ABCNews Bangla

  • Home
  • ABCNews Bangla

ABCNews Bangla Welcome To ABCNewsbd
ABCNewsbd is a Exclusive page. We do not create any news. We try to post differ

হতে চান সফল ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ওয়েবসাইট কি একই?কোনো বাধ্যবাধকতা ছাড়াই স্বাধীনতাভাবে কাজ করে টাকা ...
11/03/2022

হতে চান সফল ফ্রিল্যান্সার?

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ওয়েবসাইট কি একই?
কোনো বাধ্যবাধকতা ছাড়াই স্বাধীনতাভাবে কাজ করে টাকা ইনকাম করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর যারা ফ্রিল্যান্সিং করে, তাদের বলা হয় ফ্রিল্যান্সার।

অন্যদিকে, আউটসোর্সিং হলো চাকরীতে নিযুক্ত না করেই নির্দিষ্ট অর্থের বিনিময়ে কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া।

বুঝতেই পারছেন, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর সংজ্ঞা ভিন্ন ভিন্ন। কিন্তু, এদের উভয়ের প্লাটফর্মই অভিন্ন। কারণ, একজন ফ্রিল্যান্স্যার যে স্থানে ফ্রিল্যান্সিং করার জন্য কাজ খুঁজবে, সেই একই স্থানেই একজন আউটসোর্স ঠিকাদার বা ক্লায়েন্ট নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য ফ্রিল্যান্সার খুঁজবে।

মোটকথা, আমরা এই আলোচনায় যে সকল ওয়েবসাইটের নাম বলব, সেগুলো একইসাথে একেকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এবং আউটসোর্সিং ওয়েবসাইট।
ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট (জাভাস্ক্রিপ্ট)
ছয় মাসের চেষ্টায় সার্টিফাইড ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন! এই ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে ফ্রন্ট এন্ড, ব্যাক-এন্ড ও ডেটাবেজসহ সম্পূর্ণ ওয়েবসাইট এবং হাইব্রিড মোবাইল অ্যাপ ডেভেলপ করার মতো দক্ষতা অর্জন করতে পারবেন।

https://bohubrihi.com/track/full-stack-web-development-with-javascript-mern/?wpam_id=2554

Be a certified full stack developer in just months. Master front-end, back-end and server-side web & mobile application development with JavaScript, React, Node.

29/07/2021

Nature!! 🥰🌴🌳🌲

24/01/2021

Cricket

এন্ড্রু কিশোর আর নেই!😞
06/07/2020

এন্ড্রু কিশোর আর নেই!😞

06/07/2020

তাং: ৬-৭-২০২০
#করোনা
নতুন আক্রান্ত-৩২০১জন
নতুন মৃত্যু-৪৪ জন

"টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কে হত্যার হুমকি!" #এবিসিনিউজ_ডেস্ক:-টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদ...
06/07/2020

"টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কে হত্যার হুমকি!"

#এবিসিনিউজ_ডেস্ক:-
টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কর্মকর্তারা বলছেন, হুমকির বিষয়টি জানতে পেরে তাঁরা নজরদারি শুরু করেছেন।

সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আয়মান সাদিক ও টেন মিনিটস স্কুলকে হুমকি দিয়ে বেশ কিছু ভিডিও তৈরি হয়েছে। ভিডিওগুলো দেখে আমরা আয়মানের সঙ্গে যোগাযোগ করেছি।’ সাইফুল ইসলাম আরও বলেন, এই ভিডিওগুলো কারা তৈরি করছে এবং কারা ছড়াচ্ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দেখা গেছে, ফেসবুকের একটি পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে টেন মিনিটস স্কুলের বিরুদ্ধে শ্রোতা ও দর্শকদের খেপিয়ে তোলার চেষ্টা রয়েছে। দেখা গেছে, শুধু একটি পেজ থেকে ওই ভিডিও শেয়ার হয়েছে ৯ হাজার ৬০০ বার। এতে প্রতিক্রিয়া দেখান হয়েছে ১৫ হাজার বার এবং মন্তব্য এসেছে ১ হাজার ৩০০টি।

গতকাল রোববার আয়মান সাদিক তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিওতে বলেছেন, ‘...ফেসবুক, ইউটিউব, সব জায়গায় আমাকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে, টেন মিনিটস স্কুলের অনেককে মেরে ফেলার জন্য বলা হচ্ছে। টেন মিনিটস স্কুলকে বয়কট করার জন্য বলা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই স্কুলে আছে ১৭ হাজার ৪৪০টি ভিডিও টিউটোরিয়াল। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা, সফটওয়্যার ও প্রফেশনাল স্কিলবিষয়ক এই ভিডিওগুলো বিনা মূল্যে দেখা যায়।’

উল্লেখ্য, টেন মিনিটস স্কুল এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্ট অ্যাওয়ার্ডস, বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড, ব্র্যাক মন্থন অ্যাওয়ার্ড, ২০১৬ গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট, গ্লোমো অ্যাওয়ার্ড এবং দ্য কুইনস ইয়ং লিডার্স অ্যাওয়ার্ড পেয়েছে।

সিটিটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিওটি দেখে মনে হয়েছে এর সঙ্গে আনসার আল ইসলামের যোগসূত্র আছে। তাদের পরিচালিত বিভিন্ন চ্যানেলে এই ভিডিও আপলোড ও শেয়ার করা হয়েছে।

লঞ্চে ‘সম্ভ্রম বাঁচাতে’ মেঘনায় কিশোরীর ঝাঁপ, ৩ ঘণ্টা পর উদ্ধার #এবিসিনিউজ_ডেস্ক:-সম্ভ্রম বাঁচাতে চরফ্যাশন-ঢাকা রুটের যাত...
06/07/2020

লঞ্চে ‘সম্ভ্রম বাঁচাতে’ মেঘনায় কিশোরীর ঝাঁপ, ৩ ঘণ্টা পর উদ্ধার

#এবিসিনিউজ_ডেস্ক:-
সম্ভ্রম বাঁচাতে চরফ্যাশন-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১৩ থেকে এক কিশোরীর লাফ দেওয়ার ঘটনা ঘটেছে। পরে মুমূর্ষু অবস্থায় জেলেরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন থানায় হাসপাতালে ভর্তি করেন।

গতকাল বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরীর সঙ্গে দ্য ডেইলি স্টার’র বরিশাল প্রতিনিধির তজুমদ্দিন উপজেলা হেলথ কমপ্লেক্সের ওয়ার্ড বয় মহিউদ্দিনের মাধ্যমে মোবাইলে ফোনে কথা হয়।

কিশোরী জানায়, বাবা তাকে ছেড়ে যায়। মায়ের আরেক জায়গায় বিয়ে হয়। সে নানীর সঙ্গে থাকে। নানী ঠিকমত খাওয়াতে পারে না। সে কাজের উদ্দেশ্যে শনিবার বিকালে নোয়াখালী জেলার তেলিয়ার চর ঘাট থেকে লঞ্চে ওঠে। ওঠার পরেই রান্নার বাবুর্চি ও সহকারী তাকে বিরক্ত করে, কয়েকজন হাত ধরে টান দেয়।

‘রান্নার ছেলেরা আমাকে তাদের কেবিনে থাকতে বলে। তারা ৪০০ টাকা দেওয়ারও প্রস্তাব করে। আমি তাদের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেই। নদীতে স্রোতে আমি ভেসে যাচ্ছিলাম। পরে চিৎকার দিলে জেলেরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে,’ বলে ওই কিশোরী।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, ওই কিশোরী (১৬) তার নানীর কাছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তেলিয়ারচর গ্রামে থাকত। শনিবার দুপুরে সে হাতিয়া থেকে লঞ্চে ওঠে। বিকাল সাড়ে ৩টার দিকে চৌমুহনী স্টেশন ছাড়ার পরে সে নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার কারণ হিসেবে সে বলে- লঞ্চের বাবুর্চি তাকে রাতে তার কেবিনে থাকার জন্য বললে সে ভয়ে নদীতে ঝাঁপ দেয়। লঞ্চ থেকে তার জন্য বয়া ছুড়ে মারলেও সে ধরতে পারেনি। পরে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চলে যায়। তিন ঘণ্টা পর স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও জানান, এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। কিশোরীর বাড়ির লোকজনের খোঁজ চলছে। পাওয়া গেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

তজুমদ্দিন উপজেলা হেলথ কমপ্লেক্সের সহকারী মেডিকেল কর্মকর্তা রিপন চন্দ্র মণ্ডল জানান, ওই কিশোরী এখন হাসপাতালে ভর্তি এবং সুস্থ আছে।

ড.ইউনুসের সাক্ষাৎকারে:-"ধনী-গরিব সবার জন্য প্রযোজ্য হতে হবে টীকা!" #এবিসি_নিউজ_ডেস্ক:-মানব দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি ছা...
06/07/2020

ড.ইউনুসের সাক্ষাৎকারে:-

"ধনী-গরিব সবার জন্য প্রযোজ্য হতে হবে টীকা!"

#এবিসি_নিউজ_ডেস্ক:-
মানব দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি ছাড়াও করোনা মহামারি বিভিন্ন দেশের মধ্যে, এমনকি আন্তর্জাতিকভাবে তীব্র বিভক্তির প্রকাশ ঘটিয়েছে। কিন্তু অর্থনীতি, আর্থিক খাত ও বৈশ্বিক সমাজ ব্যবস্থাকে নতুন করে সাজানোর একটি বিপুল সম্ভাবনা নিয়ে এসেছে কোভিড-১৯। ধনী-গরিব সবার জন্য প্রযোজ্য হতে হবে করোনার টীকা। নিক্কি এশিয়ান রিভিউকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বালাদেশ এবং বিস্তৃত বিশ্বের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি ছড়িয়ে দেয়ার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন অর্থনীতিবিদ হিসেবে ১৯৭০ এর দশকে তিনি একটি দরিদ্র গ্রাম সফরে গিয়েছিলেন। সেখানেই তিনি গ্রামের মানুষের দুর্দশা অনুভব করেন। তার ফলেই ১৯৮৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক।

এখান থেকে হতদরিদ্রদের কোনো জামানত ছাড়াই ঋণ দেয়া হয়। তাদেরকে ব্যবসা করতে মূলধন দেয়া হয়, যাতে এসব মানুষ আত্মনির্ভরশীল হতে পারে। দীর্ঘ ওই সাক্ষাতকারে ড. ইউনূস বলেছেন, পুরনো অর্থনৈতিক চিন্তাভাবনায় জোর দেয়া হয়েছে এমন ব্যবসায়, যেখানে থাকে আত্মস্বার্থ। কিন্তু একজন সামাজিক উদ্যোক্তার প্রেক্ষাপটে তিনি জোর দিয়েছেন সমাজের অভিন্ন স্বার্থের দিকে। ব্যক্তিগত শূন্য লভ্যাংশের দর্শনের ওপর ভিত্ত করে নতুন অর্থ ব্যবস্থার প্রয়োজন নতুন অর্থনীতিতে বলে তিনি মনে করেন। এখানে তার সঙ্গে প্রশ্নোত্তর আকারে ওই সাক্ষাৎকার তুলে ধরা হলো।

প্রশ্ন: করোনা ভাইরাস সঙ্কট কিভাবে বিশ্বকে পরিবর্তন করে দিচ্ছে এবং মানুষের জীবনধারাকে পাল্টে দিচ্ছে?

উত্তর: করোনাভাইরাস আমাদের সবাইকে একটি অভিন্ন সুযোগ এনে দিয়েছে আমাদের পুরো ব্যবস্থায় পিছন ফিরে তাকানোর এবং তা নতুন করে সাজিয়ে কাজে লাগানোর। কৃত্রিম বুদ্ধিমত্তায় বৈশ্বিক উষ্ণায়ন, সম্পদ কুক্ষিগত করা এবং ভয়াবহ বেকারত্বের মাধ্যমে এই পৃথিবীতে আমাদের অস্তিত্বকে এর শেষ পর্যায়ে নিয়ে এসেছিল ওল্ড পৃথিবী বা পুরাতন পৃথিবী। করোনা ভাইরাস সংক্রমণের আগে যেখানে ছিল এই বিশ্ব, তাকে সেখানে ফিরে যেতে দেয়া উচিত হবে না। আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাওয়া মোটেও উচিত নয়। এটা ছিল এক ভয়ঙ্কর পৃথিবী, যেখান থেকে আমরা বেরিয়ে আসছি।

05/07/2020

তাং:৫-৭-২০২০

২৪ ঘন্টায় ২ হাজার ৭৩৮ জনের করোনা শনাক্ত,৫৫ জনের মৃত্যু!

একুশ শতকের ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ মূল্যবান এবং সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। #এবিসি_নিউজ_ডে...
05/07/2020

একুশ শতকের ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ মূল্যবান এবং সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

#এবিসি_নিউজ_ডেস্ক:-
বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলির এ স্বীকৃতি পেয়ে আপ্লুত সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়েছেন উইজডেনের এ মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।

04/07/2020

মাধ্যমিককে সায়েন্স-আর্টস-কমার্স নামে বিভাজন থাকবে না: শিক্ষা উপমন্ত্রী

বাংলাদেশী এক কৃষক কে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ! #এবিসি_নিউজ_ডেস্কচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিএস...
04/07/2020

বাংলাদেশী এক কৃষক কে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ!

#এবিসি_নিউজ_ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফ’র বিরুদ্ধে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

বিএসএফ’র গুলিতে নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি লম্বাপাড়ার আইনাল হকের ছেলে জাহাঙ্গীর আলম। স্থানীয়রা জানায়, সকাল ৯ টার দিকে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে জমিতে ঘাস কাটতে যায় জাহাঙ্গীর। সে মানাসিক ভারসাম্যহীন ছিল। এসময় কাঁটাতারের কাছাকাছি গেলে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সদস্যরা। পরে তাকে মারধরের পর হত্যা করে মরদেহ বাংলাদেশের সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

19/04/2020

রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল বিএসএফের গুলিতে গুরুতর আহত পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়ার শিক্ষার্থী শিমোন।😭😭😭

19/04/2020

মাদারীপুরে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া উপলক্ষে বাড়ি ফিরে মিলাদ মাহফিলের আয়োজন করে ৫জন পুনরায় আক্রান্ত!🙄

17/04/2020

One day 4591 deaths in USA!😪

Address


Alerts

Be the first to know and let us send you an email when ABCNews Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABCNews Bangla:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share