02/08/2023
"দেহের চাহিদায় গ্রামের সুন্দরী ভোলাভাল মেয়েকে বিয়ে করতে গিয়েছিলেন তৃণাল সাহেব?শুনে রাখুন আমি কিন্তু অতটাও ভোলাভালা নই!"
নববধূ মায়শার মুখে এরূপ কথায় একটু নয়, বরং অনেকটাই অবাক এবং রাগান্বিত হয় তৃণাল।সে জানে যে গ্রামের মেয়েরা ভোলাভালা হয় কিন্তু এতো পুরাই আগুন।তৃণাল কিছু বলতে এগিয়ে আসার পূর্বেই নববধূ মায়শা খাট থেকে নেমে গটগট করে ওয়াসরুমে চলে যায়।তৃণাল অবাক দৃষ্টিতে তাকিয়েই থাকে।
"শালা বাপে আমারে কি মাইয়ার সাথে বিয়া দিল।এর থেকে তো আমার শহুরে গার্লফ্রেন্ড ভালো ছিল।কত সুন্দর করে বলতো,"বাবু আসো,আমার পাশে বসো।বাবু আমাকে কেমন লাগছে!"
ইশ,আল্লাহ তুমি আমার কপালে আমার শহুরে গার্লফ্রেন্ডের মতো মেয়ে না দিয়ে এমন রনচন্ডি কেন লিখলা!"
"আবোলতাবোল বকবক না করে ফ্রেশ হয়ে আছেন!"
হঠাৎ কোনো মেয়ের রুদ্র কন্ঠে তৃণাল চমকায়।সে ভাবতেই পারেনি এতদ্রুত মায়শা ফ্রেশ হয়ে ফিরে আসবে।তৃণাল অবাকতা শেষ হওয়ার পূর্বেই মায়শা খাটে গিয়ে শুয়ে পরে।তৃণালের এবার নিজেকেই বোকাবোকা লাগছে। চুপচাপ ওয়াসরুম থেকে ফ্রেশ হয়ে আসে সে।
"ওযু করে এসেছেন?"
"আপনি না শুয়ে পড়লেন তাহলে আমাকে এ প্রশ্ন করছেন কেন?"
"নফল নামাজ পড়বো একসাথে।এখন বলুন ওযু করে এসেছেন?"
"না!"
"এখনি গিয়েই ওযু করে আসবেন।দ্রুত!"
তৃণাল হসপিটালের করিডোরে দাঁড়িয়ে সেই বিয়ের রাতের কথাই ভাবছে।আজ সে একজন পিতা হতে যাচ্ছে।আজ তার রণচন্ডি বউটা ব্যথায় কাঁদছে।যে মেয়েটা বিয়ের দিন বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার পর আর কাঁদেনি,সে মেয়েটা আজ কাঁদছে।
"বাবু চিন্তা করিস না আমার মেয়ের কিচ্ছুটি হবে না!"
জোহরা খাতুনের কথায় তৃণাল মায়ের দিকে তাকায়। মা'কে জড়িয়ে ধরেই কেঁদে দেয়।বলে,
"মা,আজ থেকে দুইবছর পূর্বে যখন তোমরা মায়শাকে আমার করে দিলে তখন আমি ওর ব্যবহারে ক্ষতবিক্ষত হয়েছিলাম। ভেবেছিলাম তোমরা আমার জন্য ভুল কাউকে এনেছো। কিন্তু মা, তুমি তো আমার জন্য হিরা এনেছিলে।আমার বিপদে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে।মা,ওর কিছু হলে যে আমি জীবিত থেকেও মরে যাবো!"
তৃণালের এমন কান্না দেখে অনেকেই ভাবছে হয়তো তাঁর কেউ মারা গেছে। কোনো ছেলে যে লোকসম্মুখে কাঁদতে পারে তাকে না দেখলে বোঝা যেতো না। তৃণালের কান্নার মাঝেই একটা নার্স বেরিয়ে আসে।হাতে আল্লাহর দেওয়া ছোট্ট একটা নিয়ামত।নার্সটা এগিয়ে এসে বলে,
"কংগ্রেচুলেসন মিষ্টার।আপনি আজ কন্যা সন্তানের পিতা হয