Wabi Sabi

Wabi Sabi The future you are worried about maybe you are not in it

07/01/2025

৫ মিনিট সহ্য করে দেখতে পারবেন!
কেনো মুমিন এগুলো দেখে এবং বিস্ময়করভাবে
সহ্য করতে পারে!💔
গুনাহগার আমাদের বেচে থাকায় কোন ফায়দা নেই যদি এই হায়াত উম্মতের ফায়দায় না আসে! 😓

এক উম্মাহকে কতো ভাগে বিভক্ত করে দিছে এক জাতীয়বাদ, মুনাফিক শাসকগোষ্ঠী,

29/10/2024

আমরা আল্লাহ্‌র ইবাদাত না করে ভাবি স্বাভাবিক জীবন কেটে যাচ্ছে - আল্লাহ্‌ কিছু মনে করছেন না।

বনী ইসরাইলের এক সাধু বলেছিলেন: হে আল্লাহ্‌! কতই তো আপনার অবাধ্য হই, আপনি তো কিছু করেন না।

আল্লাহ্‌ তাদের নবীকে বললেন: তাকে বলো, "কত শাস্তি তোমাকে আমি দিই, তুমি টেরও পাও না। আমার কাছে হাত তুলে মাফ চাওয়ার ক্ষমতা কি আমি তোমার থেকে কেড়ে নিইনি?" [আবু নু'য়াইম আল-ইসফাহানি রচিত হিলইয়াতুল আউলিয়া গ্রন্থে বর্ণিত]

15/10/2024

ই*জরায়েল ইহুদী , ভা*রত মুশরিক সুযোগ পেলে আমাকে আপনাকে সকল মুসলিম কে জীবন্ত পুড়িয়ে ফেলতো!
আর যে মুসলিম মনে করে আ*মেরিকা তার বন্ধু,
তার থেকে বড় আহাম্মক এই পৃথিবীতে নেই। 🫵

15/10/2024

ই*জরায়েল, ভা*রত সুযোগ পেলে আমাকে আপনাকে সকল মুসলিম কে জীবন্ত পুড়িয়ে ফেলতো!
আর যে মুসলিম মনে করে আ*মেরিকা তার বন্ধু,
তার থেকে বড় আহাম্মক এই পৃথিবীতে নেই।

Asif Bin Hossain

14/09/2024
14/09/2024

ফাহাম আব্দুস সালামের একটা কথা বেশ মার্কেট পেয়েছে, সেটা হচ্ছে,

❝গরীবের সেকুলারিজমের শেষ পরিণতি ইসলামোফোবিয়া।❞

কথা সত্য, কিন্তু কথা আরো আছে।

ধনীর সেকুলারিজমের শেষ পরিণতিও ইসলামোফোবিয়া।

গরীবেরটা চোখে লাগে, খুব গায়ে লাগে, কারণ ওটা খুবই স্থূল।
ধনীরটা চোখে লাগে না, ওটা মনমগজে চেপে বসে, ওটা সূক্ষ, পরিশীলিত।

সেকুলারিজম, বাই ইটস ভেরি নেচার, ধর্ম, ধর্মীয় বিশ্বাস, চিন্তা, কার্যক্রম মূল্যবোধের ওপর একটা শেকল পরিয়ে রাখে, এবং যখন খুশি এই শেকলে 'টাইট' দেয়৷

গরীবের সেকুলারিজমে এই শেকলটা স্পষ্ট দেখা যায়।
ধনীর সেকুলারিজমে শেকলটা আবছা দেখা যায়।

কিন্তু এমনকিছু ওয়াটারশেড মোমেন্ট দুনিয়াতে বারবার আসে যখন এই ইসলাম ও মুসলিমদের প্রতি এই ঘৃণা, বিদ্বেষ, বৈষম্যের শেকলটা বের হয়ে আসে, যত গ্রস হোক, বা যতই রিফাইনড হোক৷

পশ্চিমের সেকুলারিজম যদি ধনীদের সেকুলারিজম হয়ে থাকে তাহলে মানুষ জেনে রাখুক যে রক্তপাত আর সন্ত্রাস তারা করেছে, পৃথিবীর আর কেউ তার ধারেকাছেও যায় নি।

ফ্রেঞ্চ বিপ্লবী, বলশেভিক বিপ্লবী, নাতসি বাহিনী, ব্রিটিশ কলোনিয়াল ফোর্স এবং ডেমোক্রেটিক অ্যামেরিকা -- ধনীদের গুড সেকুলারিজমকে লালন করা এরা যদি সন্ত্রাসী না হয় তাইলে কারা?

আর এরা যদি প্রকৃত সেকুলারিজমের ধারকবাহক না হয়, তাহলে কারা?
Zim Tanvir

08/08/2024

সবাই পেল সোনার খনি আমরা পেলাম চোরের খনি।
রিলিফ খাওয়া জাতি লুটাপাট চালাচ্ছে..এরা চরম লেভেল এর বর্বর।
প্রচন্ড ভাবে আশাহত।

উত্তরা এলাকায় আজকে হামলার পরিচালনায় জড়িত সন্ত্রাসীদের তালিকা:⚠️কাউন্সিলর জনাব মো আফসার উদ্দিন খান ও রয়েল মালাবারের এর...
02/08/2024

উত্তরা এলাকায় আজকে হামলার পরিচালনায় জড়িত সন্ত্রাসীদের তালিকা:⚠️

কাউন্সিলর জনাব মো আফসার উদ্দিন খান ও রয়েল মালাবারের এর এমডি জনাব মো সালমান খান প্রান্ত (সর্টগান লোড দিচ্ছে) এর পৃষ্ঠপোষকতায় ভারী অস্র নিয়ে মাঠে নামে

জনাব দেলোয়ার হোসেন রুবেল, উত্তরা পূর্ব থানা যুবলীগ (পিস্তল লোড দেয়া সাদা জামা)

জনাব সাগর আহমেদ শামীম
সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ

জনাব মোঃ ফারহান হাসান রাতুল
সভাপতি, পূর্ব থানা ছাত্রলীগ

জনাব ইলিয়াস আহমেদ
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তর পূর্ব থানা ছাত্রলীগ

জনাব রাজভীর খান রিপন,
উত্তরা পূর্ব থানা যুবলীগ

জনাব কাওসার আহমেদ অনিক
উত্তরা পূর্ব থানা ছাত্রলীগ

জনাব বি এম নাহিদ, উত্তরা পূর্ব থানা ছাত্রলীগ

জনাব লিয়ন খান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ

02/08/2024

আমরা আন্দোলনের প্রথম থেকেই দেখে আসছি নারীরাও রেহায় পাচ্ছেনা আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ থেকে। আজকেও কুমিল্লার দাউদকান্দিতে নারীদের উপর এভাবে হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা।

উত্তরায় দুই শিক্ষার্থী খুন এবং বেশ কয়েকজন আহত হয়েছে। একটি ভিডিও সামনে এসেছে যেখানে আমাদের এক বোনকে মেহেদী হাসান কাওসা...
02/08/2024

উত্তরায় দুই শিক্ষার্থী খুন এবং বেশ কয়েকজন আহত হয়েছে। একটি ভিডিও সামনে এসেছে যেখানে আমাদের এক বোনকে মেহেদী হাসান কাওসার সাজীব নামে চাত্রলীগের কর্মী দ্বারা গলায় আঘাত করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার প্রধান নেতা এবং কথিত মাস্টারমাইন্ড আবদুর রাজ্জাক জুয়েল।

জুয়েলের বাড়ি উত্তরায়, সেক্টর-১১, রোড-১৯, বাড়ি:৬৬ (দয়া করে যাচাই করুন)।

শুধু নেতা নয়, চাত্রলীগের কোনো টোকাইকে ছাড়া হবে না। সবার তথ্য নিয়ে আমাদের ওয়েবসাইট আসছে খুব শীঘ্রই।

আমরা শীঘ্রই জুয়েলের পরিবারের ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করব।

সতর্ক ও অবগত থাকুন।
credit সাদা এপ্রোন

আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে,আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি ...
02/08/2024

আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে,
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।
আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে,
আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই।

31/07/2024

"যে হাত মুখ চেপে ধরলো, যে শিক্ষক অন্ধ হয়ে রইলো, যে সাংবাদিক সত্য আড়াল করলো, যে আইনজীবী বিক্রি হয়ে গেলো...

যে খেলোয়াড়ের জন্য গোটা জাতি চিৎকার করতো, তবু তার বোবা কণ্ঠে ঔদ্ধত্য ঝরে পড়লো...

সরকারি চাকরি যার বিবেক কিনে ফেললো, একটা ইউনিফর্ম যার মনুষ্যত্ব গিলে ফেললো...

কোটি কোটি ভিউ নিয়ে যে ভীষণ প্রয়োজনে অদৃশ্য হয়ে গেলো, যে লেখকের কলম-কিবোর্ড বোবা হয়ে গেলো, যে শিল্পীর কণ্ঠ আটকে গেলো স্বার্থের বেড়াজালে...

যে হাসপাতাল আহতকে ফিরিয়ে দিলো, যে প্রতিষ্ঠান তার দরজা খুললো না, যে কাছের মানুষ মুখ ফিরিয়ে নিলো...

মনে থাকবে। সবাইকে মনে থাকবে।
নরকের দিন শেষ হয়ে একদিন বসন্ত আসবে, তবুও তোমাদের মনে থাকবে।"
credit Rahman Ashique

Address


Alerts

Be the first to know and let us send you an email when Wabi Sabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share