ND TV.com

ND TV.com সত্যের সন্ধানে সবখানে সবার আগে

চট্টগ্রামে সনাতনী মন্দিরে গনেশ পুজা করার সময় হামলা।
08/09/2024

চট্টগ্রামে সনাতনী মন্দিরে গনেশ পুজা করার সময় হামলা।

আবারো রাত জাগার আরেকটা সুযোগ হয়ে গেলো।⚔️জার্মানি 🇩🇪🆚🇧🇬হাঙ্গেরি।♦️উয়েফা নেশনস লীগ।🕔 সময়ঃ আজ রাত ১২.৪৫ মিনিট।  শুভ কামনা র...
07/09/2024

আবারো রাত জাগার আরেকটা সুযোগ হয়ে গেলো।
⚔️জার্মানি 🇩🇪🆚🇧🇬হাঙ্গেরি।

♦️উয়েফা নেশনস লীগ।
🕔 সময়ঃ আজ রাত ১২.৪৫ মিনিট।
শুভ কামনা রইলো জার্মানির জন্য 🖤♥️💛
| | |

07/09/2024

সম্প্রতি কিশামত বদি উচ্চ বিদ্যালয় ঘিরে সারা দেশে একটি বিষয় ফুটে উঠে, সেটি হচ্ছে স্বজনপ্রীতি! আজকে আমাদের একদল প্রতিনিধি সরেজমিনে গিয়ে সম্পূর্ণ ঘটনার সত্যতা যাচাই করার জন্য।

তারই ধারাবাহিকতায় কিশামত কবিরাজ এলাকার স্থানীয় প্রবীণ এবং সাবেক মেম্বার (১৯৯২- ২০০২) মোহাম্মদ আব্দুল কাদের, যিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই সবকিছুর প্রত্যক্ষদর্শী সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেছেন।

পুরো ঘটনা আমরা রিপোর্ট আকারে খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো।

..নতুন বাংলাদেশে নতুন আরেকটি ইতিহাস সূচনা হলো🇧🇩দ্বিতীয় টেস্টে পাকিস্তান কে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ..!সিরিজ জিতলাম ২-০...
03/09/2024

..
নতুন বাংলাদেশে নতুন আরেকটি ইতিহাস সূচনা হলো🇧🇩
দ্বিতীয় টেস্টে পাকিস্তান কে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ..!
সিরিজ জিতলাম ২-০ তে.. 🇧🇩
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপে ৪র্থ স্থানে উঠে এসেছে টাইগার্সরা.. 🇧🇩

🚨খুব সম্ভবত বাংলাদেশের গ্রেটেস্ট এভার টেস্ট ইনিংসের একটা খেললেন লিটন দাস। ২৬ রানে ছয় উইকেট পড়া একটা দলকে লিডের সুঘ্রাণ দ...
01/09/2024

🚨খুব সম্ভবত বাংলাদেশের গ্রেটেস্ট এভার টেস্ট ইনিংসের একটা খেললেন লিটন দাস। ২৬ রানে ছয় উইকেট পড়া একটা দলকে লিডের সুঘ্রাণ দেওয়া চাট্টিখানি কথা না, লিটন সেটাই দিয়েছেন...

ওয়েল ডান এলকেডি...

| | | | |

এই প্রথম..!🚨৩০ রানের নিচে প্রথম ৬ উইকেট হারানো ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেই এই প্রথম দেখল কোনো ১৫০ রান জুটি, লিটন...
01/09/2024

এই প্রথম..!
🚨৩০ রানের নিচে প্রথম ৬ উইকেট হারানো ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেই এই প্রথম দেখল কোনো ১৫০ রান জুটি, লিটন-মিরাজ কল্যাণে...

Litton Kumer Das  🔥 ক্লাসিক্যাল স্টাইল 🥵🚨ফিফটি,টেস্টের লিটন একটু বেশিই বিশেষ.....🔥পাকিস্তান সিরিজে ব্যাক টু ব্যাক হাফ সে...
01/09/2024

Litton Kumer Das 🔥 ক্লাসিক্যাল স্টাইল 🥵
🚨ফিফটি,টেস্টের লিটন একটু বেশিই বিশেষ.....
🔥পাকিস্তান সিরিজে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি তুলে নিলেন লিটন দাস।

31/08/2024

🚨এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশ।
২৭৪ রানের জবাবে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে ৩৮০ বা ৪০০ রান করতে পারে তাহলে আর ঠেকাই কে..
নাচতে নাচতে ম্যাচ জিতে যাবে টাইগাররা।
তবে ম্যাচ জিততে হলে আগামীকালের প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কারণ ওই ৩০ ওভার যেকরেই হোক কাটিয়ে দিতে হবে টপ অর্ডারদের।
বিশেষ করে শান্তর কাছে সুদ সহ একটা সেঞ্চুরি পাওনা হয়ে গেছে বাংলাদেশের। যেটা তার আগামীকাল পরিশোধ করে দেয়া উচিত..

31/08/2024

বাহ্! সকাল সকাল ভালো লাগার একটি ভিডিও!
ঠাকুরগাঁও চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা মাফ চেয়ে ফুল দিয়ে বরণ করছে।
শিক্ষক জাতি গড়ার কারিগর। অতি উৎসাহী হয়ে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করা কখনোই কাম্য নয়।

27/08/2024

🔔🔔আঞ্চলিক পোস্ট 🔔🔔
🐟বৈরালি মাছ🐟
লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীতে পানি সংকটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বৈরালি মাছ। ব্যাপক চাহিদা থাকলেও সুস্বাদু এই মাছটি জেলেদের জালে আর আগের মতো ধরা পড়ে না। যেটুকু পাওয়া যায় বাজারে তা বিক্রি হয় অত্যধিক চড়া মূল্যে। উত্তরাঞ্চলে অসম্ভব জনপ্রিয় এই মাছ।

স্থানীয়ভাবে বৈরালি বা বৈরালী নামে পরিচিত এই মাছটিকে ভারতের পশ্চিমবঙ্গে ডাকা হয় বোরালি নামে। বই-পত্রেও এটি বোরালি নামে চিহ্নিত। বোরালি মাছের বৈজ্ঞানিক নাম-বারিলিয়াস বারিলা (Barilius Barila)। এটি মূলত স্বচ্ছ পানির মাছ। পাহাড় বেয়ে নেমে আসা নদী তিস্তা-ধরলায় এই মাছ পাওয়া যায়। তিস্তা-ধরলার ধারা নামায় ব্রহ্মপুত্র নদীতেও এই মাছ কিছু পরিমাণে মেলে। বাংলাদেশে কেবল উত্তরের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামেই এই মাছ পাওয়া গেলেও বৈরালি বা বোরালি মাছের বিস্তার ভারত, নেপাল, মিয়ানমারের পাহাড়ি নদীগুলো জুড়েই।

বোরালি মাছ সর্বোচ্চ ৬-৭ ইঞ্চি বা ১০ সেন্টিমিটার লম্বা এবং প্রস্থে প্রায় ১ ইঞ্চি আকারের হয়ে থাকে। রূপালী রঙের মাছটির গায়ে ছোট ছোট আঁশ, পিঠের রং হালকা মেটে। পেটের নিচে হলুদ দাগ থাকে। মাছটির পুঁটি মাছের মতো কাঁটা থাকলেও তা খুবই নরম। বৈরালি মাছ গ্রীষ্মকালীন সময়ে বংশ বিস্তার করে থাকে।

বৈরালি খুবই সুস্বাদু মাছ। সাধারণত বৈরালি মাছ ভুনা করে রান্না করা হয়। এছাড়াও কেউ কেউ আলু, পটল, ঝিঁঙ্গার মিশেল দিয়ে হালকা ভাজি করে। এছাড়াও আলুর ডালের মধ্যেও বৈরালি মাছ দিয়ে রান্না করেন অনেকে। এর স্বাদের তুলনা হয় না।

26/08/2024

🚨রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে রিজওয়ানের উপর হতাশা প্রকাশ করতে দেখা যায় সাকিবকে...
So,সাকিবকে ম্যাচ ফির ১০% অর্থ জরিমানা করেছে আইসিসি!!

#

26/08/2024

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে পানির চাপ বাড়ায় ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেটগুলো খুলে দেয়া হয়। এতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পাশাপাশি বাংলাদেশেও নতুন করে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

26/08/2024

🚨বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে টসে জিতে পাকিস্তান শাহীনস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে...!

26/08/2024

🚨চুক্তি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় করলে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন দিতে হবে হাথুরুসিংহেকে।

হাতুড়িকে বর্তমানে বেতন দেওয়া হয়ে ২৫০০০ ডলার ট্যাক্স মিলিয়ে যা দাঁড়ায় ৩৫০০০ ডলারে।

হাতুড়িকে স্যাকড করলে এখন ১০৫০০০ ডলারের মতো ক্ষতিপূরণ দেওয়া লাগবে!

25/08/2024

দীর্ঘ ৩৭ দিন পর নগরবাসীকে স্বস্তি দিতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এতে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা ব্যাপক উচ্ছ্বসিত

25/08/2024

লিটন কুমার দাস পাকিস্তানের বিরুদ্ধে এনার্জেটিক ব্যাটার অফ দ্যা ম্যাচ হয়েছেন। পুরস্কারের সম্পূর্ণ অর্থ বন্যার্তদের মাঝে দান করে দিয়েছেন।

25/08/2024

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আনসার বিলুপ্তের দাবী উঠছে, আপনি কি এই দাবী সমর্থন করেন?

25/08/2024

🇧🇩🔥 নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশ!
🚨পাকিস্তানকে তাদের ঘরের মাঠে-ই টেস্ট ক্রিকেটে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ!!🇧🇩🔥

এ যেনো নতুন বাংলাদেশ ! এইভাবেই বাংলাদেশ পারফরমেন্স ধরে রাখতে হবে..🔥🇧🇩 💪

NDTV

🇧🇩🔥 নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশ! 🚨পাকিস্তানকে তাদের ঘরের মাঠে-ই টেস্ট ক্রিকেটে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ!!🇧🇩🔥 এ যে...
25/08/2024

🇧🇩🔥 নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশ!
🚨পাকিস্তানকে তাদের ঘরের মাঠে-ই টেস্ট ক্রিকেটে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ!!🇧🇩🔥

এ যেনো নতুন বাংলাদেশ ! এইভাবেই বাংলাদেশ পারফরমেন্স ধরে রাখতে হবে..🔥🇧🇩 💪

25/08/2024

পাকিস্তানকে হারিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস

25/08/2024

ঢাকা চট্রগ্রাম হাইওয়ে দিয়ে শতশত ট্রাক ও কাভার্ড ভ্যান বোঝাই শুকনো খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাবার যাচ্ছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের দিকে।।

25/08/2024

🚨অবশ্যই এই টেস্ট ম্যাচে পাকিস্তান দলের থেকে বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং পরিকল্পনা সব জায়গাতেই পাকিস্তানের থেকে ভালোভাবেই এগিয়েছিল বাংলাদেশ।
তবে শান্ত বাহিনীকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
নতুন বাংলাদেশে... নতুন ক্রিকেট বোর্ডের অধীনে.. শুরু হোক নতুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যাত্রা

25/08/2024

Back to Back Four 🔥🔥✅💪
BANGLADESH NEED 12 RUNS 💪

25/08/2024

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেষ্ট জয়ের পথে বাংলাদেশ! ১৬ ওভার বল করে ৪০ রানে ৩ উইকেট নিয়ে বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছে সাকিব আল হাসান।

25/08/2024

আজ কি একটা ইতিহাস হবে...?
🔥🚨এর আগে বাংলাদেশ কখনো টেস্টে ১০ উইকেট এ জিতে নাই ।

আজকে কি পারবে জিততে ..❓

25/08/2024

বাংলাদেশের জিতার জন্য প্রয়োজন ৩০ রান

🚨২৬তম ওভারের খেলা চলছিল। নাহিদ রানার বলে বাবর আজমের একটা অনড্রাইভ বাঁদিকে ডাইভ দিয়ে চার বাঁচালেন সাকিব আল হাসান, পরের বল...
25/08/2024

🚨২৬তম ওভারের খেলা চলছিল। নাহিদ রানার বলে বাবর আজমের একটা অনড্রাইভ বাঁদিকে ডাইভ দিয়ে চার বাঁচালেন সাকিব আল হাসান, পরের বলেই আউট বাবর; পরের ওভারেই সাকিব ফেরালেন সাদ শাকিলকে...

কয়েক ওভার পরের ঘটনা, ব্যাটিং স্ট্যান্সে দাঁড়িয়ে হঠাৎ থেমে যান মোহাম্মদ রিজওয়ান, হতাশ সাকিব রাগ প্রকাশ করেন রিজওয়ানের মাথার উপর দিয়ে লিটনের কাছে বল ছুঁড়ে। আম্পায়ার বিরক্ত হন সাকিবের উপর, সাকিবও আম্পায়ারের বিরক্তি মেনে নেন...

মুখে মানলেও অন্তরে যে মানেননি প্রমাণ হয় পরের বলে, ডিপ মিড উইকেটে ঠেলে রিজওয়ান এক রান নিলে সাকিব চিৎকার করে নিজের উপর নিজের বিরক্তি প্রকাশ করেন। সেই ওভারেই আউট করেন সেট ব্যাটার আবদুল্লাহ শফিককে...

এসব ছোট ছোট ব্যাপার ম্যাচে অনেক বড় ভূমিকা রাখে। কখনো কখনো আগ্রাসন ভেতর থেকে ফাইট বের করে আনে, আর সেই ফাইট থেকেই ম্যাচ জয়ের রসদ মেলে...

#

25/08/2024

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধ

24/08/2024

🚨- জরুরি রেট এলার্ট🚩
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবশেষ আপডেট।।

পিডিবির ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের দুপুর ২ টা ১০ মিনিটে জানালো, কাপ্তাই লেকের পানির আজ দুপুর ২ টা পর্যন্ত ১০৭.৬৩ ফুট মীন সি লেভেল। যদি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট মীন সি লেভেল এর কাছাকাছি বা ক্রস করে তাহলে সন্ধ্যায় কাপ্তাই স্পীল ওয়ের ১৬ টি গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।





দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচির কামড়ে প্রাণ গেল ভাতিজা মো. সুমন। সুমন দশপাড়া ...
24/08/2024

দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচির কামড়ে প্রাণ গেল ভাতিজা মো. সুমন। সুমন দশপাড়া গ্রামের মৃত শাহজালালের ছেলে। সে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ND TV.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share