নিকোটিন

নিকোটিন যত কম প্রত্যাশা
জীবন তত সুন্দর!!🌸

13/07/2024

Top of the world

- Harun Rashed

25/03/2024

-𝙈𝙖𝙨𝙝𝙖 𝘼𝙡𝙡𝙖𝙝 𝙏𝙝𝙚𝙞𝙧 𝙑𝙤𝙞𝙘𝙚 🥹🫶

🗣️ Mohamed Tarek 🕊️

04/03/2024

বাংলার ইমরান হাসমি'রা।

22/02/2024

একটি মশার আত্মকাহিনী।

All Copyright Reserved by Saad Muhammad H

আজকাল খেয়াল করলে দেখবেন- পাবলিক বাসে এখন আর আগেরমত নারীদেরকে ছেলেরা সিট ছেড়ে দেয়না। অথচ আগে অলমোস্ট বেশিরভাগ ছেলেরাই সিট...
22/02/2024

আজকাল খেয়াল করলে দেখবেন- পাবলিক বাসে এখন আর আগেরমত নারীদেরকে ছেলেরা সিট ছেড়ে দেয়না। অথচ আগে অলমোস্ট বেশিরভাগ ছেলেরাই সিট ছেড়ে বসতে দিত। এর কারন কি?? এমনকি নারীরা বিপদে পরলেও তেমন এগিয়ে যায়না। আশেপাশে দাড়িয়ে দেখে কিন্তু সাহায্যের হাত বাড়ায় না। কেন এমন চেঞ্জ??

আসেন উত্তর দেখি-
গতকাল মেট্রোতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভীড় হইছিল। লেট করে আসে ট্রেন। মাইকে ঘোষণা হয় এই ট্রেন যাবেনা। অন্যপাশে বিপরীতমুখি প্লাটফর্ম থেকে ট্রেনে উঠুন।

প্রচুর মানুষের চাপে (ছবি দেখলেই বুঝবেন) যে যেই বগিতে সুযোগ পাইছে উঠছে।এরমধ্যে ঘোষণা আসে ফিমেলদের জন্য পেছনের বগি বরাদ্দ ।সাধারণত প্রথমবগি ফিমেলদের জন্য থাকে। কিন্তু এত্ত ভীড়ে হঠাৎ এই ঘোষণায় অনেক ছেলেরাই ফিমেল বগিতে রয়ে যায়। যেহেতু অলরেডি অনেক লেট আর এখন বের হলেও অন্য বগিতে জায়গা পাবেনা তাই। অতঃপর উক্ত বগির কতিপয় ফিমেলরা সেইসব ছেলেদেরকে কোনো ষ্টেশনেই নামতে দেয়নি। গেট ব্লক করে রেখেছিল। এটা নিয়ে প্রাউড ফিল করে পোস্ট ও দেয় তারা। ব্যাপক শেয়ার রিচ পায় পোস্টটি।

সেই পোস্টের কমেন্ট বক্সে একজন ফিমেল ও নাই যে এই প্রচন্ড উল্টাপাল্টা সিচুয়েশনে পরা পুরুষদের পক্ষ নিয়ে অথবা সৎ অবস্থানে দাড়িয়ে কিছু বলবে। প্রত্যেকেই আপুদেরকে সমর্থন দিছে। কেউ একবারও বললো না এখানে পুরুষরা হেনস্তা হয়েছে।তাদের সাথে বাজে আচরণ করা হয়েছে।

কতিপয় নারীর এসব আচরণের কারনেই ধীরে ধীরে এখন আর নারীদের জন্য রাস্তাঘাটে মানুষ মায়া দয়া দেখায় না। সিট ছেড়ে দেয়া, হেল্প করা এসব ত বাদ ই।

- তাহির তাওকীর

20/02/2024

হ্যাপি ওয়াচিং!

নাটক : বুক পকেটের গল্প

20/02/2024

শরীর খারাপ।জ্বর আসছে।ডিস্ট্রিকগেট থেকে হেটে হেটে বাসার দিকে আসছি।শরীর খারাপ থাকলে কেউ তো দৌড়িয়ে হাটবে না,আস্তেধীরেই হাটবে।আমিও সেভাবেই হাটছিলাম।হটাৎ এক ছেলের সাথে দেখা।আমাকে দেখে বলেই ফেললো "তুমি এত ভাব নিয়ে হাটো কেনো?"

কিছুটা অবাক হলাম।উত্তরে বললাম "এই এলাকায় আমি ২০ বছর ধরে আছি।ল্যাংটাকাল থেকে বড় হইছি।আমি ভাব ধরে হাটবো না তো তুমি হাটবা?" আশ্চর্য! ছেলেটা কোন উত্তর দিলো না।চোখ রাঙিয়ে গোঙাতে গোঙাতে চলে গেলো।

হুহ!টাঙ্গাইলা মানুষ!😪

18/02/2024

জীবনে ২য় বার টিকেট কেটে ডিসি লেকে ডুকলাম।কাপল দেখতে ভালো লাগছে! 😓

উন্নয়ন।
14/02/2024

উন্নয়ন।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when নিকোটিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category