Moin Uddin official

  • Home
  • Moin Uddin official

Moin Uddin official politics

02/12/2022

#রাতাবাড়ীর কংগ্রেছিরা মেডিকেল কলেজের বিরোধীতা করবে না বরং কংগ্রেস ছেড়ে বিজেপিতে অন্তর্ভুক্ত হবেন।
কমলাখ্য দাদার দুলপড়া আর কাজে আসবে না।

02/12/2022

স্বাধীনতার পর ইতিহাসের প্রথম পাতায় থাকবে।
>প্রসঙ্গ রাতাবাড়ি মেডিকেল কলেজ<

মাননীয় বিধায়ক #শ্রী বিজয় মালাকার মহাশয়, আপনার কাছে ঋণী রাতাবাড়ির সর্বস্তরের জনগণ।

#শ্রী বিজয় মালাকার জিন্দাবাদ।
#জুনেল হোসেন জিন্দাবাদ।
#নুরুল হাসান তালুকদার জিন্দাবাদ।

29/11/2022

মাননীয় মুখ্যমন্ত্রী #শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, রাতাবাড়ীর মানুষ চিরদিন আপনাকে মনে রাখবেন।
#মেডিকেল কলেজ।

আজ আসাম সরকারের নির্দেশ অনুযায়ী  #বীর লাচিত বরফুকনের, জন্ম জয়ন্তী উপলক্ষে ১০২০নং লালছড়া জনতা এল,পি, স্কুলে ছাত্র-ছাত্...
24/11/2022

আজ আসাম সরকারের নির্দেশ অনুযায়ী #বীর লাচিত বরফুকনের, জন্ম জয়ন্তী উপলক্ষে ১০২০নং লালছড়া জনতা এল,পি, স্কুলে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা সহ স্কুল পরিচালনা কমিটির, সভাপতি, সদস্য-সদস্যগণ এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ উপস্থিত থাকিয়া #লাচিত বরফুকনের জন্ম জয়ন্তী পালন করা হয়। সভায় অত্র স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।।

23/11/2022

চার জন এক সাথে বসে অন্য কারো গীবত করছেন । আপনি এখান থেকে হঠাৎ উঠে চলে যান, দেখবেন বাকী তিন জন আপনার গীবত শুরু করে দিয়েছে । এটাই মানুষের চরিত্র ।

19/11/2022
55-60 বছর পর রাতাবাড়িতে উন্নয়ন দেখা গেছে, কর্মবীর বিধায়ক শ্রী #বিজয় মালাকার মহাশয়ের হাতে।রাতাবাড়ির সহর অঞ্চল এবং প...
17/11/2022

55-60 বছর পর রাতাবাড়িতে উন্নয়ন দেখা গেছে, কর্মবীর বিধায়ক শ্রী #বিজয় মালাকার মহাশয়ের হাতে।
রাতাবাড়ির সহর অঞ্চল এবং পাহাড় অঞ্চলের আনাচে কানাচে, জাতিধর্ম নির্বিশেষে উন্নয়নের প্রয়াস চালিয়ে যাচ্ছেন শ্রী #বিজয় মালাকার মহাসয়।
কংগ্রেস সরকারের আমলে তত্কালীন মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈর মহাশয়ের,সুনার রাতাবাড়ী গড়ার প্রতিশ্রুতি ছিল কিন্ত ভাওতাবাজি। আজ (ভারতীয় জনতা পার্টির) বীর পুরুষ শ্রী #বিজয় মালাকার মহাশয়ের হাতে গড়ে উঠবে সুনার রাতাবাড়ী।।

পাশাপাশি KAZIR BAZAR PANCHAYAT DEVELOPMENTএর জন্য বিশিষ্ট সমাজসেবী যুবনেতা, বিজেপির করিমগঞ্জ জেলা মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক #জুনেল হুসেন কে নিয়ে সপ্ন সর্বস্তরের জনগণের।
আমরা আশাবাদী সুনার কাজিরবাজার জি পি,গড়ে উঠবে #জুনেল ভাইয়ের হাতে, জনগণের প্রত্যাশা পূরণ করতে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দুল্লভছড়া মন্ডল মাইনরিটি মোর্চার সভাপতি #নুরুল হাসান তালুকদার ভাই সহ শতাধিক নেতাকর্মী, সঙ্গে আমি মইন উদ্দিন আমার সামান্যতম প্রয়াস চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ

কিছুদিন পূর্বে অরুণাচল প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়া দেশ সেবায় নিয়োজিত  বীর সন্তান বীরেশ সিনহার বাড়িতে উপস্থিত ...
16/11/2022

কিছুদিন পূর্বে অরুণাচল প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়া দেশ সেবায় নিয়োজিত বীর সন্তান বীরেশ সিনহার বাড়িতে উপস্থিত হোন আমাদের জনদরদী বিধায়ক বিজয় মালাকার। প্রথমে বীর সহিদ বিরেশ সিনহার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ও উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সহিদ বিরেস সিনহার আত্মবলিদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে আমাদের হৃদয় । বিধায়ক সহিদ বিরেষ সিনহার নামে আওয়ালআলা গ্রামের রাস্তাটি নামকরণ করে উতসর্গ করার কথা ঘোষনা দেন।

Bijoy Malakar zindabad 🙏
Pijush Hazarika
Jayanta Mallabaruah
BJP Assam Pradesh

15/11/2022

Address

Ratabari

Alerts

Be the first to know and let us send you an email when Moin Uddin official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moin Uddin official:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share