Islamic Media Satkhira

  • Home
  • Islamic Media Satkhira

Islamic Media Satkhira Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Media Satkhira, Media/News Company, .

আলহামদুলিল্লাহ, আছি আত্মশুদ্ধির শ্রেষ্ঠ স্থান, চরমোনাই এর ময়দান। তালিম তারবিয়াতে বয়ান করছেন......সৈয়দ মুফতি ফয়জুল ক...
17/03/2024

আলহামদুলিল্লাহ, আছি আত্মশুদ্ধির শ্রেষ্ঠ স্থান, চরমোনাই এর ময়দান।
তালিম তারবিয়াতে বয়ান করছেন......
সৈয়দ মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই।

আসিলাম চরমোনাই বসিলাম ময়দানে জীবনটা পাল্টে নেবো তিন দিনের বয়ানে, কি বাতি জ্বলেরে অঘ্রাহন আর ফাল্গুনে।
02/03/2024

আসিলাম চরমোনাই বসিলাম ময়দানে জীবনটা পাল্টে নেবো তিন দিনের বয়ানে, কি বাতি জ্বলেরে অঘ্রাহন আর ফাল্গুনে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে দাওয়াতি পক্ষ পালনে সাতক্ষীরা পুলিশ সুপার (SP) জনাব মুহাম্মদ মতিউ...
20/02/2024

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে দাওয়াতি পক্ষ পালনে সাতক্ষীরা পুলিশ সুপার (SP) জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের সাথে সংগঠনের ক্যালেন্ডার, ডায়েরিসহ ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়।

পীর সাহেব চরমোনাই ঘোষিত জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত আজ সকাল ৮.৩০ মিনিটে সাতক্ষীরা জেলা প্রেসক্লাবে...
25/01/2024

পীর সাহেব চরমোনাই ঘোষিত জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত আজ সকাল ৮.৩০ মিনিটে সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সামনে ব্রাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার আসিফ স্যারকে অন্যায় ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

09/01/2024
একতরফা নির্বাচনে ভোট না দেওয়ার জন্য সকলকে আহবান করেছেন পীর সাহেব চরমোনাই।
07/01/2024

একতরফা নির্বাচনে ভোট না দেওয়ার জন্য সকলকে আহবান করেছেন পীর সাহেব চরমোনাই।

জরুরী নোটিশ....... ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল, নেতা,কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি...
06/01/2024

জরুরী নোটিশ.......

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল, নেতা,কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।
যদি কোন দায়িত্বশীল, কর্মী ও সদস্য এই ডামি নির্বাচনে কোন ভাবে অংশগ্রহণ করেন বা ভোট প্রদান করেন।
চাই তা প্রভাবের কারণে হোক,
অথবা লোভের কারণে হোক
কিংবা অভাবের কারণে হোক।
এবং তাহা প্রমাণিত হয়।

তাহলে আপনার জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দুটি পথ রয়েছে
নাম্বার-১ আপনি নিজেই সংগঠন থেকে অব্যাহতি নিয়ে নেবেন।

নাম্বার -২ সংগঠন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করে দিবে।

সালামান্তে
প্রভাষক কাজী ওয়েজ কুরনী
সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ
সাতক্ষীরা জেলা

01/01/2024

একটি শোক সংবাদ
সাতক্ষীরা সুলতানপুর ডে নাইট কলেজের পাশে প্রবীণ মুজাহিদ জাহাঙ্গীর ভাইয়ের ভগ্নিপতি অর্থাৎ পপি আপার স্বামী রাত ৮ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা সকাল ৭ টায় পি এন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হলো।

01/01/2024

জরুরী নোটিশ.......

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল, নেতা,কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।
যদি কোন দায়িত্বশীল এই ডামি নির্বাচনে কোন ভাবে অংশগ্রহণ করেন বা ভোট প্রদান করেন।
চাই তা প্রভাবের কারণে হোক,
অথবা লোভের কারণে হোক
কিংবা অভাবের কারণে হোক।
এবং তাহা প্রমাণিত হয়।

তাহলে আপনার জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দুটি পথ রয়েছে
নাম্বার-১ আপনি নিজেই সংগঠন থেকে অব্যাহতি নিয়ে নেবেন।

নাম্বার -২ সংগঠন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করে দিবে।

সালামান্তে
প্রভাষক কাজী ওয়েজ কুরনী
সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ
সাতক্ষীরা জেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলার পক্ষ থেকেএকতরফা প্রহসনের নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে মহামান...
27/12/2023

ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলার পক্ষ থেকে
একতরফা প্রহসনের নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে মহামান্য রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।

26/05/2023
20/05/2023
আম পানছড়ি ক্ষতিগ্রস্ত এলাকায় পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে নগদ অর্থ 10 লক্ষ টাকা বিতরণ।
17/07/2020

আম পানছড়ি ক্ষতিগ্রস্ত এলাকায় পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে নগদ অর্থ 10 লক্ষ টাকা বিতরণ।

 #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ_এর_পক্ষ_থেকে_আম্পান_বিধ্বস্ত_সাতক্ষীরা_জেলার_আশাশুনি_উপজেলায়_নগদ অর্থ প্রদান ।আজ সোমবার ০৮/০৬...
09/06/2020

#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ_এর_পক্ষ_থেকে_আম্পান_বিধ্বস্ত_সাতক্ষীরা_জেলার_আশাশুনি_উপজেলায়_নগদ অর্থ প্রদান ।

আজ সোমবার ০৮/০৬/২০২০ সকাল ০৯:০০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর আলহাজ্ব হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে আম্পান বিদ্ধস্ত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।আলহাজ্ব মাওলানা মুহা: রুহুল আমিন সাহেবের সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা ছদর (সভাপতি) আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান, বামুক সহ-সভাপতি আলহাজ্ব মো: নূর নবী, কৃষি বিষয়ক সম্পাদক তোছাদ্দেক হোসেন খোকা, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক খুলনা বিভাগ ডাঃ কাজী মো: ওয়েজ কুরণী, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঘূর্ণীঝড় আম্পান বিদ্ধস্থ আশাশুনি উপজেলাকে বন্যা মুক্ত রাখার জন্য মজবুত, টেকশই ও স্থায়ী বাঁধের বিকল্প নেই। সুপেয় পানি ও প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বন্যা কবলিত মানুষের মাঝে পৌছে দেওয়ার জন্য তিনি সরকারকে আহবান জানান।তিনি হিন্দু পরিবার সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাঃ মো: মাহবুবুর রহমান, মো: শহিদুজ্জামান, ডাঃ মো: আইয়ুব আলী, মো: মোশাররফ হোসেন, শেখ মো: শাহিনুর রহমান, মো: ইয়াহিয়া আলম, মো: কাইকাউস সরদার সহ আশাশুনি উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোনল বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ঘূর্ণীঝড় আম্পানে দুর্গত এলাকার ক্ষতিগ্রস্থ জনগনের পাশে দাড়ানোর জন্য সংগঠনের নেতাকর্মী সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। সেই সাথে সরকারকে দুর্গত মানুষের জন্য জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।

চলছে চলবে ।
10/08/2019

চলছে চলবে ।

10/08/2019

27/07/2019 কর্মিটোলা হাই স্কুল মাঠ খিলক্ষেত বয়ান পেশ করছেন , সারা বাংলায় আলোরন সৃষ্টি কারি বক্তা,কোটি মানুষের হৃদয়ের ...

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ইসলমী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিচ্ছেন ডাঃ কাজী ...
10/08/2019

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ইসলমী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিচ্ছেন
ডাঃ কাজী মোঃ ওয়েজ কুরণী,
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Media Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share