
21/09/2024
এই যে এক আকাশেই রাজ্যের রহস্য, এত ভিন্নতা, এত সৌন্দর্য্য….!
এই যে সকাল-সন্ধ্যায় সূর্যের এত স্নিগ্ধ রূপ, আবার মধ্য দুপুরে এই একই সূর্যের তেজের দিকে, জ্যোতির দিকে তাকানোই দুষ্কর….!
এই যে চকচকে নীল আকাশ, আবার এর মাঝেই সাদা মেঘ কালো মেঘের ছুটে চলা….!
এই যে অরোরার রংএ ছেয়ে যাওয়া আকাশ, কোটি কোটি তারার মিটমিটানিতে ভরে থাকা আকাশ, আকাশে বাঁকা চাঁদের হাসি, আবার পূর্ণ চাঁদের পূর্ণিমাতে ঝলসে যাওয়া আকাশ….!
আচ্ছা…., জোছনায় আবেগী হওয়া, কৌতুহলি হয়ে ওঠা আমাদের মনে, এত সব অপার্থিব সৌন্দর্য, এত নিঁখুত অনবদ্য সৃষ্টির স্রষ্টার প্রতি কি কখনো কৌতুহল হয়েছে?
তাঁকে আর একটু জানার, আর একটু সান্নিধ্য পাওয়ার, একটু একটু করে বন্ধুত্ব তৈরি করার ইচ্ছা কি কখনো হয়েছে?
এই যে এত্ত সব নিয়ামত দিয়ে আমাদের রব আমাদের ঘিরে রেখেছেন, সৌন্দর্য বোঝার, উপভোগ করার মানসিকতা দিয়েছেন তাঁর প্রতি কি একবারের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করার বোধ উদয় আমাদের হয়েছে?
নাকি এখনো আমরা ঘোরের মধ্যে আছি? এত সব জলজ্যান্ত নিদর্শন প্রতিনিয়ত দেখতে পাওয়ার পরেও বুঝতে পারছি না জীবনের লক্ষ্যটা আসলে কি হওয়া উচিৎ?