
11/03/2022
হতে চান সফল ফ্রিল্যান্সার?
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ওয়েবসাইট কি একই?
কোনো বাধ্যবাধকতা ছাড়াই স্বাধীনতাভাবে কাজ করে টাকা ইনকাম করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর যারা ফ্রিল্যান্সিং করে, তাদের বলা হয় ফ্রিল্যান্সার।
অন্যদিকে, আউটসোর্সিং হলো চাকরীতে নিযুক্ত না করেই নির্দিষ্ট অর্থের বিনিময়ে কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া।
বুঝতেই পারছেন, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর সংজ্ঞা ভিন্ন ভিন্ন। কিন্তু, এদের উভয়ের প্লাটফর্মই অভিন্ন। কারণ, একজন ফ্রিল্যান্স্যার যে স্থানে ফ্রিল্যান্সিং করার জন্য কাজ খুঁজবে, সেই একই স্থানেই একজন আউটসোর্স ঠিকাদার বা ক্লায়েন্ট নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য ফ্রিল্যান্সার খুঁজবে।
মোটকথা, আমরা এই আলোচনায় যে সকল ওয়েবসাইটের নাম বলব, সেগুলো একইসাথে একেকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এবং আউটসোর্সিং ওয়েবসাইট।
ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট (জাভাস্ক্রিপ্ট)
ছয় মাসের চেষ্টায় সার্টিফাইড ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন! এই ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে ফ্রন্ট এন্ড, ব্যাক-এন্ড ও ডেটাবেজসহ সম্পূর্ণ ওয়েবসাইট এবং হাইব্রিড মোবাইল অ্যাপ ডেভেলপ করার মতো দক্ষতা অর্জন করতে পারবেন।
https://bohubrihi.com/track/full-stack-web-development-with-javascript-mern/?wpam_id=2554
Be a certified full stack developer in just months. Master front-end, back-end and server-side web & mobile application development with JavaScript, React, Node.