Injum Aryan Roy Page

  • Home
  • Injum Aryan Roy Page

Injum Aryan Roy Page
(1)

08/05/2022

Stay up-to-date with all the latest sporting events by following us.

29/06/2021
18/01/2021
14/01/2021

Gulshan Kumar and T-Series presents Bhushan Kumar's "Mehendi Wale Haath" a brand new song in the voice of “Guru Randhawa” featuring Sanjana Sanghi lyrics by ...

04/01/2021

30/10/2020
22/10/2020

যার কেউ নেই তার জন্য সালমান খান আছে।(বলিউড ফিল্ম ইন্ড্রাস্টিতে)গতকাল পূজা ভাট একটি টুইট করেন যে যেন কেউ ফারাজ খান কে সাহ...
18/10/2020

যার কেউ নেই তার জন্য সালমান খান আছে।(বলিউড ফিল্ম ইন্ড্রাস্টিতে)

গতকাল পূজা ভাট একটি টুইট করেন যে যেন কেউ ফারাজ খান কে সাহায্য করে এগিয়ে আসেন।তারপর মেগাস্টার সালমান খান ৯০ দশকের বলিউড অভিনেতা ফারাজ খান কে সহায়তা করার জন্য এগিয়ে আসেন।ফারাজ খান দীর্ঘ সময় ধরে চেস্ট ইনফেকশন এবং কাশি তে ভুগছিলেন।চিকিৎসা কস্ট প্রায় ২৫ লাখ এর মতো যেটা সালমান খান টিম পরিশোধ করেছেন।

এ ব্যাপারে কাশমিরা শাহ ইন্সটাগ্রাম পোস্টে সালমান খান এর প্রশংসা করেন এবং তিনি আরো যোগ করেন "I think Salman Khan is the most genuine person i have ever meet in this film industry "

ফারায খান খুব বেশি মুভিতে অভিনয় করেন নি।নব্বই দশকে Fareb এবং Mehndi এর মতো মুভিতে অভিনয় করেছেন।

**জানার ব্যাপার হচ্ছে ফারাজ খানকে প্রথমে ম্যায়নে পেয়ার কিয়া মুভিতে লিড রোলে অফার করে হয়েছিল। পরে ফারাজ খান অসুস্থ থাকার কারণে সালমান খান রিপ্লেস করেন।

আপ কি আদালত শো এ রজত শর্মা একবার সালমান খান কে প্রশ্ন করেন "আপনি আপনার আয়ের ৯০ শতাংশ বিং হিউম্যান ফাউন্ডেশন এ দান করেন " এ ব্যাপারে সালমান খান বলেন অ্যামাউন্টটা ৯০ শতাংশ না হলে ও হিউজ পরিমাণে।

আপনি হ্যাটার হন আর যাই হন ভালো কাজগুলো নিয়ে ও যদি আপনি ট্রল করেন আমার মনে হয়না আপনার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু আছে!!!

এভাবে ভালো কাজ করতে থাকুন। হাজারো লাখো কোটি মানুষের মনিকোঠায় স্থান নিতে থাকুন।ভালো কাজগুলো ছড়িয়ে যাক, তা দেখে যদি হ্যাটার্সদের জ্বলে যায় তাহলে জ্বলে যাক।
(Abir Khan)

একজন ছোট্ট সালমানিয়াকের গল্প! ২০১৭ সাল, তখন আমার বয়স ১৩ চলছে!ভাইজানের ব্যাজ পরার খুব শখ একেবারে ছোটো বেলা থেকেই!কিন্তু ক...
18/10/2020

একজন ছোট্ট সালমানিয়াকের গল্প!
২০১৭ সাল, তখন আমার বয়স ১৩ চলছে!
ভাইজানের ব্যাজ পরার খুব শখ একেবারে ছোটো বেলা থেকেই!
কিন্তু কোথাও খুজে পাচ্ছিলাম না - একদিন ফরিদপুর নিউমার্কেটে গেলাম! সেখানে ভাইজানের ব্যাজ দেখতে পেলাম, সাথে আমার ফ্রেন্ড ছিলো, ওকে বললাম ওইটা নিবো!
ও বললো "আচ্ছা চল"!
কসমেটিকের দোকান ছিলো!
গিয়ে দেখলাম দোকান মালিকের হাতেও সেইম ব্যাজ!
উনি বলল কি লাগবে!?
---সালমান খানের ব্যাজ!
কার জন্য!?
--আমার জন্য
সালমানের ফ্যান!?
- হ্যা

তোমার হাতের গুলা তো হবে না!!!
(মন ভেঙ্গে গেলো!)
আমি বললাম বড় গুলাই দেন!

কি করবে!?
--যেদিন বড় হই সেদিন পরব!

উনি হেসে দিয়ে বললেন -আচ্ছা

এই বলে একটা বড় ব্যাজ বের করে দিলেন যা আমার দুই হাতেও পরা যাবেনা!

তাও নিলাম!
উনি বলল টাকা লাগবে না যাও!
আমি বললাম -না নিন!
কয়েকবার জোড়াজুড়ির পর নিলেন! তবে অর্ধেক টাকা ফেরত দিলেন!

আমি চলে আসার সময় বললেন" ছোটো বেলায় আমিও তোমার মতো ছিলাম!❤️

সালমান মানেই ভালোবাসা!
সালমান মানেই হাজারো আবেগ!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Injum Aryan Roy Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Injum Aryan Roy Page:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share