Arifulogy

Arifulogy হে আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। ক্ষণিকের এই দুনিয়ার মোহ এবং নারীর আসক্তি থেকে মুক্তি দিন।

Arifulogy হলো এমন একটি ফেইসবুক প্রোফাইল। যেখানে রয়েছে ব্যক্তিগত মতামত, শিক্ষনীয় গল্প,বাণী চিরন্তণী, বিনোদন, ইত্যাদি বিষয়বস্তুর সমাহার। আপনি আমি একদিন থাকবো না কিন্তু এই মাধ্যম থেকে যাবে তাই পরবর্তী প্রজন্মের পাঠকের - দর্শকদের হ্রদয় স্পর্শ করার জন্য ক্ষুদ্র এ প্রয়াস।
-Md Ariful Islam

শত নিন্দুকের মাঝে অটুট থাকুক বাবা ও ছেলের সম্পর্ক।
19/06/2022

শত নিন্দুকের মাঝে অটুট থাকুক বাবা ও ছেলের সম্পর্ক।


যেহেতু সিলেটে কোনো নারীরে নিয়ে আলাপ উঠেনি, হুজুরের অপরাধ পাওয়া যায়নি, সেক্যুলার মূল্যবোধের অনিরাপদ হবে এমন কিছু ঘটেনি...
18/06/2022

যেহেতু সিলেটে কোনো নারীরে নিয়ে আলাপ উঠেনি, হুজুরের অপরাধ পাওয়া যায়নি, সেক্যুলার মূল্যবোধের অনিরাপদ হবে এমন কিছু ঘটেনি, শাহবাগিজ হুমকি সম্মুখীন হয়নি; জাস্ট বনায় কয়েক লাখ মানুষজন জলমগ্ন হয়ে পড়েছে, বসতভিটা ডুবে যাচ্ছে ও হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে ক্ষুধা, তৃষ্ণা ও অনিরাপদে দিন কাটাচ্ছে। সুতরাং এটা এমন বড় কোনো সমস্যা না। এতে শাহবাগি মিডিয়ার ঈমান ও আকিদায় কোনো আঘাত লাগেনি। তাই আপাতত এসব বন্যা-ফন্যার নিউজ এত গুরুত্ব দিয়ে ছাপানোর কিছু নেই।

আর যদি বেশি গুরুত্ব দিতেই হয় তবে বন্যায় মানুষ মারা যাওয়ার পরে, ঘরবাড়ি হারানোর পরে; আকিদা অনুসারে যে মোমবাতি জ্বালানো হবে, সেই নিউজে গুরুত্ব দেয়া হবে। আপাতত ভিতরের পেইজের এক কলামেই নিউজটা থাক।

বরং পরীমনি ও তার বাচ্চা নিয়ে ঘণ্টায় ঘণ্টায় লাইভ নিউজ চলতে থাক...

18/06/2022

📌দেশে যখন মহা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন করা হচ্ছে ঠিক তখনই করোনা আবার বে...
14/06/2022

📌দেশে যখন মহা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন করা হচ্ছে ঠিক তখনই করোনা আবার বেরে গেল।

📌সব মুসলমান রাষ্ট্রগুলো নিন্দা প্রকাশ করল কিন্তু বাংলাদেশ ........

📌করোনা সংক্রমণ আবার বাড়ছে, শনাক্তের ৯৩ শতাংশই ঢাকায়।

📌গত ২৪ ঘণ্টায় দেশে ১২৮ জনের শরীরে
করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। টানা দ্বিতীয় দিনের মতো করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক শর বেশি হয়েছে।

📌আন্দোলন তো দাদাদের সহ্য হচ্ছে না। তাই দাদারা করোনা বাড়ায় দিলেন। সব তেনাদের ইচ্ছে।

📌দয়াকরে বিএনপি সহ সকলেই আন্দোলন বন্ধ করুন, আন্দোলনে গেলেই আমাদের দেশে করোনা
সংক্রামণ বেড়ে যায়।

13/06/2022
12/06/2022

তোমার প্রিয়তমা, তুমিও আমার প্রিয়তমা!

এখন থেকে আমি আর কবু মৃত্যুবরণ করবো না।

আমি আর কখনও বুড়ি হবো না ।

আমি আর কখনও তোমাকে ছেড়ে যাবো না ।

আমি আর কখনও তোমার সাথে ঝগড়া করবো না।


--জান্নাতি হুর

👉জীবনে সফল হতে চাইলে যে বিষয়টগুলো মাথায় রাখা জরুরি।📌কারো জন্য জীবনকে সস্তা করবেন না।📌কারো ব্যাপারে কখনো অতি উৎসাহ দেখা...
06/06/2022

👉জীবনে সফল হতে চাইলে যে বিষয়টগুলো মাথায় রাখা জরুরি।

📌কারো জন্য জীবনকে সস্তা করবেন না।

📌কারো ব্যাপারে কখনো অতি উৎসাহ দেখাবেন না।

📌কাউকে অতিরিক্ত পাত্তা দিবেন না।

📌কারো কাছ থেকে কখনো অতিরিক্ত প্রত্যাশা করবেন না।

📌মুখ থেকে কথা বের করতে সাবধান;কথা কম বলাই ভালো।

📌আপনার যতই প্রিয়,যতই কাছের হোক না কেন,সব কথা সবাইকে বলতে নেই।

📌মানুষকে কখনো আগবাড়িয়ে উপকার করতে যাবেন না।

📌টাকা ধার দেয়া এবং টাকা ধার নেয়া থেকে বিরত থাকুন।

📌কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না।

📌কারো প্রতি কখনো দুর্বল হবেন না।

📌সময়কে কাজে লাগান।

📌নিজেকে গভীরভাবে জানুন।

📌নিজেকে পর্যাপ্ত সময় দিন।

📌হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না।

📌কারো সাথে ব্যক্তিগত শত্রুতা রাখবেন না।

📌জীবনের একটি লক্ষ্য সেট করুন।

📌অন্যের কথায় কান দিবেন না।

📌আত্মবিশ্বাসী এবং সাহসী হোন।

📌অবসর সময়ে পড়াশোনা করুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Arifulogy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arifulogy:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share