Himel Kumar Roy himan

  • Home
  • Himel Kumar Roy himan

Himel Kumar Roy himan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Himel Kumar Roy himan, Digital creator, .

23/10/2021

৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যদি লাইগা যায় নোট
১। কম্পিউটার আবিষ্কার করেন
- হাওয়ার্ড আইকেন
২। কম্পিউটারের জনক
= চার্লস ব্যাবেজ
৩। আধুনিক কম্পিউটারের জনক
= নিউ ভন নিউম্যানকে
৪। মাইক্রো কম্পিউটারের জনক
=এইচ. এডওয়ার্ড রবার্ট
৫। টাচস্ক্রিনের জনক
= মাইকেল হাস্ট
৬. টাচস্ক্রিন মোবাইলের জনক
= স্টিভস জবস ।
১.ফেসবুক- মার্ক জুকারবার্গ
২.আমাজান.কম- জেফ বেজোস
৩.ইউটিউব- স্টিভ চ্যান, চ্যাড হার্লি ও জাভেদ করিম
৪.টুইটার- জ্যাক ডরেসি, নোয়া গ্লাস, বিজ স্টোন ও ইভান উইলিয়ামস
৫.কম্পিউটার ভাইরাস- ফ্রেড কোহেন
৬.কম্পিউটার মাউস- ডগলাস এঙ্গেলবার্ট
৭.উইকপিডিয়া- জিমি ওয়ালেস
৮.ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব- টিম বার্নার্স লি
ইন্টারনেট- ভিন্টন জে কার্ফ
৯.গুগল- ল্যারি পেজ ও সার্জে ব্রিন
১০.ইন্টারনেট সার্চ ইঞ্জিন- এলান এমটাজ
১১.ইয়াহু- ডেভিড ফিলো ও জেরি ইয়াং
১২.কম্পিউটার প্রোগ্রামিং- গ্রেস হুপার
১৩.ভিডিও গেমস- রাল্ফ এইচ বেয়ার
১৪.মাইক্রোপ্রসেসর- মার্সিয়ান টেড হফ
১৫.মাইক্রোসফট- বিল গেটস ও পল আ্যলেন
১৬। বিশ্বের প্রথম স্মার্টফোন
-আইবিএম সাইমন।
১৭।Whatsapp এর জনক কে ?
=Brian Acton and Jan Koum। ২০০৯ সালে শুরু
১৮।Li-Fi ( light fidelity) এর জনক কে ?
-by Harald Haas(২০১১ সালে)।Using light to transmit data allows Li-Fi to offer several advantages like working across higher bandwidth
১৯।Wi-fi এর জনক কে ?
=ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস।Wi-Fi uses radio frequency
২০।ন্যানো প্রযুক্তির জনক কে ?
=রিচার্ড ফাইনম্যান
২১।Messenger এর ইনিশিয়াল রিলিজ
= ২০১১।

২২।Skype-এর জনক
Priit Kasesalu and Jaan Tallinn। শুরু ২০০৩
২৩। HTML জনক কে ?
টিম বার্নাস লি
২৪। C প্রোগ্রামিং ভাষার জনক কে ?
=ডেনিস রিচি
--
 কম্পিউটারের .......টি ও কত প্রকার ?
১। গঠন ও ক্রিয়া নীতি অনুসারে কম্পিউটার কত প্রকার ?
= ৩প্রকার ডিজিটাল, এনালগ , হাইব্রিড ।
২। আকার -আয়তন ,কাজ করার ক্ষমতা, স্মৃতি ও সুযোগ ইত্যাদির ভিত্তিতে কম্পিউটার কত প্রকার ?
= ৪প্রকার । সুপার , মেইনফ্রেম, মিনি, মাইক্রো ।
৩। কম্পিউটারের মেমোরি কত প্রকার ?
= ৩প্রকার । প্রধান/ মূখ্য, সহায়ক/গৌণ , ক্যাশ মেমোরি ।
৪। সাধারণত কম্পিউটার সিস্টেমের অংশ কয়টি ?
= ২টি । হার্ড ওয়ার ও সফটওয়ার
৫। ক্রেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ কয়টি ?
= ৩টি । গাণিতিক যুক্তি অংশ , নিয়ন্ত্রণ ইউনিট , রেজিস্টার বা স্মৃতি
৬। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি কোনটি?
= র্যামRAM ( স্থায়ী ROM )
৭। কোন মেমোরির গতি সবচেয়ে বেশি ?
= ক্যাশ মেমোরি
৮। সাধারণ কম্পিউটার সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়
= ২ ভাগে । হার্ডওয়্যার ও সফটওয়্যার
৯। কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ
= ৪টি । ইনপুট , আউটপুট, প্রক্রিয়াকরণ ও স্টোরেজ
১০। বর্তমানে প্রচলিত কী- বোর্ডগুলোতে সর্বোচ্চ ’কী’ থাকে ?
= ১০৫
১১। কী-বোর্ডে সংখ্যাসূচক আছে
=১৭টি
১২। ফাংশন কী আছে
= ১২টি
১৩.মনিটর কয় প্রকার ?
= ৩প্রকার । যথা: CRT, LCD , LED
১৪। কম্পিউটার বাস কত প্রকার ?
= ২ প্রকার । সিস্টেম বাস ও এক্সপানসন বাস
১৫। সিস্টেম বাস কত প্রকার ?
= ডেটা বাস , কট্রোল বাস, অ্যাড্রেস ।
১৬। সিরিয়াল পোর্টে পিন থাকে
= ৯টি
১৭। ভিজিএ/মনিটর পোর্টে পিন থাকে
= ১৫টি
১৮। গেম পোর্টে পিন থাকে
= ১৫টি
১৯। কম্পিউটারের মাদার বোর্ডে ইউএসবি পোর্ট থাকে
২-৪ টি
২০। সফটওয়্যার কত প্রকার ?
= ২ প্রকার । সিস্টেম সফটওয়্যার ও ব্যাবহারিক সফটওয়্যার
২১। সিস্টেম সফটওয়্যার কত প্রকার ?
= ৩ । অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার ও ইউটিলিটি প্রোগ্রাম ।
২২। ব্যাবহারিক সফটওয়্যার কত প্রকার ?
= ২ । কাস্টমাইজড ও প্যাকেজ । উদাহরণ দেখে নিন ।
২৩। এক্সেলে সারির সংখ্যা
= ৬৫, ৫৩৬টি
২৪। কলাম সংখ্যা
= ২৫৬টি
২৫। সেল/ঘরের সংখ্যা
= ১,৬৭,৭৭,২১৬টি
২৬। Email এর কয়টি অংশ ?
= ২টি । user name and Domain name
IP এর কয়টি অংশ ?.
=2 . Second level and top level
URL এ কতটি অংশ থাকে
=৪টি । ১। ওয়েব প্রটোকল ২। ওয়েব সার্ভার নাম ৩। সার্ভারের ডিরেক্টরি ৪। html ফাইল নাম
২৭। কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেলের স্তর কতটি ?
৭টি ।
২৮। ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক ৪ প্রকার
ক) PAN= ১০ মিটারের মধ্যে
খ) LAN= ১ কি. মি. বা তার কম
গ) MAN=৫ কি.মি -৫০
ঘ) WAN =১০০ মাইল
২৯। POP/POP3
=Email গ্রহণে ব্যবহৃত
৩০। SMPT
Email প্রেরণে ব্যবহৃত
31. লজিক গেট কত প্রকার ?
মৌলিক গেট /সার্বজনীন গেট = AND OR NOT
যৌগিক গেট = NAND , NOR, XOR, XNOR
৩২.কম্পিউটারের সংখ্যা পদ্ধতিকে চারভাগে করা যায়
= ৪ভাগে । দশমিক , বাইনার, অক্টাল, হেক্সাডেসিমাল = ১৬
33। 3G language কোনগুলো
= Basic , C , C++, Pascal , Fortran
34।4G Language কোনগুলো
= Intellect, SQL
35।Low Level language কোন গুলো ?
= 1G , 2G
36। গুগলে ছবি আপলোড করতে কোনটি ব্যবহৃত হয় ?
= Pisaco
37। 4D , Foxpro, Corel paradox এগুলো কী ?
= Database management software

COMPUTER -এর কিছু একক
----------------------------------------
১। কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে
-- পিক্সেল
২।Refresh - কে প্রকাশ করা হয়
-- হার্টজ এককে ।
৩। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো
-- ডিপিআই (ডটস পার ইঞ্চ
৪।মেমোরী যে এককে পরিমাপ করা হয়
-- গিগাবাইট
৫। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয়
-- বিট হিসেবে ।
৬। বাসের গতি মাপা হয়
--মেগাহার্টজে
৭। হাডডিস্ক মাপার একক
-- গিগাবাইট
৮।ইনফরমেশেনের ক্ষুদ্রতম একক
-- ডেটা
৯।ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন -এর একক
- bps (bits per second)
----------------------------------
বিটে ১ বাইট বা ১ কারেক্টার ।
১ বাইট =৮বিট
১ নিবল= ৪ বিট
কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
=1024x1024
১কিলোবাইট= ১০২৪বাইট
১মেগাবাইট= ১০২৪কিলোবাইট
১গিগাবাইট= ১০২৪মেগাবাইট
১টেরাবাইট- ১০২৪গিগাবাইট।

হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা কোন এককে পরিমাপ করা হয় ?
গিগাবাইট ও টেরাবাইটে
হার্ড ডিস্কের প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা কত?
৫১২ বাইট

Unix অপারেটিং সিস্টেমে কত বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর ব্যবহৃত
৩২
ইউনিকোড কত বাইট বিশিষ্ট
=২
Unicode কত বিটের ?
১৬
ইউনিকোডে কতটি বিন্যাস রয়েছে ?
=৬৫, ৫৩৬টি

একটি ল্যাচ ফ্লিপ ফ্লপ এর ধারণ ক্ষমতা কত?
=১ বিট
বিসিডি কোড
= ৪
IPV-6 এ্যাড্রেস
=১২৮ বিটের
IPV-4 এ্যাড্রেস
=32
ASCII কোডের
= ৭টি বিটের আলফা নিউমারিক কোড । ১২৮টি অঙ্ক, অক্ষর চিহ্ন প্রকাশ করা যায়

ইন্টেল ITANIUM কত বিট মাইক্রো প্রসেসর ?
= ৬৪
মাদার বোর্ডে পিসিআই বাস কত বিটে কাজ করে ?
=৩২বিট
ভেসা বাস ও পিসিএস আই বাস কত গতিতে ডেটা স্থানান্তর করে ?
= ৩২ বিটে
নিচের কোনটি এর Wi-Max স্ট্যাণ্ডার্ড?
=802.16
নিচের কোনটি এর ব্লুটুথ স্ট্যাণ্ডার্ড?
802.15
নিচের কোনটি এর WiFi স্ট্যাণ্ডার্ড?
=802.11
কিছু গুরুত্বপূর্ণ সাল
১। Internet কবে চালু হয়?
=1969 সালে।
২। Email কবে চালু হয়?
=1971 সালে।
৩। Hotmail কত সালে চালু হয়?
=1996 সালে।
৪। Google কত সালে চালু হয়?
=1998 সালে।
৫। Facebook কবে চালু হয়?
= 2004 সালে।
৬। Youtube কত সালে চালু হয়?
=2005 সালে।
৭। Twitter কত সালে চালু হয়?
= 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয়?
=১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়?
= ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয়?
=১৯৯৬ সালে।
১১। www(world wide web)- ১৯৮৯ সাল
১২। .উইকপিডিয়া- ২০০১ সাল
১৩.ইন্সট্রাগ্রাম- ২০১০ সাল
১৪। ই-কমার্স সাইট amazon কত সালে প্রতিষ্ঠিত হয়?
=১৯৯৪ সালে
১৫। বাংলাদেশে 3g চালু হয়====14 OCTOBER, 2012, বাংলাদেশে 4G নেটওয়ার্ক কবে চালু হয় ? = ১৯ ফেব্রুযারী , ২০১৮ ।Wi-Max বাংলাদেশে চালু হয়
= জুলাই ২০০৯ । ৫জি চালু হবে ১২-১৬ ডিসেম্বর ২০২১ । বাংলাদেশের তৈরি ল্যাপটপ ‘দোয়েল‘ বাজারে
-১১ অক্টোবর ২০১১

৫ জি ৯ই ফেব্রুয়ারি ২০১৮, দক্ষিণ কোরিয়ায় । কৃত্রিম বৃদ্ধি ও পরিবেশ থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারবে কোন কম্পিউটার
= ৫ম পঞ্চম প্রজন্মের
Two 4G candidate systems are commercially deployed: the Mobile WiMAX standard (first used in South Korea in 2007), and the first-release Long Term Evolution (LTE) standard (in Oslo, Norway and Stockholm, SwIden since 2009)
--------------------------------------------------------
3G - ডেটারেট> ২ mbps এর অধিক।
4G- ডেটারেট>দ্রুতচলনশীল ডিভাইসে> ১০mbps , স্থির ডিভাইসে>১০GBPS
৫-জি ২০১৬ সালে শুরু হবে দক্ষিণ কোরিয়া। ৫-জি প্রযুক্তি বর্তমান চালু ৪জির চেয়ে ১ হাজার গুণ বেশি দ্রুতগতির হবে।
৪-জি ৩-জি থেকে ৫০গুন বেশি গুণ বেশি দ্রুতগতি।
------------------------------------------------------
৩জি-এর উদারহরণ>> UMTS, IMT-2000, MC-CDMA, EDGE, HSPA,
---------------------
4জি-এর উদারহরণ>>
WiMax2, LTE-advance.
--------------
5G>>>> Multiple input multiple output (MiMo)
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়া ফাইভ-জি (৫-জি) মোবাইল প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে.
৩জি:............
---১। মোবাইল ব্যাংকিং, ই-কর্মাস, ভিডিও কনফারেন্স ইত্যাদি সেবা ।
২। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু ।
৩। বিল প্রদান ।
৪-জি
----
১। ব্রড-ব্যান্ড গতির ইন্টারনেট।
২।3D প্রযুক্তির ব্যবহার ।
৩। ওয়্যারলেস নেটওয়্যাক সুবিধা।

প্রশ্ন আসতে পারে নিচের কোনটি Input-Outputডিভাইস ?তাই সব উদাহরণ জানতে হবে
====================================
-----
1.Modem
2. Touch screen
3.Digital camera
4. Network card
5.Handset
6. Fax ,
7. Audio /Sound card
8.DVD/CD
9. Multi-Function
---------------------------------------------------------------
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি VoIP অ্যাপ্লিকেশন ?তাই সব উদাহরণ জানতে হবে।
====================================
ex:
১। Net 2 Phone
2. Skype
3. MSN Messenger
4. Net Meeting
5. Cool talk
-------------------------------------
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ?তাই সব উদাহরণ জানতে হবে।
---------------------------------------------------------------------
১। Facebook
২। Twittar
৩।Google Plus
4. Flickr
5. Vine
6. Meetup
7. Pintarest
8. Instagram
9. Tumblr
10. Tagged
11. Linkedin
১২.বেশত(প্রথম বাংলা )
১৩. কমোয়া (গ্রামীন ফোন চালু করেছে)
কম্পিউটার ও তথ্যপ্রযু্ক্তি -- এ উদাহরণ টপিকস টা গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব দিন
-----------------
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ------- ?তাই সব উদাহরণ জানতে হবে
====================================
Package Software --এর উদাহরণ
------------------
1. Word processing Software
2. Spread Analysis Software
3. Database Management Software
4. Computer Aided Design/CAD
5. Graphics Software
6. Graphics Animation Software
7. Desktop Publication Software
8. Multimedia Software
9. Web Browsing Software
10. Presentation Software
11.Web Browsing Software
12. Mail User Agent/E-Mail client/ E-mail. reader
====================
Word Processing Software এর উদাহরণ
---------------------------------
1. , .Microsoft word / Ms Word
2. Word Perfect/WP
3. Lotus Wordpro
4. Word Star
5. PFS Writer
6. Mac Writer
7. Display Writer
8. Dos Writer
9. Word Pad
10. Note Pad
11. Latex
--------------------
Spreadsheet Analysis Software এর উদাহরণ
-----------------------------------------------
1.Visicalc
2.Super calc
3. Lotus 1-2-3,
4. Corel Quatropro
5.Multiplan
6. Sorcim
7. Symphony
8.Numbers
9. Ms Excel
-----------------------------------
Database Management Software এর উদাহরণ
---------------------
1.,,, Microsoft Access
2. Microsoft SQL Server
3. ORACLE
4. Corel Paradox ,
5. Lotus Approach
6.dbase
7. Foxpro
8. File Maker Pro
9. 4D
======
List of basic Input Devices, Output devices and Both input-output devices related to computer.
★Input Devices:............
a) Graphics Tablets
b) Cameras
c) Video Capture Hardware
d) Trackballs
e) Barcode reader
f) Digital camera
g) Gamepad
h) Joystick
i) Keyboard
j) Microphone
k) MIDI keyboard
l) Mouse (pointing device)
m) Scanner
n) We**am
o) Touchpads
p) Pen Input
q) Microphone
r) Electronic Whiteboard.
★OUTPUT DEVICES:...................
1. Monitor
2. Printers (all types)
3. Plotters
4. Projector
5. LCD Projection Panels
6. Computer Output Microfilm (COM)
7. Speaker(s).
★★Both Input-OutPut Devices:...............
1. Modems
2. Network cards
3. Touch Screen
4. Headsets (Headset consists of Speakers and Microphone.
*Speaker act Output Device and Microphone act as Input device)
5. Facsimile (FAX) (It has scanner to scan the document and also have printer to Print the document)
6.Audio Cards / Sound Card

কোনগুলো এন্টিভাইরাস –Norton, McAfee, AVG, Avira, Kaspersky, Symantec, Microsoft Security Essential, ESET NOD32, Panda, Avast, Bitdefender, PC Tools, Zone Alarm,PC Cillin,Cobra(Bangladesh) etc
//
ইনপুট ডিভাইস মনে রাখার কৌশল-
MS Dhoni (Indian cricketer) BMW গাড়িতে চড়ে J.K পড়তে পড়তে SOOP খেতে GML কে সাথে নিয়ে গেল...
মিলিয়ে নেই....
Ms Dhoni,
M> Mouse
S> Scanner
D> Digitizer
BMW,
B> Barcode Reader
M> Magnetic Tape Drive
W> we**am
JK,
J> joy-Stick
K> Keyboard
SOOP,
S> Sensor
O> Optical Mark Reader (OMR)
O> Optical Character Recognition/Reader(OCR)
P> Punch card
GML,
G> Graphics Tablets
M> MICR Reader
L> Light Pen....
Prepared by-
Hasan (MBA)
If u don't like this, plz cordially ignore it..
Thanks
১. ইনপুট ডিভাইস [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ হলো -
১। কী- বোর্ড,
২।মাউস,
৩। স্ক্যানার
, ৪। ও. এম. আর
, ৫। গ্রাফিক্স ট্যাবলেট,
৬। ওয়েবক্যাম,
৭। জয়-স্টিক,
৮। সেন্সর
৯। লাইটপেন,
১০। ও. সি. আর,
১১। বারকোড রিডার,
১২। পান্চ কার্ড
১৩। ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার,
১৪। ম্যাগনেটিক টেপ ড্রাইভ।
Output Device
MP ,SP সবাই কানে HeadPhone লাগিয়ে VIP সেজে FM শুনে.
মিলিয়ে নিই,
MP,
M>Monitor
P>Printer
SP,
S>Speaker
P>Projector
Headphone,
Vip,
Vi>Visual Display Unit
P>Plotter
F>Film Recorder
M>Microfiche...!
আউটপুট ডিভাইস [৩৬ তম বিসিএস]
কম্পিউটারের আউটপুট ডিভাইসের উদাহরণ-
১। মনিটর,
২। প্রিন্টার,
৩। স্পিকার,
৪। প্রজেক্টর,
৫। হেডফোন,
৬। প্লটার,
৭। ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট,
৮। ফিল্ম রেকর্ডার,
৯। মাইক্রোফিস
নিচের কোনটি অপারেটিং সিস্টেম???
Operating Systems
MP DOS দেয় ডিরেক্টর কে Windows দিয়ে BOSS ২ মুভি না দেখে ALU দেখে Sun উঠার আগে 6.AM
মিলাই...
MP DOS,
M>M Dos
P>PC Dos
BOSS ২
B>Be OS
O>OS/2
S>Symbian
ALU,
A>Android
L>Linux
U>Unix
SUN,
Sunsolaries
AM,
A>AIX
M>Mac OS
কোনগুলো সেকেন্ডারি স্টোর ডিভাইজ এর উদাহরণ- Hard Disk, Floppy Disk, CD, CD-RW DVD-RW ,DVD-ROM,DVD-R, Blue Ray DVD, Smart Card, Memory Card, SSD, Pen Drive etc
-------------------
অপারেটিং সিস্টেম [৩৭ তম বিসিএস]
অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো-- LINUX, UNIX, XENIX, AIX, MS DOS, CP/M, PC DOS, MS Windows, MS Windows NT, Mac OS, OS/2, Be OS, Android
>>UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান - বেল ল্যাব।
LINUX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক - লিনাস টারভোল্ডাস।]
Wi-Fi [৩৬, ৩৭ তম বিসিএস]
Wi-Fi কাজ করে –তারবিহীন প্রযুক্তি বা রেডিও ওয়েভ ব্যবহার করে।
>>Wi-Fi এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.11
>>Wi-Fi এর কাজের গতি হলো—৫৪ এম বি পি এস।
>>Wi-Fi এবং WiMAX এর মধ্যে WiMAX বেশি গতির এবং Wi-Fi একটু ধীরগতির
>> WiMAX [৩৬ তম বিসিএস]
WiMAX যাত্রা শুরু করে—২০০১ সালে ওয়াইম্যাক্স ফোরামের হাত ধরে।
>>WiMAX এর পূর্ণরূপ- Worldwide Interoperability for Microwave Access
>>শুরুতে WiMAX এর গতিসীমা ৩০-৪০ এমবিপিএস ছিলো। বর্তমানে ১০২৪ এমবিপিএস ।
>>WiMAX এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.16
>>ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ [৩৫, ৩৬ তম বিসিএস]
ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো- Oracle, QUEL, QBE, SQL, Sybase, MySQL ইত্যাদি।
>>ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের প্রকার গুলো হলো- DDL, DML, Query Language
>>DDL বা Data Definition Language এর কাজ হলো—ডেটার প্রকার ও এর মধ্যকার সম্পর্ক নির্ণয় করা
>>DML বা Data Manipulation Language এর কাজ হলো—ডেটা হালনাগাদ করা বা মুছে ফেলা।
>>Query Language এর কাজ হলো—তথ্য খোঁজা ও তথ্য গণনায় সহয়তা করা।
>> মেমোরি [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে বলে – Volatile বা উদ্বায়ী মেমোরি।
>>Volatile বা উদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—DRAM, SRAM, SD-RAM
>>বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় না তাদেরকে বলে – Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরি।
>>Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—ROM
>>কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডেটা সংরক্ষণ - মেমোরি।
>>কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলে—Read
>>কম্পিউটারের প্রাইমারী বা প্রধান মেমোরি হলো—RAM, ROM
>>কম্পিউটারের সেকেন্ডারি বা সহায়ক মোমোরি হলো—ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ডিভিডি, সিডি, পেনড্রিইভ।
>>ব্যাক আপ প্রোগ্রাম বলতে বোঝায়-নির্ধারিত ফাইল কপি করে রাখা।
বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বহু বার আসা কিছু টার্মের পূর্ণরূপ । শেয়ার করে নিজের কাছে রাখুন
01. RAM = Random Access Memory.
02. ROM = Read Only Memory.
03. CD = Compact Disk.DVD - Digital Video Disk.
04. GB = Giga Byte.
05. HDD = Hard Disk Drive.
06. FDD = Floppy Disk Drive.
07. CPU = Central Proccessing Unit.
08. BIOS = Basic Input Output System.
09. E-MAIL = Electronic Mail.
10. LAN = Local Area Network.
11. MAN = Metropoliton Area Network.
12. WAN = Wide Area Network.
13. WWW = World Wide Web.
14. USB = Universal Serial Bus.
15. PC = Personal Computer.
16. HTML = Hyper Text Mark Up Language.
17. HTTP = Hyper Text Transfer Protocal.
18. VIRUS = Vital Intormation Resources Under Serize.
19. ICT = Information and Communication Technology.
20.Wifi-Wireless fidelity
21.WimaX - Worldwide interoperability for microwave access
22.bps-bits per second
23.IP- Internet Protocol
24.TCP-Transfer Control Protocol
25.FTP-File Transfer Protocol
26.SMTP-Simple Mail Transfer Protocol
27. POST- Power on self Start
28. URL- Uniform resource locator
29. GPS - Global Positioning System
30.GSM-global system of mobile communication
31.GPRS = General Packet Radio Service
32.Windows XP= Windows Experience
33.SIM= Subscriber Identity Module
34.SMS= Short Message Service
35.MMS= Multimedia Messaging Service
36.PIN= Personal Identity Number
37.PUK= Personal Unblocking Key
38.ISD= International Subscriber Dialing
39.ASCII-- American Standard Code for Information Interchange
40.DB— Database
41.DBMS-- Database Management System
44.UPS—Uninterrupted Power Supply
43.ISP— Internet Service Provider
44.LCD --Liquid Crystal Display.
45. LED ---Light Emitting Diode.
46. VLSI-- Very Large Scale Integration
47.VOIP--Voice Over Internet Protocol
48.VPN -- Virtual Private Network.
49.VSAT--Very Small Aperture Terminal
50.SNS - Social Network Service.
51. SQL— Structured Query Language
52.PNG— Portable Network Graphics
53.OS— Operating System
DOS-Disk Operating System
54. OCR— Optical Character Recognition
55.OMR- Optical mark Recognition
56.MIDI--Musical Instrument Digital Interface
57. MPEG - Moving Pictures Experts Group.
58.PDF-Portable Document Format
59.ISP— Internet Service Provider
60. JPEG— Joint Photographic Expert Group

17/10/2021

৪৩তম বিসিএস প্রিলির জন্য যদি লাইগা যায় সিরিজের প্রথম পার্ট

অর্থনৈতিক সমীক্ষা-২০২১
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/4514680918599840
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/4436246333109966
বাজেট-২০২১-২২
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/4150714038329865
বাংলাদেশ বিষয়াবলির টি জাতীয়
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3903992603002011
বিগত বিসিএস প্রিলি পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ টপিকসের পোস্ট গুলোর লিংক

১। বিজ্ঞান https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3878526048882000
২। সুশাসন
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3876975352370403
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2233460763388545
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3362490783818865
৩। ৮ম পঞ্চ বার্ষিক পরিকল্পনা
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3904067199661218
৪। সদর দপ্তর ও সূচক
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3886231291444809
৫। পার্বত্য চট্টগ্রামের তিন জেলার গুরুত্বপূর্ণ স্থান
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3920595858008352
https://www.facebook.com/ZakirsBCSspecials/photos/a.674490832618887/2275136139221007/
৬। রসায়ন বিজ্ঞান
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3889348767799728
৭। ধ্বনিতত্ত্ব
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3886151931452745
৮। বিভিন্ন সূচকে বাংলাদেশ
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3915274095207195
৯। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3896740550393883
১০। পরিবেশগত ইস্যু https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3911719792229292
১১। বাংলা সাহিত্যের চরিত্র
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3917446098323328
১২। বঙ্গবন্ধু সম্পর্কিত
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3917472248320713
১৩। ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাগত https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3894198010648137
১৪। পারিভাষিক শব্দ
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3898996286834976
১৫। বিজ্ঞান
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3878526048882000
১৬। বাংলা ব্যাকরণে প্রকারভেদ
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3874539835947288
১৭। ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ লেকখদের সাহিত্য কর্ম মনে রাখার টেকনিক
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2258917654176189
১৮। Participle ও Gerund অাসলে নিশ্চিত ১ নাম্বার পাবেন https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3921040547963883
১৯। পদ্মাসেতু
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3906849769382961
২০। ইংরেজি সাহিত্যের কোটেশন
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3920665324668072
২১। আন্তর্জাতিকের বিভিন্ন সংস্থা মনে রাখার টেকনিক
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2229074750493813
২২। প্রধানমন্ত্রী পদাধিকার বলে যেসব পদের প্রধান
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2260567704011184
২৩। চর্যাপদ
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2979786525422628
২৪। গুরুত্বপূর্ণ সাল
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2229127167155238
২৫। বিভিন্ন সংস্থার প্রধান পদবী কী
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2258342794233675
৩০। সন্ধি মনে রাখার টেকনিক
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2272677609466860
৩১। শেক্সপিয়রের সাহিত্যকর্ম https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3346081755459768
৩২। কাজী নজরুল েইসলাম
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2234975023237119
৩৩। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/2274224489312172
৩৪। কম্পিউটারের রিলেটেড
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3908925715842033
৩৫। বিভিন্ন ভাষার শব্দ https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/4453659794701953
৩৬। সাহিত্যপত্রিকা
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3871451466256125
৩৭। ভূগোল https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1149556951778937
৩৮। বঙ্গবন্ধুকে নিয়ে উক্তি
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/981870838547550
৩৯। বাংলাদেশ বিষয়াবলীর কনফিউশন
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1148747355193230
৪০। বিজ্ঞান
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1147237438677555
৪১। বাংলাদেশ বিষয়াবলীর ইতিহাসের কনফিউশন দূর
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1148835891851043
৪২। গুরুত্বপূর্ণ কবি সাহিত্যেকের জন্মস্থান
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1151529191581713
৪৩। শায়েস্তাখানের অবদান https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1148888958512403
৪৪। বাংলাদেশ বিষয়াবলির বিভিন্ন দ্বীপের আয়তন
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1152586298142669
৪৫। বাংলাদেশ বিষয়াবলির কিছু প্রশ্ন
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1145322948869004
৪৬। প্রত্নতাত্ত্বিক নির্দশন
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1148086328592666
৪৭। কম্পিউটারের ইনপুট- আউটপুট https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1546581512076477
৪৮। ভাষার উপাদান/ উপকরণ নিয়ে কনফিউশন দূর
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1607275392673755
৪৯। কৃষির সংকর জাত মনে রাখার টেকনিক
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1489687307765898
৫০। মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশী লেখকদের বই
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1526158700785425
৫১। কততম অধিবেশন https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1488987691169193
৫২। ইংরেজি সাহিত্যের লিটারেরি টার্মস
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1484689244932371
৫৩। . S.T.Coleridge সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক :
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/1501261839941778
৫৪। ইউনেস্কো কর্তৃক স্বীকৃৃতি
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3920278714706733
৫৫। G B Shaw' থেকে প্রতি বারেই প্রশ্ন আসে https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3876760872391851
৫৬। Homonymous writing:/some confusing literary works.(সমজাতীয় সাহিত্য, কিন্তু লেখক ভিন্ন:
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3869979646403307
৫৭। এই পিকচার গুলো থেকে প্রশ্ন কমন পাবেন
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3861432797257992
৫৮। ইংরেজি সাহিত্যের যুগবিভাগ মনে রাখুন
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3547942678607007
৫৯। Participle বুঝতে সমস্যা হয় এটা দেখতে পারেন https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3192357567498855
৬০। বাংলাদেশ বিষয়াবলি: বাংলাদেশের অর্থনীতি
::খাত::
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3230528297015115
৬১। Use_of_Die => (of, from, for, by, in, through) https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3537779072956701
https://www.facebook.com/ZakirsBCSspecials/posts/3537606966307245

08/10/2021

#৪৩তম বিসিএস প্রিলির শেষ সময়ের প্রস্তুতি

শেষ সময়ে এসে অনেকেই প্রস্তুতির পাঠ পরিকল্পনায় হেরফের করে ফেলেন। এতে ফল খারাপ হয়। এই সময়ে করণীয় ও দরকারি টপিক নিয়ে পরামর্শ -

* বাংলা সাহিত্য : বাংলা সাহিত্যে প্রাচীন যুগ (চর্যাপদ), মধ্যযুগ (মঙ্গলকাব্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, মৈমনসিংহ গীতিকা, শ্রেষ্ঠ রচয়িতা), আধুনিক যুগ (পিএসসির সিলেবাসে নির্ধারিত ১১ জন সাহিত্যিক, পুরনো পত্রিকা, ছদ্মনাম, উক্তি ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য সম্পর্কিত তথ্য)।

* ব্যাকরণ : বানানশুদ্ধি, পরিভাষা, বাগধারা, বিভিন্ন ভাষার শব্দ, উপসর্গ, সমার্থক ও বিপরীত শব্দ, প্রত্যয়, সন্ধি-সমাস।

ইংরেজি

* ইংরেজি সাহিত্যে একটু কৌশলী হলে সহজেই ১০ নম্বর তোলা যায়। তবে বিখ্যাত উক্তিগুলো দেখে নিতে হবে, সাহিত্যের যুগ বিভাগ থেকেও প্রশ্ন আসে প্রায়ই।

* Shakespeare, Milton, Wordsworth, Keats, Swift, Browning, Yeats, Eliot, Shelly, Coleridge-সহ বিখ্যাত সাহিত্যিকদের লেখা পড়তে হবে।

* GRAMMAR অংশে Previous Year-এর প্রশ্ন অনুসরণ করে যেকোনো একটি ভালো মানের বই দেখা যেতে পারে।

* Vocabulary-এর জন্য Word Smart 2 চোখ বুলিয়ে নিতে পারেন।

বাংলাদেশ বিষয়বাবলি

* আদমশুমারি ২০১১, আসন্ন আদমশুমারি ২০২১, জনসংখ্যা, উপজাতি, কৃষিশুমারি, কৃষিজ ফসল, ফসলের বিভিন্ন নাম, এসডিজি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বাজেট ২০২১-২২, অর্থনৈতিক সমীক্ষা ২০২০, মুজিববর্ষ, অর্থনৈতিক তথ্যাবলি (জিডিপি, রপ্তানি, রেমিট্যান্স ইত্যাদি), প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১, এলডিসি, বিভিন্ন শিল্প সম্পর্কে ধারণা (জাহাজ, ইস্পাত, চিনি, বস্ত্র ইত্যাদি), বাংলাদেশের সংবিধানের প্রথম তিন অধ্যায় ধারাসমূহ (১-৪৭ নং অনুচ্ছেদ), সংবিধান প্রণয়নের ইতিহাস, সংবিধান, সংশোধনী ও তফসিল, রাষ্ট্রের অঙ্গ সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান (ঢাকা বিশ্ববিদ্যালয়, বিপিএসসি, বাংলা একাডেমি), পুরস্কার (বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার), মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক গান, ভাস্কর্য, ক্রীড়াঙ্গন ও বাংলাদেশ, ম্যাপভিত্তিক প্রস্তুতি (বিভিন্ন জায়গার অবস্থান), বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান, নতুন আবিষ্কার, বিভিন্ন দিবস ইত্যাদি।

আন্তর্জাতিক বিষয়াবলি

* প্রাচীন সভ্যতার ইতিহাস, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন মহাদেশ, গুরুত্বপূর্ণ দেশ (যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, রাশিয়া—ভৌগোলিক, অর্থনৈতিক ও সামরিক দিক), গুরুত্বপূর্ণ প্রণালী, বিভিন্ন সংস্থা (জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, আইডিবি), বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন হ্রদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ যুদ্ধ, বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্বসংঘাত, বিরোধপূর্ণ স্থান, বিভিন্ন চুক্তি, সামরিক ও গোয়েন্দা সংস্থা, বিভিন্ন জোট (আন্তর্জাতিক ও আঞ্চলিক), পরিবেশসংক্রান্ত ইস্যু, সদর দপ্তর ও সাল, বিভিন্ন দিবস, সাম্প্রতিক তথ্যাবলি, আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিভিন্ন সূচক।

* গুরুত্বপূর্ণ চলমান ঘটনাসমূহ ও ভূরাজনীতি

# পরিবেশগত ইস্যু, আন্তর্জাতিক সংগঠন ও নিরাপত্তা চ্যাপ্টারগুলো পড়লে সহজেই ১০-১২ নম্বর পাওয়া যাবে।

ভূগোল

* ভৌগোলিক অবস্থান, সমুদ্রসীমা, দ্বীপ, সমুদ্রবন্দর, প্রণালী, জলপ্রপাত, বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম বায়ুমণ্ডল ও বারিমণ্ডল, নদী, উপনদী, শাখা নদী, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক দুর্যোগসমূহ।

বিজ্ঞান

* আধুনিক বিজ্ঞান ও জীববিজ্ঞান তুলনামূলক সহজ ও নম্বর বেশি। তাই এ দুই অংশে বেশি জোর দিতে হবে।

* বিগত বছরগুলোর প্রশ্ন দেখতে হবে।

কম্পিউটার

* কম্পিউটারের নম্বর ব্যবস্থা, কম্পিউটারের প্রকারভেদ, ইনপুট-আউটপুট ডিভাইস, কম্পিউটারের ইতিহাস, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, প্রগ্রামিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, সদর দপ্তর, পূর্ণরূপ, দৈনন্দিন জীবনে কম্পিউটার, প্রজন্ম, হটস্পট, ইন্টারনেট, বিভিন্ন প্রচলিত নামের পূর্ণরূপ।

গণিত

* বীজগণিত, ত্রিকোণমিতি ও পরিমিতি— নবম-দশম শ্রেণির সহায়ক বই

* পাটিগণিত : অষ্টম শ্রেণির বই ও বাজারের যেকোনো সহায়ক বই

* পারমিউটেশন ও কম্বিনেশন : একাদশ শ্রেণির গণিত বই (এস ইউ আহমেদ)

* সম্ভাব্যতা : একাদশ শ্রেণির পরিসংখ্যান বই

* জ্যামিতি : নবম-দশম শ্রেণির বই

মানসিক দক্ষতা

* বিগত বছরগুলোর প্রিলি ও লিখিত পরীক্ষার প্রশ্ন এবং কিছু বেসিক সূত্র বা নিয়ম শেষ সময়ের প্রস্তুতির জন্য যথেষ্ট।

নৈতিকতা

যেকোনো ডাইজেস্টের অংশ ভালোভাবে পড়তে হবে।

বিশেষ পরামর্শ

* শেষ সময়ের প্রস্তুতিকে শাণিয়ে নিতে যেকোনো ডাইজেস্ট থেকে চোখ বুলিয়ে নিতে পারেন।

কোন কোন বিষয় ও বিষয়বস্তুর ওপর আপনার প্রস্তুতি ভালো আর কোনগুলোর ওপর দুর্বলতা আছে, সেটা বের করে সে অনুযায়ী সময় বণ্টন করে প্রস্তুতি নিন। পরিমিত ঘুম, খাবার ও শরীরের খেয়াল রাখুন। পরীক্ষার আগের দিন রাত ১০টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন।

* মডেল টেস্ট অনলাইনভিত্তিক বা বই কিনে সলভ করতে পারেন (প্রথমত বিষয়ভিত্তিক এবং পরবর্তী সময়ে সম্পূর্ণ মডেল টেস্ট)

* অহেতুক বাড়তি বা নতুন বই পড়া থেকে বিরত থাকুন। যা পড়েছেন, তা বারবার রিভিশন দিন। একেবারে না পড়ে থাকলে বাজারের যেকোনো একটি বই বা মাসিক চাকরির প্রস্তুতিমূলক পত্রিকা/ম্যাগাজিন থেকে প্রস্তুতি নিতে পারেন। শেষ মুহূর্তের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই!

* যেসব বিষয় শুরু করবেন, তা একবারে রিভিশন দিয়ে উঠুন। দুপুর ও রাতে গণিত ও মানসিক দক্ষতা নিয়ে অনুশীলন করতে পারেন।

লক্ষ্য করুন—

* প্রিলিমিনারি পাস করলেই শুধু পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য যোগ্য হবেন, এই নম্বর পরবর্তী সময়ে যোগ হয় না। তাই পুরো নম্বরের পেছনে না ছুটে অন্তত ১২০ নম্বর টার্গেট করে এগোতে থাকুন। ১২০-কে মোটামুটি সেফ নম্বর ধরা হয়!

* আন্দাজে খুব বেশি উত্তর দাগাবেন না। ধরুন ১২০ নম্বর পাওয়ার জন্য ১৪০টি পর্যন্ত দাগানো যেতে পারে (প্রশ্নের ওপর নির্ভর করে)। এ ক্ষেত্রে ১০টি ভুল হলেও ১২৫ নম্বর থাকবে। আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে নিন। পরীক্ষার আগে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন।

* পরীক্ষার দিন কোন অংশ দিয়ে শুরু করবেন, তা মনে মনে ঠিক করে রাখুন। যেগুলো পারবেন না, এড়িয়ে যান। পরে সময় থাকলে আবার সেসব প্রশ্নে আসবেন।

* পরীক্ষার আগের দিন প্রস্তুতি যতটুকুই হয়, ততটুকুতেই সন্তুষ্ট থেকে ভালো পরীক্ষার জন্য মানসিকভাবে তৈরি থাকুন।

নিশ্চিত নম্বর

কিছু কিছু বিষয় আছে যেগুলোতে মোটামুটি প্রস্তুতি নিলে নিশ্চত নম্বর তোলা সম্ভব। আবার এমনও কিছু বিষয় আছে, যেগুলোতে খুব ভালো প্রস্তুতি নিলেও নির্ধারিত নম্বরের বেশি তোলা কঠিন। তাই নিশ্চিত নম্বরগুলোর কথা মাথায় রেখে প্রস্তুতির ছক ঠিক করুন। মোট নিশ্চিত নম্বর ধরুন ৯০-১০০।

বিষয়ভিত্তিক নিশ্চিত নম্বর—

# বাংলা ব্যাকরণ—১৫

# বাংলা সাহিত : ছদ্মনাম+পত্রিকা-২

# গণিত ও মানসিক দক্ষতা—৩০

# ইংরেজি গ্রামার—২০

# কম্পিউটার—১৫

# মুক্তিযুদ্ধ ও সংবিধান—৫ থেকে ৮

# ইতিহাস (বাংলাদেশ)—২ থেকে ৩

# ম্যাপভিত্তিক—৪ থেকে ৫ নম্বর।

ধন্যবাদন্তে-

মোঃ আসলাম সাগর

সহকারী পুলিশ সুপার

মেধাক্রম: ২৬

৩৮তম বিসিএস

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Himel Kumar Roy himan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share