Aritha's Gallery

  • Home
  • Aritha's Gallery

Aritha's Gallery Hi! I'm Aritha. Here I'm sharing my daily activities as vlogs. Welcome to my Galary ❤️

মানুষ কথায় কথায় বলে না!- আপনি তো চ্যালচ্যালায়া জান্নাতে চলে যাবেন! Osman Hadi - ওসমান হাদি  ভাই আপনিই আমাদের দেখা সেই ব্...
20/12/2025

মানুষ কথায় কথায় বলে না!- আপনি তো চ্যালচ্যালায়া জান্নাতে চলে যাবেন! Osman Hadi - ওসমান হাদি ভাই আপনিই আমাদের দেখা সেই ব্যক্তি যিনি চ্যালচ্যালায়েই জান্নাতে চলে গেলেন।
না যেন কি সুন্দর করে মুনকার-নাকির এর প্রশ্নের উত্তর গুলো দিলেন! অন্যদিকে আপনার কবর আল্লাহ জান্নাতের ফুলের বাগান করে দিলো! আপনার মতো এমন সৌভাগ্য কয়জনের হয়?

জীবনানন্দের মত অশ্রু ভেজা চোখে বলতে হয়....যদি সুযোগ হয় ফিরে এসো বাংলায় শঙ্খচিল হয়ে, তুমি ফিরে এসো কলমির গন্ধ ভরা জলে মি...
20/12/2025

জীবনানন্দের মত অশ্রু ভেজা চোখে বলতে হয়....

যদি সুযোগ হয় ফিরে এসো বাংলায় শঙ্খচিল হয়ে,
তুমি ফিরে এসো কলমির গন্ধ ভরা জলে মিশে,
তুমি ফিরে এসো রূদ্র রূপে বাংলার রাজপথে।
তুমি মিশে থাকো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলার প্রতিটি ইঞ্চিতে।
আমরা তোমাকে এই মাটির গন্ধে খুঁজে নিবো।

বিনম্র শ্রদ্ধা হে মহাবীর 💔
আল্লাহ আপনাকে বেহেশত নসীব করুক।।

#ওসমান_হাদী

ভালোবাসা মানে কারও ছায়া হয়ে থাকা নয়!ভালোবাসা মানে দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে থাকা। একজন আরেকজনের সামনে না, পেছনেও না।যে...
19/12/2025

ভালোবাসা মানে কারও ছায়া হয়ে থাকা নয়!
ভালোবাসা মানে দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে থাকা। একজন আরেকজনের সামনে না, পেছনেও না।

যে ভালোবাসা আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে ভয় পাইয়ে দেয়, যে ভালোবাসা আপনাকে ‘আমি কিছুই পারি না’ বলতে শেখায়- ওইটা ভালোবাসা না, ওইটা নিয়ন্ত্রণ।

©️ অরিথা

18/12/2025

দেশে থাকতে শীত এলেই সন্ধ্যার পর গরম গরম হলুদ দেয়া নুডুলস, গরুর বট ভুনা, গরম ধোঁয়া উঠা চটপটি আর র'চা খেতে বের হয়ে যেতাম। কখনো খেয়েছি ভাপা পিঠা, কয়েকরকম ভর্তা দিয়ে চিতই পিঠা৷ নস্টালজিয়া!

বাংলাদেশে রাস্তার পাশে হলুদ দেয়া নুডুলস বিক্রি করে। বিশেষ করে শীতের দিনে রাস্তার পাশে ছোট ছোট টং দোকান গুলো দেখা যায়। শী...
18/12/2025

বাংলাদেশে রাস্তার পাশে হলুদ দেয়া নুডুলস বিক্রি করে। বিশেষ করে শীতের দিনে রাস্তার পাশে ছোট ছোট টং দোকান গুলো দেখা যায়।

শীত এলেই সন্ধ্যার পর গরম গরম নুডুলস, গরুর বট ভুনা, গরম ধোঁয়া উঠা চটপটি আর র'চা খেতে বের হয়ে যেতাম। কখনো খেয়েছি ভাপা পিঠা, কয়েকরকম ভর্তা দিয়ে চিতই পিঠা৷ নস্টালজিয়া!

দেশের বাইরে থেকে এসব থেকে বঞ্চিত থাকি। চাইলেই যখন তখন সব খাওয়া যায়না। যত খাবারই খাই না কেন! আমার দেশের খাবারের মতো মজা আর কোথাও নেই...
আজ আমার মন চাচ্ছিলো রাস্তার পাশে বানানো সেই হলুদ নুডুলস খাই সবজি দিয়ে।

গাজর, আলু, ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি। নুডুলস টাও দেশের (ডেকো নুডুলস)। আমি আবার সাথে ওয়েস্টার সস দিয়েছি। ওয়েস্টার সস আমার খুবই পছন্দের।

আলহামদুলিল্লাহ।

#নুডুলস

উনি বার বারই বলতেন এমন শহীদের মৃ★ত্যুই চাই। তাই বলে এতো তাড়াতাড়ি? আপনার তো দেশের জন্য কিছু করার ছিলো! এমন সাহসি যুবক ই ত...
17/12/2025

উনি বার বারই বলতেন এমন শহীদের মৃ★ত্যুই চাই। তাই বলে এতো তাড়াতাড়ি? আপনার তো দেশের জন্য কিছু করার ছিলো! এমন সাহসি যুবক ই তো দেশের প্রয়োজন ছিলো!

এদেশে এমন একজন ওসমান হাদী, আবু সাঈদ, আবরার ফাহাদ হয়তো বারংবার জন্ম নিবে। তবে শেষ লড়াই কতদিন করতে পারবে? কতদিন বাঁচতে দেয়া হবে?

এমন জীবন তুমি করিবে গঠন
ম★রনে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন...

#ওসমান_হাদী

একজন নিকাব পরিহিতা নারীর মুখ থেকে টান দিয়ে কাপড় সরিয়ে দেওয়া কোনো কৌতুক নয়, কোনো ভুল বোঝাবুঝিও নয়। নিকাব তিনি পড়েছেন ইচ্ছ...
17/12/2025

একজন নিকাব পরিহিতা নারীর মুখ থেকে টান দিয়ে কাপড় সরিয়ে দেওয়া কোনো কৌতুক নয়, কোনো ভুল বোঝাবুঝিও নয়। নিকাব তিনি পড়েছেন ইচ্ছাকৃতভাবেই নিজের মুখ আড়ালে রাখার জন্য। সেই সিদ্ধান্তকে সম্মান না করে প্রকাশ্যে তার পর্দায় হাত দেওয়া চরম অভদ্রতা এবং ক্ষমতার অপব্যবহার।

ভারতের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ১৫ই ডিসেম্বর একটি সরকারি অনুষ্ঠানে একজন মুসলিম নারী চিকিৎসকের হিজাব বা নিকাব টেনে সরিয়ে দিয়েছেন।

একটি সেকুলার দেশের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের উচিত ছিল নারীর সম্মতি, বিশ্বাস ও ব্যক্তিগত সীমারেখার প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখা। সেকুলারিজম মানে ধর্মীয় পরিচয়কে অগ্রাহ্য করা নয় বরং সব বিশ্বাস ও ব্যক্তিগত পছন্দকে সম্মান করা।

এই ঘটনার পর নীতিশ কুমারের উচিত-
• ওই নারীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া
• ভিডিওটি ইন্টারনেট থেকে সরানোর ব্যবস্থা করা

নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, দায়িত্বও।
আর এই ঘটনায় নীতিশ কুমার সেই দায়িত্বে ব্যর্থ হয়েছেন।
একজন মুখ্যমন্ত্রী, একজন শিক্ষিত ও অভিজ্ঞ রাজনীতিকের কাছ থেকে এমন আচরণ শুধু হতাশাজনক ই না এটা লজ্জাজনকও।

এই দিনে আমার আরও একটি পরিচয় বলার সৌভাগ্য আছে- আমার শশুড় একজন মুক্তিযোদ্ধা।আজ বিজয় দিবস 🇧🇩রাষ্ট্র আজ তাদের স্মরণ করছে, সম...
16/12/2025

এই দিনে আমার আরও একটি পরিচয় বলার সৌভাগ্য আছে- আমার শশুড় একজন মুক্তিযোদ্ধা।

আজ বিজয় দিবস 🇧🇩
রাষ্ট্র আজ তাদের স্মরণ করছে, সম্মান জানাচ্ছে-
আমার শশুড়ও সেই সম্মাননা পেয়েছেন। এই মানুষগুলোর ত্যাগ ছাড়া আমাদের আজকের স্বাধীন পরিচয়টাই সম্ভব হতো না।

তিনি খুব সাধারণ, সোজাসাপ্টা মানুষ। যা বলেন, সরাসরি বলেন। কার এতে ভালো লাগলো না এতকিছু ভাবেন না উনি। যেমন- রান্না খারাপ হলে মুখের উপর বলে বসেন। কিন্তু ভালো হলে আবার চুপচাপ খেয়ে নেন। এই বেলায় প্রশংসা নেই 😁😅

তবে এই মানুষটাই আমার হাতের দুধ চা, ফিরনি, স্যুপ,
বেগুন-টমেটো ভর্তা আর রসুন ভর্তা অনেক পছন্দ করেন। একবার উনার বেশ কজন বন্ধু-বান্ধব এনে খাইয়েছেন। তাদের মধ্যে একজন বলছিলেন আজ দুধ চা খাবোনা। বাবা সাথে সাথে উনাকে বললেন- "এই চা না খেলে মিস করবেন ভাই। অরিথা কিভাবে যেন চা টা বানায়। আমার খুব ভালো লাগে। আমি সচারাচর এভাবে কারো প্রশংসা করিনা"...

আমি রান্না ঘরে বসে চুপচাপ শুনলাম বাবার মুখে প্রশংসা!! ভালোই লাগছিলো শুনতে...😅
এই প্রশংসাগুলোই আমার কাছে বড় প্রাপ্তি।

দোয়া করি-
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আর এভাবেই সম্মানিত করুক। আপনার মতো মানুষদের কারণেই আমরা আজ স্বাধীন।

🇧🇩 শ্রদ্ধা

#বিজয়-দিবস

আজ পাকিস্তানি ড্রামা দেখবেন না কেউ। আজ সারাদিন শুধু ভারতীয় গান, সিনেমা দেখবেন। যারা বিদেশে থাকেন তারা ভারতীয় রেস্টুরেন্ট...
16/12/2025

আজ পাকিস্তানি ড্রামা দেখবেন না কেউ। আজ সারাদিন শুধু ভারতীয় গান, সিনেমা দেখবেন। যারা বিদেশে থাকেন তারা ভারতীয় রেস্টুরেন্টে খানা খাবেন। যারা বাংলাদেশে থাকেন তারা নিজে ভারতীয় রেসিপির খানা খাবেন।

কারণ ভারত বলেছে- আজকের এই বিজয় আমাদের দেখা লাগতো না তাদের ছাড়া!
তাদের ঋণ শোধ দেয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য 🐸

16th December.. We salute those who fought for our - VICTORY 🇧🇩
16/12/2025

16th December..
We salute those who fought for our -
VICTORY 🇧🇩


আমাদের দেশে হবে সেই ছেলে কবেকথায় না বড় হয়ে, কাজে বড় হবে?এই লাইনটা পড়তে ভালো লাগে। কিন্তু বাস্তবতা? বাস্তবে আমাদের দেশে এ...
15/12/2025

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে, কাজে বড় হবে?

এই লাইনটা পড়তে ভালো লাগে। কিন্তু বাস্তবতা? বাস্তবে আমাদের দেশে এমন ছেলে টিকে থাকতে পারে না। আর যদি কেউ হয় তাকে ভালো থাকতে দেওয়া হয় না।
না হলে বাঁচতেই দেওয়া হয় না।

এর চাক্ষুষ প্রমাণ একজন- ওসমান হাদী।

আমি রাজনীতিপ্রবণ মানুষ না। কখনো ছিলামও না।
কারণ এমন অসুস্থ, ধ্বজভঙ্গ, প্রতিহিং★সাপরায়ণ রাজনীতির প্রতি আগ্রহ না থাকাই স্বাভাবিক।
আমার মতো হাজারো মানুষেরই আগ্রহ নেই! এতে অবাক হওয়ার কিছু নেই।

বলুন তো! আমাদের দেশ আর পাশের দেশের মতো এমন বিষাক্ত রাজনীতি আর কয়টা দেশে আছে?
যেখানে ভালো মানুষ হলে সেটা অপরাধ,
আর সোজা হয়ে দাঁড়ালে সেটা শাস্তিযোগ্য?

আমরা বলি দেশ এগোবে।
কিন্তু যাঁরা এগোতে চায়,
যারা কথা বলে না, কাজ দিয়ে চিনিয়ে দিতে চায়
তাদেরই আগে থামিয়ে দেওয়া হয়।

#ওসমানহাদী

Address


Alerts

Be the first to know and let us send you an email when Aritha's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aritha's Gallery:

  • Want your business to be the top-listed Media Company?

Share