Digital Technology

  • Home
  • Digital Technology

Digital Technology Assalamualykum Wr Wb! Welcome to Digital Technology page and YouTube Channel. It's Tech tutorial related Videos. Admin MD Hafiz Uddin Google'S Certified

All Kinds of Online Business Solution also here.

01/08/2021

মাসের ২৫ তরিখের পর থেকে পরের মাসের ৫ তারিখ এই সময়ে ফেসবুকে অপরিচিত কারো ইনবক্স চেক করা থকে বিরত থাকুন ।

27/07/2021

Cyber Security Awareness:

1. Change Administrative User name, use uncommon word as user, disable default user.(For your customized applications and systems).
2. Don’t forget to exit or Logout from Control Panel. Don’t leave PC with logged on.
3. Reduce Power of user. Don’t endorse Password Changing Power to every body (For your customised applications and systems).
4. Don’t use save password option on browser cookies.
5. Use Long and strong password.
6. Keep Password typing speed high as no one can follow.
7. Don’t write password in dairy or anywhere else.
8. Wi-Fi must be password protected, arrange allowed MAC list, deny all other MAC.
9. Windows firewall to be made active and Antivirus must be active and updated.
10. Don’t click unknown attachment files and unknown .exe/.bat/.ini files or games.
11. Don’t accept (If not sure) firewall / antivirus asked to allow.
12. Enable security options from web/ software/ social site (Facebook, Google) from setting.
13. Be aware of phishing sites and links.
14. Do not enter user name and password again once you are already logged on any platform including google or facebook.
15. Use two-way authentication.

14/07/2021

কুরবানী সংক্রান্ত পবিত্র কুরআনের কিছু আয়াত

ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারিডিজিটাল কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে পণ্য ডেলিভারি ক...
02/07/2021

ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে পণ্য ডেলিভারি কথা বলে অর্থ সংগ্রহ করলেও অনেক ক্ষেত্রেই গ্রাহকের পণ্য পেতে বিলম্ব হচ্ছে বা পণ্য পাচ্ছেন না। বিধায় গ্রাহক ও পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ ঝুঁকির মধ্যে পড়ছে যা ডিজিটাল কমার্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের উপর জনগণের আস্থার সংকট তৈরি করছে। এমন পরিস্থিতিতে বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান(মার্চেন্ট) এর অনুকূলে ছাড়করণ নিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ই-কমার্স খাতের যথাযথ বিকাশ, পরিশোধ সেবা প্রদানকারীদের ঝুঁকি নিরসন, গ্রাহক স্বার্থ সংরক্ষণ ও ডিজিটাল কমার্সের উপর জনগণের আস্থা ধরে রাখার লক্ষ্যে ডিজিটাল কমার্স সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের অনুকূলে অর্থ ছাড়করণের ক্ষেত্রে নিম্নলিখিত নির্দেশনা প্রদান করা হলো:

১. খাদ্য, মুদি, ওষুধ, রাইড শেয়ারিং, মোবাইল রিচার্জ, সার্ভিস ডেলিভারি বা ইউটিলিটি, এডুকেশন ফি, হোটেল বুকিং, টিকেটিং (বাস, এয়ার, ট্রেন, লঞ্চ) কিংবা অনুরূপ নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পণ্য/সেবা সঙ্গে সেঙ্গে বা অনধিক ৫ দিনের (পণ্য/সেবার ধরন ও স্থান বিবেচনায়) মধ্যে সরবরাহকারী ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ লেনদেনের ঝুঁকি, গ্রাহকসেবার মান, পণ্য সরবরাহ সম্পর্কে সন্তুষ্টি এবং পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক ইত্যাদি পর্যালোচনা করে স্বীয় বিবেচনায় বিদ্যমান সেটেলমেন্ট প্রক্রিয়া অব্যহত রাখতে পারবে।

২. নিজস্ব উৎপাদিত পণ্য/সেবা বা দোকান বা শো-রুম (এইরূপ উদ্দেশ্যে ট্রেড লাইসেন্স প্রাপ্ত) এর মাধ্যমে পণ্য/সেবা বিক্রয়ের পাশাপশি ডিজিটাল কমার্স ব্যবস্থায়ও পণ্য/সেবা বিক্রয় করে এবং বিক্রিত পণ্য/সেবা সঙ্গে সঙ্গে বা অনধিক ৭ দিনের (পণ্য/সেবার ধরন ও স্থান বিবেচনায়) মধ্যে সরবরাহ করে থাকে এইরূপ ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠাগুলো লেনদেনের ঝুঁকি, গ্রাহকসেবার মান, পণ্য/সেবা সরবরাহ সম্পর্কে সন্তুষ্টি এবং পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক ইত্যাদি পর্যালোচনা করে স্বীয় বিবেচনায় বিদ্যমান সেটেলমেন্ট প্রক্রিয়া অব্যহত রাখতে পারবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, অন্যান্য ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকের নিকট হতে সংগৃহীত অর্থ নিজস্ব সেটেলমেন্ট হিসাবে ধারণ করবে এবং সংশ্লিষ্ট ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের অনুকূলে উক্ত অর্থ ছাড়করণের জন্য নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করবে:

ক) সংশ্লিষ্ট ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান গ্রাহককে পণ্য/সেবা সরবরাহ/প্রদানের পর অর্থ ছাড়করণের জন্য গ্রাহকের নাম, মোবাইল নম্বর এবং সরবরাহকৃত ক্রয়াদেশের বিবরণসহ এ সংক্রান্ত একটি তালিকা ব্যাংক/ পিএসও এবং ই-ওয়ালেট সেবা প্রদানকারী এমএফএস/ পিএসপি (পরিশোধ সেবাদানকারী) প্রতিষ্ঠানকে প্রদান করবে।

খ) ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ক-এ বর্ণিত তালিকা হতে দৈবচয়ন ভিত্তিতে গ্রাহকের পণ্য/সেবা প্রাপ্তির বিষয়ে সন্তুষ্ট হওয়া সাপেক্ষে পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থ ছাড় করবে এবং এসংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে।

গ) ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান কর্তৃক পণ্য/ সেবা সরবরাহের বিপরীতে অর্থ ছাড়করণের জন্য দাবীকৃত তালিকার কোনও গ্রাহকের পণ্য/ সেবা সরবরাহ না হওয়ার বিষয়ে পরবর্তীতে গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানকে ভুল তথ্য দেওয়ার বিষয়ে পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠান সঙ্গে সঙ্গে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করবে এবং নোটিশ প্রাপ্তির অনধিক ১০ দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠান জবাব প্রদান করবে।

ঘ) ভুল তথ্য প্রদানের বিষয়ে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান সন্তোষজনক কারণ প্রদর্শন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানকে পরিশোধ সেবা প্রদান স্থগিত করতে হবে এবং তালিকাভুক্তকরতঃ পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। এ ধরনের তালিকাভুক্ত ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান পরবর্তীতে সকল প্রকার পরিশোধ সেবা প্রাপ্তির যোগ্যতা হারাবে।

ঙ) ভবিষ্যতে অর্থ ছাড়করণের প্রক্রিয়াটি অটোমেশনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো

স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করবে, যেখানে গ্রাহক কর্তৃক পণ্য/ সেবা সরবরাহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিতকরণের বিষয়টি অন্তুর্ভূক্ত থাকবে।

৪. ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান(মার্কেটপ্লেস) কর্তৃক ইস্যুকৃত ভাউচার এর বিপরীতে পণ্য ক্রয়/ সেবা গ্রহণ না করা পর্যন্তু অর্থ ছাড় করা যাবে না। ভাউচার ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক দাবীকৃত খরচের অর্থের পরিমাণ সম্পর্কে সন্তুষ্ট হয়ে খরচের সমপরিমাণ অর্থ ছাড় করা যাবে।

৫. পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহকের নিকট হতে সংগৃহীত এরূপ অর্থ মার্চেন্ট দায় পরিশোধ ব্যতীত অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না এবং অপরিশোধিত মার্চেন্ট দায়ের সমপরিমাণ অর্থ এ হিসাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

৬. রিফান্ড বা চার্জব্যাকের ক্ষেত্রে গ্রাহকের পরিশোধিত মাধ্যমেই উক্ত অর্থ ফেরত প্রদান করতে হবে এক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য হলে তা ডিজিটাল কমার্স সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

৭. এই সার্কুলারের নির্দেশনা পরিপালনের জন্য পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোনরূপ চার্জ/মাশুল আরোপ করতে পারবে না। এই নির্দেশনাগুলো শুধুমাত্র ব্যক্তি গ্রাহক পর্যায়ের লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Copy: বাংলা ট্রিবিউন

06/05/2021
             #পরিচয়পর্ব
04/05/2021

#পরিচয়পর্ব

ডিজিটাল শিক্ষাই বদলিয়ে দিল মেরিসেল আপাটানের জীবন ঘড়ির কাটা যেভাবে টিক টিক করে চলছে ঠিক তেমন করে ডিজিটাল দুনিয়া এগিয়ে যা...
03/05/2021

ডিজিটাল শিক্ষাই বদলিয়ে দিল মেরিসেল আপাটানের জীবন

ঘড়ির কাটা যেভাবে টিক টিক করে চলছে ঠিক তেমন করে ডিজিটাল দুনিয়া এগিয়ে যাচ্ছে। এ ডিজিটাল দুনিয়ায় যে যত স্কিল ডেভলফ করতে পারবে সে তত বেশী ডিজিটাল ক্যারিয়ার বিল্ড করতে পারবে। দু হাতের কবজি হারানো মেরিসেল আপাটানের নাম টা শুলেই আমার শরীরের লোম খাঁড়া হয়ে যায় কারণ তার করুন কাহিনী চোখে স্পষ্ট ভাসে। যদিও দৃশ্য দেখিনি কিন্তু মেরির জীবনে ঘটে যাওয়া কাহিনীটা আমার হৃদয়ে নাড়া দেয় এবং তার ঘুরে দাড়ানোর অদম্য ইচ্ছা শক্তি। তাহলে জীবন যুদ্ধে হার না মানা অদম্য মেরির সেই করুন জীবন কাহীনি জেনে নেওয়া যাক।

মেরি বলে ডাকে সবাই মূলত নাম হচ্ছে মেরিসেল আপাটানে। ফিলিপিনের জাম্বানকা গ্রামের ১১ বছরের কিশোরী মেরিসেল। তাদের বাড়ি থেকে একটু দূরে নলকূপ থেকে পানি আনতে হয়। একদিন তার চাচার সাথে সে পানি আনতে নলকূপে গেলেন কিন্তু পথে একদল ডাকাত তাদের আক্রমণ করে তারা ছিল তাদের প্রতিবেশী চাচার শত্রু। তারা তার চাচাকে গলায় চুরিকাঘাত করে মেরে ফেলে। মেরি প্রায় জ্ঞান হারা, কি করবে ভেবে পায় না। সে যত সম্ভব দৌড়াচ্ছে নিজেকে রক্ষা করতে। কিন্তু ঘাতকরা তাকেও আক্রমণ করে। তারা মেরিকেও ছুরিকাঘাত করে। মেরি মাঠিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে মেরি জ্ঞান ফিরে পায় তখন সে দেখে প্রচুর রক্ত ও তার শরীর রক্তাক্ত। সে আরো দেখে তার চারপাশে মানুষের পায়ের পাতা তা দেখে সে মরারমত করে শুয়ে আছে।

যখন তারা হেঁটে একটু দূরে গেল মেরি তখন উঠে বাড়ির দিকে দৌড়াচ্ছে। কিন্তু যখন সে একা একা হেঁটে বাড়ির দিকে আসতেছিল তখন সে দেখল যে তার দুই হাত অবস হয়ে আসছে। হাত দুটা যাস্ট ঝুলতেছে কোন প্রাণ নাই হাতে। কারণ ঘাতকরা তার হাতেও আঘাত করেছে। তার অবস হয়ে যাওয়া দুই হাত নিয়ে কেঁদে কেঁদে সে বাড়ির দিকে দৌড়াচ্ছে। মাঝে মাঝে সে দূর্বল হয়ে মাঠিতে পড়ে যায় । কিন্তু মেরি পূনরায় জ্ঞান ফিরে পায় তারপর আবার দৌড় শুরু করে।
যখন সে তার বাড়ির কাছে গেল তখন সে তার মাকে কান্নার সুরে ডাকে। মেয়েকে দেখে তার মা চিৎকার দিয়ে উঠল। মা তার মেয়েকে ব্লানকিট দিয়ে মোড়িয়ে নিল এবং মেয়েকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হলেন।

সমস্যাটা এখানেই তাদের বাড়ি থেকে হসপিটালের দূরত্ব ১২কিমি। হাইওয়ে রোড়ে যেতে তাদের ৪ ঘন্টা মত সময় লাগে। যখন তারা হাসপাতে পৌঁছেছেন ডাক্তার মনে করল মেরি প্রায় মারা গিয়েছে। প্রায় ৫ ঘন্টা তারা তাকে ওপারেশন করল । প্রায় ২৫ টা সেলাই করল। মেরি ভীষণ সারভাইব করতেছে এবং সে তার দুই হাতও হারাল। তার দু হাত অবস হয়ে যাওয়াতে ডাক্তার তার হাতের কব্জি কেটে ফেলল। কিন্তু এর পরেরদিন হল মেরির বার্থডে সে ১২ বছরের বালিকা। দুর্ভাগ্য দুঃখ এখানেই শেষ নয়। যখন তারা বাড়িতে ফিরে গেল তারা দেখল তাদের বাড়িটিও পুড়ে গিয়েছে। গুন্ডারা তাদের বাড়িটি পুড়ে দিয়েছে।
বেশী গরিব হওয়ায় মেরিসেলের পরিবারের p50000 ($980) এত টাকা পরিশোধ করার সামর্থ্য নেই যা হাসপাতালে চিকিৎসা খরচ বাবদ বিল এসেছে।
কিন্তু কি দারুন সৃষ্টিকর্তা টাকার ফেরেস্তা পাঠিয়েছেন তাদের সাহায্য করতে।

আর্চবিসপ এন্টনিও লিডিসমা যিনি ছিলেন তাদের দূরসম্পর্কীয় এক আত্নীয় সে,,,,,,,

বিস্তারিত

ওয়েবসাইটঃ https://digitaltechnologynet.blogspot.com/2021/05/blog-post_66.html

#পরিচয়পর্ব #জীবন

অনলাইন ব্যবসার বড় সুবিধা গ্লোবাল ভিলেজ ট্রেড অনলাইন ব্যাবসা হবে গ্লোবাল ভিলেজে। আর এটাই হচ্ছে অনলাইন ব্যাবসার সবচেয়ে বড...
01/05/2021

অনলাইন ব্যবসার বড় সুবিধা গ্লোবাল ভিলেজ ট্রেড

অনলাইন ব্যাবসা হবে গ্লোবাল ভিলেজে। আর এটাই হচ্ছে অনলাইন ব্যাবসার সবচেয়ে বড় সুযোগ। এটা কে
জি- কমার্স ও বলা যেতে পারে অর্থাৎ গ্লোবাল কমার্স। তাহলে এই বিষয়টা ক্লিয়ার এক্সপ্লেন করতে দু'টা বিষয় নিয়ে আলোচনা করতে হবে।
এক - অনলাইন ব্যাবসার মূলত কি? দুই- গ্লোবাল ভিলেজ কি?

অনলাইন ব্যাবসাঃ এক কথায় অনলাইনে যে ব্যাবসা করে তাই অনলাইন ব্যাবসা। অনলাইন ব্যাবসার জন্য অনলাইন প্লাটফর্ম ব্যবহার করতে হয়। ট্রেডিশনাল ব্যবসায় যেমন সিস্টেম রয়েছে পাইকারি ব্যবসা , খুচরা ব্যাবসা, হোলসেল ব্যাবসা ঠিক তেমন অনলাইনেও রয়েছে এগুলো হচ্ছে রিসেল ও ড্রপসিপিং ব্যবসা। আবার অনলাইনেও ক্ষুদ্র ব্যাবসায়ী রয়েছে । অনলাইন ক্ষুদ্র ব্যাবসয়ী বলতে যারা নিজেদের তৈরি বা উৎপাদিত দু, চারটি আইটেম নিয়ে সোসাল মিডিয়ায় কাস্টমার বিল্ডআপ করে নিজের ব্যাবসা করে।
ট্রেডিশনাল ব্যাবসার প্লাটফর্ম গুলো হচ্ছে যেকোন পয়েন্টে দোকান, ফুপাত, শপিংমল আর অনলাইন ব্যাবসার প্লাটফর্ম হচ্ছে ওয়েবসাইট, ফেসবুক, ইন্সটাগ্রাম আরো যত সোস্যাল মিডিয়া রয়েছে।
অনলাইন ব্যাবসাকে ভার্চুয়াল ব্যাবসাও বলা হয়। কারণ এখানে ক্রেতা বিক্রেতাকা দেখেনা আর বিক্রেতা ক্রেতাকে দেখেনা। পণ্য ক্রয় বিক্রয়ে ক্যাস লেনদেন হয় না। অনলাইন ব্যাবসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাকি নেই।

গ্লোবাল ভিলেজঃ অনলাইন ব্যাবসার বড় সুবিধা হচ্ছে এখানে গ্লোবাল ভিলেজে ট্রেড করার সুযোগ রয়েছে। এই গ্লোবাল ভিলেজ শব্দটি আমাদের অনেকের কাছে একদম নতুন হতে পারে হয়ত আজকেই শুনেছেন তাদের কে ওয়ার্ডটা একটু ক্লিয়ার করি। গ্লোবাল মানে - বিশ্বব্যাপী, পৃথিবী ব্যাপী আর ভিলেজ মানে তো সবার জানা (গ্রাম) । তাহলে গ্লোবাল ভিলেজ মানে দাঁড়াচ্ছে বিশ্বগ্রাম । এত বড় পৃথিবী এর সাথে ছোট গ্রাম কে কেন যোগ করা হয়েছে। মেইন পয়েন্ট হচ্ছে সেখানে। পৃথিবী অনেক বড় গ্রাম অনেক ছোট আমার পৃথিবীগ্রাম এটা কেমন কথা। আর এই কথাটা বা শব্দটা প্রথম বলেছেন বা ধারণা দিয়েছেন কানাডার মিডিয়া থিউরিস্ট মার্শাল এমসিলোহান তার দ্যা মেকিং অফ টাইপোগ্রাপি ম্যান নামক বইয়ে ।

তাহলে এতক্ষণে আমাদের কিছুটা আচ হয়েছে পৃথিবীগ্রাম সম্পর্কে। মানে এই পৃথিবীকে একটা গ্রাম বলা হচ্ছে। গ্রাম কেনই বা বলা হবে পৃথিবী অনেক বড় গ্রাম অনেক ছোট। তাহলে গ্রাম কি তা আরো একটু বিশ্লেষণ করি। গ্রাম হচ্ছে এমন প্লেস যেখানে মানুষ খুব ভালবাসায় কাছাকাছি হয়ে বসবাস করে। গ্রামের মানুষ একে অপরকে চিনতে পারে। সবাই সবার সুখে দুঃখে পাশে দাঁড়ায়।

"আচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে"

"মিলেমিশে আছে ওরা আত্নীয়হেন"

গ্রামের কথা মনে পড়লে শৈশবের এই কবিতার লাইন গুলো মনে পড়ে যায়। কবিতার লাইনের বর্ণনার মত গ্রামের দৃশ্য । গ্রামের কোথায় স্কুল কলেজ, রোড-ঘাট তা সবার জানা। গ্রামে কোথাও কোন অনুষ্টান হলে তা মুহূর্তের মধ্যে সবাই জানে।

বিস্তারিতঃ https://digitaltechnologynet.blogspot.com/2021/05/blog-post.html

মনসুর আলী কৃষি খামারকে ডিজিটাল করে আয় বৃদ্ধি জনাব মনসুর আলী চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ফাঁদখোলা গ্রামের সৎ, পরি...
28/04/2021

মনসুর আলী কৃষি খামারকে ডিজিটাল করে আয় বৃদ্ধি

জনাব মনসুর আলী চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ফাঁদখোলা গ্রামের সৎ, পরিশ্রমী ও স্বপ্নবান এক কৃষক। গ্রামের মানুষ তাকে বেশি একটু পছন্দ করে কারণ সে সবার সাথে মিশে। সে কৃষি জমি চাষ করে , গরু, ছাগল, হাঁস, মুরগী ও টার্কি মুরগী পালন করে। তার আবার একটা পুকুরও রয়েছে সেখানে কার্ফু মাছ চাষ করে। সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দৈনিক। কাজের প্রতি তার রয়েছে প্রচুর ভালবাসা। সে কখনো কৃষি কাজে বিরক্ত ফিল করেনা। তার এসব কাজের জন্য রয়েছে একটা খামার ঘর। সেখানে সে চাষবাসের সকল কীটনাশক রাখে , ফসল তুলে জমা রাখে। সে প্রচুর পরিশ্রম করে কিন্তু সে ভাবে, যেভাবে পরিশ্রম করে সেভাবে মূল্য পাচ্ছে না। করণ সে তার পণ্য সঠিক দামে বিক্রি করতে পারে না। সে নিয়মিত কাজ করে ঘোরাঘুরি কম করে তাই কোথায় কিভাবে সঠিক দামে বিক্রি করবে তা জানে না । আর তাছাড়া গ্রামে গ্রামে কৃষি সংগঠনের নামে বিভিন্ন সংগঠনের সদস্য করে তাদেরকে সেখানে পণ্য বিক্রি করতে বাধ্য করা হয়। পরে এসকল ব্রোকার টাইপের সংগঠন গুলোই লাভটা ভোগ করে। তো জনাব মনসুর এসব চিন্তা করতে করতে একরাতে তার ঘুম হয়নি। সে এই টেনশন নিয়ে পরের দিন কাজে চলে যায়। সারাদিন কাজ করে আর চিন্তা করতে থাকে কিন্তু কোন উপায়ন্ত মেলে না। আজ টেনশনের কারনে মনসুর সন্ধ্যায় চা-পানি খেতে দোকানে গেল না। বাসায় বসে আছে আর ভাবে কিভাবে সে তার পরিশ্রমের সঠিক মূল্য পাবে। এদিকে মনসুর মনমরা ভাব দেখে আর চা-পানি খেতে দোকানে না যাওয়া দেখে মনসুরের স্ত্রী তার জন্য চা আর বিস্কুট নিয়ে আসল। মনসুর চা পান করে স্ত্রী এর সাথেও তেমন হাসি মুখে কথা বলে না। স্ত্রী বুঝতে পেরে তার স্মার্ট ফোনটা নিয়ে আসল। মনসুরের স্ত্রী কিন্তু মাধ্যমিক স্কুল পাশ করেছে। স্ত্রী লেখা পড়া কেরেছে তাই মনসুর ১ বছর আগে স্ত্রী কে স্মার্ট ফোন কিনে দেন। মসুর ও বৌ ফেসবুক ব্যাবহার করে সেখানে সে বিভিন্ন পোষ্ট দেখে গ্রুপে পড়েন। মাঝে মাঝে মনসুরের বৌ তাদের ক্ষেতের ফসল, পুখুরের মাছ, টার্কি পাখিদের ছবি আপলোড় করতেন। স্ত্রী মনসুরকে স্ক্রল করে করে এগুলো দেখাচ্ছেন ছবি গুলো। কে কে কমেন্টস করেছে কে কে লাইক দিয়েছে। মনসুর আগ্রহের সাথে দেখতেছেন। এইমাত্র মনসুর ঐ টেনশনটা দূর হল। মনসুর ও তার স্ত্রী অনেকক্ষণ ফেসবুক ঘাটাগাটি করল। মনসুর এই প্রথম এতক্ষণ ফেসবুক ব্যবহার করল। এগুলো বেশিক্ষণ দেখলে নাকি তার চোখে পানি আসে তাই কম দেখত কিন্তু আজ তার মজা লেগে গেল। মনসুর লেখাপড়া কম করলেও কিন্তু সে চিন্তাশীল ও স্বপ্নবান পুরুষ। সে চিন্তা করল ফেসবুকে মানুষ এগুলো কেন করে সুধু সুধু সময় নষ্ট। এভাবে চিন্তা করতে করতে সে একসময় বুঝতে পারল বৌ তো লেখাপড়া করেছে আর ফেসবুকে ব্যাবহারও করে তাছাড়া ফেসবুকে দেখি অনেক মানুষজনের সাথে সহজে যোগাযোগ করা যায়। আর বৌ এর ফেসবুকে তার কৃষি পণ্যের ছবি আপলোড় দেখে সবাই লাইক কমেন্টস করে এসব দেখে তার মাথায় আসল স্ত্রী যদি ছবি গুলোর সাথে মূল্য সহ দিলে হয়তো অনেক মানুষ কিনতে চাইবে। যেই ভাবনা সেভাবে কাজ শুরু করল। তিন মাসে দেখা গেল ফেসবুকে অনেক মাছ ও টার্কি পাখি বিক্রয় হলো। তিনমাস পর দেখা যাচ্ছে আউট ডিস্টিক থেকেও অর্ডার পাচ্ছেৎ কিন্তু সে ও তার স্ত্রী সঠিকভাবে তা ব্যাবস্তাপনা করতে পারতেছেনা। মনসুর ও তার স্ত্রী হিমশিমে পড়ে গেছে। ফেসবুকেও দেখা যাচ্ছে মাঝে মাঝে ঢুকতে পারে না নেটওয়ার্ক থাকে কিন্তু ফেসবুক ঘুরে(বাফারিং করে) । বড়ই ঝামেলায় পড়ে গেল তারা। অনেক কষ্টে ব্যাবসা বৃদ্ধি পাচ্ছে কিন্তু দেখা যার স্ত্রী ও সঠিকভাবে সমাধান দিতে পারছেনা। তখন তারা ফেসবুকের সমস্যার কথা উল্লেখ করে পোষ্ট করল। ফেসবুকে ফ্রেন্ড হিসেবে থাকা তার এক দূর সম্পর্কীয় ভাই তাকে সমস্যার সমাধান দিল। এরপর এখন আবার হচ্ছে ফেসবুকে ব্যাবসা। বিক্রয় আরো বৃদ্ধি পাচ্ছে দেখে মনসুর আবার সমস্যা হবে সেই ভয়ে এবং অনলাইনে আরো বিক্রি বৃদ্ধির জন্য অভিজ্ঞ লোক খোঁজ করলেন। সে তার ঐ দূর সম্পর্কীয় চাচাত ভাই কে ডেকে আনলেন। চা-পানি দিয়ে তাকে ভাল অনলাইনে কাজ বুঝে বা পারে এমন লোকের সন্ধান দিতে বল্লেন। চাচাত ভাই তাকে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার এর সন্ধান দিলেন। জনাব মনসুর সেই ডিজিটাল এক্সপার্ট এর সাথে সাক্ষাৎ করে অনলাইনে তার খামার ব্যাবসার আরো বৃদ্ধি করার জন্য পরামর্শ চাইলেন।

বিস্তারিত

ওয়েবসাইটঃ https://digitaltechnologynet.blogspot.com/2021/04/blog-post_28.html

ভিডিওঃ https://youtu.be/Fe0fjE8P4cw

#বসুন্ধরা

Cybersecurity for Online Business | অনলাইন ব্যাবসার সাইবার নিরাপত্তা আজকের টপিক টা প্রত্যক্ষভাবে ডিজিটাল মার্কেটিং এর আও...
25/04/2021

Cybersecurity for Online Business | অনলাইন ব্যাবসার সাইবার নিরাপত্তা

আজকের টপিক টা প্রত্যক্ষভাবে ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়েনা তবে পরোক্ষভাবে পড়ে। একজন বেসিক বা ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটার থেকে এক্সপার্ট লেভেল হতে অবশ্য টেকনিক্যাল এক্সপার্ট হওয়া জরুরী। কোম্পানি কে তার মার্কেটিং সহায়তার পাশাপাশি সাইবার নিরাপত্তা দিতে পারলে তাহলে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কদর বেড়ে যাবে।
তাহলে একটু সাইবার দুনিয়ায় ঘুরে আসা যাক।
অনলাইন ব্যবসার প্রথম ও গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ওয়েবসাইট। যদি ওয়েবসাইটে আপনি কাস্টমার থেকে পেমেন্ট নেয়ার সিস্টেম রাখেন তাহলে সেই ওয়েবসাইট সিকিউর রাখা খুব জরুরী। পেমেন্ট মেথড না থাকলেও প্রত্যেক ওয়েবসাইট সিকিউর রাখা জরুরী। কারণ প্রতিনিয়ত ব্লাক হেন্ডধারীরা আনসিকিউর্ড সাইড খোঁজে আর সিস্টেম পেলেই হানা দেয়। তাছাড়া আপনার ওয়েবসাইট সিকিউর্ড না থাকলে কাস্টমাররা তাদের ক্রেডিট কার্ড পার্সেস করতে চাইবে না। আজ থাকছে আপনার ওয়েবসাইট নিরাপদ রাখার কিছু প্রাথমিক পদ্ধতি। তাছাড়া এ সচেতনমূল লেখাটি যে কেউ নিজের ভার্সুয়াল নিরাপত্তা রাখতে সহায়ক হবে।

১) সেটআপ SSL সার্টিফিকেটঃ আপনার কাস্টমার তাদের কার্ডের সেনসিটিভ তথ্য দিয়ে প্রোডাক্ট পার্সেস করার আগে তাদের জানতে হবে যে আপনার ওয়েবসাইটটি নিরাপদ কিনা। কাস্টমারদের সেটার নিরাপত্তা বুঝাতে আপনার এসএসএল সার্টিফিকেট সেটআপ করতে হবে। এসএসএল সার্টিফিকেট তেমন বেশি দাম নয়। আর এ সার্টিফিকেট সেটআপ করলে ব্রাউজারে আপনার ওয়েবসাইটের হেইসটিটিপিএস গ্রীন দেখাবে আর তখনই কাস্টমার বুঝতে পারবে আপনার ওয়েবসাইট নিরাপদ।

২) ব্যাবহার করুন AVS and CVV: AVS হলো Adress Verification System এবং CVV হলো Credit Card Verification Value এই সিস্টেম গুলি এড্ড করতে হবে। কারণ অনেক সময় ব্লাক কাস্টমার থাকবে যারা অন্যের কার্ডের নম্বর ব্যবহার করে পার্সেস নিতে চাইবে। তাই ফ্রড কাস্টমারদের টেকাতে AVS and CVV ব্যবহার করতে হবে।

৩) ড্ডোস অপসারণ সার্ভিসঃ যখন হ্যাকার DDoS - Distributed denial of Service এ্যাটাক করবে তখন সাইটের একটি বড় অংশ একসাথে কম্প্রমাইস্ড সিস্টেমে প্রবাহিত হয়ে ব্যান্ড হয়ে পড়বে। আর ড্ডোস সার্ভিস ব্যাবহার করলে সার্ভার তা বুঝতে পারবে তা রিজেক্ট করতে শুরু করবে। তাই ওয়েবসাইটের হোস্টেড কোম্পানি থেকে ড্ডোস সার্ভিস নিতে হবে।

বিস্তারিত

ওয়েবসাইট
https://digitaltechnologynet.blogspot.com/2021/04/cybersecurity-for-online-business.html

ইউটিউব
https://youtu.be/4OZMJkKbCB8
https://youtu.be/4OZMJkKbCB8






Facebook যেভাবে ফ্রি Organic Marketing করে যেনে নিন Online Business করতে সহায়ক হবেআমরা এ্যাডভারটাইজ বা প্রচার প্রসার সেখ...
22/04/2021

Facebook যেভাবে ফ্রি Organic Marketing করে যেনে নিন Online Business করতে সহায়ক হবে

আমরা এ্যাডভারটাইজ বা প্রচার প্রসার সেখানে বেশি করি যেখনে সাধারণ মানুষের জমায়েত বা সমাগম বা বেশি মানুষ যেখানে সময় বেশি কাটায়। তাই দেখা যায় দেওয়ালে, খাম্বা, ফুটপাতে বিভিন্ন প্রতিষ্ঠান বা পণ্যের পোষ্টার। এখন ডিজিটাল যুগে প্রায় গরীব ধনী সবাই স্মার্ট ফোন ব্যাবহার করে। আর স্মার্ট ফোন বলতে বাংলাদেশের মানুষ ফেসবুকই বেশি ব্যাবহার করে। তাই আগের সে এ্যাডভারটাইজ এর সিস্টেম পরিবর্তন হয়ে তা ফেসবুকে চলে এসেছে। ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ।
ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর কাছে কোন প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রচার করাকে সাধারণভাবে ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। বর্তমানে ফেসবুক বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্ক। ফেসবুকে পেইড মার্কেটিং করলে আরো সুবিধা হচ্ছে পেমেন্ট শেষ হওয়ার পরও ফেসবুকের চার্চ ইন্জিন নিজ থেকে প্রমোট বা মার্কেটিং করে অ্যালগরিদম সিস্টেমে।

বর্তমান সময়ে বড় একটি ব্যবসার মাধ্যম হচ্ছে ফেসবুক। অনেক নতুন নতুন উদ্যোক্তা ফেসবুককে ব্যবহার করে সফলতার সাথে ব্যবসা করছেন।

প্রয়োজনে ✉সরাসরি‌ ‌ইনবক্স‌ ‌করুনঃ‌‌ ‌‌পেইজে





-commerce




ওয়েবসাইট বিস্তারিতঃ https://digitaltechnologynet.blogspot.com/2021/04/facebook-organic-marketing-online_21.html

20/04/2021

Online Business করতে ৭ টি লাভজনক প্রোডাক্ট আইডিয়া অনলাইন ব্যবসা যাকে E-commerce বলে।  ডিজিটালের এই দুনিয়ায় ব্যাবসা বলতে...
19/04/2021

Online Business করতে ৭ টি লাভজনক প্রোডাক্ট আইডিয়া

অনলাইন ব্যবসা যাকে E-commerce বলে। ডিজিটালের এই দুনিয়ায় ব্যাবসা বলতে হবে Digital Business. দিন দিন এই ডিজিটাল ব্যাবসা বেড়েই চলছে। মানুষও দিন দিন সরাসরি শপিং করারা চাইতে অনলাইন ষ্টোর থেকে শপিং করতে আগ্রহী হয়ে উঠেছে। অনলাইনে ব্যাবসা করতে প্রোডাক্ট নির্বাচনে মাথায় রাখতে হবে প্রোডাক্টটির চাহিদা ১২ মাস কিনা, প্রোডাক্টটির চাহিদা ভবিষ্যতে কমে যাবে কিনা লং ভবিষ্যত আছে এমন প্রোডাক্ট নির্বাচন করতে হবে। আজকে থাকছে এই অনলাইন ব্যবসা করতে লাভজনক ৭ টি প্রোডাক্ট এর ধারণা। এ সকল প্রোডাক্ট নিয়ে ইকমার্স করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।
আসুন তাহলে প্রোডাক্ট লিস্ট গুলো জেনে নিইঃ

১) Construction Materials: কন্সট্রাকশন মেটরিয়াল খুব অনকমন একটি প্রোডাক্ট অনলাইন ব্যবসা করতে। তাছাড়া এই প্রোডাক্টটির চাহিদা বছরে বার মাস এবং অদূর ভবিষ্যতেও এর চাহিদা রয়েছে।

২) Toy And Baby Products : শিশুদের খেলনা সামগ্রী নিয়ে অনলাইন ব্যবসা করা যেতে পারে। এই প্রোডাক্ট এর চাহিদাও কমবে না বরং দিন দিন বৃদ্ধি পাবে। বর্তমানে শিশু জন্মের হার বৃদ্ধি পেয়েছে। আর এই জন্ম বৃদ্ধি হচ্ছে উন্নয়নশীল দেশ গুলোতে। শিশুদের খেলনা তাদের মেধা বিকাশে কাজ করে তাই অভিভাবকগন শিশুদের খেলনা দিতে আগ্রহী হয়। এই প্রোডাক্ট বছরে ১২ মাস চলবে কোন চিজন নেই।

৩) Cosmetics Items: প্রসাধনী সামগ্রী নিয়ে অনলাইন ব্যবসা খুব লাভজনক একটা ব্যাবসা হতে পারে। বিশ্বব্যাপী প্রসাধনী সামগ্রীর বাজার মূল প্রায় ৫'শ ৩২ বিলিয়ন ডলার। এর চাহিদা দিন দিন আরো বৃদ্ধি পাবে। প্রসাধনী সামগ্রী পুরুষের তুলনায় মহিলারা বেশি ব্যবহার করে তাই এই প্রসাধনী সামগ্রী নিয়ে পুরুষের চাইতে মহিলা উদ্যোক্তা হয়ে ইকমার্স বাণিজ্য করতে পারেন।

৪) Motor Parts: এটি যদিও ইলেকট্রিক আইটেম বাইক থেকে শুরু করে গাড়ির যন্তাংশ নিয়ে একটি মটর পার্টস এর ইকমার্স করা যেতে পারে এর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাবে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে অর্ডার পাওয়া যাবে কারণ গ্রাম থেকে মানুষ কিছু পার্টস এর জন্য শহরে আসতে চায় না তখন তারা সহজে অনলাইনে অর্ডার করতে অভ্যস্ত হয়ে উঠবে।

বিস্তারিত ওয়েবসাইটঃ

https://digitaltechnologynet.blogspot.com/2021/04/online-business.html

বিস্তারিত ভিডিওঃ https://youtu.be/Rq2C7OkO4HQ


Don’t be afraid of failure, it is a part of your road to success.                                                       ...
19/04/2021

Don’t be afraid of failure, it is a part of your road to success.

                    ShopUp
16/04/2021

ShopUp

https://digitaltechnologynet.blogspot.com/2021/04/blog-post_14.html
14/04/2021

https://digitaltechnologynet.blogspot.com/2021/04/blog-post_14.html

ই-কমার্স পণ্য সরবরাহে সাত নির্দেশনা সরকারের চলমান করোনা সংক্রমণের কারণে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ই-কমার্সের মা.....

Assalamualykum! Wishing you all a very holy month of fast . Ramadan Kareem!    #মার্কেটিং          #ডিজিটাল             ...
13/04/2021

Assalamualykum! Wishing you all a very holy month of fast . Ramadan Kareem!
#মার্কেটিং #ডিজিটাল #রোজা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share