Nupur cooking & vloge

  • Home
  • Nupur cooking & vloge

Nupur cooking & vloge আসসালামুয়ালাইকুম🌿
সবাই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন 🙏🌼

25/08/2024

এতো সুন্দর কবুতরটা রান্না করে ফেলতে হবে 😩 ゚viralfbreelsfypシ゚viral

23/08/2024
সেল করা হবে।দাম জানতে ইনবক্স করেন।একদম ঘরোয়া ভাবে লালন পালন করা। লোকেশন গাজীপুর টঙ্গী পাগাড়।
05/06/2024

সেল করা হবে।দাম জানতে ইনবক্স করেন।একদম ঘরোয়া ভাবে লালন পালন করা। লোকেশন গাজীপুর টঙ্গী পাগাড়।

28/03/2024

বাচ্চা ঘুমাচ্ছে। মা উঠে পানি খাবে বা প্রচন্ডরকম টয়লেটে যাওয়ার তাগিদ।

মা উঠতে গেল, বাচ্চা ঘুম ঘুম চোখ মেলে তাকাল। মা মোটামুটি নিঃশ্বাস বন্ধ করে তৃষ্ণা, ব্লাডারের চাপ সব ধামাচাপা দিয়ে আবার পাশে শুয়ে পড়ল, বাচ্চাকে আবার ঘুম পাড়ানোর জন্য। ব্লাডার ফাটুক, বাচ্চা তবুও যেন না ওঠে।

বাচ্চা ঘুমালে মা আরেকবার চেষ্টা করল। আবারও বাচ্চা চোখ মেলে তাকায়। মা আরেকবার চেষ্টা করে দেখল। এবার বিছানা থেকে পা টিপে টিপে উঠতেই বাচ্চা জেগে কান্না শুরু।

এই এক জীবনে এক মায়ের জন্য এটা শত শত দিন রাতের কাহিনী।এটুকু মনে রেখে মায়েদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। রোজার মাসে সেহেরি প্রস্তুতির সময় ছোট বাচ্চা জেগে গেলে মা কিভাবে সামাল দেয়-এক দিকে বাচ্চা কান্না করে, আরেকদিকে সেহেরির সময় পার হয়ে যাচ্ছে-এসব খেয়াল রেখে মায়েদের প্রতি ইহসান দেখানো দরকার।

একটা মা-বান্ধব, মা-সহায়ক সমাজের দরকার ছিল, অথচ সমাজ বলে মায়েরা, তোমরা সব পারবা, সব প্রতিকূলতা পার করতে পারবা, ইউ হ্যাভ টু ডু ইট অল। এই নাও, নতুন নতুন প্রতিকূলতা উপহার।

In a world full of antagonism and spite, be a mother’s comfort.

(©nabila noshin shejuti)

25/03/2024

তোমাকে ৭ পয়েন্ট দেওয়া হলো !🫠
এর মধ্যে"" ৪""পয়েন্ট পেলে তুমি পাশ😎

১.এখন তোমার মোবাইল ডাটা অন থাকলে ১পয়েন্ট কা*টা*।

২.তুমি এখন বাসায় থাকলে ১পয়েন্ট কা*টা*।

৩.তুমি এখন শুয়ে থাকলে ১পয়েন্ট কা*টা*।

৪.তোমার পায়ে জুতা না থাকলে ১পয়েন্ট কা*টা*।

৫.তুমি বাহাতে মোবাইল ধরে রাখলে ১পয়েন্ট কা*টা*।

৬.তুমি লিখা গুলো মনে মনে পড়লে ১পয়েন্ট কা*টা*।

৭.তুমি এখন মুচকি হাসলে ১পয়েন্ট কা*টা*।

এবার বলো তোমার কাছে এখন কতো পয়েন্ট আছো.?

বি.দ্র: ৩ পয়েন্ট পাইলে পাশ.......🙂
সত্য কথা গ্রহণযোগ্য, কেউ মিথ্যা বলবেন না🙅🏻‍♀️🌼

04/03/2024

ছুড়ি শুটকির তরকারি 😛

゚viral

02/03/2024

ভোর ছয়টায় ভিডিও 😍

29/02/2024

বরিশাল বিয়ে বাড়িতে এটা কেমন নিয়ম 😂 ゚viralシ

ভাপা পিঠা খাবে কেউ?🙃
29/01/2024

ভাপা পিঠা খাবে কেউ?🙃

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂সেটা আমি জানি।আপনি ভাবছেন,এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরাযেখানে আছে, সেটা তাদের জায়গা ...
28/01/2024

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂
সেটা আমি জানি।
আপনি ভাবছেন,
এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরা
যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়।
মানে তারা ভুল জায়গায় আছে।
যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,
আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো।
যদি তেমনটা থাকতো তাহলে কি হতো?
শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো। আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে।
পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,
স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।
আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ।

#সংগৃহীত

খাবারের জিনিস তাদের ভালো লাগে না 🥱
25/01/2024

খাবারের জিনিস তাদের ভালো লাগে না 🥱

24/01/2024

এলাকার এক মুরুব্বি "Brac Bank" থেইকা ৫০ হাজার টাকা কিস্তি তুলছিলো! আজ কিস্তি দেয়ার টাইম - কিন্তু চাচায়
কিস্তি দেয় নাই! বইলা দিছে "Brac bank" বয়কট করছি! কিস্তি-মিস্তি দিতে পারুম না! 🙂

কপি পোষ্ট 😂এই দেশে একটা আজব নিয়ম আছেবাচ্চা যা করবে তার সব দোষ তার মায়ের,মা শিখায় নাইসেই বাচ্চা বড় হয়ে যেই না বিয়ে করে,হু...
06/11/2023

কপি পোষ্ট 😂এই দেশে একটা আজব নিয়ম আছে

বাচ্চা যা করবে তার সব দোষ তার মায়ের,মা শিখায় নাই

সেই বাচ্চা বড় হয়ে যেই না বিয়ে করে,হুট করে তার সব দোষ এর দায় হয় তার বউ এর😑বউ কানপড়া দিছে,বউ শিখাইছে,বউ এর কথায় চলতেছে।আমাদের ছেলেকে আমরা এটা শিখাইনাই।আমার ছেলে কোনদিন এমন ছিলোনা।

তখন আবার হুট করে মা নির্দোষ হয়ে যায় 😐

10/07/2023

#রাধুনী হালিম মিক্স রান্না করে সবাইকে চমকে দিলাম। দোকানের চেয়ে ও বেশি মজা হয়েছে 😋

05/07/2023

মুখের রুচি ফিরিয়ে আনতে করলা ভর্তা করলাম🙂এতো তিতা মুখে রুচি যা ছিল তাও চলে গেছে🫠

25/06/2023

কুয়াকাটা হোটেলের ডিম ভর্তা রেসিপি 👌সেই স্বাদ।😁❤️ শেষে আমের আচারের তেল দিয়েছি অনেক টেস্টি হয়েছে।

21/06/2023

গরম পানিতে মাছের মাথা দিয়ে দারুন একটা রেসিপি করলাম।

19/06/2023

শুটকি দিয়ে কুমড়া পাতার ঝোল।এই তরকারি টা হলে আমার আর কিছুই চাই না।

#ফলোয়ার

17/06/2023

আমার ফাঁকিবাজি দুই মিনিটে সকাল/বিকালের নাস্তা

13/06/2023

এভাবে মাছের ভর্তা করলে সাধারণ মাছ ও অসাধারণ লাগবে খেতে

08/06/2023

ডিমের পায়েস 🤤 অসম্ভব মজা হয়েছে

06/06/2023

(জামের মকটেল) 👌🤤এই গরমে জামাই এর মন জয় করার একটাই চান্স 🫠 কারেন্ট চলে গেলেই এটা বানিয়ে জামাইকে খাওয়াবেন 😉

01/06/2023

প্রেগনেন্ট অবস্থায় জাতীয় খাবার ( টক)🥰 পাকা আম দিয়ে এভাবে মেখে খেতে দারুন লাগে

27/05/2023

মাত্র ২০ টাকা খরচ করে বাচ্চাদের পছন্দর
(ম্যাংগো ক্যান্ডি 🥰) বানিয়ে নিলাম

26/05/2023

কোথাও যাওয়ার আগে সাজগোজ করার সময় বিছানার এমন হাল করি 😕

যেন আর কোনো দিন বাড়িতেই ফিরবো না😑

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nupur cooking & vloge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nupur cooking & vloge:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share