৪। মাইক্রো কম্পিউটারের জনক
=এইচ. এডওয়ার্ড রবার্ট
৫। টাচস্ক্রিনের জনক
= মাইকেল হাস্ট
৬. টাচস্ক্রিন মোবাইলের জনক
= স্টিভস জবস ।
১.ফেসবুক- মার্ক জুকারবার্গ
২.আমাজান.কম- জেফ বেজোস
৩.ইউটিউব- স্টিভ চ্যান, চ্যাড হার্লি ও জাভেদ করিম
৪.টুইটার- জ্যাক ডরেসি, নোয়া গ্লাস, বিজ স্টোন ও ইভান উইলিয়ামস
৫.কম্পিউটার ভাইরাস- ফ্রেড কোহেন
৬.কম্পিউটার মাউস- ডগলাস এঙ্গেলবার্ট
৭.উইকপিডিয়া- জিমি ওয়ালেস
৮.ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব- টিম বার্নার্স লি
ইন্টারনেট- ভিন্টন জে কার্ফ
৯.গুগল- ল্যারি পেজ ও সার্জে ব্রিন
১০.ইন্টারনেট সার্চ ইঞ্জিন- এলান এমটাজ
১১.ইয়াহু- ডেভিড ফিলো ও জেরি ইয়াং
১২.কম্পিউটার প্রোগ্রামিং- গ্রেস হুপার
১৩.ভিডিও গেমস- রাল্ফ এইচ বেয়ার
১৪.মাইক্রোপ্রসেসর- মার্সিয়ান টেড হফ
১৫.মাইক্রোসফট- বিল গেটস ও পল আ্যলেন
১৬। বিশ্বের প্রথম স্মার্টফোন
-আইবিএম সাইমন।
১৭।Whatsapp এর জনক কে ?
=Brian Acton and Jan Koum। ২০০৯ সালে শুরু
১৮।Li-Fi ( light fidelity) এর জনক কে ?
-by Harald Haas(২০১১ সালে)।Using light to transmit data allows Li-Fi to offer several advantages like working across higher bandwidth
১৯।Wi-fi এর জনক কে ?
=ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস।Wi-Fi uses radio frequency
২০।ন্যানো প্রযুক্তির জনক কে ?
=রিচার্ড ফাইনম্যান
২১।Messenger এর ইনিশিয়াল রিলিজ
= ২০১১।
২২।Skype-এর জনক
Priit Kasesalu and Jaan Tallinn। শুরু ২০০৩
২৩। HTML জনক কে ?
টিম বার্নাস লি
২৪। C প্রোগ্রামিং ভাষার জনক কে ?
=ডেনিস রিচি
--
কম্পিউটারের .......টি ও কত প্রকার ?
১। গঠন ও ক্রিয়া নীতি অনুসারে কম্পিউটার কত প্রকার ?
= ৩প্রকার ডিজিটাল, এনালগ , হাইব্রিড ।
২। আকার -আয়তন ,কাজ করার ক্ষমতা, স্মৃতি ও সুযোগ ইত্যাদির ভিত্তিতে কম্পিউটার কত প্রকার ?
= ৪প্রকার । সুপার , মেইনফ্রেম, মিনি, মাইক্রো ।
৩। কম্পিউটারের মেমোরি কত প্রকার ?
= ৩প্রকার । প্রধান/ মূখ্য, সহায়ক/গৌণ , ক্যাশ মেমোরি ।
৪। সাধারণত কম্পিউটার সিস্টেমের অংশ কয়টি ?
= ২টি । হার্ড ওয়ার ও সফটওয়ার
৫। ক্রেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ কয়টি ?
= ৩টি । গাণিতিক যুক্তি অংশ , নিয়ন্ত্রণ ইউনিট , রেজিস্টার বা স্মৃতি
৬। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি কোনটি?
= র্যামRAM ( স্থায়ী ROM )
৭। কোন মেমোরির গতি সবচেয়ে বেশি ?
= ক্যাশ মেমোরি
৮। সাধারণ কম্পিউটার সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়
= ২ ভাগে । হার্ডওয়্যার ও সফটওয়্যার
৯। কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ
= ৪টি । ইনপুট , আউটপুট, প্রক্রিয়াকরণ ও স্টোরেজ
১০। বর্তমানে প্রচলিত কী- বোর্ডগুলোতে সর্বোচ্চ ’কী’ থাকে ?
= ১০৫
১১। কী-বোর্ডে সংখ্যাসূচক আছে
=১৭টি
১২। ফাংশন কী আছে
= ১২টি
১৩.মনিটর কয় প্রকার ?
= ৩প্রকার । যথা: CRT, LCD , LED
১৪। কম্পিউটার বাস কত প্রকার ?
= ২ প্রকার । সিস্টেম বাস ও এক্সপানসন বাস
১৫। সিস্টেম বাস কত প্রকার ?
= ডেটা বাস , কট্রোল বাস, অ্যাড্রেস ।
১৬। সিরিয়াল পোর্টে পিন থাকে
= ৯টি
১৭। ভিজিএ/মনিটর পোর্টে পিন থাকে
= ১৫টি
১৮। গেম পোর্টে পিন থাকে
= ১৫টি
১৯। কম্পিউটারের মাদার বোর্ডে ইউএসবি পোর্ট থাকে
২-৪ টি
২০। সফটওয়্যার কত প্রকার ?
= ২ প্রকার । সিস্টেম সফটওয়্যার ও ব্যাবহারিক সফটওয়্যার
২১। সিস্টেম সফটওয়্যার কত প্রকার ?
= ৩ । অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার ও ইউটিলিটি প্রোগ্রাম ।
২২। ব্যাবহারিক সফটওয়্যার কত প্রকার ?
= ২ । কাস্টমাইজড ও প্যাকেজ । উদাহরণ দেখে নিন ।
২৩। এক্সেলে সারির সংখ্যা
= ৬৫, ৫৩৬টি
২৪। কলাম সংখ্যা
= ২৫৬টি
২৫। সেল/ঘরের সংখ্যা
= ১,৬৭,৭৭,২১৬টি
২৬। Email এর কয়টি অংশ ?
= ২টি । user name and Domain name
IP এর কয়টি অংশ ?.
=2 . Second level and top level
URL এ কতটি অংশ থাকে
=৪টি । ১। ওয়েব প্রটোকল ২। ওয়েব সার্ভার নাম ৩। সার্ভারের ডিরেক্টরি ৪। html ফাইল নাম
২৭। কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেলের স্তর কতটি ?
৭টি ।
২৮। ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক ৪ প্রকার
ক) PAN= ১০ মিটারের মধ্যে
খ) LAN= ১ কি. মি. বা তার কম
গ) MAN=৫ কি.মি -৫০
ঘ) WAN =১০০ মাইল
২৯। POP/POP3
=Email গ্রহণে ব্যবহৃত
৩০। SMPT
Email প্রেরণে ব্যবহৃত
31. লজিক গেট কত প্রকার ?
মৌলিক গেট /সার্বজনীন গেট = AND OR NOT
যৌগিক গেট = NAND , NOR, XOR, XNOR
৩২.কম্পিউটারের সংখ্যা পদ্ধতিকে চারভাগে করা যায়
= ৪ভাগে । দশমিক , বাইনার, অক্টাল, হেক্সাডেসিমাল = ১৬
33। 3G language কোনগুলো
= Basic , C , C++, Pascal , Fortran
34।4G Language কোনগুলো
= Intellect, SQL
35।Low Level language কোন গুলো ?
= 1G , 2G
36। গুগলে ছবি আপলোড করতে কোনটি ব্যবহৃত হয় ?
= Pisaco
37। 4D , Foxpro, Corel paradox এগুলো কী ?
= Database management software
COMPUTER -এর কিছু একক
----------------------------------------
১। কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে
-- পিক্সেল
২।Refresh - কে প্রকাশ করা হয়
-- হার্টজ এককে ।
৩। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো
-- ডিপিআই (ডটস পার ইঞ্চ
৪।মেমোরী যে এককে পরিমাপ করা হয়
-- গিগাবাইট
৫। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয়
-- বিট হিসেবে ।
৬। বাসের গতি মাপা হয়
--মেগাহার্টজে
৭। হাডডিস্ক মাপার একক
-- গিগাবাইট
৮।ইনফরমেশেনের ক্ষুদ্রতম একক
-- ডেটা
৯।ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন -এর একক
- bps (bits per second)
----------------------------------
বিটে ১ বাইট বা ১ কারেক্টার ।
১ বাইট =৮বিট
১ নিবল= ৪ বিট
কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
=1024x1024
১কিলোবাইট= ১০২৪বাইট
১মেগাবাইট= ১০২৪কিলোবাইট
১গিগাবাইট= ১০২৪মেগাবাইট
১টেরাবাইট- ১০২৪গিগাবাইট।
হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা কোন এককে পরিমাপ করা হয় ?
গিগাবাইট ও টেরাবাইটে
হার্ড ডিস্কের প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা কত?
৫১২ বাইট
Unix অপারেটিং সিস্টেমে কত বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর ব্যবহৃত
৩২
ইউনিকোড কত বাইট বিশিষ্ট
=২
Unicode কত বিটের ?
১৬
ইউনিকোডে কতটি বিন্যাস রয়েছে ?
=৬৫, ৫৩৬টি
একটি ল্যাচ ফ্লিপ ফ্লপ এর ধারণ ক্ষমতা কত?
=১ বিট
বিসিডি কোড
= ৪
IPV-6 এ্যাড্রেস
=১২৮ বিটের
IPV-4 এ্যাড্রেস
=32
ASCII কোডের
= ৭টি বিটের আলফা নিউমারিক কোড । ১২৮টি অঙ্ক, অক্ষর চিহ্ন প্রকাশ করা যায়
ইন্টেল ITANIUM কত বিট মাইক্রো প্রসেসর ?
= ৬৪
মাদার বোর্ডে পিসিআই বাস কত বিটে কাজ করে ?
=৩২বিট
ভেসা বাস ও পিসিএস আই বাস কত গতিতে ডেটা স্থানান্তর করে ?
= ৩২ বিটে
নিচের কোনটি এর Wi-Max স্ট্যাণ্ডার্ড?
=802.16
নিচের কোনটি এর ব্লুটুথ স্ট্যাণ্ডার্ড?
802.15
নিচের কোনটি এর WiFi স্ট্যাণ্ডার্ড?
=802.11
কিছু গুরুত্বপূর্ণ সাল
১। Internet কবে চালু হয়?
=1969 সালে।
২। Email কবে চালু হয়?
=1971 সালে।
৩। Hotmail কত সালে চালু হয়?
=1996 সালে।
৪। Google কত সালে চালু হয়?
=1998 সালে।
৫। Facebook কবে চালু হয়?
= 2004 সালে।
৬। Youtube কত সালে চালু হয়?
=2005 সালে।
৭। Twitter কত সালে চালু হয়?
= 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয়?
=১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়?
= ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয়?
=১৯৯৬ সালে।
১১। www(world wide web)- ১৯৮৯ সাল
১২। .উইকপিডিয়া- ২০০১ সাল
১৩.ইন্সট্রাগ্রাম- ২০১০ সাল
১৪। ই-কমার্স সাইট amazon কত সালে প্রতিষ্ঠিত হয়?
=১৯৯৪ সালে
১৫। বাংলাদেশে 3g চালু হয়====14 OCTOBER, 2012, বাংলাদেশে 4G নেটওয়ার্ক কবে চালু হয় ? = ১৯ ফেব্রুযারী , ২০১৮ ।Wi-Max বাংলাদেশে চালু হয়
= জুলাই ২০০৯ । ৫জি চালু হবে ১২-১৬ ডিসেম্বর ২০২১ । বাংলাদেশের তৈরি ল্যাপটপ ‘দোয়েল‘ বাজারে
-১১ অক্টোবর ২০১১
৫ জি ৯ই ফেব্রুয়ারি ২০১৮, দক্ষিণ কোরিয়ায় । কৃত্রিম বৃদ্ধি ও পরিবেশ থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারবে কোন কম্পিউটার
= ৫ম পঞ্চম প্রজন্মের
Two 4G candidate systems are commercially deployed: the Mobile WiMAX standard (first used in South Korea in 2007), and the first-release Long Term Evolution (LTE) standard (in Oslo, Norway and Stockholm, SwIden since 2009)
--------------------------------------------------------
3G - ডেটারেট> ২ mbps এর অধিক।
4G- ডেটারেট>দ্রুতচলনশীল ডিভাইসে> ১০mbps , স্থির ডিভাইসে>১০GBPS
৫-জি ২০১৬ সালে শুরু হবে দক্ষিণ কোরিয়া। ৫-জি প্রযুক্তি বর্তমান চালু ৪জির চেয়ে ১ হাজার গুণ বেশি দ্রুতগতির হবে।
৪-জি ৩-জি থেকে ৫০গুন বেশি গুণ বেশি দ্রুতগতি।
------------------------------------------------------
৩জি-এর উদারহরণ>> UMTS, IMT-2000, MC-CDMA, EDGE, HSPA,
---------------------
4জি-এর উদারহরণ>>
WiMax2, LTE-advance.
--------------
5G>>>> Multiple input multiple output (MiMo)
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়া ফাইভ-জি (৫-জি) মোবাইল প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে.
৩জি:............
---১। মোবাইল ব্যাংকিং, ই-কর্মাস, ভিডিও কনফারেন্স ইত্যাদি সেবা ।
২। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু ।
৩। বিল প্রদান ।
৪-জি
----
১। ব্রড-ব্যান্ড গতির ইন্টারনেট।
২।3D প্রযুক্তির ব্যবহার ।
৩। ওয়্যারলেস নেটওয়্যাক সুবিধা।
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি Input-Outputডিভাইস ?তাই সব উদাহরণ জানতে হবে
====================================
-----
1.Modem
2. Touch screen
3.Digital camera
4. Network card
5.Handset
6. Fax ,
7. Audio /Sound card
8.DVD/CD
9. Multi-Function
---------------------------------------------------------------
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি VoIP অ্যাপ্লিকেশন ?তাই সব উদাহরণ জানতে হবে।
====================================
ex:
১। Net 2 Phone
2. Skype
3. MSN Messenger
4. Net Meeting
5. Cool talk
-------------------------------------
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ?তাই সব উদাহরণ জানতে হবে।
---------------------------------------------------------------------
১। Facebook
২। Twittar
৩।Google Plus
4. Flickr
5. Vine
6. Meetup
7. Pintarest
8. Instagram
9. Tumblr
10. Tagged
11. Linkedin
১২.বেশত(প্রথম বাংলা )
১৩. কমোয়া (গ্রামীন ফোন চালু করেছে)
কম্পিউটার ও তথ্যপ্রযু্ক্তি -- এ উদাহরণ টপিকস টা গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব দিন
-----------------
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ------- ?তাই সব উদাহরণ জানতে হবে
====================================
Package Software --এর উদাহরণ
------------------
1. Word processing Software
2. Spread Analysis Software
3. Database Management Software
4. Computer Aided Design/CAD
5. Graphics Software
6. Graphics Animation Software
7. Desktop Publication Software
8. Multimedia Software
9. Web Browsing Software
10. Presentation Software
11.Web Browsing Software
12. Mail User Agent/E-Mail client/ E-mail. reader
====================
Word Processing Software এর উদাহরণ
---------------------------------
1. , .Microsoft word / Ms Word
2. Word Perfect/WP
3. Lotus Wordpro
4. Word Star
5. PFS Writer
6. Mac Writer
7. Display Writer
8. Dos Writer
9. Word Pad
10. Note Pad
11. Latex
--------------------
Spreadsheet Analysis Software এর উদাহরণ
-----------------------------------------------
1.Visicalc
2.Super calc
3. Lotus 1-2-3,
4. Corel Quatropro
5.Multiplan
6. Sorcim
7. Symphony
8.Numbers
9. Ms Excel
-----------------------------------
Database Management Software এর উদাহরণ
---------------------
1.,,, Microsoft Access
2. Microsoft SQL Server
3. ORACLE
4. Corel Paradox ,
5. Lotus Approach
6.dbase
7. Foxpro
8. File Maker Pro
9. 4D
======
List of basic Input Devices, Output devices and Both input-output devices related to computer.
★Input Devices:............
a) Graphics Tablets
b) Cameras
c) Video Capture Hardware
d) Trackballs
e) Barcode reader
f) Digital camera
g) Gamepad
h) Joystick
i) Keyboard
j) Microphone
k) MIDI keyboard
l) Mouse (pointing device)
m) Scanner
n) We**am
o) Touchpads
p) Pen Input
q) Microphone
r) Electronic Whiteboard.
★OUTPUT DEVICES:...................
1. Monitor
2. Printers (all types)
3. Plotters
4. Projector
5. LCD Projection Panels
6. Computer Output Microfilm (COM)
7. Speaker(s).
★★Both Input-OutPut Devices:...............
1. Modems
2. Network cards
3. Touch Screen
4. Headsets (Headset consists of Speakers and Microphone.
*Speaker act Output Device and Microphone act as Input device)
5. Facsimile (FAX) (It has scanner to scan the document and also have printer to Print the document)
6.Audio Cards / Sound Card
কোনগুলো এন্টিভাইরাস –Norton, McAfee, AVG, Avira, Kaspersky, Symantec, Microsoft Security Essential, ESET NOD32, Panda, Avast, Bitdefender, PC Tools, Zone Alarm,PC Cillin,Cobra(Bangladesh) etc
//
ইনপুট ডিভাইস মনে রাখার কৌশল-
MS Dhoni (Indian cricketer) BMW গাড়িতে চড়ে J.K পড়তে পড়তে SOOP খেতে GML কে সাথে নিয়ে গেল...
মিলিয়ে নেই....
Ms Dhoni,
M> Mouse
S> Scanner
D> Digitizer
BMW,
B> Barcode Reader
M> Magnetic Tape Drive
W> we**am
JK,
J> joy-Stick
K> Keyboard
SOOP,
S> Sensor
O> Optical Mark Reader (OMR)
O> Optical Character Recognition/Reader(OCR)
P> Punch card
GML,
G> Graphics Tablets
M> MICR Reader
L> Light Pen....
Prepared by-
Hasan (MBA)
If u don't like this, plz cordially ignore it..
Thanks
১. ইনপুট ডিভাইস [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ হলো -
১। কী- বোর্ড,
২।মাউস,
৩। স্ক্যানার
, ৪। ও. এম. আর
, ৫। গ্রাফিক্স ট্যাবলেট,
৬। ওয়েবক্যাম,
৭। জয়-স্টিক,
৮। সেন্সর
৯। লাইটপেন,
১০। ও. সি. আর,
১১। বারকোড রিডার,
১২। পান্চ কার্ড
১৩। ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার,
১৪। ম্যাগনেটিক টেপ ড্রাইভ।
Output Device
MP ,SP সবাই কানে HeadPhone লাগিয়ে VIP সেজে FM শুনে.
মিলিয়ে নিই,
MP,
M>Monitor
P>Printer
SP,
S>Speaker
P>Projector
Headphone,
Vip,
Vi>Visual Display Unit
P>Plotter
F>Film Recorder
M>Microfiche...!
আউটপুট ডিভাইস [৩৬ তম বিসিএস]
কম্পিউটারের আউটপুট ডিভাইসের উদাহরণ-
১। মনিটর,
২। প্রিন্টার,
৩। স্পিকার,
৪। প্রজেক্টর,
৫। হেডফোন,
৬। প্লটার,
৭। ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট,
৮। ফিল্ম রেকর্ডার,
৯। মাইক্রোফিস
নিচের কোনটি অপারেটিং সিস্টেম???
Operating Systems
MP DOS দেয় ডিরেক্টর কে Windows দিয়ে BOSS ২ মুভি না দেখে ALU দেখে Sun উঠার আগে 6.AM
মিলাই...
MP DOS,
M>M Dos
P>PC Dos
BOSS ২
B>Be OS
O>OS/2
S>Symbian
ALU,
A>Android
L>Linux
U>Unix
SUN,
Sunsolaries
AM,
A>AIX
M>Mac OS
কোনগুলো সেকেন্ডারি স্টোর ডিভাইজ এর উদাহরণ- Hard Disk, Floppy Disk, CD, CD-RW DVD-RW ,DVD-ROM,DVD-R, Blue Ray DVD, Smart Card, Memory Card, SSD, Pen Drive etc
-------------------
অপারেটিং সিস্টেম [৩৭ তম বিসিএস]
অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো-- LINUX, UNIX, XENIX, AIX, MS DOS, CP/M, PC DOS, MS Windows, MS Windows NT, Mac OS, OS/2, Be OS, Android
>>UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান - বেল ল্যাব।
LINUX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক - লিনাস টারভোল্ডাস।]
Wi-Fi [৩৬, ৩৭ তম বিসিএস]
Wi-Fi কাজ করে –তারবিহীন প্রযুক্তি বা রেডিও ওয়েভ ব্যবহার করে।
>>Wi-Fi এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.11
>>Wi-Fi এর কাজের গতি হলো—৫৪ এম বি পি এস।
>>Wi-Fi এবং WiMAX এর মধ্যে WiMAX বেশি গতির এবং Wi-Fi একটু ধীরগতির
>> WiMAX [৩৬ তম বিসিএস]
WiMAX যাত্রা শুরু করে—২০০১ সালে ওয়াইম্যাক্স ফোরামের হাত ধরে।
>>WiMAX এর পূর্ণরূপ- Worldwide Interoperability for Microwave Access
>>শুরুতে WiMAX এর গতিসীমা ৩০-৪০ এমবিপিএস ছিলো। বর্তমানে ১০২৪ এমবিপিএস ।
>>WiMAX এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.16
>>ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ [৩৫, ৩৬ তম বিসিএস]
ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো- Oracle, QUEL, QBE, SQL, Sybase, MySQL ইত্যাদি।
>>ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের প্রকার গুলো হলো- DDL, DML, Query Language
>>DDL বা Data Definition Language এর কাজ হলো—ডেটার প্রকার ও এর মধ্যকার সম্পর্ক নির্ণয় করা
>>DML বা Data Manipulation Language এর কাজ হলো—ডেটা হালনাগাদ করা বা মুছে ফেলা।
>>Query Language এর কাজ হলো—তথ্য খোঁজা ও তথ্য গণনায় সহয়তা করা।
>> মেমোরি [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে বলে – Volatile বা উদ্বায়ী মেমোরি।
>>Volatile বা উদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—DRAM, SRAM, SD-RAM
>>বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় না তাদেরকে বলে – Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরি।
>>Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—ROM
>>কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডেটা সংরক্ষণ - মেমোরি।
>>কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলে—Read
>>কম্পিউটারের প্রাইমারী বা প্রধান মেমোরি হলো—RAM, ROM
>>কম্পিউটারের সেকেন্ডারি বা সহায়ক মোমোরি হলো—ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ডিভিডি, সিডি, পেনড্রিইভ।
>>ব্যাক আপ প্রোগ্রাম বলতে বোঝায়-নির্ধারিত ফাইল কপি করে রাখা।
বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বহু বার আসা কিছু টার্মের পূর্ণরূপ । শেয়ার করে নিজের কাছে রাখুন
01. RAM = Random Access Memory.
02. ROM = Read Only Memory.
03. CD = Compact Disk.DVD - Digital Video Disk.
04. GB = Giga Byte.
05. HDD = Hard Disk Drive.
06. FDD = Floppy Disk Drive.
07. CPU = Central Proccessing Unit.
08. BIOS = Basic Input Output System.
09. E-MAIL = Electronic Mail.
10. LAN = Local Area Network.
11. MAN = Metropoliton Area Network.
12. WAN = Wide Area Network.
13. WWW = World Wide Web.
14. USB = Universal Serial Bus.
15. PC = Personal Computer.
16. HTML = Hyper Text Mark Up Language.
17. HTTP = Hyper Text Transfer Protocal.
18. VIRUS = Vital Intormation Resources Under Serize.
19. ICT = Information and Communication Technology.
20.Wifi-Wireless fidelity
21.WimaX - Worldwide interoperability for microwave access
22.bps-bits per second
23.IP- Internet Protocol
24.TCP-Transfer Control Protocol
25.FTP-File Transfer Protocol
26.SMTP-Simple Mail Transfer Protocol
27. POST- Power on self Start
28. URL- Uniform resource locator
29. GPS - Global Positioning System
30.GSM-global system of mobile communication
31.GPRS = General Packet Radio Service
32.Windows XP= Windows Experience
33.SIM= Subscriber Identity Module
34.SMS= Short Message Service
35.MMS= Multimedia Messaging Service
36.PIN= Personal Identity Number
37.PUK= Personal Unblocking Key
38.ISD= International Subscriber Dialing
39.ASCII-- American Standard Code for Information Interchange
40.DB— Database
41.DBMS-- Database Management System
44.UPS—Uninterrupted Power Supply
43.ISP— Internet Service Provider
44.LCD --Liquid Crystal Display.
45. LED ---Light Emitting Diode.
46. VLSI-- Very Large Scale Integration
47.VOIP--Voice Over Internet Protocol
48.VPN -- Virtual Private Network.
49.VSAT--Very Small Aperture Terminal
50.SNS - Social Network Service.
51. SQL— Structured Query Language
52.PNG— Portable Network Graphics
53.OS— Operating System
DOS-Disk Operating System
54. OCR— Optical Character Recognition
55.OMR- Optical mark Recognition
56.MIDI--Musical Instrument Digital Interface
57. MPEG - Moving Pictures Experts Group.
58.PDF-Portable Document Format
59.ISP— Internet Service Provider
60. JPEG— Joint Photographic Expert Group