Rumir Canvas

Rumir Canvas RUMIR CANVAS is a page that share actionable tips & tricks about women and moms health, fitness, bea

বছরের এই সময় বাড়ির পাশে ডোবা,খাল,বিল আর নালা যাকে আমাদের চট্টগ্রামের ভাষায় খইয়া নামে চিনতো। ফানা ভর্তি এই ডোবা গুলির পান...
05/01/2024

বছরের এই সময় বাড়ির পাশে ডোবা,খাল,বিল আর নালা যাকে আমাদের চট্টগ্রামের ভাষায় খইয়া নামে চিনতো। ফানা ভর্তি এই ডোবা গুলির পানি কমে গিয়ে ফানার নিচে ভরে থাকতো জিওল মাছে। পরীক্ষা শেষে কাজ নেই , অন্যদের ও কাজ কম বলে মানুষ ডেকে সেই ডোবা পরিষ্কার করে পানি সেঁচে মাছ ধরা হতো কোন এক শুক্রবার। যেদিন শহর থেকে অফিস বন্ধ হলে বাড়িতে পুরুষ মানুষ ও আছে। আশেপাশের সব বাড়ির বাচ্চা কাচ্চা আর বয়স্করা মিলে মাছ ধরা হতো। কার বাড়ির সীমানায় এই ডোবা কেউ চিন্তা করতো না। মাছ ধরা উৎসব বলে কথা যে যত মাছ পায় তাতেই খুশি। জোহরের আযান শুনলে উঠে আসতো সবাই কোমরে ,হাড়িতে আর যা যা পাওয়া যায় তাতে মাছ বেঁধে। প্রায় সব জিওল মাছ জিয়ে রেখে যেগুলি সাথে সাথে রান্না করতে হতো সে গুলি সেদিন রান্না করে বাটি করে প্রতিবেশীর বাসায় পাঠানো হবে। পরের কোন দিন সময় করে সকালে জিয়ে রাখে টাকি মাছ বের করে তাজা গুলি লাউ দিয়ে রান্না আর একটু নরম গুলি ঝুরি বা ভর্তা বানানো হবে। ও লাউ রান্নার জন্য পুকুর পাড় থেকে কচি লাউ এনে কেটে চুলায় চড়িয়ে দেওয়া। নামানোর আগে পেছনের উঠোন থেকে ধনেপাতা এনে ছড়িয়ে অল্প রেখে নামিয়ে রাখা। লাউয়ের খোসা কিন্তু ফেলতে নেই সেইটা কিন্তু ঝুরিতে দিলাম নয়তো আলু দিয়ে কুচি করে ভাজি করলেই দিন টা জমে যায় মায়ের হাতের যাদুতে। অত সাজিয়ে গুছিয়ে না যেমন করে আম্মু রান্না করতো তেমন করে হাঁড়ি সহ নিয়ে আসলাম সবার জন্য।
#মায়ের_রান্না #মজার_রান্না #জীবনেরকথা #খাবার_দাবার #শীতের_সবজি #মাছ_রান্না #স্মৃতি #খাবার_ব্লগ

03/01/2024

শুভ সকাল ক্যানভাস বাসী।

 #শীতের_সকালআমাদের শহর থেকে হারিয়ে ফেলছি শীত। বাংলার বলার মতো সুন্দর সম্পদ ছিল তার গ্রীষ্ম ,বর্ষা,হেমন্ত ,শরত,শীত ও বসন্...
02/01/2024

#শীতের_সকাল

আমাদের শহর থেকে হারিয়ে ফেলছি শীত। বাংলার বলার মতো সুন্দর সম্পদ ছিল তার গ্রীষ্ম ,বর্ষা,হেমন্ত ,শরত,শীত ও বসন্ত। হারাতে হারাতে তিনে এসে দাঁড়িয়েছে। কিন্তু শহরে সেই তিনের এক শীত ও হারাতে বসেছে। প্রিয় এই শীত জানুয়ারী তে এসে ও ফ্যানের বাতাসে আরাম দেয়। আহা আমার প্রিয় শীত যাকে ঢেলে ভোরে কুয়াশায় কোচিং শেষ করে স্কুল আর ডিসেম্বরের পরীক্ষা শেষে বৃত্তি পরীক্ষা। স্কুল নেই,পরীক্ষা ও নেই তাই হয়তো আমার শীত ও নেই। কিন্তু আমাদের সন্তানেরা পাবে ত আমাদের মতো সুন্দর শৈশব।
#শীত #শীতের_দিন #শীতকাল #কুয়াশা #বাংলা
#স্মৃতি #সময়
ছবি- কালেক্টেড

31/12/2023

নতুন বছরের শুভেচ্ছা , নতুন বছরের আতশবাজি ,নতুন করে সব কিছু শুরু।

28/12/2023

ডিসেম্বরে কাজের ব্যস্ততা কম থাকে আর পরিবেশ ও ঠান্ডা থাকে।তাই যাদের সুযোগ আছে গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার এইটা উপযুক্ত সময়। গ্রামে গিয়ে কয়েকটি দিন সবুজের সমারোহ নিয়ে তাজা বাতাস ও ভালোবাসার সাথে কাটিয়ে আসুন বাচ্চাদের নিয়ে। #জীবন #ডিসেম্বর #স্কুল_ছুটি #গ্রামের_বাড়ি #সবুজ #খাবার_দাবার #সুস্বাদু_খাবার #গ্রামীণ_পরিবেশ #ভালোবাসা #ছুটি #বেড়ানো

চোখ ধাঁধানো রঙে বেশি দিন চোখ বন্ধ থাকে নাসময় হলেই চোখ তার আগের রূপে ফেরত আসেই। কথা সেইটা না ফুল টা সুন্দর তাই ছবি ও ভালো...
25/12/2023

চোখ ধাঁধানো রঙে বেশি দিন চোখ বন্ধ থাকে না
সময় হলেই চোখ তার আগের রূপে ফেরত আসেই।
কথা সেইটা না ফুল টা সুন্দর তাই ছবি ও ভালো হয়েছে
ঠিক কিনা বলেন সবাই?
#ফুল #রং #রংধনু #জীবনবোধ

24/12/2023

খ্রিস্টান ধর্মে মানুষ বেশি হবার পরে ও খুব সাদাসিধা ভাবেই ক্রিসমাস বা বড়দিন পালন করে ভেলোরের সবাই। আমাদের মতো চাকচিক্যময় ও আনন্দপূর্ণ ভাবে উৎসব পালন করতে তেমন দেখিনি। খুব নিয়ম মেনে পরিশ্রমী মানুষ এরা। আর এদের খাবার ও জিনিসপত্রের দাম অনেক সস্তা বলে খুব কম টাকায় দোকানে খাবার কিনে খাওয়া যায়। সেদিন কম দামে এতো মজাদার খাবার খেলাম অল্প দামে যা এইখানে সম্ভব না।
#ভেলোর #চেন্নাই #সিএমসি #ক্রিসমাস #বড়দিন #চকলেট #ফুডভ্লগ

সম্পর্ক গুলি গাছের মতো ,আপনি যত্ন নিলে সে দ্বিগুণ ফেরত দিবে। সবুজ যেমন মন ভালো করে ,তেমন ভালো সম্পর্ক ও মানুষ কে টিকে রা...
21/12/2023

সম্পর্ক গুলি গাছের মতো ,আপনি যত্ন নিলে সে দ্বিগুণ ফেরত দিবে। সবুজ যেমন মন ভালো করে ,তেমন ভালো সম্পর্ক ও মানুষ কে টিকে রাখে।
#বাগান #গাছ #জীবন #জীবনকথা

18/12/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

জন্মের পরে প্রথমবার নানু বাড়ি গিয়ে নানু-নানার আদর ও আশির্বাদ পাওয়া অনেক ভাগ্যের। নানা নানু হলো বাচ্চাদের আদর,ভালোবাসা,আব...
17/12/2023

জন্মের পরে প্রথমবার নানু বাড়ি গিয়ে নানু-নানার আদর ও আশির্বাদ পাওয়া অনেক ভাগ্যের। নানা নানু হলো বাচ্চাদের আদর,ভালোবাসা,আবদার মেটানো ঝুলি। তারা যতদিন বেঁচে থাকে ,তাদের ছায়া মাথায় থাকা মানেই দুনিয়াটা রঙিন। আমার ও আমার সন্তানের ভাগ্যে অনেক আদর ও ভালোবাসা লেখা আছে মাশাল্লাহ। সব বাবা-মায়ের সুস্থতা কামনা করছি ,তারা আছেন মানে সাহস আছে মাথা রাখার।
#নানাভাই #নানা #বাংলাভ্লগ

শুন্য হয়ে শুরু করতে হয়,নাহয় ভরবে কেমন করে।জোরে এগিয়ে যাওয়ার জন্য,দম নিয়ে পিছিয়ে যেতে হয়।শুন্য হলেই ভরবে,পিছিয়ে গেলেই এগি...
13/12/2023

শুন্য হয়ে শুরু করতে হয়,নাহয় ভরবে কেমন করে।
জোরে এগিয়ে যাওয়ার জন্য,দম নিয়ে পিছিয়ে যেতে হয়।
শুন্য হলেই ভরবে,পিছিয়ে গেলেই এগিয়ে যাবে।
শুধুই একটা সফলতা দরকার ,হাজারটা ব্যতিক্রমের মাঝে।
#জীবনেরকথা #মোটিভেশন #জীবন #সফলতা

10/12/2023

ফুলুডি ইছা চট্টগ্রামের খুব পরিচিত একটা নাম। সাগর থেকে কুচো চিংড়ি ধরে সকাল সকাল ভ্যানে করে বিক্রি করতে আসে বিক্রেতারা। এই ফুলুডি ইছা র মজা যারা তাজা খেয়েছেন তারা জানেন কি দারুন খেতে।এই চিংড়ি মাছ দিয়ে বাটাবাটি আর কোন কষ্ট ছাড়া সমজাদার বড়া বানানো যায় সহজে। আর নানা ধরনের তরকারি রান্না ও করা যায় ভালো ভাবে।আজকে আমাদের চট্টগ্রামের সেই ফুলুডি ইছার বড়া ভিডিও নিয়ে আসলাম।
#তরকারি #রেসিপি #সদাই #রান্না_বান্না #সময় #চিংড়ি_মাছ #খাবার_দাবার #সুস্বাদু_খাবার #দেশি_খাবার #মজাদার েসিপি

 #বাজার_সদাই  আমার আব্বু রান্না জানে না কিন্তু কি তরকারি কেমন করে ,কিসের সাথে রান্না করলে স্বাদ বেশি হয় জানতেন। তাই বাজা...
08/12/2023

#বাজার_সদাই

আমার আব্বু রান্না জানে না কিন্তু কি তরকারি কেমন করে ,কিসের সাথে রান্না করলে স্বাদ বেশি হয় জানতেন। তাই বাজারে সব চেয়ে ভালো কচি লাউ কিনলে তার সাথে কুচো চিংড়ি কিনতে ভুলতেন না।নতুন মুলা বের হলে গরুর মাংসের হাড়গোড় দিয়ে পাতলা ঝোল রান্নার জন্য কিনে নিতেন। বর্ষার শেষে হলুদ ফুল কিনতেন যেন শুটকির তরকারিতে বা মাছের ঝোলে ব্যবহার করে আলাদা ঘ্রাণ আসে।ইলিশ কিনলে সরিষা বা কচু কিনতে ভুলতেন না। ভালো ছুরি শুটকি আসা মানেই বেগুন আর নতুন আলু আসবেই বাসায়। আমড়া বের হলে চিংড়ি মাছ বা বড় মাছের মাথা না হয় ছোট মাছ দিয়ে ,আমড়া না থাকলে আম দিলেও হয়। এই তরকারি নামানোর আগে বিলাতি ধনেপাতা বা কচি হলুদ পাতা দিতেই হবে। শীতে ত ধনেপাতা ছাড়া তরকারির ঝোলে মজায় নেই। কপি শাক বা পালং শাক একদিন পরে পরে কেনা চায় চায়।ফুলকপির বড়া বা মুগডাল মুরগী পাতলা ঝোলে মজা খুলে বেশি জানতেন ভালোই।বড় কচু কিনতেন পুরোটা যার ডাটা ভাজি,মাঝের অংশ চিংড়ি আর শেষের অংশ টা মাংস বা মাছ দিয়ে। শীতে বেশি খুশি হতেন বাজার করে নানাধরণের সবজি ,নানারং এ ভরে উঠতো থলে।
টমেটো পাঁকা শুরু হলে নিয়ে আসতেন টক বা কাজি রান্নার জন্য আর সেই কাজি আলু ভর্তা বা কালো ভুনা দিয়ে জমে যায় বেশ।আব্বুর এতো এতো ফরমায়েশি রান্না আর প্রতিদিন বাড়তি মানুষকে খেতে বলে আম্মুর কাজ বাড়িয়ে দিয়ে উনি আনন্দ পেতেন যখন ফ্লোরে পাটি বিছিয়ে খেতে বসতেন সবাইকে নিয়ে
#বাজার #সবজি #শীতের_সবজি #তরকারি #রেসিপি #সদাই #রান্না_বান্না #চিংড়ি_তরকারি

রাত গভীর হয়ে গেছে , অন্ধকারে সব ঢেকে গেছে। চারিদিকে অস্থিরতা,দুর্ভাবনা,অসুস্থতা,,হিংসা ও কলুষতায় ভরে গেছে। এরপর ও আমরা ল...
05/12/2023

রাত গভীর হয়ে গেছে , অন্ধকারে সব ঢেকে গেছে। চারিদিকে অস্থিরতা,দুর্ভাবনা,অসুস্থতা,,হিংসা ও কলুষতায় ভরে গেছে। এরপর ও আমরা লড়াই করে বেঁচে থাকতে চাই।বাঁচতে চেষ্টা করি সব বাঁধা পেরিয়ে। সাহস করে এগিয়ে গেলে অন্ধকারের আর অস্তিত্ব থাকে না ,রাত পার হয়ে দিন আসে।তেমনি আমাদের জীবন ও,যাকে আমার যাপন করি। আমরা আশা করতে যেমন পারি,সে আশাও আমরাই পুরণের চেষ্টা করবো। সুদিন ফিরে আসুক বার বার সবার জীবনে।
#ফুল #মোটিভেশন #ব্লগ #ভ্লগ

04/12/2023

খোলাজা পিঠা চিতই পিঠার আরেকটা রুপ। মজাদার এই পিঠা বৃহত্তর নোয়াখালীর ও এর আশেপাশে সবার খুব প্রিয় খাবার। সেই খাবার মাটির চুলায় কেমন করে বানিয়েছে দেখে নিন।
#শীত #পিঠা #পিঠাপুলি #নবান্ন #সকালের_নাস্তা #বাঙালি__খাবার #বাংলাদেশি__খাবার #দেশি_খাবার #নোয়াখালী

একজন নারী গর্ভবতী হলে তার সন্তানের ভালো র জন্যে সবাই তার যত্ন নেয়। তার খাবার খাওয়া ,কাজ করা,ঘুমানো,ডাক্তার দেখানো,বিশ্রা...
01/12/2023

একজন নারী গর্ভবতী হলে তার সন্তানের ভালো র জন্যে সবাই তার যত্ন নেয়। তার খাবার খাওয়া ,কাজ করা,ঘুমানো,ডাক্তার দেখানো,বিশ্রাম থেকে শুরু করে সামগ্রিক সব কিছুর।কিন্তু বাচ্চা জন্মানোর পরে সব ধ্যান বা নজর বাচ্চার দিকে চলে যায়। বাচ্চার ভালো যত্ন নেওয়া শুরু করে কিন্তু তা কেবল মুখে মুখে ,নাহয় পরামর্শ দিয়ে নয়তো বা অল্প সময়ের জন্য। আর অন্যদিকে মা পুরোটা নজরের বাইরে চলে যায়।এই সময় সেই নারী কে না ঘুমিয়ে না খেয়ে , বিশ্রাম না নিয়ে বাচ্চার দেখভাল করার জন্য নিজের যত্ন ভুলেই যায়। অথচ প্রেগ্ন্যাসির সময় থেকে প্রেগ্ন্যাসির পরের সময়ে যত্ন বেশি নেওয়া দরকার নারীদের কে। মা,বোন কাছে থাকলেই যত্ন টা নেওয়া হয় না হয় একা একা ঠোকর খেতে খেতে মা হওয়া মেয়েটা সব শিখে যায়।আমি খুব ভাগ্যবান আমার কিছু আপনজন আছে যারা আমাকে শুধু আমাকেই ভালোবাসে যত্ন নেয়। ডেলিভারি পরে দুইটা দিন কেমন করে যত্নে আর ভালোবাসে কেটে গেছে আমার আর আমার সন্তানের জানিই না।

কাজ শুরু করেছি তিন বছর হলো ,কিন্তু জীবনের নানা কর্মকাণ্ডের সাথে তাল মিলাতে সময় দিতে পারিনা। যা টুকটাক করি সেইটার সময় বের...
29/11/2023

কাজ শুরু করেছি তিন বছর হলো ,কিন্তু জীবনের নানা কর্মকাণ্ডের সাথে তাল মিলাতে সময় দিতে পারিনা। যা টুকটাক করি সেইটার সময় বের করা হয়ে উঠে না। দেরি করে সব পাই আমি এইটাও ব্যতিক্রম নেই। দেরিতে হলে পেতাম তো ,পাওনা বলে কথা।

🎉 Facebook recognised me as a top rising creator this week!

বৃহস্পতিবার আসলে আমরা ভাই বোনেরা অপেক্ষায় থাকতাম আব্বুর কখন আসবে তার চাকরির জায়গা থেকে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই বাজ...
24/11/2023

বৃহস্পতিবার আসলে আমরা ভাই বোনেরা অপেক্ষায় থাকতাম আব্বুর কখন আসবে তার চাকরির জায়গা থেকে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই বাজারে গিয়ে সব চেয়ে ভালো মাংস টা কিনে আনা আর বাসায় এনে জিতে যাওয়ার ভাব করা।মাংস হাতে পেয়ে আম্মু মসলা বাটতে বসে যেতেন। মাটির চুলায় মাংস উঠলে কষা শুরু করার পরে কয়েক বাড়ির ফেলেও সুঘ্রাণ ভেসে আসতো।আরেক চুলায় উঠে যেতো শুটকির কোন আইটেম। আয়োজন করে মাংস রান্না শেষের দিকে বড় করে আলু দিতেন।আলু না দিলে বেশি সদস্যের পরিবারের বরকত কম হয় আর বাচ্চাদের ভালোও লাগে। তাছাড়া মাংস না পেলে মা চাচিদের সেই আলুই ভরসা। আতপ চালের গরম ধোঁয়া উঠা ভাতের সাথে মাংস আর শুটকির স্বাদ বকার মতো না।এখন আর সেই শুক্রবার ও নেই ,আব্বুর ও মাংস কেনা হয় না। আর এখন নিজের সংসারে তাল মেলাতে গিয়ে মাংস রান্না শুক্রবার ও আসে না।

অঘোর বর্ষা ,বিরামহীন বৃষ্টির জন্য চারিদিকে থইথই পানি।সব কিছু ডুবে যাওয়াতে হাট বসে না বলে বাজারও করা হয় না। এদিকে ঘরের আন...
18/11/2023

অঘোর বর্ষা ,বিরামহীন বৃষ্টির জন্য চারিদিকে থইথই পানি।সব কিছু ডুবে যাওয়াতে হাট বসে না বলে বাজারও করা হয় না। এদিকে ঘরের আনাজপাতি থেকে শুরু করে সব কিছু বাড়ন্ত। কিন্তু পেট ত অত কিছু মানে না , বাচ্চাদেরকে ত বড় রা অভুক্ত রাখতে পারবে না। কিছু না কিছু ব্যবস্থা করতে বাড়ির বাড়ন্ত চালের কিছু নিয়ে চুলায় কড়ই ভাজা আর সেই কড়ই গুড়ো করে নাড়ু বানিয়ে বাচ্চা থেকে ঘরের সবার পেটের খিদে মেটানো।সকাল বা বিকেল না হয় সামাল দেওয়া গেলো এখন এইবেলায় রাত আর দুপুরের খাবারের ব্যবস্থা হলেই হবে। দক্ষিণ চট্টগ্রামের ছোট এক গ্রামের খিদে মেটানো সেই সকাল আর বিকেল গুলি হারিয়ে গেছে সেই কখন বুঝে উঠার আগে। আজ শুধু সকাল আর বিকেল টাই দেখেন দুপুরের টা নাহয় আরেকদিন নিয়ে হাজির হবো।

আজকে খিচুড়ি আবহাওয়া ,তার উপর এসেছি বাপের বাড়ি।তাই আজ দুপুরের খাবারে সবজি খিচুড়ি। সাথে আছে কলার চপ,মুচমুচে লইট্টা ফাই ও স...
17/11/2023

আজকে খিচুড়ি আবহাওয়া ,তার উপর এসেছি বাপের বাড়ি।তাই আজ দুপুরের খাবারে সবজি খিচুড়ি। সাথে আছে কলার চপ,মুচমুচে লইট্টা ফাই ও সালাদ লেবু। যে প্লেট দেখা যাচ্ছে সেইটা আম্মুর ২৫ বছর পুরনো প্লেট।

31/10/2023

প্রতিটি নারীর প্রেগ্ন্যাসি আলাদা আলাদা ,আর তাদের সব কিছু ও আলাদা। তবু একটি নিয়ম আছে কে কি করবে,কি খাবে,কেমন করে চলবে। আমি আমার প্রেগ্ন্যাসির সময় খেতেই পারিনি পুরো টা সময়ে। এরপর ও যা খেয়েছি ,খাওয়ার চেষ্টা করেছি তাই তুলে ধরলাম সবার কাছে।
#জীবন #নারী #প্রেগন্যান্ট #প্রেগন্যান্সি #মাতৃত্ব #সন্তান #খাবার #দুপুরের_খাবার #সকালের_নাস্তা #সুষম_খাবার bangla_vlog

আগে ছিলাম মাছে ভাতে বাঙালিএরপর হলাম আলু ভাতে বাঙালি আর এখন কি দিয়ে কি হবো?      #ভাত  #মাছ  #জীবন  #বাংলাব্লগ  #বাংলা  #...
28/10/2023

আগে ছিলাম মাছে ভাতে বাঙালি
এরপর হলাম আলু ভাতে বাঙালি
আর এখন কি দিয়ে কি হবো? #ভাত #মাছ #জীবন #বাংলাব্লগ #বাংলা #সময়

Pc- Abu Sayeed Ripon

19/10/2023

প্রেগন্যান্ট নারীদের মন আর শরীর এই সময় নরম থাকে।একজন নারী যখন তার প্রেগ্ন্যাসির সুন্দর সময় কাটায় তখন তার আশেপাশের মানুষ অহেতুক কিছু কুসংস্কার নিয়ে ভয় দেখায়।নানা ধরনের বাঁধাধরা দিয়ে দেয়। তাই সব কিছু নিয়েই ভয় পাই যদি তার বাচ্চা র কোন ক্ষতি হয়ে গেলো কিনা। তার মাঝে একটা হল খাওয়া দাওয়া নিয়ে। ফল খেতে হয় গিয়ে প্রচলিত মতবিশ্বাসের একটি হলো জমজ ফল খেতে দিতে জমজ বাচ্চা হয়। কিন্তু প্রেগন্যান্ট কিন্তু সে আগে হয়ে যায় এক বা দুই বাচ্চার।
#প্রেগন্যান্ট #প্রেগন্যান্সি #জীবন #নারী #জমজ #কুসংস্কার #ফল #বিডিভ্লগ #বাংলাব্লগ

কাউকে নিয়ে খুব বেশি কনফিডেন্স দেখালে তাকে নিয়ে বেশি বিপদে পড়তে হয়। কারণ মানুষের চেহারা বদলাতে সেকেন্ড ও সময় নেয় না। তাই ...
14/10/2023

কাউকে নিয়ে খুব বেশি কনফিডেন্স দেখালে তাকে নিয়ে বেশি বিপদে পড়তে হয়। কারণ মানুষের চেহারা বদলাতে সেকেন্ড ও সময় নেয় না। তাই মানুষ চেনার জন্য সময় নিন ,সময় দিন।
#মানুষ #জীবন #অচেনা #সময় #নীতিকথা

08/10/2023

বৃষ্টি হওয়াতে গরম কমেছে আবার এই বৃষ্টি হওয়াতে অনেকের অনেক ক্ষতি ও হচ্ছে। বৃষ্টি হলে অনেকে যেমন বৃষ্টি বিলাস করতে পারে তেমনি অনেকে পড়ে যায় কষ্টে। আমার মতো নতুন মা দের ত সীমাহীন কষ্ট কারণ বাচ্চা এই সময় কাপড় ভেজায় আর এই সব শুকনো রাখতে কি করতে হয় দেখুন
#বৃষ্টি #ঝড় #পানি #খিচুড়ি #গান #শ্রীকান্ত #শ্রীকান্ত_আচার্য #মেঘলা #রিকশা #শিশু

22/06/2023

আমরা পছন্দের আর মজাদার খাবার পেলেই খুশি হয়ে যায়, তা যদি ভর্তা বা ভাজি হোক না কেন। with Adnan ও of Traditiona এর ভিডিও দেখে আগ্রাবাদের এই হোটেল খেতে চলে গেলাম। পেট ও মন ভরে খেয়ে আসলাম অল্প টাকায়।
#খাবার #ভর্তা #ভাজি #ভাত #ইয়ামিফুড #মাছ #হোটেল #ভাতের_হোটেল #খাজা_হোটেল #আগ্রাবাদ #চট্টগ্রাম

08/06/2023

বর্তমানে যে তাপমাত্রা চলছে তা আমাদের সহ্যের বাইরে যার কারণে দেখা দিচ্ছে নানা রোগ ও জটিলতা। জনজীবন বিপর্যয় ঘটেছে, সাথে লোডশেডিং যুক্ত হয়েছে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে হুট করে সুস্থ মানুষ খারাপ লাগছে বলে বলে অজ্ঞান হয়ে যাচ্ছে আর মারাও যাচ্ছে। আজকে সেই হুট করে আক্রান্ত রোগ হিট স্ট্রোক নিয়ে জানবো।
#সচেতনতা #রোগ #গরম #তাপমাত্রা #রোদ #হিট #হিট_স্ট্রোক #স্ট্রোক #ডাক্তার #অজ্ঞান #চিকিৎসা #যত্ন #দুর্বলতা #হাসপাতাল

যতটুকু দেখো — ততটুকু আছি ভালো,কে দেখে বুকের ভেতর কতটা অগোছালো! ~ সাদাত হোসাইন #কবিতা  #টিভি_সেন্টার  #চট্টগ্রাম_বাংলাদেশ...
01/06/2023

যতটুকু দেখো — ততটুকু আছি ভালো,
কে দেখে বুকের ভেতর কতটা অগোছালো!
~ সাদাত হোসাইন

#কবিতা #টিভি_সেন্টার #চট্টগ্রাম_বাংলাদেশ_সেন্টার #বিডি_ভ্লগার #বাংলা_ভ্লগ

29/05/2023

গতকাল নিরাপদ মাতৃত্ব দিবস ছিল৷ কিন্তু এই দেশের প্রায় মেয়েরা এই প্রাপ্য অধিকার পায় না। কারণ আমাদের সমাজ আর পরিবার মনে করে এইটা একটা সহজ কাজ। কিন্তু একজন নারী জানে কতটা কষ্টের আর কঠিন সময় পার করে নিজের মধ্যে একটা নতুন প্রাণ কে বড় করে দুনিয়ার আলো দেখায়। এই কঠিন কাজের পথ টা সহজ করার জন্য পরিবার ও কাছের মানুষের সহায়তা খুব দরকার হয় একজন নারীর।
#মা #মাতৃত্ব #সন্তান #জন্মদান #নিরাপদ #নিরাপদ_মা #পরিবার #বাংলা_ভ্লগ #সচেতনতা

26/05/2023

চট্টগ্রামের বাসিন্দা, কাজের সুত্রে থাকে এমন মানুষ যারা একবার এই ফালুদা খেয়েছে তারা বার বার খেতে চাইবে এমন স্বাদ। অনেক বছর ধরে নিজেদের রেসিপিতে একদম অথেনটিকভাবে বানানো এইটা একবার হলেও খাওয়া উচিত সবার। সাথে ছিল চট্টগ্রামের আরেক বিখ্যাত ছানার অথেনটিক মিষ্টি সাধুর মিষ্টি যা রসে টইটম্বুর। মুখে দিলেই গরম গরম তাজা চুলা থেকে নামানো মিষ্টি গলে যায় নিমিষেই।
#চট্টগ্রাম #নিউমার্কেট #চট্টগ্রাম_নিউমার্কেট #নিউ_লিবার্টি_ড্রিংক_হাউস #আইসক্রিম #ফ্রুটস_সালাদ #কুলফি #গরম #সাধু_মিষ্টি_ভান্ডার #ছানারমিষ্টি #ছানার_মিষ্টি #লালদিঘী #অথেনটিক #প্রাচীন #প্রসিদ্ধ

14/05/2023

আমার আম্মু সহজ সরল তাই সবাই সব ক্ষেত্রে সুযোগ নিতো। সারাজীবন মানুষের জন্য করে গেছেন,কিন্তু প্রায় সবাই ভুলে যেতো। নিজের অবস্থান বদলাতে পারেনি কিন্তু তার মেয়ে ও সন্তানদের এমন করে মানুষ করেছেন। যাতে করে কারো মুখাপেক্ষী না হতে হয়। নিজের মতো প্রতিষ্ঠান পাওয়া আমরা সব সময় আম্মুর আত্নত্যাগের কাছে ঋণী।
#মা #মা_দিবস #মায়ের_অবদান #মায়ের_ভালোবাসা #সন্তান #ঋণ #আন্তর্জাতিক_মা_দিবস

03/05/2023

অতিরিক্ত গরম আর বেশি তাপমাত্রায় শীতের মতো এখন প্রায় সবার ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে সাথে যোগ হয়েছে নতুন নতুন সমস্যা ও। কেন এমন হচ্ছে এখন এই সময়ে এসে আসুন জেনে নিই। আর এর সমাধান কি হবে তাও জানি ভিডিও থেকে।
#ত্বক #ত্বকের_যত্ন #ঠোঁট #ঠোঁটের_যত্ন #ঠোঁট_ফাঁটা #শুষ্ক_ত্বক #ত্বকের _আদ্রতা #হাত_পায়ের_যত্ন #মশ্চেরাইজার

29/04/2023

পিঠা সবাই পছন্দ করে আর সেইটা যদি মা, দাদী, নানীর হাতে হয় তাহলে ত কথায় নেই। গ্রামের মজায় হলো বেড়াতে গেলে মজার মজার দেশি খাবার ও পিঠা। সেই ম্যারা পিঠা বা ছাইন্না পিঠা নিমিষেই ভাতের প্লেটের সাহায্য নিয়ে কেমন করে বানায় দেখুন৷
#পিঠা #ম্যারা পিঠা #ছাইন্না পিঠা #দেশি_খাবার #দেশি_পিঠা #গ্রাম #মাটির_চুলা #মায়ের_হাতের_পিঠা #ফুড_ভ্লগ #ফুড_লাভার #পিঠা_প্রেমী #বাংলা_খাবার #নোয়াখালী

26/04/2023

ঈদের পরের দিন গরমের মধ্যে ঘুরতে চলে গেলাম ভাইয়ার বাসায়। যেখানে শহরে থাকা প্রমার সদস্য রা মিলে অনেক মজা করেছি। আড্ডা, খাওয়া, ছবি তোলা আর সেলামি নিয়ে সবাই খুব মজা করে যার যার বাসায় চলে গেলাম.
#আড্ডা #ঘুরাঘুরি #খাওয়া #ঈদ #ঈদেরছুটি #ফুল #সেলামি #বই #বাগান #বাংলাভ্লগ #বিডিভ্লগ #

23/04/2023

ঈদের মজায় আলাদা,ছোটো দের জন্য এক রকম আর বড়দের জন্য আরেক রকম। এইবার ঈদ আমার জন্য বিশেষ তাই এই ঈদ কেমন করে কাটালাম দেখে নেন।
#ঈদ #ঈদের_দিন #ঈদুল_ফিতর #আনন্দ #রান্নাবান্না #খাওয়া_দাওয়া #ঘুরাঘুরি #নতুন_জামা

21/04/2023

প্রচুর গরম সহ্য করে এইবার রোজা পালন করেছেন সবাই। প্রকৃতি তার অন্য আচরণ করে আমাদেরকে তার রাগ বুঝাতে চাইছে।এই পরিস্থিতি একদিনে হয়নি,আমরা ধীরেধীরে বানিয়েছি৷ এখনও সময় আছে আবার আগের মতো করে নিতে। তাই এই ঈদের বন্ধে আসুন গাছ লাগাই পরিবার সহ।
োবারক #ঈদ #ঈদুল_ফিতর িতর #ঈদ২৩ #গরম #বাড়ি #বাংলাদেশ #গ্রীষ্ম

30/03/2023

রোজার সময় পানি খাওয়া নিয়ে সবার কম বেশি একটু সমস্যা হয়। সব সময় এর মতো এই রোজার দিনেও একই পরিমাণ পানি খেতে হবে অবশ্যই। কিন্তু সেইটা কেমন করে খেতে হবে এই ভিডিওতে দেখে নিন৷
#পানি #রোজার_দিনে #পানি_খাওয়া #রমাদান #রমজান

27/03/2023

চলে এসেছে সিয়াম ও সংযমের মাস রমজান। কিন্তু চারিদিকে হাহাকার নেই নেই, কেউ শান্তি তে পালন করছে না। শান্তি কামনা করার জন্য মনের শান্তি ও লাগে। ইবাদত করার জন্য একাগ্রতা কিন্তু কেউ পাচ্ছে না কিছুই। এই পরিস্থিতিতে বদলাতে হবে আমাদের নিজেদেরকে নিজেদের জন্য। যার যার অবস্থা থেকে সচেতন হয়ে।
#সংযম #সিয়াম #রোজা #রোজার_মাস #পবিত্র_দিন #রমজান #রমযান #রামাদান #রমাদান২৩

22/03/2023

আমি কেউ করুক না করুক নিজের জন্য কিছু করার চেষ্টা করি সব সময়। অন্যদের কে ভালোবাসার মতো নিজেকেও ভালোবাসা দিনশেষে অনেক ভালো থাকা যায়। তাই নির্ভানা তে গিয়ে নারী দিবসের অফারে নিজের যত্ন নিলাম। প্রায় সব সময় এইখানে বিশেষ অফার থাকে যারা নিজের যত্ন নিতে চায় আর সচেতন নিজেকে নিয়ে। সব সময় এর মতো ওদের সার্ভিস এতো ভালো আর যত্নের সাথে সব কিছু করে থাকে সেটা কেউ গেলেই বুঝতে পারবে। দিদি ও তার সব টিম মেম্বার খুব খুব আন্তরিক সব কিছুতে। যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই সামনে ঈদের আগে গিয়ে নিজেকে যত্ন করুন, বদলে ফেলুন একদম।

#পার্লার #হেয়ারকাট #হেয়ারম্যাসেজ #ওয়েলম্যাসেজ #হেয়ারপ্যাক #পেডিকিওর #মেনিকিওর #ওয়াক্স #ভ্রুপ্লাক #যত্ন

08/03/2023

নারী রা এগিয়ে যাচ্ছে শিক্ষায়, যোগ্যতায় কর্মক্ষেত্রে। কিন্তু এই এগিয়ে যাওয়ার পথ টা কি এখন আসলেই মসৃণ, নারী কি এই সময়ে এসে এখনো নিরাপদ। আসুন আজকের ভিডিও তে জেনে নিই তিনজন সফল নারীর কথা।
#নারী #নারী_দিবস #বাংলা_ভ্লগ #বিডি_ভ্লগ

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rumir Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rumir Canvas:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share