25/08/2022
#রক্তদান_সম্পর্কিত_কিছু_নিয়মাবলী-
1)সাধারণভাবে, 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত রক্তদান করা যাবে। কিন্তু দাতা যদি প্রথমবারের জন্য রক্তদান করেন, তাহলে, বয়স 60 অতিক্রম করলে চলবে না। Age of first donor should not exceed 60years.
2)দুটি রক্তদানের মধ্যে gap বা অন্তর, পুরুষদের ক্ষেত্রে 90 দিন বা তিনমাস, এবং মহিলাদের ক্ষেত্রে 120 দিন বা চারমাস হতে হবে।
Single donor platelet এর ক্ষেত্রে, সর্বাধিক একটি সপ্তাহে দুইবার এবং একটি বছরে সর্বোচ্চ 24 বার দান করা যাবে।
3)ব্লাড প্রেশার সর্বোচ্চ 160/100 এবং সর্বনিম্ন 110/60 হলে রক্ত দেওয়া যাবে।
প্রেশারের ওষুধ চললেও রক্তদান করতে বাধা নেই, কিন্তু---
ক)গত চার সপ্তাহের মধ্যে ওষুধ পরিবর্তন করে থাকলে কিংবা
খ)গত চার সপ্তাহের মধ্যে ওষুধের ডোজে তারতম্য হলে কিংবা
গ)গত চার সপ্তাহের মধ্যে ওষুধের সংখ্যা ডাক্তারের দ্বারা বাড়ানো হলে,
রক্ত দেওয়া যাবে না।
4)ডায়াবিটিস থাকলে রক্ত দিতে চাইলে, সর্বশেষ রক্তপরীক্ষার রিপোর্ট আর ওষুধের প্রেসক্রিপশন সঙ্গে রাখতে হবে। একই কথা থাইরয়েডের রোগ থাকলেও প্রযোজ্য।
5)জেলবন্দি কয়েদী রক্ত দিতে পারবেন না।
6)রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের কেউ, রক্ত দিতে পারবেন না। Transgenders and hermaphrodites cannot donate blood.
7)শারীরিক প্রতিবন্ধকতা রক্ত দেওয়ার অন্তরায় নয়। যদি তাঁর অন্যান্য কোনো রোগ না থাকে আর হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে, যে কোনো শারীরিক প্রতিবন্ধী রক্ত দিতে পারেন।
8)কোনো মানসিক প্রতিবন্ধী রক্ত দিতে পারবেন না।
9)ছোটখাটো অপারেশন বা দাঁত তোলার পরে ছ'মাস রক্ত দেওয়া যাবে না।
বড় অপারেশন, টাইফয়েড, জন্ডিসের পরে একবছর রক্ত দেওয়া যাবে না।
ম্যালেরিয়া হলে তিনমাস রক্ত দেওয়া যাবে না।
ডেঙ্গু বা চিকুনগুনিয়া হলে ছ'মাস রক্ত দেওয়া যাবে না।
কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তি কোনোদিনই রক্ত দিতে পারবেন না।
10)শরীরে কোথাও ট্যাটু করালে, আগে ছ'মাস রক্ত দেওয়া যেতো না, এখন এক বছর দেওয়া যাবে না।
11)কোলেস্টেরল কমানোর ওষুধ, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের ওষুধ, ব্যথার ওষুধ বা জ্বরের ওষুধ খেলে রক্ত দিতে বাধা নেই।
Antiobiotic খেলে কোর্স শেষ করার বাহাত্তর ঘন্টার আগে রক্ত দেওয়া যাবে না।
12)হেপাটাইটিস বি এর টিকা নেওয়ার দুই সপ্তাহের মধ্যে রক্ত দেওয়া যাবে না।
টিটেনাস টক্সয়েড ইনজেকশন নেওয়ার দুই সপ্তাহের মধ্যে রক্ত দেওয়া যাবে না।
কুকুরের বা অন্য কোনো জন্তুর কামড়ের পরে, জলাতঙ্কের টিকা নিলে, এক বছর রক্ত দেওয়া যাবে না।
13)মহিলারা ঋতু চলাকালীন রক্ত দিতে পারেন, যদি বেশি স্রাব না হয়, এবং হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে।
14)মহিলারা সন্তানকে স্তন্যপান করালে রক্ত দিতে পারবেন না।
গর্ভপাতের তিনমাসের মধ্যে রক্ত দেওয়া যাবে না।
প্রসবের এক বছরের মধ্যে রক্ত দেওয়া যাবে না।
15)মদ্যপ ব্যক্তি রক্তদান করতে পারবেন না।
মদ্যপানের বারো ঘন্টার মধ্যে রক্ত দেওয়া যায় না।
Regular and habitual drinkers cannot donate blood.
16)উপবাসী অবস্থায় রক্ত দেওয়া যাবে না।
আবার পূর্ণ উদরেও রক্ত দেওয়া যাবে না। হালকা কিছু খেয়ে রক্ত দেওয়া উচিত। ভরাপেট থাকলে অন্তত দুই ঘন্টা অপেক্ষা করে তবেই রক্ত দিতে হবে।
17)কোনো বিদেশী নাগরিকের রক্ত নেওয়া যাবে না। কারণ, তাঁর স্থায়ী বাসস্থান সম্পর্কে সঠিক তথ্য বেশিরভাগ সময়েই জানা সম্ভবপর হয় না। যদি তাঁর বাসস্থান এমন কোনো জায়গায় হয়, যেখানে সংক্রামক রোগের প্রাদুর্ভাব রয়েছে(endemic areas of communicable diseases), তবে রক্তসুরক্ষার সঙ্গে আপস করা হয়ে যাবে।
Courtesy ---
Dr.Khaza Amirul Islam
Hematologist