Bangladesh privet cybersecurity agency

  • Home
  • Bangladesh privet cybersecurity agency

Bangladesh privet cybersecurity agency Please like this Page

31/10/2022

হঠাৎ Instagram ডাউন দেখাচ্ছে এবং অসংখ্য ব্যবহার কারীর একাউন্ট Suspended দেখাচ্ছে।
আশাকরি শিগগিরই Meta সমস্যাটি সমাধান করে নিবে।

27/10/2022

# ফেসবুক থেকে আয় করার উপায়

ফেসবুক থেকে ইনকাম করার মেইন হাতিয়ার হল ফেসবুক পেজ। এরই মধ্যে আমরা শিখলাম কি ভাবে পেজ তৈরি করব এবং কি ভাবে পেজে লাইক ও ফলোয়ার বাড়াব। এখন জানব এই পেজকে কাজে লাগিয়ে ফেসবুক থেকে কি ভাবে আয় করা যায়।

**ফেসবুকে ভিডিও আপলোড করে আয়**

আমরা সবাই জানি ইউটিউবে চ্যানেল খুলে মনিটাইজেশন এর মাধ্যমে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। আপনি চাইলে এখন ফেসবুকে পেজ খুলে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। কিন্তু পেজে ভিডিও আপলোড দিলে ত আর ইনকাম হবে না। তার জন্য ফেসবুক এর কিছু নিয়ম রয়েছে। আপনার পেজে সেই নিয়ম গুলা ফিলাপ হলে ফেসবুক আপনার পেজ মনিটাইজেশন দিবে এবং In-Stream Ads আপনার ভিডিওতে শো করানোর মধ্যে দিয়ে আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন।

**ফেসবুক In-Stream Ads কি?**

ফেসবুক In-Stream Ads হলো এমন একটি সার্ভিস যেটি দিয়ে ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে বিজ্ঞাপন বা ads শো করানো যায়। এই বিজ্ঞাপন গুলো যখন লোকজন দেখবে বা ক্লিক করবে তখন আপনি ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন। তবে মনে রাখতে হবে ফেসুবক In-Stream Ads এর বিজ্ঞাপন ফেসবুক পেজ ব্যাতীত অন্য কোথায় ব্যবহার করা যায় না।

**In-Stream Ads পেজে পাওয়ার জন্য কি কি লাগবে?**

আপনার পেজের ভিডিওতে ফেসবুক In-Stream Ads সার্ভিসটি ব্যবহার এর জন্য কিছু নিয়ম পূরণ করতে হবে। ফেসবুক এর দেয়া কিছু নিয়ম যদি পূরণ করতে পারেন তাহলে আপনি এই সার্ভিসটি ব্যবহার করে ইনকাম করতে পারবেন।

**যা যা লাগবে In-Stream Ads পেতে**
* আপনার নিজের একটি page থাকে হবে। পেজ ছাড়া পার্সোনাল আইডি তে In-Stream Ads এর বিজ্ঞাপন লাগানো যায় না।
* আপনার ফেসবুক পেজে ১০,০০০ হাজার লাইক থাকে হবে। গত ৬০ দিনে আপনার ফেসবুক পেজের ভিডিওতে মিনিমাম ৬০০,০০০ মিনিট ভিউস টাইম থাকতে হবে এবং প্রত্যেকটি ভিউ মিনিমাম ১ মিনিটের হতে হবে। তাছাড়া আপনার প্রত্যেকটি ভিডিও কমপক্ষে ৩ মিনিট লম্বা হতে হবে। কারণ ৩ মিনিটের ছোট ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন শো করে না।
* আপনার ভিডিও এর ভাষা ফেসবুক In-Stream Ads সাপোর্ট করে না, এমন ভিডিও আপলোড করলে ভিডিও মনিটাইজ হবে না । তবে টেনশনের কোন কারণ নেই, ফেসবুক In-Stream Ads বাংলা ভাষা সাপোর্ট করে।
* আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
* পেইজে কমপক্ষে ৫ টি ভিডিও থাকতে হবে।

22/10/2022

Topic:- মোবাইলের সিম ব্যবহার করে কম্পিউটার থেকেই পাঠানো যাবে এসএমএস।

অনেকেই মোবাইলের টাচ স্ক্রিনের সমস্যা থাকতে পারে বা ফোনের বিভিন্ন সমস্যা থাকতে পারে। তাদের জন্যই এবার চলে এসেছে এই সুবিধা। তো কিভাবে করবেন সে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি।

★প্রথমে আপনার এন্ড্রোয়েডের মেসেজ এপ এ যান।

★ এখন স্ক্রিনশটের ন্যায় Device Pairing এ গিয়ে স্ক্যানার ওপেন করুন।

★ এবার আপনার পিসির/কম্পিউটারের ব্রাউজারে গিয়ে এই লিংকে ( https://messages.google.com/web/ ) ঢুকে কিউআর কোডটি আপনার এন্ড্রয়েড দিয়ে স্ক্যান করে এড করে নিন।

ব্যস!

এখন আপনি চাইলে নিজের সিম ব্যবহার করেই ডেস্কটপ থেকেই সিম থেকে মেসেজ করতে পারবেন।

Use Messages for web to send SMS, MMS and chat messages from your computer. Open the Messages app on your Android phone to get started.

19/10/2022

যারা upload a photo ID problem face করতেছেন এই পোস্ট টি তাদের জন্য। 😐

অ্যাকাউন্ট লগইন করার পর কার্ড আপলোড করতে বলে।

তো প্রথমে মাস্টার ভিপিএন এ ঢুকে সিঙ্গাপুর কান্ট্রি কানেক্ট করবেন।
তারপর আইডিতে ঢুকে কার্ড সাবমিট করবেন।



অবশ্যয় কার্ডের এমবি বাড়ানোর থাকতে হবে।



সাবমিট দেয়ার পর স্ক্রীনশট 1 এর মত একটা ইন্টারফেস আসবে।

তখন ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন।

তারপর চলে যাবেন লগইন ইস্যু সাবমিট এর লিঙ্ক এ।
ব্রাউজার থেকে বের হওয়া যাবেনা।

ব্রাউজার এর ই URL অপশন থেকে search করতে হবে

login issue তে যাওয়ার পর নিচের এই ইনফো আর স্ক্রীনশট আপলোড করে সাবমিট দিয়ে দিবেন।



তারপর চলে যাবেন ফেসবুক এর ফিডব্যাক অপশনে।

ওখানেও same info use হবে।

আর problem of feature option এ login select করবেন। ( ( screenshot 3)
)
then submit করবেন।

তারপর চলে যাবেন আপনার মেইল অপশনে।

যে কোন মেইল হতে পারে।

ডিজেবল আইডি ইমেইল না হলেও চলবে।



আর ভিপিএন কিন্তু কানেক্ট থাকবে।



তারপর চার নাম্বার স্ক্রীনশটএর মত করে একটা মেইল সেন্ড করতে হবে।✌️

{ Mail address, subject, and info}

appeals++[email protected]

subject : i can't sign in

Sir,
Your security system has been disabled my real facebook account in mistakley now Reviewing your information may take longer than usual sir review it and reopen my account.
Email :
Name :
Password :
Date Of Birth :

Thanks for your help.

[Log in essu, feedback link in

👇👇👇👇

https://m.facebook.com/help/contact/268228883256323

https://m.facebook.com/help/contact/357439354283890

16/10/2022

সময় টেলিভিশন এর ইউটিউব এর বিষয়টি নিয়ে অলরেডি সময়ের ডিজিটাল টিম কাজ করছে।

তারা ইউটিউব এর সাথে যোগাযোগ করেছে শিগগিরই Channel Restored হয়ে যাবে।

Deep Fake প্রযুক্তির যুগে স্বাগতম! এই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স  এর মাধ্যমে ছবি থেকে চেহারা হুবুহু নকল করতে সক্...
14/10/2022

Deep Fake প্রযুক্তির যুগে স্বাগতম! এই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এর মাধ্যমে ছবি থেকে চেহারা হুবুহু নকল করতে সক্ষম। দুর্ভাগ্যজনভাবে এই প্রযুক্তি এখন খারাপ লোকদের হাতে। Deep Fake technology দিয়ে এখনো পর্যন্ত যতগুলো কাজ হয়েছে তার ৯৬% ই পর্ণোগ্রাফি। আপনার একটি ছবি ব্যবহার করে তারা কোন নগ্ন মানুষের মুখের সাথে একেবারে নিখুত ভাবে প্রতিস্থাপন করতে পারবে । এটি এখনো পর্যন্ত ১ লক্ষের অধিক মেয়ের জীবন ধ্বংস করেছে।
আমরা চাইনা কোন মুসলিম বোনের জীবন ধ্বংস হোক। তাই যারা এখনো নিজের ছবি ফেসবুক-ইন্সাগ্রাম এ দিয়ে রেখেছেন তারা দ্রুত ছবিগুলো সড়িয়ে নিন কোন ক্ষতি হয়ে যাওয়ার আগে। যারা এ ব্যাপারে জানেনা তাদের জানিয়ে দিন
[এটি একটি কপিরাইট ফ্রি কনটেন্ট, নিশ্চিন্তে শেয়ার এবং ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

14/10/2022

মোবাইল ফোন কি হ্যাক হওয়া সম্ভব, আর প্রতিরোধের উপায় কী?

সকল আধুনিক ডিভাইসই হ্যাক করা সম্ভব।মোবাইল ফোন এ ক্ষেত্রে ভিন্নতর কিছু নয়।

মোবাইল ফোন হ্যাক প্রতিরোধের জন্য আগে জানতে হবে কিভাবে মোবাইল ফোন হ্যাক হয়।

সাধারনতঃ আমদের ip address অথবা mac address এর মাধ্যমেই হ্যাক করা সম্ভব,আর এগুলা পেতে একজন হ্যাকার নানা tragedy ব্যবহার করে থাকে।সুতরাং হ্যাক থেকে প্রতিরোধের জন্য আবশ্যই হ্যাকারদের বিছানো ফাদে পা দেওয়া যাবে না।এজন্য অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে।মূলত সচেতনতাই আসল।

হ্যাকিং প্রতিরোধের জন্য আপনি যা যা করতে পারেন,

১!untrusted app install করবেন না

২!third party app install করবেন না।

৩!unsecure public wifi এ connect হবেন না

৪!browser এ auto complication off করে রাখবেন।

৫!cache, cookies,history এগুলা delete করবেন।

৬!ফোন এ always একটা security app use করতে পারেন!

৭! রাস্তায় ফ্রি wifi পেলে. কে চাইবেনা .ফেসবুক আইডি বা কুনো কিছু login করতে ..যদি login করেন তাইলে আপনি হারাতে পাড়েন আপনার মূল্যবান সব ইনফর্মেশন

৮! play store ছাড়া আর কুথায় থেকে কুনো app ভুলে ও install করবেন না.

ধন্যবাদ।

12/10/2022

ফেসবুকে ত্রুটি: ফলোয়ার কমলো খোদ জাকারবার্গের।

বড় ধরনের ত্রুটির মুখে ফেসবুক। যার ফলে ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা কমে গেছে রহস্যজনকভাবে। বাদ যায়নি ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা সিইও মার্ক জাকারবার্গও। তার ফলোয়ারের সংখ্যাও প্রায় ১০০ মিলিয়ন থেকে কমে রাতারাতি হয়েছে মাত্র ৯ হাজার ৯৯৩ জন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক বাগ (ত্রুটি) ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা কমিয়ে দিয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে সোম ও মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বৃহত্তম মিডিয়া আউটলেটের ফেসবুক ফলোয়ার সংখ্যায় আকস্মিকভাবে হ্রাসের পর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি ভুয়া বা বট অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ক্রাউডট্যাঙ্গলের তথ্য অনুসারে, গত ৩ ও ৪ অক্টোবর নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, হাফিংটন পোস্ট, দ্য হিল, ইউএসএ টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজউইকের ফলোয়ারের সংখ্যা হ্রাস পেয়েছে।

এ বিষয়ে নিউজ ইউকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএ টুডের সবচেয়ে বেশি সংখ্যক ফলোয়ার কমেছে, সোমবার ১৩,৭২৩ এবং মঙ্গলবার ১১ হাজার ৩৯২ জন ফলোয়ার কমেছে। নিউইয়র্ক টাইমস সোমবার ৬ হাজার ২২৫ এবং মঙ্গলবার ৪ হাজার ৯৪৪ জন ফলোয়ার হারিয়েছে। সোমবার নিউইয়র্ক পোস্ট ৮ হাজার ২০০ ফলোয়ার এবং পরের দিন আরও ৪ হাজার ৩৭৮ জন ফলোয়ার কমেছে। এছাড়া ওয়াশিংটন পোস্টে সোমবার ফেসবুক পেজে ফলোয়ার কমেছে ৫ হাজার ৮০৪ জন, মঙ্গলবার কমেছে আরও ৪ হাজার ৩৩৭ জন এবং মোট ৭টি প্রকাশনা সোমবার ৩৮ হাজার ৮১২টি লাইক এবং মঙ্গলবার ২৯ হাজার ৬৯২টি লাইক হারিয়েছে।

ইউএইচ/

➡️ আসসালামু আলাইকুম! ❤️➡️ ১) টু-ফেক্টর বাইপাস (নাম+জন্মতারিখ মনে থাকা লাগবে)♻️➡️ ২) Get Start Lock - Unlocked  (নাম+জন্ম...
12/10/2022

➡️ আসসালামু আলাইকুম! ❤️

➡️ ১) টু-ফেক্টর বাইপাস (নাম+জন্মতারিখ মনে থাকা লাগবে)♻️

➡️ ২) Get Start Lock - Unlocked (নাম+জন্মতারিখ মনে থাকা লাগবে)♻️✅

➡️ ৩) Upload Your ID (নাম+জন্ম তারিখ মনে থাকা লাগবে+জিমেইল এড থাকা লাগবে)♻️📛

➡️ ৪)Hacked Account(জিমেইল এড থাকা লাগবে মাষ্ট)(৩/৭ দিন রিকোভারী টাইম)♻️✅

➡️ ৫) Remembering back (নাম+জন্মতারিখ মনে থাকা লাগবে+জিমেইল এড থাকা লাগবে)✅

➡️ ৬) ফেসবুক এর সব রকম ফলোয়ার সেল করা হয়)👈
➡️ ৭) ফেসবুক অল্ড আইডি সেল করা হয়)♻️

➡️ ৮) ফেসবুক Blank আইডি সেল করা হয়)✅

➡️ ৯) ফেসবুক প্রি ব্যাক আইডি সেল করা হয়)✅

➡️১০) যেকোনো নামে এক্সেপ্টেবল কার্ড বানিয়ে দেওয়া হয়!

➡️ এই ছাড়াও ফেসবুক নিয়ে যেইকোনো সমস্যায় ইনবক্স করতে পারেন ১০০% সমাধান দেওয়ার চেষ্টা করবো)✅

➡️ ১০০% ট্রাস্টেড সহকারে কাজ করা হয়!✅

➡️ প্রত্যেকটি সার্ভিসের জন্য চার্জ প্রয্যেজ্য! ✅

➡️ বিস্তারিত জানতে ইনবক্স করুন 📛

➡️ ধন্যবাদ ❤️

আপনারা কি জানেন আমারা যে Internet  করি তা শুধু মাত্র ৫ % । বাকি টুকু মানে ৯৫% আমাদের অজানা। এই ৯৫ % কে আবার ২ ভাগে জানা ...
12/10/2022

আপনারা কি জানেন আমারা যে Internet করি তা শুধু মাত্র ৫ % । বাকি টুকু মানে ৯৫% আমাদের অজানা। এই ৯৫ % কে আবার ২ ভাগে জানা হয়। মুলত
Internet কে তিন ভাগে জানা হয়।
১/ Sharp web
২/ Deep web
৩/ Dark web
Sharp web হচ্ছে মাত্র ৫%। যা আমরা ব্যাবহার করি। বাকি ৭০% হচ্ছে Deep web। আর ২৫% হচ্ছে Dark web।
এখন কথা হচ্ছে আমরা এই Deep web access করব কি করে? কোন Browger ব্যাবহার করব? Deep web এ প্রবেশের অনেক ব্রাউজার আছে। তবে সবচেয়ে ভালো ব্রাউজার সম্পর্কে আজ আমরা জানব। Deep web এ পৃথিবীর সকল জিনিস পাবেন।
Tor একটি গোপন ব্রাউজার। এর মাধ্যমে আপনি Deep web এ খুব সহজে প্রবেশ করতে পারবেন। আপনার পরিচয় গোপন রেখেই এই ব্রাউজার ব্যাবহার করতে পারবেন।
৯৫% এর Internet জৎতে আপনি সকল কিছু পাবেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh privet cybersecurity agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share