RIFAT PLAYZ

RIFAT PLAYZ LEARNING MORE

প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা ইদানিং দেখছি যে ভারতীয় এবং বাংলাদেশের কিছু কিছু ONLINE SOCIAL MEDIA তে হিন্দু সম্প...
07/08/2024

প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা
ইদানিং দেখছি যে ভারতীয় এবং বাংলাদেশের কিছু কিছু ONLINE SOCIAL MEDIA তে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অনেক সত্য মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।কেউ বলছে বাংলাদেশের ইসলাম ধর্মের মানুষেরা নাকি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে।কেউ বলছে অন্য কথা।তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে, আমাদের ইসলাম আমাদেরকে অন্যান্য ধর্মের ভাইবোনদের উপর অত্যাচার করা শিখায় না।যদি কেউ ইসলাম ধর্মের মানুষ হয়ে অন্যান্য ধর্মের ভাইবোনদের উপর অত্যাচার করে তাহলে সে নিঃসন্দেহে মুনাফিক।তবে এই অত্যাচারের পিছনে আমরা ছাত্রজনতার কোনো হাত নেই। আর যদি আমাদের ছাত্রজনতা বা ইসলাম ধর্মের ভাইবোনদের কারো হাত থাকতো তাহলে আমরা কেন আমাদের সনাতন ধর্মীয় ভাইবোনেরা রক্ষা করবো।যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এই অত্যাচারের সাথে জড়িত তারা অন্য কেউ । কারণ ওদের মতে দেশ ছেড়ে যাইবো যখন তাহলে এদের অক্ষ রেখে যাবো কেন? নিচে এর প্রধান সহ ছবি দেওয়া হলো

পরিশেষে একটি কথা বলবো:আপনারা গুজবে কান না দিয়ে সত্যতা মিথ্যা যাচাই করুন।

Dear brothers and sisters of Hindu community
Lately, I see that many true and false rumors of attack on Hindu community are being spread in Indian and some Bangladeshi ONLINE SOCIAL MEDIA. Some say that people of Islamic religion in Bangladesh are attacking Hindu community. Some say otherwise. But I want to tell you that our Islam does not teach us to oppress our brothers and sisters of other religions. If someone is a man of Islam and oppresses his brothers and sisters of other religions, then he is undoubtedly a hypocrite. But we students have no hand behind this oppression. And if our students or Islamic brothers had a hand then why should we protect our traditional religious brothers. Those who are involved in this killing and this torture are someone else. Because according to them, I will leave the country, then why should I leave their axis? Below is the picture with the main one

Finally, I will say one thing: you should not listen to rumours, check the truth.

हिंदू समुदाय के प्रिय भाइयों और बहनों
हाल ही में, मैंने देखा है कि भारतीय और कुछ बांग्लादेशी ऑनलाइन सोशल मीडिया पर हिंदू समुदाय पर हमले की कई सच्ची और झूठी अफवाहें फैलाई जा रही हैं। कुछ लोग कहते हैं कि बांग्लादेश में इस्लामी धर्म के लोग हिंदू समुदाय पर हमला कर रहे हैं। लेकिन मैं कुछ और कहना चाहता हूं आप कि हमारा इस्लाम हमें दूसरे धर्म के भाई-बहनों पर जुल्म करना नहीं सिखाता उत्पीड़न. और अगर हमारे छात्रों या इस्लामी भाइयों का हाथ था तो हम अपने पारंपरिक धार्मिक भाइयों की रक्षा क्यों करें जो इस हत्या और इस अत्याचार में शामिल हैं वे कोई और हैं। क्योंकि उनके हिसाब से तो मैं देश छोड़ दूंगा तो फिर उनकी धुरी क्यों छोड़ूं? नीचे मुख्य के साथ चित्र है

अंत में एक बात कहूंगा कि आप अफवाहों पर ध्यान न दें, सच्चाई की जांच करें।

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক। ১. আজকে থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না। ২. আজকে থেকে দেশের...
06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।

১. আজকে থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজকে থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজকে থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজকে থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজকে থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
৬. আজকে নিজে কোনো দুর্নীতি করবো না, অন্যকেও করার সুযোগ দিবো না!
৭.সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হবো।
৮.সকলেই আমরা ভাই-বোন, আত্নীয়ের মতো।তাই সকল রাজনৈতিক, অরাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবী মানুষের সাথে সম্প্রতি বজায় রাখার চেষ্টা করবো।
৯. কোনো সহিংস কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবো না।
১০. অসহায় মানুষ দেখলে সাহায্যের হাত বাড়িয়ে দিবো।

—collected

06/08/2024

ছাত্রদের দেয়া অর্ন্তবর্তীকালীন সরকারের রুপরেখা:

১. ড. মুহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা।
২. ড. বদিউল আলম মজুমদার।
৩. মতিউর রহমান চৌধুরী (মানবজমিন)।
৪. ড. আসিফ নজরুল।
৫. ড. সলিমুলিলাহ খান।
৬. ব্রি. জেনারেল ড. সাখাওয়াত হোসেন।
৭. মেজর জেনারেল মুনিরুজজামান।
৮. আলোকচিত্র শিল্পী শহিদুল আলম।
৯. সৈয়দা রেজওয়ানা হাসান।
১০. ⁠ডা: পিনাকী ভট্টাচার্য।
১১. ⁠ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
১২. প্রজেশ চাকমা।

- সরকারের মেয়াদ ৩-৬ বছর (সর্বোচ্চ)।
- মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা।
- পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আজ ৬ আগস্ট বিকালের মধ্যেই সরকার গঠন।
- প্রধান বিচারপতির অপসারণ/পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ।
- আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে)।
- নির্বাচন কমিশন পুনর্গঠন।
- সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল।
- সরকারের সকল চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল।
- ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।
- জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা।
- বিগত ১৫ বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ।
- দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন।

06/08/2024

শেষ সময়েও বলপ্রয়োগ করে থাকতে চেয়েছিল খুনি হাসিনা

শেষ সময়েও অতিরিক্ত বলপ্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরাসহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘণ্টার একটা বিবরণ পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি। সেখান থেকে তাঁর যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র-জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তাঁর একজন উপদেষ্টাসহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তাঁরা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি; বরং সোমবার (গতকাল) থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল ৯টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। ১০টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে।

বিভিন্ন বাহিনীর উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, সকাল সাড়ে ১০টার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না, সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন—এর পরও কেন তারা কঠোর হচ্ছে না, সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন—সেটাও তিনি উল্লেখ করেন।

একপর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা (পুলিশ) তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এ রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়।

ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বলপ্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাঁকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। একপর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশে প্রচারের জন্য।

ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুলসংখ্যক ছাত্র-জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় না-ও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়।

এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাঁদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তাঁরা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোনসহ ভারতের উদ্দেশে উড্ডয়ন করেন শেখ হাসিনা।

জানা গেছে, হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে। পরে আগরতলায় বিএসএফের একটা হেলিপ্যাডে অবতরণ করে। তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে।

ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে (উত্তর প্রদেশ) ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমানঘাঁটিতে দেশটির স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাঁকে স্বাগত জানান। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে।

অর্থাৎ নিরীহ জনগণের আরও রক্ত ঝরিয়ে হলেও, ক্ষমতায় থাকার শেষ চেষ্টা করেছেন শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয় খুললে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ১৯৭২-৭৫ সালের সকল পত্রিকা, ম্যাগাজিন সব স্টুডেন্টের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মুখস্থ ইতিহাস বাদ দিয়ে এবার সত্যটা জানার সময় এসেছে। স্বৈরাচার মুজিবের দুঃশাসন সম্পর্কে নতুন প্রজন্মকে পুরোপুরি অন্ধকারে রাখার ফলে তাদের মধ্যে স্বৈরাচার মুজিবের প্রতি একটা "অন্ধ ভক্তি" আছে। যেটা অতিদ্রুত দূর করতে হবে।

06/08/2024

আজ থেকে যে কোন কাজে ১ পয়সাও ঘুস চাইলে, কানের নিচে বসিয়ে দিবেন।

কোন অন্যায় কে বিন্দু মাত্র ছাড় দিবেন না।

05/08/2024

স্বাধীন হয়েছি কিন্তু বিজয়ী কিন্তু হই নাই এখনো।
যুদ্ধ বাকি।

05/08/2024

আমরা স্বাধীন করেছি শান্তির জন্য লুট করার জন্য নই। কোন হিন্দু ভাইয়ের উপর যেনো হামলা না হয়।

05/08/2024

⚠️আপনাদের এলাকার মন্দির ও অন্যান্য ধর্মের মানুষের পাশে থাকুন

❕প্রিয় দেশবাসী,

🚨বর্তমান সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং মানবতার হাত বাড়িয়ে দেই। আপনার এলাকার মন্দির এবং অন্যান্য ধর্মের মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করুন। সহমর্মিতার মাধ্যমে আমাদের ঐক্যকে শক্তিশালী করতে হবে।

আমাদের দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য সজাগ থাকতে হবে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের বাংলাদেশে কোনো বিভেদ থাকবে না, ইনশাআল্লাহ। সবাইকে একত্রে কাজ করতে হবে, যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। আসুন, আমরা সবাই মিলে একটি সুখী ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। আমাদের জাতীয় ঐক্যই আমাদের প্রকৃত শক্তি।

ধন্যবাদ।
🟩🟩🟩🟩🟩🟩🟩🟩
RIFAT PLAYZ
🟩🟩🟩🟩🟩🟩🟩🟩

সবাইকে জানিয়ে দিন কেউ যেনো "সেনাবাহিনী আমাদের পাশে আছে" এই সব ভিডিও পোস্ট না করে।এখন নেটওয়ার্ক থাকা অবস্থায় তারা সবার ...
04/08/2024

সবাইকে জানিয়ে দিন কেউ যেনো "সেনাবাহিনী আমাদের পাশে আছে" এই সব ভিডিও পোস্ট না করে।

এখন নেটওয়ার্ক থাকা অবস্থায় তারা সবার মধ্যে পজিটিভ ধারণা ঢুকিয়ে দেবে এরপর নেটওয়ার্ক বন্ধ করে আবার পূর্বের মত অত্যাচার শুরু করবে বা করতে পারে।

যতক্ষণ সেনাবাহিনীর কোনো গ্রুপ, চেইন অব কমান্ড ভে/ঙে কোনো বিবৃতি না দিচ্ছে, ততক্ষণ এদের বিশ্বাস করা বোকামি। এরা কোন ক্লিয়ার বক্তব্য তো দেয়নি। আজকের মুন্সীগঞ্জের কাহিনী দেখে ওদের বিশ্বাস করা কঠিন। এদের নিয়ে ভিডিও আর ভালো কিছু লিখবেন না, বিশ্বাস করে ঠকতে হবে।সেনাপ্রধান কে জানেন তো??📌সফট ওয়ার্নিং📌

~Society-Uncensored

SAVE BANGLADESH STUDENT'S 🥲   তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার
18/07/2024

SAVE BANGLADESH STUDENT'S 🥲

তুমি কে আমি কে
রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে
স্বৈরাচার স্বৈরাচার

18/07/2024

TRY MY BEST 💓 TOURNAMENT HIGHLIGHTS ✨ 🏆 BY RIFAT PLAYZ

09/07/2024
07/07/2024
30/06/2024

UNEXPECTED 😊 TOURNAMENT HIGHLIGHTS 🔥🏆 FREE FIRE 🔥 BANGLADESH 🇧🇩

27/06/2024
24/06/2024

Tournament Highlights || TEAM FOUR FIGHTER E-SPORTS ||FREE FIRE ESPORTS BANGLADESH

20/06/2024

Unbelievable tournament highlights

26/05/2024
24/05/2024

WHAT HAPPENED WHEN I ACCEPTED ONLY M82B CHALLENGE DUO IN BR RANK || FREE FIRE MAX

16/05/2024
08/05/2024
07/05/2024
05/05/2024
05/05/2024
26/04/2024

TOURNAMENT HIGHLIGHT BY RIFAT FF || FREE FIRE MAX BANGLADESH 🇧🇩

Address


Alerts

Be the first to know and let us send you an email when RIFAT PLAYZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIFAT PLAYZ:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share