বর্তমান নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে জাতীয় সংসদে বিরোধী দলের সাংসদেরা বলেছেন, এক দিনের যে গণতন্ত্র ছিল, সেটাও বিলীন হয়ে যাচ্ছে। নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গেছে। ভোটাররা যদি ভোটকেন্দ্রে না যান, তাহলে নির্বাচন কমিশন (ইসি) দিয়ে কী হবে, সে প্রশ্নও তুলেছেন তাঁরা।
গতকাল শনিবার দুপুরে সংসদে যখন এই আলোচনা চলছিল, তখন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছিল। সেখানেও ভোটার উপস্থিতি ছিল কম। মূলত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। এ অবস্থার জন্য বর্তমান নির্বাচন কমিশন দায়ী—এই অভিযোগ করে আসছে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল। দেশের বিশিষ্ট নাগরিকেরাও নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য ন
পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ দেশের বড় নদ-নদীগুলোয় পানি বাড়ছে। এসব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গতকাল শুক্রবার উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ।
সবচেয়ে খারাপ অবস্থা উত্তরাঞ্চলের জেলাগুলোয়। উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলেছে, গতকাল সকাল নয়টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বাড়ায় এদিন নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী প্রায় ১৫টি চর এলাকা প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েছে ১০ হাজার পরিবার।
পাউবো
করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর দেশের স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেছেন, খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
স্কুলগুলোতেও খোলার প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষা প্রশাসন স্কুল কর্তৃপক্ষকে মৌখিকভাবে খোলার প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে। কী প্রস্তুতি নিতে হবে, তা গত ফেব্রুয়ারিতেই জানানো হয়েছিল। ঢাকাসহ দেশের সাতটি বিভাগের ১০টি স্কুলে সরেজমিন পরিদর্শন করে গত মঙ্গলবার ও বুধবার দেখা যায়, ৮টি স্কুল কমবেশি প্রস্তুতি নিয়েছে। দুটি পিছিয়ে।
যেমন রাজধানীর হাজারীবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে গত বছরের জুলাইয়ে দেখা গিয়েছিল, ভবনের আঙিনায় শেওলা জমেছে এবং ঘাস উঠেছে। গত মঙ্গলবার গিয়ে দেখা যা
তালেবান আফগানিস্তানের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও উপজাতির প্রতিনিধি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে। তালেবান নেতাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানিয়েছে।
১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকে তাদের সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। কট্টরপন্থী এই গোষ্ঠী কোন ধরনের সরকার গঠন করে এবং তাদের শাসনব্যবস্থা কেমন হবে, তা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ রয়েছে।
এর মধ্যে তালেবান নেতারা আল–জাজিরাকে বলেছেন, তাঁরা অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের চিন্তা করছেন। এই সরকারে দেশের সব নৃগোষ্ঠী ও উপজাতি থেকে উঠে আসা নেতাদের নেওয়া হবে। নতুন সরকারের জন্য এরই মধ্যে প্রায় এক ডজন নেতার নাম আলোচনায় এসেছে। তবে এই সরকারের মেয়াদ কী হবে, তা এখনো পরিষ্কার নয়।
আফগানিস্তানে দীর্ঘদিন ধরে রাজনীতি ও সংঘাতের ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণের পরপর কাবুলের মার্কিন দূতাবাস আমেরিকানদের ওই এলাকা থেকে সরে যেতে বলেছে। কাবুলে ফরাসি দূত ডেভিড মার্টিন বিমানবন্দর এলাকায় আরও হামলার আশঙ্কার কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ১০ দিন পর বৃহস্পতিবার এই জোড়া বিস্ফোরণে ঘটনা ঘটেছে। কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ ওই বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনের বেশি। হতাহতদের মধ্যে বেসামরিক আফগান নারী ও শিশু রয়েছে।
পরে রাতে এই বিস্ফোরণের দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দিয়েছে বলে জানায় রয়টার্স।
তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশি সেনা প্রত্যা
সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন আজ ১০ মহররম। এই দিন পবিত্র আশুরা নামেও পরিচিত। সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখে তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ফলে আশুরার মর্যাদা ও মাহাত্ম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।
শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইন (রা.)–এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।
আল্লাহর রহমত
আফগানিস্তানে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরা তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করার ও ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানান। দ্য হিন্দুস্তান টাইমস।
সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, তালেবান তাদের দেশের জনগণ—নির্দিষ্ট করে বললে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং দেশে সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তাদের (তালেবান নেতৃত্বাধীন সরকারের) সঙ্গে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘ভবিষ্যৎ আফগান সরকার তার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখলে ও সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তার সঙ্গে আমরা কাজ করতে পারি এবং সরকারকে স্বীকৃতি দিতে পার
দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৯ লাখ ২ হাজার ১৭৩ জন।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৪৩ হাজার ৫০ জন। আর নারী ৬১ লাখ ২৬ হাজার ৩৯৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩০ লাখ ৯৮ হাজার ৬৩ জন ও নারী ১৮ লাখ ৪ হাজার ১১০ জন।