25/01/2024
যে তিনটি রোজা সারা বছর রোজার সমান!
আগামী পরশু থেকে শুরু হচ্ছে আইয়ামে বীদের রোজা। আইয়ামে বীদ বা আইয়্যামে বীয বলা হয় আরবী মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ। কারণ, এ তারিখগুলোতে পূর্ণিমার আলোর কারণে রাতগুলো উজ্জ্বল আলোতে উদ্ভাসিত থাকে।
এই তিনদিন রোজা রাখা নবীজি (ﷺ)-এর সুন্নাহ। ইবনু মিলহান আল-ক্বায়সী (রহঃ) হতে বর্ণিত: তাঁর বাবা বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) আইয়্যামে বীদ অর্থাৎ চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি (ﷺ) বলেছেন, এগুলো সারা বছর রোজা রাখার সমতুল্য। (সুনানে আবু দাউদ ২৪৪৯)
এই হিসেবে আগামী পরশু থেকে রজব মাসের আইয়ামে বীদ এর সিয়াম শুরু। অর্থ্যাৎ শুক্রবার-শনি- রবি, ২৬-২৭-২৮ শে জানুয়ারী। আবার সোম ও বৃহস্পতিবার সিয়াম রাখা নবীজির সাপ্তাহিক আমল ছিল। তাই কেউ চাইলে (বৃহস্পতি বার ২৫ তারিখ থেকে একাধারে সোমবার ২৯ তারিখ পর্যন্ত) ৫ দিন সিয়াম পালন করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আরেকটি সুন্নতের ওপরও আমল হয়ে যাবে ইন শা আল্লাহ্।
Page:S a Y e M a