Md Nasir Khan

  • Home
  • Md Nasir Khan

Md Nasir Khan I'm a content creator trying to learn and show my best tour. Hello! I am Nasir khan. I'm a content creator at khan & farm.

I'm trying to teach and show the proper care of pets. I am an extremely determined, motivated, goal-oriented, and talented individual. I am dependable, and trustworthy, put everything into my work, and appreciate the importance of responsibility.

আপনি সারাদিন রাত আকাশ বাতাস চাঁদ প্রেম নিয়ে কবিতা লিখবেন নাকি এক্সসেলে ডাটা এন্ট্রি শিখবেন সেটা যদিও একান্তই আপনার ব্যক্...
06/08/2022

আপনি সারাদিন রাত আকাশ বাতাস চাঁদ প্রেম নিয়ে কবিতা লিখবেন নাকি এক্সসেলে ডাটা এন্ট্রি শিখবেন সেটা যদিও একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে একটা কথা মাথায় রাখা উচিত ; মুখে খাবার আর পকেটে টাকা থাকলে কবিতার ফিলিংসটা জমে ভালো !
দক্ষতা অর্জন ছাড়া বেল নেই।
Md Nasir Khan

24/06/2022

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বরিশাল থেকে আসছে ৫০টির ও বেশি লঞ্চ। বরিশাল বাসির বহুল কাঙ্খিত সেই পদ্মা সেতুর ‍উদ্বোধন বলে কথা। আমাদের ভালবাসার আরেক নাম পদ্মাসেতু 😍 ।
অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
https://www.youtube.com/watch?v=8Lr83nnUk9Q

বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অভিযাত্রায় এবার বিশ্বের কাছে বিস্ময় জাগানো আরও মাইলফলক অর্জন যোগ হতে যাচ্ছে আগামী ২৫ জুন। এদিন...
24/06/2022

বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অভিযাত্রায় এবার বিশ্বের কাছে বিস্ময় জাগানো আরও মাইলফলক অর্জন যোগ হতে যাচ্ছে আগামী ২৫ জুন। এদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। পদ্মা শুধুই একটি সেতু নয়। এটি এক দিকে যেমন এক সময়ের ৮৮ ভাগ বৈদেশিক সাহায্যনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার ইতিহাস সৃষ্টির সেতু অন্যদিকে তেমনি ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সাহস ও সততার উদাহরণ সৃষ্টির সেতু। এ নিবন্ধের অবতারণা পদ্মা সেতু নির্মাণকে ঘিরেই।
#পদ্মাসেতু

24/06/2022

আমার টাকার আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু, ঐ দেখা যায় ঐ
সৌজন্যে -বাংলাদেশ টেলিভিশন।

একটা সময় ছিল যখন কাছের মানুষ গুলোকে নিয়ে অনেক ভাল ছিলাম । কিন্তু খুব দ্রুতই সেই সময় গুলো শেষ হয়ে গিয়েছিল। অনেক অনেক ভাল...
21/06/2022

একটা সময় ছিল যখন কাছের মানুষ গুলোকে নিয়ে অনেক ভাল ছিলাম । কিন্তু খুব দ্রুতই সেই সময় গুলো শেষ হয়ে গিয়েছিল। অনেক অনেক ভালবাসা এবং দোয়া রইল বন্ধু।❤️

ভয়াবহ বন্যায় পানিবন্দী এখন সুনামগঞ্জ, সিলেটসহ বেশ কিছু জেলার মানুষ। বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে মানবিক সহযোগিতা পৌ...
20/06/2022

ভয়াবহ বন্যায় পানিবন্দী এখন সুনামগঞ্জ, সিলেটসহ বেশ কিছু জেলার মানুষ। বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে মানবিক সহযোগিতা পৌঁছানো প্রয়োজন। আসুন আমরা সাহায্যের হাত বাড়াই।
#বন্যা২০২২

আগামী ২৩ শে জুন ২০২২ বৃহস্পতিবার, পদ্মা সেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -নৌ পরিবহন মন্ত্রী।এবার মনে ...
22/01/2022

আগামী ২৩ শে জুন ২০২২ বৃহস্পতিবার, পদ্মা সেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-নৌ পরিবহন মন্ত্রী।
এবার মনে হয় দেখা হবে ইনশা-আল্লাহ ।❤❤❤

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান...
20/01/2022

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।একাদশে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকে কেউ সুযোগ পাননি।

আমার দুইখান বশীকরণ তাবিজ লাগবো। প্রধানমন্ত্রী আর শিক্ষা মন্ত্রীকে বশ করার দুইখান তাবিজ। উনাদের বশ কইরা শিক্ষা ও গবেষণায় ...
12/01/2022

আমার দুইখান বশীকরণ তাবিজ লাগবো। প্রধানমন্ত্রী আর শিক্ষা মন্ত্রীকে বশ করার দুইখান তাবিজ। উনাদের বশ কইরা শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়াইতাম। শিক্ষক নিয়োগ ও প্রমোশনে রাজনীতি বাদ দেওয়াইতাম। আমার স্বপ্নের ইনস্টিটিউটটা করাইতাম। সকল স্তরের শিক্ষকদের বেতন ও গবেষণার সুবিধা বাড়াইতাম। আমার দুইখান তাবিজ লাগবো। কারণ এই দেশকে সুস্থ্য করার শিক্ষা মেরামতই একমাত্র তরিকা। কিন্তু আমি কোন পদ পদবি চাইতাম না। একদম না। আমি যেমন আছি তেমনই থাকতে চাই।
মনের কথা বললেন প্রিয় স্যার ❤ অনেক ধন্যবাদ স্যার।
Kamrul Hassan Mamun ❤❤

লেখাপড়ার পেছনে খরচ করতে অনেকেই কুণ্ঠা বোধ করি। অথচ এটিই জীবনের সেরা বিনিয়োগ।
12/01/2022

লেখাপড়ার পেছনে খরচ করতে অনেকেই কুণ্ঠা বোধ করি। অথচ এটিই জীবনের সেরা বিনিয়োগ।

মানুষ ব্যর্থ কেনো হয়, জানলেন তো!এবার চেষ্টা করুন সফল হবার।   #সফলতা  #অনুপ্রেরণা  #মোটিভেশন
09/12/2021

মানুষ ব্যর্থ কেনো হয়, জানলেন তো!
এবার চেষ্টা করুন সফল হবার।
#সফলতা #অনুপ্রেরণা #মোটিভেশন

পৃথিবীজুড়ে প্রায় ১৫ কোটি মানুষের মাথার উপর কোনো ছাদ নেই, থাকার কোনো নির্দিষ্ট জায়গা বা ঘর নেই,খোলা আকাশের নিচেই কাটে এই ...
03/12/2021

পৃথিবীজুড়ে প্রায় ১৫ কোটি মানুষের মাথার উপর কোনো ছাদ নেই, থাকার কোনো নির্দিষ্ট জায়গা বা ঘর নেই,খোলা আকাশের নিচেই কাটে এই বিশাল সংখক মানুষের রাত । আর প্রায় ১৬০ কোটি মানুষের মাথাগোঁজার যে ঘর তার অবস্থা “অপ্রতুল” “খারাপ” “অনুপযোগী” |
আমিও যেমন মাথার উপর মজবুত ছাদ নিয়ে এই স্ট্যাটাস লিখেছি আমি নিশ্চিত আপনিও একটা ঘরে বসে এই স্টাট্যাস পড়ছেন ।একবার এই ১৭৫ কোটি মানুষের কথা গভীরভাবে চিন্তা করার অনুরোধ রইলো ।

এভাবে খাবার নষ্ট করার আগে মনে রাখার অনুরোধ রইলো এখনো পৃথিবী জুড়ে প্রতি রাতে প্রায় ৭০ কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে...
22/11/2021

এভাবে খাবার নষ্ট করার আগে মনে রাখার অনুরোধ রইলো এখনো পৃথিবী জুড়ে প্রতি রাতে প্রায় ৭০ কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায় ,৭০ কোটি মানবসন্তান |

ছবি:সংগৃহীত

লেখা পড়া !!ফোন করে জানিও চিঠি পেয়েছ নাকি? আমার আর কিছু বলার নাই।আপনারই বলেন?
16/11/2021

লেখা পড়া !!
ফোন করে জানিও চিঠি পেয়েছ নাকি?
আমার আর কিছু বলার নাই।
আপনারই বলেন?

এইতো কিছুদিন আগেই দুই ফাইনালিস্টকে আমরা দ্যা গ্রেট মিরপুরে ধোলাই দিলাম 😎
12/11/2021

এইতো কিছুদিন আগেই দুই ফাইনালিস্টকে আমরা দ্যা গ্রেট মিরপুরে ধোলাই দিলাম 😎

খুবই দূঃখজনক, এগুলো দেখার মত যেন কেউ নাই। বাংলাদেশের স্কুলগুলোর ৭৫% শৌচাগারই নোংরা,আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই  ঝুঁকিতে...
11/11/2021

খুবই দূঃখজনক, এগুলো দেখার মত যেন কেউ নাই। বাংলাদেশের স্কুলগুলোর ৭৫% শৌচাগারই নোংরা,আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই ঝুঁকিতে আছে |

আলহামদুলিল্লাহ ,প্রিয় আল্লাহ, তুমি সবসময় আমাকে হাসার একটি কারণ দাও, যখন আমার 1000 কান্নার কারণ থাকে, আমি এই জীবনের জন্...
01/10/2021

আলহামদুলিল্লাহ ,
প্রিয় আল্লাহ, তুমি সবসময় আমাকে হাসার একটি কারণ দাও, যখন আমার 1000 কান্নার কারণ থাকে, আমি এই জীবনের জন্য কৃতজ্ঞ।
জুম্মা মোবারক
Alhamdulilah ❤
Dear ALLAH, you always give me one reason to smile, when I have 1000 reasons to cry, I’m thankful for this life.
Jumma Mubarak ❤

এদেশের কুমারদের নানান রকম মাটির তৈরি জিনিস গুলো বাচ্চাদের যেমন প্রিয়, তেমনি সব বয়সের মানুষই কম বেশি পছন্দ করেন।এখন থেক...
28/09/2021

এদেশের কুমারদের নানান রকম মাটির তৈরি জিনিস গুলো বাচ্চাদের যেমন প্রিয়, তেমনি সব বয়সের মানুষই কম বেশি পছন্দ করেন।
এখন থেকে মাটির তৈরি সব ধরনের আসবাবপত্র, খেলনা এবং গিফট ইত্যাদি সবকিছুই পাবেন হ্যান্ডিকটনে। ☺

Dear ALLAH, you always give me one reason to smile, when I have 1000 reasons to cry, I’m thankful for this life.
21/09/2021

Dear ALLAH, you always give me one reason to smile, when I have 1000 reasons to cry, I’m thankful for this life.

Imagine having this work-from-home setup!
18/09/2021

Imagine having this work-from-home setup!

After 543 days of closure due to the Covid-19 pandemic, schools and colleges across the country reopened today. Students...
12/09/2021

After 543 days of closure due to the Covid-19 pandemic, schools and colleges across the country reopened today. Students and teachers were wearing masks, using hand sanitizer, and maintaining all the safety rules as they went into classrooms this morning.

Photo: The Daily STAR

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তা...
09/09/2021

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় নাই,সে সহ্য করতেই থাকে!!

আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না। পানি আরও গরম হতে থাকে যার ফলে সেই গরম পানিতে পুড়ে একটা সময় সে মারা যায়!!

এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কেন মারা গেছে??

তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না, সে গরম পানির জন্য মারা যায়নি! সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত সঠিক সময় না নেওয়ার কারনে।

ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্র ভেদে একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যেতে হবে অর্থাৎ সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। নয়ত ব্যাঙ এর মত অবস্থা হবে !!

আবেগ ভালবাসা অথবা বেশি আত্মবিশ্বাস দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না, সঠিক সময় জ্ঞান গুরুত্বপূর্ণ।

আপনি সফল হবেন কি হবেন না সেটা বেশ কিছু বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। এর মধ্যে বেশ অন্যতম হলো নতুন কিছু শিখতে বা জানতে  আপনার...
09/09/2021

আপনি সফল হবেন কি হবেন না সেটা বেশ কিছু বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। এর মধ্যে বেশ অন্যতম হলো নতুন কিছু শিখতে বা জানতে আপনার আগ্রহ কেমন ।
বর্তমান সময় আপনি যদি নতুন নতুন স্কিল অর্জন করতে না পারেন তাহলে সবচেয়ে বেশি আপনি পিছিয়ে পরবেন সেটা হোক চাকরি ক্ষেত্রে অথবা ব্যবসা। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এখন থেকে আপনাকে নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে বিশেষ করে আইটিতে ।
ধন্যবাদ।

ওয়ার্ডপ্রেস এর খুটিনাটি সকল বিষয় নিয়ে আসছে ভিডিও কোর্স।কোর্স এর সকল ভিডিও পেতে সাথেই থাকুন -->👍👍
27/08/2021

ওয়ার্ডপ্রেস এর খুটিনাটি সকল বিষয় নিয়ে আসছে ভিডিও কোর্স।

কোর্স এর সকল ভিডিও পেতে সাথেই থাকুন -->👍👍

ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস সহ সকল টেক এবং ওয়েব রিলেটড  আপডেট পেতে সাথেই থাকুন।
25/08/2021

ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস সহ সকল টেক এবং ওয়েব রিলেটড আপডেট পেতে সাথেই থাকুন।

25/08/2021
25/08/2021
Hey, I'm Md Nasir khan a Blogger, Web Designer, and Wordpress Expert. This is my personal page and here I want to share ...
22/08/2021

Hey, I'm Md Nasir khan a Blogger, Web Designer, and Wordpress Expert. This is my personal page and here I want to share my all of experience in Blogging, Web Design and Develop, Wordpress, Basic SEO, and Digital Marketing, So you can join me !!

Address


Website

an.live

Alerts

Be the first to know and let us send you an email when Md Nasir Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share