হাজারও শহীদের রক্তের উপর দাঁড়িয়ে প্রিয় স্বদেশ।অকাতরে সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে ।সিনেমা দেখতে মন চায়????আহারে ক্ষমতা !!
পিছনে স্বৈরাচারের দোসরদেরকেউ দেখা যাচ্ছে।
ক্ষমতা হারিয়ে এরা পাগল হয়ে আছে
খুব ভালো ক্ষমতা পেলে জনগণের কথা মনে থাকে না।
#viral
ধন্যবাদ ভাই সত্যি টা তুলে ধরার জন্য💪💪
Love for army ❤️💪 সব জাগায় সেনাবাহিনী এগিয়ে আসার আহবান
Love for army ❤️💪 সব জাগায় সেনাবাহিনী এগিয়ে আসার আহবান
আওয়ামী সন্ত্রাসীদের নিজ নিজ এলাকা থেকে বিতাড়িত করুন তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেন
কারণ দেশের আদালত ও প্রশাসন তাদের পা চাটে
The Next Generation
পরিবর্তন হোক নিজেদের থেকে
সবাই মানবতার ফেরিওয়ালা বলে, কিন্তু আমি
যে আওমীলিগ করে তাকে কখনোই বিশ্বাস করি না
মিয়ানমার থেকে চোরাই পথে আনা ৪/৫ লাখ টাকা দামের গরুকে কয়েক মাস লালন পালন করে কোটি টাকা দাম হাঁকান ফেরাউন এগ্রো ফার্ম।
টেক্সাস এর বংশিয় গরু দাবী করে যে ব্রাহামাগুলো কোটি টাকায় বিক্রি করা হচ্ছে তা মিয়ানমারের রেঙ্গুনে KN Rance নামের একটি ফার্ম থেকে সংগ্রহ করে তারা। এ গরুগুলো মূলত থাইল্যান্ড থেকে পাচার হয়ে আসা।
পরে নাইক্ষংছড়ি সিমান্তে দিয়ে এগুলো চোরাই পথে বাংলাদেশে নিয়ে আসা হয়। এছাড়া বিভিন্ন সময়ে কক্সবাজারের টেকনাফ, উখিয়ার বিভিন্ন খামার থেকেও তারা চোরাই গরু সংগ্রহ করে তা বিদেশি উচ্চবংশীয় গরু বলে বিক্রি করছে। মিয়ানমার থেকে আনা এসব গরু ঢাকায় নিয়ে গিয়ে গরুর শরীরে চামড়ায় গরম লোহা দিয়ে নাম্বার বসিয়ে তা আমেরিকার বিভিন্ন উন্নত জাতের খামারের গরুর মতো টেগ দেয়া হয়।
মূলত ফেরাউন এগ্রো ফার্মের মালিক আন্তর্জাতিক গরু চোরাকারবারী দলের সদস্য। মিয়ানমারের চোরাই গরুকে
স্মার্ট বাংলাদেশের সুফল পাইতেছে বাংলাদেশের জনগণ ?