কার্লো দ্যা শামসু

  • Home
  • কার্লো দ্যা শামসু

কার্লো দ্যা শামসু সংযোগ ও মানুষিক সম্পর্কের জগতে আপনাকে স্বাগতম!💕

18/01/2025

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বোমা নিক্ষেপ:; মুখোমুখি দুই দেশের নাগরিক



11/01/2025

খুব কাছের কারো সাথে দুরত্ব একবার বাড়লে আর কমে না।
তামাম দুনিয়া ঠিক হলেও মনের দুরত্ব কমানো সহজ না।

আমার রাজনীতি মুক্ত ক্যাম্পাস এ, আবারো দলীয় ব্যানার।শুধু মোড়ক বদলেছে, সিস্টেম ওই আগেরটাই রয়ে গেলো।
01/01/2025

আমার রাজনীতি মুক্ত ক্যাম্পাস এ, আবারো দলীয় ব্যানার।
শুধু মোড়ক বদলেছে, সিস্টেম ওই আগেরটাই রয়ে গেলো।

23/12/2024

ব্যাডা মানুষ হইলো লোহার ইঞ্জিনের তৈরি ম্যাশিন
এদের কোনো ফিলিংস আছে নাকি...
নাহ, এদের কোনো ফিলিংস নাই,
কোনো ইমোশন নাই
এরা সব সহ্য করতে পারে
অবহেলা, দুঃখ কষ্ট, মাইর, সবই সহ্য করতে পারে, মেশিন বলে কথা
তারপরও কেন জানি এই ম্যাশিন গুলা মাঝে মাঝে গলায় দড়ি প্যাচিয়ে ঝুলে যায়।
কখনও বা ওড়ার জন্য বহুতল ভবনের ছাদ থেকে ডানা মেলে

কেনো করে এগুলা ???

18/12/2024

চব্বিশ আমাকে ম্যালা কিছু শিখাইছে,
শিখাইছে কিভাবে কাউরে ভাইঙ্গা ফেলা যায়
শিখাইছে কিভাবে কাউরে একা কইরা দেওয়া যায়
চব্বিশ আমাকে চব্বিশ ছুয়াইছে।

12/12/2024

kya chahiye ?
🗣️ maut

09/12/2024

সিরিয়ার স্বৈরাচার বাশার আল-আসাদের বাসভবনে জনতার হানা।

এই যেন চব্বিশের ৩৬শে জুলাই এর পুনরাবৃত্তি!

09/12/2024

সিরিয়ার রাজধানী দামেস্কের কুখ্যাত সেদনায়া সামরিক কারাগারে হাজারো নারী-শিশুকে বন্দী করে রেখেছিল গণহত্যাকারী আসাদ। বিপ্লবীরা এই কুখ্যাত কারাগার দখলের ২৪ ঘন্টার পার হওয়ার পরেও আসছে এমন সব লোমহর্ষক ফুটেজ।

28/11/2024

Grandparents Love Language

25/11/2024

যেমন করে পথহারা পথিক ভুলে যায় তার চিরচেনা পথ,
তেমন করে ভুলে যেও।

12/11/2024

সবার সঙ্গে দূরত্ব বাড়ছে
উপভোগ করছি বিষয় গুলা😅😅

02/11/2024

মা'রা তো আমি প্রতি মাসেই খাই, হুদাই নভেম্বর ডিসেম্বরের দোষ দিয়ে লাভ নাই !

একজন সফল রেমিটেন্স যোদ্ধা 🔥
31/10/2024

একজন সফল রেমিটেন্স যোদ্ধা 🔥

18/10/2024

যেভাবে পারো রেখে দিও,
পুনর্জন্ম আর হবে না।

রাজশাহীর চারঘাট থেকে দুই ভারতীয় নাগরিককে (গুপ্তচর) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বিকেলে উ...
03/10/2024

রাজশাহীর চারঘাট থেকে দুই ভারতীয় নাগরিককে (গুপ্তচর) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বিকেলে উপজেলার ইউসুফপুর এলাকায় পদ্মা নদীর পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) ও জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)।

যখন দেখবেন যে মনটা খুঁতখুঁত করছে তখন বুঝবেন যে ঘটনা সঠিক রাস্তায় এগুচ্ছে না।(১) হাসিনাকে সেফ-এক্সিট দিল কে? আর্মি??(২) আ...
29/09/2024

যখন দেখবেন যে মনটা খুঁতখুঁত করছে তখন বুঝবেন যে ঘটনা সঠিক রাস্তায় এগুচ্ছে না।

(১) হাসিনাকে সেফ-এক্সিট দিল কে? আর্মি??

(২) আওয়ামী লীগের বড় বড় নেতারা এখনো ধরা পড়ল না কেন? এদেরকে পালাতে সাহায্য করল কে? আর্মি??

(৩) সচিবালয়ে কোন পরিবর্তন হয়নি কেন? কারণ এরা আওয়ামী লীগের আরেক পিঠ।

এর মানে দাঁড়াচ্ছেঃ আওয়ামী লীগ যাতে পুনরায় চাঙ্গা হতে পারে, এবং আবার মাঠে নামতে পারে, সেই ব্যবস্থা পাকা করে রাখা হয়েছে।

আগামী নির্বাচনের পরে পাঁচ বছর বি,এন,পি, দেশ শাসন করবে।

আগামী ৫-৭ বছর পরে আওয়ামী লীগ আবার আসবে, এবং এই সকল ছেলে ছোকরা যারা আন্দলন করেছে, তাদেরকে সাইজ করা হবে আচ্ছা মতো।

©️ দি ওরাকল

Address


Alerts

Be the first to know and let us send you an email when কার্লো দ্যা শামসু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share