T.I. Sayed

T.I. Sayed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from T.I. Sayed, Digital creator, Chattogram, .

নতুন শিক্ষাব্যবস্হায় (কারিকুলাম) শিক্ষার্থীর চূড়ান্ত মূল্যায়ন প্রক্রিয়া। ১.  মূল্যায়নের ধাপ-৩টিক) শিখনকালীন( চলমান) খ) ষ...
25/03/2024

নতুন শিক্ষাব্যবস্হায় (কারিকুলাম) শিক্ষার্থীর চূড়ান্ত মূল্যায়ন প্রক্রিয়া।
১. মূল্যায়নের ধাপ-৩টি
ক) শিখনকালীন( চলমান)
খ) ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন( পূর্বের মিডর্টাম)
গ) বার্ষিক সামষ্টিক মূল্যায়ন( পূর্বের বার্ষিক)
২. মূল্যায়ন ও পাবলিক পরীক্ষা হবে প্রতিটি বিষয় ৫ ঘন্টা ব্যাপী। সকাল ১০টা- বিকাল ৪টা, মধ্যবিরতি থাকবে ১ ঘন্টা। প্রতিটি বিষয়ে সেশন থাকবে ৬ টি।
৩. ৪ ঘন্টা হবে ব্যবহারিক যেখানে থাকবে
ক) ওরিয়েন্টেশন
খ) একক কাজ
গ) দলীয় কাজ
৪. ১ ঘন্টা হবে তত্ত্বীয়
তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্র বছরে ২ বার নিজ নিজ শিক্ষাবোর্ডে পাঠাতে হবে।
৫. ২০২৬ সাল হতে এসএসসি পরীক্ষা শুরু হবে কেবল
১০ম শ্রেণির পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে। এ পরীক্ষা টি অন্য কেন্দ্রে হবে।অথাৎ নিজ বিদ্যালয়ে হবে না।
৬. ফলাফল ৩ স্তরে হবে
ক) রিপোর্টিং ভালো
খ) অর্জনমূখী
গ) প্রাথমিক পর্যায়
৭. আগামী জুন মাস হতে মূল্যায়ন কার্যক্রম বাস্তবায়ন হবে।
৮. ৪র্থ-৯ম শ্রেণি পর্যন্ত পরীক্ষা হবে নিজ বিদ্যালয়ে।

21/03/2024

#ব্রেকিং_নিউজ
মামু খালু দিয়ে চাকরি পাওয়ার দিনশেষ। মেধাবীদের হবে আগামীর বাংলাদেশ।

তৃতীয়-চতুর্থ শ্রেণির অর্থাৎ(১৩ থেকে ২০ গ্রেড) কর্মচারী নিয়োগ যাচ্ছে পিএসসির অধীনে। ফলে দুর্নীতিমুক্ত হবে চাকুরির নিয়োগ।

এটা বাস্তবায়িত হলে বেকাররা যে যে সুবিধা পাবে।

👉একই ব্যক্তির একাধিক চাকরি পাওয়া বন্ধ হবে।
👉কোটায় বারবার চাকরি চেঞ্জ করা বন্ধ হবে।
👉একই ব্যক্তির প্রতি সপ্তাহের প্রক্সি দেওয়া বন্ধ হবে।
👉পড়াশোনা করলে কেউ খালি হাতে ফিরবে না সবাই চাকরি পাবে।
👉মন্ত্রণালয়ে স্বজনপ্রীতি ভাই ভাতিজাদের নিয়োগ বন্ধ হয়ে যাবে।
👉লবিং তদবির শূন্যের কোটায় নেমে আসবে (সর্বশেষ রেলে সহকারী স্টেশন মাস্টার পিএসসির মাধ্যমে নেওয়ায় মেধাবীরা চাকরি পেয়েছে এত কোটা থাকার পরও)।
👉সমন্মিত সার্কুলার হবে যার কারণে প্রতি সপ্তাহে ঢাকা আসা যাওয়া লাগবে না।
👉প্রতি মাসে ১৫/২০ টা আবেদনের দরকার হবে না, একটা আবেদনেই সমন্বিত পরীক্ষা হবে।
👉বছরে ১/২/৩ বার পরীক্ষা নিয়ে প্যানেলে সারা বছর নিয়োগ দিবে।
👉পিএসসি পরীক্ষা নিবে বিধায় নির্দিষ্ট সিলেবাস থাকবে; বই পিডিএ কোচিং ব্যবসায়ী দৌরাত্ব কমে যাবে।
👉বিসিএস এর মতো বিভাগকে পরীক্ষা হবে, চাকরি প্রত্যাশীদের হয়রানি কমবে।
👉পিএসসি এমসিকিউ লিখিত পরীক্ষা নিবে ফলে ডিভাইস প্রক্সি বন্ধ হবে।
👉বিসিএস এর মত ৩য় ৪র্থ গ্রেডে স্বচ্ছতা থাকবে।
👉প্রশ্ন ফাসের সুযোগ থাকবেনা, বুয়েট আইআইসিটি কতিপয় স্টাফের নিয়োগ বানিজ্য বন্ধ হবে।
👉সমন্বিত পরীক্ষা হলে ৩৫ লাগবে না ৩০ এর মধ্যেই যারাই পড়াশোনা করবে সবাই চাকরি পাবে।
👉ছোট গ্রেটে চাকরি পেতে মামা খালু আর লাগবেনা, মেধা যার চাকরি তার এটা শতভাগ বাস্তবায়িত হবে।

কতিপয় দুষ্ট আমলা এবং ডিভাইস প্রক্সি পার্টিরা এটার বিরোধিতা করবে।
📌এসব পরীক্ষায় সাধারণ জ্ঞানে ভালো করতে আমার সাধারণ জ্ঞানের পেইড ব্যাচে ভর্তি হোন।

20/03/2024

১. কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে! কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান; আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত আর টেনশন-এর কারণ ভবিষ্যৎ। তারচেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন; আনন্দে বাঁচুন!

২. ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায়- কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে? আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন, একটু পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন!

৩. পরম সমালোচনাকারী হচ্ছে- যিনি প্রতিনিয়ত আপনাকে আর্শীবাদ করেন ‘একজন’ হয়ে উঠার জন্য...! সমালোকেরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু- বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন... তাঁদের কখনোই অবহেলা করবেন না! আপনি বরং বিনয়ী হোন, মানুষকে সম্মান করুন ও গুরুত্ব দিন; সবকিছু বহুগুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে!

৪. কেউ যদি আমায় ঈর্ষা করে, আমি খুবই খুশি হই। কারণ আমি বুঝতে পারি যে, আমি সঠিক কাজটাই করছি! আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না, তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি!! মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্ণীত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকের সংখ্যার ভিত্তিতে!!!

৫. জিততে হলে কখনো কখনো হারতে হয়। আজকের হারই হয়ত ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে। কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না- এটা সময়ের অপচয়! সম্ভব হলে আপনার অন্যদেরকে জিতিয়ে দিন, জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয়, আপনিও নীরবে একটুখানি হেসে নিন। অন্যের সুখে সুখী হতে পারলে আপনিই মহাসুখী!

৬. চিতা বাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। হয়ত অনেক কিছু পারেন; দরকার নেই বলে বেড়ানোর; নীরবে কাজ করে যান... যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন। তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললে সে-ই এক সময় উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে!

৭. আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া। আপাতত সেটাই করুন- নিজেকে বদলে ফেলুন; আর অন্তত দু’জন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে!

৮. আপনার চিন্তা-ভাবনার ওপরে যারা আস্থা রাখতে পারে না, তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন- এটাই আপনাকে সবার মাঝে ব

18/03/2024
15/03/2024

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট খুবই প্রিয়। হাদিস শরিফে এসেছে, মেশকের সুঘ্রাণের চেয়েও আল্লাহর নিকট রোজাদারের মুখের দুর্গন্ধ অধিক প্রিয়। (বোখারি : ১৮০৫)

27/02/2024

"যেমন খুশি তেমন সাজ"

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩
16/12/2023

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩

25/08/2023
23/08/2023

MD Ali Ashraf Bijoy

#বিশেষ বিজ্ঞপ্তি #বিশেষ বিজ্ঞপ্তি #
পেকুয়া উপজেলার সকল ইউনিয়নের শিক্ষিত বেকার ও ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ আগামি সেপ্টেম্বর মাসের প্রথম সাপ্তাহ শুরু হতে যাচ্ছে।
প্রশিক্ষণার্থীর যোগ্যতা:
১/জাতীয় পরিচয় পত্র লাগবে ১০০%।
২/বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
৩/সর্বনিম্ন অষ্টম শ্রেণির পাস হতে হবে।
৪/উচ্চতা কমপক্ষে ৫,৪" হতে হবে।
৫/প্লাটুন ভুক্ত সদস্য হতে হবে। ( যদি থাকে)
৬/মামলা আছে বা সাজাপ্রাপ্ত আসামি ব্যাক্তি অযোগ্য।
৭/সেচ্ছাসেবী মনোভাব থাকতে হবে।
# প্রয়োজনীয় কাগজ পত্র গুলো জমা দিতে হবে #
১/শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র।
২/জাতীয় পরিচয় পত্র।
৩/পাসপোর্ট সাইজের ছবি ০৩ কপি।
৪/চেয়ারম্যান সনদ পত্র। (সব কাগজ পত্র গুলো প্রথম শ্রেণির স্বাক্ষরিত হতে হবে)
# সুযোগ-সুবিধা #
১/তূণমুল পর্যায়ে বিস্তৃত দেশের সর্ববৃহৎ একক বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া।
২/বিভিন্ন পেশা ভিক্তিক ও কারিগরি প্রশিক্ষণের অংশগ্রহণের মাধ্যমে একজন দক্ষ উদ্যোক্তা হওয়া।
৩/সরকার কতৃক নির্দেশিত সময়-সময় যে কোন দায়িত্ব পালন করা সুযোগ সুবিধা : যেমন :জাতীয় সংসদ নির্বাচন - সহ অন্যান্য নিবার্চন, দূর্গাপূজা,এবং মহাসড়ক নিরাপত্তা অর্থাৎ আপদকালীন সময় অস্ত্র ও গোলাবারুদ বহন করে জন নিরাপত্তায় অংশগ্রহণ করা।
৪/সরকারি চাকরিতে সংরক্ষিত ১০% কোটা পাওয়া।
৫/ ভিডিপি সদস্য হিসেবে বাংলাদেশ আনসার ভিডিপির উন্নয়ন ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়া।
৬/আবাসিক প্রশিক্ষণ হওয়া থাকা ও খাওয়া সরকারি ভাবে সম্পূর্ণ ফ্রী।
৭/প্রশিক্ষণের শেষে সনদপত্র সহ যাতায়াত ভাতা প্রদান করা হবে।
# #শুধুমাত্রর বাছাই উত্তীর্ণ ব্যক্তিগণ প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করতে পারবেন।
# # #বি:দ্র: # # অধিক উচ্চতা এবং
শিক্ষগতযোগ্যতা সম্পুর্ণ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে।
# # #যোগাযোগ # # #
আনসার ও ভিডিপি দলনেতা
মো: আলী আশরাফ
রাজাখালী ইউনিয়ন।
যোগাযোগ :
মোবাইল নম্বর :০১৮৬৪৮০৮৪১১

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক রাব্বুল আলামিন উনাকে জান্নাত বাসি  করুক (আমিন)😭😭
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ পাক রাব্বুল আলামিন উনাকে জান্নাত বাসি করুক
(আমিন)😭😭

Address

Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when T.I. Sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share