Rahad Patwary

  • Home
  • Rahad Patwary

Rahad Patwary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rahad Patwary, Video Creator, .

11/10/2022
09/10/2022
26/09/2022
01/08/2022

ধৈর্য একদিন তোমার জীবনে উত্তম কিছু এনে দিবে।
ইনশাআল্লাহ 🖤

01/08/2022

একটু কষ্ট করে নিচের হাদীস দুটি পড়েন, হাদীস পাঠ শেষে তালিবুল ইলম্ হিসেবে কিছু বিষয় জানতে চাইব।

قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلاَءُ
রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাত যখন পনেরটি বিষয়ে লিপ্ত হয়ে পড়বে তখন তাদের উপর বিপদ-মুসীবত এসে পড়বে।
‏فَقِيلَ وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏
প্রশ্ন করা হল ইয়া রাসূলাল্লাহ! সেগুলো কি কি? তিনি বললেনঃ
إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلاً
(১)যখন গনীমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

وَالأَمَانَةُ مَغْنَمًا
(২)আমানাত লুটের মালে পরিণত হবে,

وَالزَّكَاةُ مَغْرَمًا
(৩) যাকাত জরিমানা রূপে গণ্য হবে,

وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ
(৪)পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে,

وَعَقَّ أُمَّهُ
(৫) এবং মায়ের অবাধ্য হবে,

وَبَرَّ صَدِيقَهُ
(৬) বন্ধুর সাথে ভাল ব্যবহার করবে,

وَجَفَا أَبَاهُ
(৭) কিন্তু পিতার সাথে খারাপ ব্যবহার করবে,

وَارْتَفَعَتِ الأَصْوَات فِي الْمَسَاجِدِ
(৮) মসজিদে শোরগোল করা হবে,

وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
(৯) সবচাইতে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা,

وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
(১০) কোন লোককে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে,

وَشُرِبَتِ الْخُمُورُ
(১১) মদ পান করা হবে,

وَلُبِسَ الْحَرِيرُ
(১২) রেশমী বস্ত্র পরিধান করা হবে,

وَاتُّخِذَتِ الْقَيْنَاتُ
(১৩) নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে,

وَالْمَعَازِفُ
(১৪) বাদ্যযন্ত্রসমূহের কদর করা হবে ,

وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
(১৫) এবং এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ব যুগের লোকদের অভিসম্পাত করবে,

فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا وَمَسْخًا ‏
তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধ্বস অথবা চেহারা বিকৃতির আজাবের অপেক্ষা করবে।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১০
হাদিসের মান: দুর্বল হাদিস

এর পরের বর্ননাটিতে গজবের কথা আরেকটু বিস্তারিত এসেছে।

فليرتقِبوا عندَ ذلكَ ريحًا حمراءَ وزلزلةً وخسفًا ومسخًا وقذفًا وآياتٍ تتابعُ كنظامٍ بالٍ قُطِعَ سِلكُهُ فتتابَع

তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।
তিরমিজি-২২১১
হাদিসের মান: দুর্বল হাদিস

এক.
উপরের দুটি হাদীসই দূর্বল ,

দুই.
হাদীসে বর্ণিত পনেরটি অপরাধ ই উম্মাহ থেকে সংগঠিত হয়ে গেছে,হইতেছে এবং হতে থাকবে,,,,, যেহেতু হাদীস দুর্বল সেহেতু এগুলো ঘটলেও মনে করতে হবে ঘটেনি,,,,,,কারণ হাদিস তো দূর্বল তাইনা!?

তিন.
হাদীস দূর্বল হওয়ার কারণে হাদীসে বর্ণিত গজবগুলি ঘটলেও আমরা বলব ঘটেনি,,,,?!

চার.
যেহেতু হাদীস দূর্বল সেহেতু সৌদি আরবে নর্তকীদের নাচ, সীনেমা হল চালু হলেও বলতে হবে চালু হয়নি।

লেখার উদ্দেশ্য,
দূর্বল দূর্বল শ্লোগান যেন আমাদেরকে অন্ধ বানিয়ে না দেয়।

©️ Umor Rahi

সম্মান দেওয়ার মালিক আল্লাহ  ❤️❤️
01/08/2022

সম্মান দেওয়ার মালিক আল্লাহ ❤️❤️

____❝নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা রহ্মাকারীদের পছন্দ করেন।❞🌻🖤 —[সূরাঃবাকারা;আয়াত:২২২]🌼Rahad Patwary
31/07/2022

____❝নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা রহ্মাকারীদের পছন্দ করেন।❞🌻🖤

—[সূরাঃবাকারা;আয়াত:২২২]🌼

Rahad Patwary

দ্বীনের নামে ভন্ডামি বন্ধ করুন।‌বন্ধু তালিকার সকলকে বলছি সবাই কপি করে পোস্ট করুন, এতে অন্তত কিছু মানুষ সচেতন হবে ইনশাআল্...
28/07/2022

দ্বীনের নামে ভন্ডামি বন্ধ করুন।‌
বন্ধু তালিকার সকলকে বলছি সবাই কপি করে পোস্ট করুন, এতে অন্তত কিছু মানুষ সচেতন হবে ইনশাআল্লাহ।

কয়েকটা ছোট্ট উদাহরণ দেই, মনোযোগ দিয়ে পড়ার পর বলবেন একমত কিনা❓❓~ ১০ সেকেন্ড সময় হব আল্লাহ্ নামটা লেখার জন্য?~ তোমার রব কে?~ ১ ঘন্টার মধ্যে 1k আল্লাহ ভক্ত দেখতে চাই!!এমন স্ট্যাটাস রেগুলার দেখি। সাধারণ মানুষও হাজার হাজার কমেন্ট করে এগুলোতে। তাতে সমস্যা নাই, কিন্তু পোস্টকরীর উদ্দেশ্য কি আসলেই "আল্লাহ্" লিখানো? নাকি পোস্ট-এ কিছু কমেন্ট আদায় করা?
? আরেকজন একটা ফটো পোস্ট করছেন, ক্যাপশনে লিখা, “মা ফাতেমার কবর, প্রথম বার দেখে থাকলে লিখুন "আমীন”
কবরের ছবি দেখে আমীন লিখার কি আছে আমার জানা নেই। এখানেও উদ্দেশ্য কিছু কমেন্ট আদায় করা।

🔹 একজন পর্দার প্রয়োজনীয়তা সম্পর্কে পোস্ট করছে। ভালো লাগলো বলে একটা লাইক দিলাম। কিছুক্ষণ পরে পোস্টকারী ইনবক্সে এসে বলছেন, “ভাইয়া লাইক তুলে লাভ রিএ্যক্ট দেন প্লিজ”এখানে উদ্দেশ্য প্রচুর লাভ রিএ্যক্ট আদায় করা।ইনাদের উদ্দেশ্য জোরে করে লাইক/কমেন্ট করিয়ে নিজেকে সেলিব্রিটি হাওয়া।

🔹 আরো কয়েকজন কে দেখলাম, মসজিদের ছবি আপলোড করছে। ক্যাপশন, "আল্লাহর ঘর মসজিদ, জানি নাইস বলার কেউ নাই"।এদের কথা কি আর বলবো, এরা ব্ল্যাকমেইল করে হলেও কমেন্ট আদায় করে নেবে।এমন আরও অনেক উদাহরণ আছে, পোস্ট বড় হয়ে যাচ্ছে বলে আর লিখলাম না। উপরের যতটা উদাহরণ দেখলেন, তাদের কারোরই উদ্দেশ্য মহৎ না। ভেতরে অসৎ উদ্দেশ্য নিয়ে বাহিরে দ্বীনের কথা বলে বেড়ানো স্পষ্টতই মুনাফিকী তাদেরকে বলছি সময় থাকতে এসব বাদ দিয়ে দেন আল্লাহ এগুলো মোটেও পছন্দ করেন না তওবা করে উদ্দেশ্যে ঠিক করে নেন.. আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমীন...

©️



27/07/2022

কেউ ডিস্টার্ব কইরেন্না, কিউটিকে ঘুমাইতে দিন🤭🤭

যার মা বাবা নাই সে বুঝে..।হে আল্লাহ...!তুমি সবার মা– বাবাকে জান্নাত দান করো (  আমিন  )
24/07/2022

যার মা বাবা নাই সে বুঝে..।
হে আল্লাহ...!
তুমি সবার মা– বাবাকে
জান্নাত দান করো ( আমিন )

21/07/2022
12/07/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahad Patwary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share