Teknaf Bulletin

  • Home
  • Teknaf Bulletin

Teknaf Bulletin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Teknaf Bulletin, Media/News Company, .

07/11/2022

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দা কিরিস নিয়ে কুপিয়ে গুরুতর জখম,আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম রেফার।

টেকনাফ সদর নাজির পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদ মিয়ার ছেলে আবুল ফয়াজ নামের এক টমটম ড্রাইভারকে দা কিরিস দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।রক্তাক্ত অবস্থায় তাকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।তার অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে সেখান থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে আহত আবুল ফয়েজ এর মা জুলেখা বেগম বলেন,আমার ছেলেকে বিয়ে সংক্রান্ত তুচ্ছ কথা নিয়ে তর্কাতর্কি করে খোকন,নুরুল ইসলাম,গুরা মিয়া,হেলাল,জলাল,কেফায়েত উল্লাহসহ আরও কয়েকজন মিলে আমার ছেলেকে মেরে রক্তাক্ত জখম করেছে।

বিস্তারিত ভিডিও চিত্রে....

14/10/2022
13/10/2022

জমি বিরোধের জেরে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার ২ নং ওয়ার্ডের মৃত আব্দুল কাদেরের ছেলে বাবুল আহমদকে মারধরের অভিযোগ উঠেছে।এ বিষয়ে তিনি বাদী হয়ে টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন....
বিস্তারিত ভিডিও চিত্রে....

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব‍্যাখ‍্যাসংবাদ বিজ্ঞপ্তি ::কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক মেহেদী ও কয়েকটি অনলাইন পত্রিকায় রব...
09/10/2022

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব‍্যাখ‍্যা

সংবাদ বিজ্ঞপ্তি ::

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক মেহেদী ও কয়েকটি অনলাইন পত্রিকায় রবিবার ৯ অক্টোবর "টেকনাফ শ্রমিকলীগের আহ্বায়ক হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ডন শাহজাহান" শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোছর হয়েছে।উক্ত সংবাদের একাংশে ঢালাওভাবে মিথ্যাচারের আশ্রয় নিয়ে কাপে প্রবাহিত করার চেষ্টা চালানো হয়েছে, যা "উদোর পিন্ডি বুদোর ঘাড়ে" চাপানোর মত।
এলাকার কিছু কুচক্রীমহল আমদের বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মান ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উক্ত সংবাদে উখিয়া টেকনাফের সাবেক সফল সংসদ সদস্য এ অঞ্চলের প্রানপ্রিয় নেতা আলহাজ্ব আব্দুর রহমান বদি'সহ জেলা ও কেন্দ্রীয় শ্রমিক লীগের শীর্ষ নেতাদের নিয়ে মিথ‍্যাচার ও কুরুচিপূর্ণ অপবাদ সাজানো হয়েছে তা সত‍্যিই দুঃখজনক।

সংবাদটি পড়লে যেকোন সাধারণ মানুষও সহজে বুঝতে পারবে যে রাজনৈতিক মধ্যেমে ষড়যন্ত্রের জালে আটকানোর পায়তারা চালিয়ে যাচ্ছে যা সম্পূর্ণ মিথ‍্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

আমি এলাকার জনকল্যাণে নিজেকে সবসময়ই নিয়োজিত রাখি,জনগণের সুখে দুখে পাশে থাকি বিধায় আমার এলাকার মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তায় প্রথম বার টেকনাফ সদর থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই,গতবার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব‍্যবধানে আমি হেরে যাই,তবু নিজেকে সবসময়ই এলাকার মানুষের কল‍্যাণে নিয়োজিত রেখেছি।পাশাঁপাশিঁ খেলাধুলার মাধ‍্যমে যুবসমাজকে মাদকের ভয়াবহতার করাল ঘ্রাস থেকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তার সাথে আমার সম্পর্ক ভালো ছিলনা যার করণে আমি তালিকায় আসছি,মাদক ব‍্যবসা করে নয়,সেটি আমার এলাকায় সুস্তভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে।আমি যে কটি মামলার শিকার হয়েছি সবকটিই মিথ্যা মামলা ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

রাজনীতি করতে গেলে প্রতিপক্ষ থাকে,নির্বাচন করতে গেলেও প্রতিপক্ষ থাকে,তাই এসব তালিকা,মামলা ও অপপ্রচার সম্পূর্ণ প্রতিপক্ষের ষড়যন্ত্রের একটি নীল নকশা মাত্র।

আমি খুবই সাধারণভাবে দেশের সকল আইন মেনে সামাজিক পারিবারিক জীবন যাপন করে আসছি।মিশুক নিরহংকারী ও পরোপকারী মানুষ হিসেবে এলাকায় আমার খুবই জনপ্রিয়তা ও গ্রহনযোগ‍্যতা রয়েছে,একটি চিহ্নিত কুচক্রী মহল আমার সুনাম ও মান সন্মান নষ্ট করে সামাজিকভাবে হেয় করার জন‍্য আমার বিরুদ্ধে এমন মিথ‍্যা প্রপাগন্ডা ছড়াচ্ছে।
আমার রাজনৈতিক প্রতিপক্ষরা মিলে আমার বিরুদ্ধে অপপ্রচার করে আসছে।

উক্ত সংবাদের একাংশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
উল্লেখ্য,আমার পিতা দীর্ঘ চল্লিশ বছর থেকে এতদঞ্চলের মাটি ও মানুষের জন‍্য রাজনীতি করে আসছেন।তিনি প্রথমে আশিঁর দশকে টেকনাফ সদর ২ নং ওয়ার্ড থেকে ইউপি মেম্বার,পরে সদর ইউপির সফল চেয়ারম্যান,সফলতা ও সুনামের সাথে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক ক‍্যারিয়ারে আমার পিতার রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন সময় আমাদের পরিবার নিয়ে ষড়যন্ত্রের নীল নকশা আকঁতে লিপ্ত রয়েছে।এমনকি আমার আপন বড় ভাই টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদকে গুম করে ফেলে,দীর্ঘ ৭ বছর আমার ভাইয়ের সন্ধান পাইনি।আমি টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়েও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।এসব ষড়যন্ত্র সেকাল থেকে একাল অবধি লাগাতার চালিয়ে আসছে তাই আজকের দিনেও আমাদের প্রতিপক্ষরা ক্ষান্ত হয়নি।

আমাকে ডন বানিয়ে মিথ‍্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের নীল নকশা এঁকে আওয়ামীলীগ তথা মুজিবাদর্শের রাজনীতি থেকে দমাতে পারবেনা।আভি মরন অবধি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর শ্লোগান দিয়ে রাজপথে থাকা মানুষ,আমি জননেত্রী শেখ হাসিনার একজন পরিশ্রমি ও পরিক্ষিত কর্মী।

আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই,আমার বিরুদ্ধে প্রচারিত সকল অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেননা।

প্রতিবাদকারী..
শাহাজাহান মিয়া (সাবেক চেয়ারম‍্যান)
আহ্বায়ক : টেকনাফ উপজেলা শ্রমিকলীগ।
পিতা-জাফর আলম(সাবেক উপজেলা চেয়ারম্যান )
টেকনাফ সদর ইউনিয়ন,টেকনাফ কক্সবাজার।

09/10/2022

সামাজিক যোগাযোগ মাধ‍্যমে মিথ‍্যা অপ-প্রচার ও অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী নিয়ে ইলিয়াস মেম্বারের বিবৃতি। বিস্তারিত ভিডিও চিত্রে....

সাংবাদিক পুত্রের জন্য এমপি বদির শুভেচ্ছা উপহারশাহ্ মুহাম্মদ রুবেল চট্রগ্রামজাতীয় "দৈনিক অধিকার" ও "দৈনিক কক্সবাজার সংবাদ...
07/10/2022

সাংবাদিক পুত্রের জন্য এমপি বদির শুভেচ্ছা উপহার

শাহ্ মুহাম্মদ রুবেল চট্রগ্রাম

জাতীয় "দৈনিক অধিকার" ও "দৈনিক কক্সবাজার সংবাদ" এর টেকনাফ প্রতিনিধি মিজানুর রহমান মিজানের সদ‍্য ভুমিষ্ট ছেলের জন‍্য শুভেচ্ছা উপহার পাঠালেন কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকালে সাংসদের ব্যক্তিগত সহকারী শুভেচ্ছা উপহার তুলে দেন মিজানুর রহমানকে।

গত শনিবার (১ অক্টোবর) রাত সাড়ে দশটায় মিজানুর রহমানের চতুর্থ ছেলে জন্মগ্রহণ করেন। মিজানুর রহমান ও সাজেদা রহমান দম্পত্তির দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে।।

আবেগ আপ্লুত মিজানুর রহমান বলেন,সাবেক সাংসদের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় জন অসহায় মানুষের মাঝে চাল, কম্বল সহ নানা প্রয়োজনীয় জিনিস বিতরন করেন। নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরন, রাস্তা-ঘাট সংস্কার করার ক্ষেত্রে তিনি সরকারের অনুদানের আশায় বসে না থেকে ব্যক্তিগত তহবিল থেকে অর্থ দান করে সমস্যার সমাধান করেছেন। এছাড়াও তিনি নিজের অর্থায়নে উখিয়া-টেকনাফের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রীকে লেখাপড়া করাচ্ছেন। যা শিক্ষা প্রসারের ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত।

রাস্তাঘাট-মসজিদ-মন্দির-মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি উখিয়া-টেকনাফের মানুষের স্বাস্থ্যসেবায় হাসপাতালের আসন বৃদ্ধি, দুই উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন, কক্সবাজার-টেকনাফ সড়কে দৃষ্টি নন্দন ১৫টি ব্রীজ-কালভার্ট নির্মান, অধিকাংশ এলাকায় সাইক্লোন শেল্টার, জেটি নির্মান, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র, মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন, উখিয়ায় ৩ টি রাবার ড্যাম নির্মান সহ উন্নয়নের মাইলফলক স্থাপিত হয়েছে।

দুই উপজেলায় ফায়ার সার্ভিস, উখিয়া ও টেকনাফ কলেজে নতুন ভবন ও অনার্স চালু করা হয়েছে। আর এমপি বদির একান্ত প্রচেষ্টায় সরকারীকরন হয়েছে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, টেকনাফ ডিগ্রী কলেজ ও উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।

এসকল কারণে, উখিয়া-টেকনাফের লোকজন বলে বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন বিপ্লব ঘটেছে, তা অন্যকোনো সরকারের আমলে হয়নি। যা সম্ভব হয়েছে এমপি বদির সার্বিক প্রচেষ্টায়। তাই তাকে একজন সফল রাজনীতিক ব্যক্তিত্ব ও সফল এমপি বলেই মনে করেন এলাকাবাসী।

এর আগে,শিশু জন্মের খবর পেয়ে মিজানুর রহমানকে মুঠোফোনে শুভেচ্ছা জানান এবং মা এবং ছেলের সুস্থতা কামনা করেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা  সংবাদ বিজ্ঞপ্তিকক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকাসহ স্থানীয় ব...
06/10/2022

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকাসহ স্থানীয় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত "টেকনাফে তিন ভাইয়ের নেতৃত্বে হচ্ছে উপকূলের বিভিন্ন ঘাটে মাদক ও মানবপাচার"শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।উক্ত সংবাদের একাংশে ঢালাওভাবে মিথ্যাচারের আশ্রয় নিয়ে কাপে প্রবাহিত করার চেষ্টা চালানো হয়েছে, যা "উদোর পিন্ডি বুদোর ঘাড়ে" চাপানোর মত।

আমার বড় ভাই আব্দুল হামিদ মৃত্যুর পর হতে আমরা কোন ধরনের রাষ্ট্রদ্রোহী বা অবৈধ কাজে জড়িত নেই। এলাকার কিছু কুচক্রীমহল আমদের বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মান ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ইউপি নির্বাচনে ৩০ লাখের অধিক টাকা খরচ করা হয়েছে বলে সংবাদের মধ্যেমে ষড়যন্ত্রের জালে আটকানোর পায়তারা চালিয়ে যাচ্ছে যা সম্পূর্ণ মিথ‍্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।আমি এলাকার জনকল্যাণে নিজেকে সবসময়ই নিয়োজিত রাখি,জনগণের সুখে দুখে পাশে থাকি বিধায় আমার এলাকার মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তা নিয়ে নির্বাচন করেছি।

আমি খুবই সাধারণভাবে দেশের সকল আইন মেনে সামাজিক পারিবারিক জীবন যাপন করে আসছি।মিশুক নিরহংকারী ও পরোপকারী মানুষ হিসেবে এলাকায় আমার খুবই জনপ্রিয়তা ও গ্রহনযোগ‍্যতা রয়েছে,একটি চিহ্নিত মানবপাচারকারী কুচক্রী মহল আমার সুনাম ও মান সন্মান নষ্ট করে সামাজিকভাবে হেয় করার জন‍্য আমার বিরুদ্ধে এমন মিথ‍্যা প্রপাগন্ডা ছড়াচ্ছে।আমার আশপাশের একটি প্রকৃত মানবপাচারকারী চক্র মিলে আমার বিরুদ্ধে অপপ্রচার করে আসছে।উক্ত সংবাদের একাংশে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই,আমার বিরুদ্ধে প্রচারিত সকল অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেননা।

প্রতিবাদকারী..
মাহমুদুল হক,আজিজুল হক,আব্দু শুক্কুর
টেকনাফ সদর ইউনিয়নে মহেশখালীয়া পাড়া, টেকনাফ, কক্সবাজার।

মাত্র ৬ মাসে কুরআনে হাফেজ হলেন ১০ বছরের শিশু টেকনাফের মাহিনবিশেষ প্রতিবেদক,দশ বছর বয়সের শিশু মাহিন চৌধুরী মাত্র ৬ মাসে প...
06/10/2022

মাত্র ৬ মাসে কুরআনে হাফেজ হলেন ১০ বছরের শিশু টেকনাফের মাহিন

বিশেষ প্রতিবেদক,
দশ বছর বয়সের শিশু মাহিন চৌধুরী মাত্র ৬ মাসে পবিত্র কুরআন শরীফের ৩০ পারা হিফজ সম্পন্ন করে চমক সৃষ্টি করেছেন। মাহিন চৌধুরির পিতা আলহাজ নুরুল আমিন বলেন, আমার ছেলে মাহিন চৌধুরীকে জন্ম থেকে কুরআনের হাফেজ হিসেবে গড়ার প্রতিজ্ঞা ছিল মা-বাবা দুজনেরই। সে লক্ষে টেকনাফের অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তানযিমুল আফনান টেকনাফে গেলবছর ভর্তি করাই। নাজেরা থেকে হিফজ পর্যন্ত খুব দ্রুত সময়ে সম্পন্ন করেন। তার শিক্ষক হাফেজ আব্দুল মালেক নাঈমের একান্ত আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মাত্র ৬ মাসে কুরআন হিফজ করতে সক্ষম হয়েছে। মাহিন চৌধুরীর ভাই আবছারুল আমিন ও রায়হানসহ তিন জনকে আর্থিক সহযোগিতার পাশাপাশি অভিভাবকত্ব গ্রহন করেন তাদেরই আপন চাচা ও আমার ছোট ভাই মোহাম্মদ সেলিম (সি, আই, পি) মেম্বার। যাদের সহযোগিতায় আমি কুরআনে হাফেজের বাবা হতে পেরেছি আমি তাদের কাছে কৃতজ্ঞ।
এ উপলক্ষে ৬ অক্টোবর সকালে তানযিমুল আফনান টেকনাফে বিশেষ সম্মাননা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে দুই জন ছাত্রকে দ্রুতসময়ে হিফজ সম্পন্ন করায় সম্মাননা প্রদান করা হয়। মাত্র ছয় মাসে হিফজ সম্পন্নকারী মহিন চৌধুরীর পাশাপাশি অপর শিশু হাফেজ মোহাম্মদ আরাফাত বিন আব্দুর রহিমকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়, উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠান তানযিমুল আফনান টেকনাফের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাইফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, তানযিমুল আফনান-এর বোর্ড অব ডিরেক্টর’স সভাপতি, আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ। এ ছাড়া তানযিমুল আফনান টেকনাফ-এর ডিরেক্টর মোহাম্মদ সেলিম (সি, আই, পি) মেম্বার, সাংবাদিক এম আমানুল্লাহ আমান। অভিবাবক রেজাউল করীম (রেজু মেম্বার), তাওহীদিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ, আয়েশা ছিদ্দিকা বালিকা মাদরাসার পরিচালক হাফেজ এনায়েতুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য টেকনাফ পৌরসভার প্রাণ কেন্দ্র আলো শপিং কমপ্লেক্সে অবস্থিত'তানযিমুল আফনান টেকনাফ ইতিমধ্যে হিফজ এবং জেনারেল শিক্ষা সমন্বিতভাবে পরিচালনার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছে।

28/09/2022

মাদার অব হিউম‍্যানিটি গণতন্ত্রের মানসকন‍্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষ্....

শেখ হাসিনার জন্মদিনে টেকনাফে শ্রমিক লীগের আনন্দ মিছিল ও আলোচনা সভামিজানুর রহমান মিজান টেকনাফ প্রতিনিধি মাদার অব হিউম‍্যা...
28/09/2022

শেখ হাসিনার জন্মদিনে টেকনাফে শ্রমিক লীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

মিজানুর রহমান মিজান
টেকনাফ প্রতিনিধি

মাদার অব হিউম‍্যানিটি গণতন্ত্রের মানসকন‍্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে নব-নির্বাচিত টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহাজাহান মিয়া সদস্য সচিব ফয়েজ আহমদ জিকুর পরিচালনায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ সেপ্টেম্বর দুপুরে টেকনাফ পৌর শহরের ইসলামাবাদ থেকে বিশাল মটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে পৌরসভার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় জয় বাংলা শ্লোগানের মধ‍্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিনের কেট কাটা হয়। এতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক লীগের নব-নির্বাচিত আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিয়া।

সদস‍্য সচিব ফয়েজ আহমদ জিকুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল বশর,আমিনুল হক,শওকত রশিদ,মোঃ আব্দুল্লাহ,নুরুল আমিন নুরু,সৈয়দ আমিন সওদাগর,সরওয়ার আলম,শহীদ সালাম ও শহিদুল ইসলাম,মোঃ ফয়সাল,মোঃ খোরশেদ,হাজ্বী আব্দুল গনি।

আরও উপস্থিত ছিলেন পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম জয়, সাবেক আহ্বায়ক রেজাউল হোসেন রানা, ঈমান শরিফ,সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রিফাত,তারেক আলী,আবছার কামাল।সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রহমত উল্লাহ রানা,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম পুতু,সাবেক ৯ নং ওয়ার্ড সভাপতি জাহেদ হোসেন,৬ নং ওয়ার্ড সভাপতি ষাইফুল ইসলাম,৩ নং ওয়ার্ড সহ সভাপতি মোহাম্মদ জাকের হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাব্বির আহমদ,৯ নং ওয়ার্ড সদস্য সচিব সাইফুল ইসলাম।শাহ্পরীর দ্বীপ সাংগঠনিক শাখার সাম্ভাব‍্য সভাপতি প্রার্থী আব্দুল হক,আমান উল্লাহ আমান ও ঈমান শরীফ।
এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদর কৃষকলীগ ৮ নং ওয়ার্ড সভাপতি সৈয়দ আমিন।
এসময় টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিকলীগের নব-নির্বাচিত আহ্বায়ক শাহাজাহান মিয়া জানান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান জননেত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাদার বাড়িতে জন্মগ্রহণ করেন।প্রানের নেত্রীর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন‍্য টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক লীগ তৃণমুল থেকে সু-সংঘঠিত হয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। শ্রমিকলীগের ব‍্যানার ব‍্যবহার করে যারা যানবাহনে চাঁদাবাজি ও মাদক পাচারে লিপ্ত আছে তাদেরকে সংগঠন থেকে বয়কট করা হবে।
সভা শেষে শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

শাহ্পরীর দ্বীপ জালিয়া পাড়ার মৃত কালা মিয়ার পুত্র শফিঊল আলম মাদক ঢন ও চিহ্নিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত !বর্তমান...
23/09/2022

শাহ্পরীর দ্বীপ জালিয়া পাড়ার মৃত কালা মিয়ার পুত্র শফিঊল আলম মাদক ঢন ও চিহ্নিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত !বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার অবস্থা আশঙ্কাজনক।
বিস্তারিত আসছে প্রতিবেদনে....

জীবনের নিরাপত্তা চাইলেন নাজমুল হকবিশেষ প্রতিবেদক,টেকনাফ ::জমি বিরোধের জের ধরে প্রানে মারার উদ্দেশ‍্যে গত ২০১৫ সালে টেকনা...
22/09/2022

জীবনের নিরাপত্তা চাইলেন নাজমুল হক

বিশেষ প্রতিবেদক,টেকনাফ ::

জমি বিরোধের জের ধরে প্রানে মারার উদ্দেশ‍্যে গত ২০১৫ সালে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট‍্যং পাড়া এলাকার সোলতান আহমদের ছেলে নাজমুল হকের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছিল প্রতিপক্ষরা।
জানা যায়,এর প্রেক্ষিতে গুরুতর আহত নাজমুল হকের ছোট ভাই আব্দুল হক বাদী হয়ে টেকনাফ মডেল থানায় ৯ জনকে আসামি করে ১৪৮/৩৪১/৩০৭/৩২৬/৩২৩/৩৭৯/৫০৬/
৩৪ ধারা মোতাবেক একটি এজাহার দায়ের করেন।যার মামলা নং ৫০/২০২৫।বর্তমানে কক্সবাজার চীফ জুডিশিয়াল মেজিসট্রেট আদালতে মামলা চলমান রয়েছে।

ভূক্তভোগী নাজমুল হক জানান,দীর্ঘ ৯ মাস পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের কঠিন সময় পার করে বর্তমানে পঙ্গুত্ব অবস্থায় নিজ বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন।ঘটনার পর থেকে গত আট বছরে তার উপর হামলাকারীরা কোন ধরনের খোঁজ খবর ও যোগাযোগ করেনি বরং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা চিকিৎসাধীন অবস্থায় হামলাকারীরা উল্লাসে মেতে উঠেছে।

অবস্থা বেগতিক দেখে ঘটনার সাথে জড়িতদের মামলা নিষ্পত্তি করার কথা বলে বিবাধীরা রাত ১১ টায় আহত নাজমূল হকের বাড়িতে গিয়ে নিষ্পত্তির আশ্বাস দিয়ে ছবি তুলে নাজমুলের অজান্তে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ছেড়ে দেয়। বিষয়টি আদালত আমলে এনে ১২ সেপ্টেম্বর কক্সবাজার আদালতে ৫ জন আসামি হাজিরা দিতে গিয়ে বিজ্ঞ হাকিম ওদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ছে।

নাজমুল হক বলেন,বর্তমানে আমার মামলাটি কক্সবাজার আদালতে বিচারাধীন,এবং সাক্ষি গ্রহন চলছে।বিবাধীরা মামলায় দুষি সাব‍্যস্থ হতে যাচ্ছে বুঝতে পেরে ক্ষিপ্ত হয়ে আমি এবং মামলার সাক্ষিদের সাক্ষ দিতে গেলে মারধর করে প্রান নাশের হুমকি নতুবা মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে ঢুকাবে বলে হুমকি ধমক দিয়ে আসছে।

মামলার বাদী নাজমুল হক জানান,প্রতিপক্ষরা যে কোন সময় আমাকে কিংবা মামলায় বর্ণিত সাক্ষিদের মারধর করে প্রাননাশ করবে কিংবা মিথ্যা ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা করে আর্থিক ক্ষতি করতে পারে।আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

21/09/2022

সীমান্তে থেমে থেমে গুলি-বিস্ফোরণের শব্দ, পরিস্থিতি থমথমে

বিস্তারিত কমেন্টে...

কোস্টগার্ড এর অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ।
21/09/2022

কোস্টগার্ড এর অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ।

16/08/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Teknaf Bulletin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share