N.H.Banna

N.H.Banna Content creator's, Social Video

21/05/2023

Count time

শেষের পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন থার্ড টার্মিনালের নির্মাণ কাজ #দেশ  #জাতি  #উন...
21/03/2023

শেষের পথে হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরের
অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন
থার্ড টার্মিনালের নির্মাণ কাজ

#দেশ #জাতি #উন্নয়ন

20/03/2023

Follow To Follow me

19/02/2023

Follow to Follow me

16/02/2023

😀😀😀😀Follow me
Follow back🎈🎈🎈

28/11/2022

S S C
পরীক্ষায় উর্ত্তীণ সকল ছাত্র ছাত্রী কে অভিনন্দন ও শুভ কামনা 🎈🎈🎈

26/11/2022

Congratulation

France♥️♥️♦️♦️

27/10/2022

Digital

29/08/2022

ঢাকা শহরের হাতে গোনা কয়েকটি মসজিদ বাদ দিয়ে বাংলাদেশের বেশীরভাগ নৈমিত্তিক ও প্রান্তিক ইমামরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে যে বেতন পান তা ভদ্র সমাজে উল্লেখ না করলেই ভদ্রতা বজায় থাকে। এক রাতের মাহফিলের জন্য বক্তা এনে তাকে লাখ টাকা দিচ্ছেন, আর সারা বছর যার পেছনে নামায পড়ছেন তাকে ঠকিয়ে ভাবছেন নিজেরা জিতে যাচ্ছেন।

ইমামকে তার প্রাপ্য সঠিক বেতন দিতে না পারলে কে বলেছে আপনাদের মসজিদে এসে নামাজির বেশ ধরতে? আপনারা কেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের পদ দখল করে বসে আছেন?

ইমামদের সম্পর্কে মহান আল্লাহ’র বাণীও হয়তো আপনারা ভুলে গিয়েছেন,
وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا
আর আমি তাদেরকে ইমাম বানিয়েছি যাদের মাধ্যমে মানুষ কল্যাণের পথ পেতে পারে।
Surah Al-Anbya, Aayat 73

দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে আপনাদের নাভিশ্বাস উঠেছে, ইমামদের কি আল্লাহ বনী-ইসরায়েলদের মতো "মান্না ও সালোয়া" নামের আসমানি খাবার পাঠাচ্ছেন? শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে পারে, শিক্ষকরা শহীদ মিনারের সামনে অনশন করতে পারে, ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকরা ধর্মঘটের হুমকি দিতে পারে, অথচ ইমামরা যদি বেতন বৃদ্ধির দাবী জানায় তখন আপনাদের মনে হয় তারা "ধর্মব্যবসা" করছে। আফসোস আপনাদের জন্য।

আজই সকল ইমামাদের বেতন বৃদ্ধির দাবী জানাচ্ছি স্থানীয় পর্যায়ের মসজিদ কমিটিগুলোর কাছে। জাতীয় পর্যায়ে দাবী জানাচ্ছি, ইমামদের স্থায়ী বেতন কাঠামো তৈরী করে দিয়ে সকল মসজিদ কমিটিকে সেটা মানতে বাধ্য করে আইন প্রণয়নের।

সাধারণত কোন বিষয়ে আমি যখন প্রতিবাদী কলম ধরি, খুব খেয়াল করেই কোমল ও পরিশীলিত ভাষা ব্যাবহার করি। আমার আগের সব লেখায় আপনারাও নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। কিন্তু সমাজের সবচেয়ে গুরুত্বপুর্ণ অথচ সবচেয়ে অবহেলিত মানুষগুলোর জন্য কথা বলতে গিয়ে আজ সেটা না পারায় আমি আল্লাহ'র কাছে ক্ষমাপ্রার্থী, আমার কথায় যাদের আঁতে ঘা লেগেছে তাদের কাছে নই।

© Faatiha Aayat
Coleted time line

কোথায় আছি, আর কোথায় যাব একমাত্র আল্লাহ জানেন
25/08/2022

কোথায় আছি, আর কোথায় যাব একমাত্র আল্লাহ জানেন

চিপস খাওয়া থেকে সাবধানঃ☠️কথায় আছে- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।  গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে ...
24/08/2022

চিপস খাওয়া থেকে সাবধানঃ☠️

কথায় আছে- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।
গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে। আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেয়া হয় দুইটি কারনে-
১. বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়।
২. নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে।
আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।।

বাচ্চারা কাঁন্দে, তাই তাঁর হাতে চিপস দিলেন। বাচ্চা ঠান্ডা! কিন্তু এইটা দিয়ে যে বাচ্চার ভবিষ্যত শেষ করে দিলেন । সেটা থেকে যায় অজানায়। ১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে। মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।। যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে।

আসুন জেনে নেই - এই চিপস কিভাবে সব পাল্টায় দিলো। বাংলাদেশের ৩০ বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।। আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে। এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে। যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম। এতো প্রেশার কই থেকে আসল দেশে। আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে?

আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না। মনোসোডিয়াম গ্লুটামেট, বা টেস্টিং সল্ট। খাইতে খুব মজা লাগে। কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে। এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে।
সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে। শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার। চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে। সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে। সাথে বাড়ে চর্বিও। সেই চর্বি জমা হয় রক্তনালীতে। রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক। আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত (Ischemic stroke).. আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে। তাতে হবে Hemorrhagic stroke... হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি।

এক সময় ধরা পড়ে ডায়াবেটিস। এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর!

My sister. Lovly Nephew Going
21/08/2022

My sister. Lovly Nephew Going

30/06/2022

লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

মোবাইলে যত বেশি চার্জ দিবে, তত বেশি সময় ধরে চালাইতে পারবে। গাড়িতে যত বেশি গ্যাস নিবে, তত বেশি দূরত্বে যেতে পারবে। ব্যাংক...
19/06/2022

মোবাইলে যত বেশি চার্জ দিবে, তত বেশি সময় ধরে চালাইতে পারবে। গাড়িতে যত বেশি গ্যাস নিবে, তত বেশি দূরত্বে যেতে পারবে। ব্যাংকে যত বেশি টাকা জমাবে, তত বেশি মুনাফা পাবে। তাই লাইফের পরবর্তী লেভেলে যাওয়ার আগেই নিজের চার্জ যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নাও। দরকার হলে পাওয়ার ব্যাঙ্ক কিনে এক্সট্রা চার্জ সেইভ করে নাও। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে তলোয়ারে ধার দেয়ার চান্স মিলবে না। শরবতে গিলে ফেললে, গুড় মিশানোর সুযোগ আসবে না।
তোমার মেধা কম-বেশি হতে পারে। তোমার বাপের টাকা কম-বেশি থাকতে পারে। কিন্তু অন্যদের সমান সময়ই তোমার হাতে থাকে। এক মিনিট কমও না। এক মিনিট বেশিও না। তবে তোমার ২৪ ঘন্টা কাটানোর স্টাইল, অন্যদের ২৪ ঘন্টা কাটানোর স্টাইলের চাইতে আলাদা হতে পারে। তাই এই বছরের ২৪ ঘন্টাগুলিই নির্ধারণ করে দিবে, পরের বছরের ২৪ ঘন্টাগুলি কেমন হবে। ক্লাসে ফার্স্ট হবে, নাকি লাস্ট বেঞ্চে বসে ঝিমাবে? লাখ টাকা বেতনের চাকরি করবে, নাকি বেকার হয়ে টাকলা মাথার চুল ছিঁড়বে?
তোমার মনোযোগে ঘাটতি থাকতে পারে। তোমার হাতের লেখা খারাপ হতে পারে। কিন্তু তোমার জিপিএ হবে, তোমার ক্লোজ ফ্রেন্ডদের এভারেজ জিপিএ এর সমান। তোমার ক্রিয়েটিভিটি-স্মার্টনেস হবে, তাদের ক্রিয়েটিভিটি-স্মার্টনেস এর সমান। তাই clash of clans, games of thrones, আড্ডাবাজির পিছনে লেগে থাকা ফ্রেন্ড বাদ দিয়ে তোমার চাইতে স্মার্ট ফ্রেন্ডদের পিছে পিছে ঘুরো। লুজারদের সাথে যত বেশি কানেক্টেড থাকবে, লক্ষ্য থেকে তত বেশি ডিসকানেক্টেড হয়ে যাবে। একদিনের মাস্তি বাদ দিয়ে, ক্রিয়েটিভ কারো সাথে অল্প একটু আড্ডা দিলেই দেখবে, অনেক কিছু শিখে ফেলছ।
ভয় আর কনফিউশনগুলো সাইডে রেখে, কি আউটপুট পাওয়া যাবে সেই চিন্তা বন্ধ করে- টানা পাঁচ দিন এক ঘন্টা করে সময় দিতে পারলে- যেকোনো কঠিন কাজই সহজ লাগা শুরু হবে। শুরু করার চিন্তা করে বসে চুপচাপ বসে থাকলে, দুই-একদিন চেষ্টা করে, ছয়মাস খোজ খবর না থাকলে- যে জায়গায় আটকে আছ, সেখানেই পচে মরবে। তাই রাতে ঘুমানোর আগে এক ঘন্টা বেশি ফেইসবুকিং না করে, নতুন কিছু শিখার পিছনে একটা ঘন্টা সময় দাও। পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে না রেখে, সেমিস্টারের প্রথম থেকেই সিনসিয়ার হও। আলসেমি আর হেঁয়ালির শিকলে একটু একটু করে আঘাত করো। দেখবে শিকল ভেঙ্গে সবার আগেই ফিনিশিং লাইনে পৌঁছে গেছ।

সংগ্রহ করা

Me & My mother
14/06/2022

Me & My mother

আমার আম্মুর জন্মদিনে মুহূর্তে
14/06/2022

আমার আম্মুর জন্মদিনে মুহূর্তে

সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও মোবারক বাদ।
02/05/2022

সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও মোবারক বাদ।

13/04/2022

Super hit intro

13/04/2022

Now me

New intro

25/03/2022
Once upon a time
05/04/2021

Once upon a time

💖তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন! উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।(আর-রহমান: ১৯,২০)💖
20/11/2020

💖তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন! উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
(আর-রহমান: ১৯,২০)💖

ভিন্ন রকম হতে চাচ্ছি♥️♥️♥️♥️
16/11/2020

ভিন্ন রকম হতে চাচ্ছি♥️♥️♥️♥️

তুমি নীড় হারা পাখি
20/09/2020

তুমি নীড় হারা পাখি

Now start new life🗝🗝🗝⚪🔴⚪🔵💠🔻❣❣❣
12/09/2020

Now start new life🗝🗝🗝⚪🔴⚪🔵💠🔻❣❣❣

পৃথিবীর সব হাসি যেন হৃদয় ভরে আসে❣❣❣
05/09/2020

পৃথিবীর সব হাসি যেন হৃদয় ভরে আসে❣❣❣

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন। ঘরে ঘরে ফিরে আসুক আনন্দের বার্তা। নিরাপদে হোক ঈদ উদযাপন।- ঈদ মোবারক।
31/07/2020

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন। ঘরে ঘরে ফিরে আসুক আনন্দের বার্তা। নিরাপদে হোক ঈদ উদযাপন।
- ঈদ মোবারক।

ধন্য আমি ধন্য🆗🆗
24/07/2020

ধন্য আমি ধন্য🆗🆗

আমি কবি নই যে কবিতা লিখিবকিন্তুআমি ও রক্তে মাংসে এক মানুষআমার একটা মন আছে👉👉
22/07/2020

আমি কবি নই যে কবিতা লিখিব
কিন্তু
আমি ও রক্তে মাংসে এক মানুষ
আমার একটা মন আছে👉👉

রেডি হচ্ছিত🌟🌟🌟🌟👎
19/07/2020

রেডি হচ্ছিত🌟🌟🌟🌟👎

BNCCStudents life
15/07/2020

BNCC
Students life

27/06/2020

লাইফের তৃতীয় ইনিংস চলতেছে

জীবন মানেই নিজেকে নিজের সাথে সংগ্রাম করা
22/06/2020

জীবন মানেই নিজেকে নিজের সাথে সংগ্রাম করা

21/06/2020

য়াকে বেশি চাও থাকে হারানোর ভয় থাকে বেশি

আজ এই প্রথমত এরকম হল😪😪😪😪তারপরও মনটা ছটপট করতেছে😪😪😪😱😱
21/06/2020

আজ এই প্রথমত এরকম হল😪😪😪😪
তারপরও মনটা ছটপট করতেছে😪😪😪😱😱

আসলে_ই সত্য বাণী
21/06/2020

আসলে_ই সত্য বাণী

Address


Alerts

Be the first to know and let us send you an email when N.H.Banna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N.H.Banna:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share