Monir's Creations 120

  • Home
  • Monir's Creations 120

Monir's Creations 120 monir's creations 120 এ আপনাকে স্বাগতম। অবশ্যই আমা?

30/11/2023
জানার জন্য এবং জানানোর জন্য।।
23/11/2023

জানার জন্য এবং জানানোর জন্য।।

কাজী নজরুল ইসলামের একটি বিপ্লবী সংগীতের সুর বিকৃত করায় নজরুলপ্রেমীদের প্রতিবাদে ফেটে পড়তে দেখা যাচ্ছে। তাদের একই কথা—নজর...
14/11/2023

কাজী নজরুল ইসলামের একটি বিপ্লবী সংগীতের সুর বিকৃত করায় নজরুলপ্রেমীদের প্রতিবাদে ফেটে পড়তে দেখা যাচ্ছে। তাদের একই কথা—নজরুলগীতির সুর বিকৃত করে নজরুলের মৌলিকত্বকে নষ্ট করার পাঁয়তারা করা হচ্ছে।

নজরুলপ্রেমীদের কষ্টের জায়গাটা আমরা বুঝতে পারছি। যিনি যা ভালোবাসেন, যে আদর্শ অনুসরণ করেন, তিনি সব সময়ই চান, সেই অনুসরণীয় বিষয়ের মৌলিকত্ব যেন অটুট থাকে। এটাই প্রকৃতির দাবি।

একই নিয়ম ইসলামের ক্ষেত্রেও প্রযোজ্য। ইসলামকে যারা ভালোবাসেন, তারাও চান, তাদের অনুসরণীয় ইসলাম যেন ইসলামবিদ্বেষী কিংবা ইসলাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তিদের হাতে পড়ে বিকৃত না হয়। কেউ যদি বিকৃত করার চেষ্টা করে, তবে ইসলামপ্রেমীরা প্রতিবাদে ফেটে পড়েন, যেভাবে ফেটে পড়েছেন নজরুলপ্রেমীরা।

কিন্তু দুঃখের বিষয় হলো নজরুলপ্রেমীদের প্রতিবাদকে মৌলবাদিতা বলা না হলেও ইসলামপ্রেমীদের প্রতিবাদকে খুব সহজেই মৌলবাদিতা বলে দেয়া হয়। এটা এক শ্রেণির মানুষের পরিকল্পিত দ্বিচারিতা।

মূলত আপন আপন আদর্শে আমরা প্রত্যেকেই মৌলবাদী। দোষ হয় শুধু ইসলামপন্থীদের।

লেখাঃ-শায়খ আহমদুল্লাহ।।।

‼️জরুরী পোস্ট: দয়া করে এসব ড্রাগন খাবেন না‼️২০১১/১২ সালে যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম দেখেছিলাম, বাংলাদেশের উপযোগী করে ড্র...
13/11/2023

‼️জরুরী পোস্ট: দয়া করে এসব ড্রাগন খাবেন না‼️

২০১১/১২ সালে যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম দেখেছিলাম, বাংলাদেশের উপযোগী করে ড্রাগন চাষের বিজ্ঞানসম্মত উপায় নিয়ে গবেষণা শুরু করেছেন আমাদের প্রফেসর স্যারেরা।

তখন ও এতো বড় ড্রাগন আমি দেখিনি। এমনকি থাইল্যান্ড কিংবা চীন থেকে যে ড্রাগন আসে, সেগুলো ও এতো বড় চোখে পড়েনি।
কী পরিমাণ টনিক বা বিষ আছে এগুলোতে বোঝাতে পারবো না। একেকটা ড্রাগন এক সোয়া এক কেজি! ভাবা যায়???

টনিক দিয়ে ড্রাগনের সাইজ দ্বিগুণ করুন, এমন বেশ কিছু চটকদার থাম্বনেইল দিয়ে বেশ কিছু ভিডিও দেখেছিলাম ২/১ বছর আগে। তাও আবার ভারতের কিছু ড্রাগন বাবসায়ী নামধারী অসাধু টনিক বাবসায়ী র বানানো ভিডিও। রাতারাতি ভাইরাল সেই ভিডিও। সেই সব ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্টস বা অর্ডার বাংলাদেশী ড্রাগন খামারিদের।যেই কথা সেই কাজ, দেখতে দেখতে পুরো বাজার সয়লাব, এইসব টনিক দেয়া ফলে।

ভারতের অনেক ড্রাগন বাগানের খবর আমি জানি, সেসব বাগানে কিন্তু ড্রাগনে টনিক দিয়ে ড্রাগনের সাইজ বড় করা হয় না। এমনকি পৃথিবীতে কোথাও আমি এমন উদ্ভট রঙ এর ড্রাগন দেখি নাই। তাহলে আপনারা কেন ব্যবহার করছেন এসব টনিক???

খামারি ভাইরা, আপনারা ওজন বেশি করে কিছুটা মুনাফা হয়তো করছেন, কিন্তু দেশটার কী ক্ষতি আপনারা করছেন জানেন???

আমি আমার এবছরের ড্রাগনের যে অর্ডার পেয়েছি, তাতে বুঝলাম বাচ্চারা ড্রাগন খেতে খুব পছন্দ করে। তাহলে বোঝেন ক্ষতিটা কোথায় করছেন!!!

আপনারা যারা ড্রাগন খাচ্ছেন কিংবা বাজার থেকে একটু কম দামে ড্রাগন কিনছেন, খুব সাবধান!! জেনে কিংবা না জেনে আপনার, আপনার সন্তানের ক্ষতি আপনি কেন করবেন? একটু চেষ্টা করলেই ভালো ফল কিংবা ভালো জিনিস আপনারা খেতে পারবেন।

দয়া করে বন্ধ করুন এসব। নিজের বা দেশের ক্ষতি করা থেকে বিরত থাকুন।🙏🏼🇧🇩

অনুরোধক্রমে: কৃষিবিদ জীবন রয়
#সংগৃহীত

06/11/2023

আলহামদুলিল্লাহ
আল্লাহ্‌র অশেষ নেয়ামত
এখনও শ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছেন।।।
💚💚💚

৩ টা হরিনের দাম কত???
05/11/2023

৩ টা হরিনের দাম কত???

Halloween-এর অর্থ হল "শয়তানের উপাসনা করা"।আমরা এর অর্থ -তাৎপর্য না বুঝেই এটি পালন করতে ব্যস্ত হয়ে পড়ি। হায়রে মানুষ-H...
03/11/2023

Halloween-এর অর্থ হল "শয়তানের উপাসনা করা"।আমরা এর অর্থ -তাৎপর্য না বুঝেই এটি পালন করতে ব্যস্ত হয়ে পড়ি। হায়রে মানুষ-
Halloween is haram for Muslim. it came from satanic rituals.
Don't normalize haram stuff
Allahu-magfiril

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Monir's Creations 120 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monir's Creations 120:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share