21/11/2023
রাত আনুমানিক ১২ টা, মোটামুটি ঠান্ডা পড়েছে ।
নির্জন - নিস্তব্ধ একটা রুম, প্রয়োজন ছাড়া মানুষ যায় না বললেই চলে কিন্তু সেখানেও শান্তি কোথায় ?
নিজেদের শিকার এর খোঁজে তারা যেকোনো জায়গায়ই মুহূর্তের মধ্যে পৌঁছে যায় ।
হঠাৎ করেই পিছন থেকে আক্রমন করে বসলো একজন, কোনোমতে তার কাছ থেকে রেহাই পেলেও কিছুক্ষন পর দলবল নিয়ে আসে আমাকে ধরার জন্য ।
কোনোমতে নিজেকে হেফাজত করে চলে এসেছি ।
এদের নেই কোনো ভয়, নেই কোনো বিচার । এরা তাদের জন্মের পর থেকেই এসব কাজে নিয়োজিত ।
এরা মশা হিসেবে পরিচিত নির্বোধ প্রাণী, কানের কাছে এসেই দেয় তাদের আগমনের বাণী ।
অনুচ্ছেদ - মশা
লেখক - নাইমুল ইসলাম নিবীড় (Naimul Islam Niber)
হয়ে গেলাম লেখক 🙂