Tanchangya-তনচংগ্যা

  • Home
  • Tanchangya-তনচংগ্যা

Tanchangya-তনচংগ্যা The culture of indigenous you found my page�
Stay & support�

 #তঞ্চঙ্গ্যা_গানতালিকাভুক্ত হলো-১. ঈশ্বর চন্দ্র তঞ্চঙ্গ্যা - ১২টি২. রতিকান্ত তঞ্চঙ্গ্যা - ৫টি৩. অমিত তঞ্চঙ্গ্যা - ৫টি৪. ...
07/06/2023

#তঞ্চঙ্গ্যা_গান

তালিকাভুক্ত হলো-
১. ঈশ্বর চন্দ্র তঞ্চঙ্গ্যা - ১২টি
২. রতিকান্ত তঞ্চঙ্গ্যা - ৫টি
৩. অমিত তঞ্চঙ্গ্যা - ৫টি
৪. সূর্যসেন তঞ্চঙ্গ্যা - ১০টি
৫. চন্দ্রসেন তঞ্চঙ্গ্যা - ৫টি
৬. লগ্ন কুমার তঞ্চঙ্গ্যা - ৬টি
৭. সুচন্দা প্রভা তঞ্চঙ্গ্যা - ৫টি
৮. সুনীল কুমার তঞ্চঙ্গ্যা - ১০টি
৯. উজ্জ্বল কুমার তঞ্চঙ্গ্যা - ১টি
১০. দিবাকর তঞ্চঙ্গ্যা - ১টি
১১. প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা - ২টি
১২. জ্ঞান বিকাশ তঞ্চঙ্গ্যা - ২টি
১৩. ফনীন্দ্র লাল ত্রিপুরা - ২টি
১৪. সুমনা তঞ্চঙ্গ্যা - ২টি
১৫. রাজমিত্র তঞ্চঙ্গ্যা - ১টি।
১৬. অজয় কান্তি তঞ্চঙ্গ্যা - ৩টি।
১৭. দীপু তঞ্চঙ্গ্যা - ২টি।
১৮. অনিল তঞ্চঙ্গ্যা - ২টি।
১৯. সত্য বিকাশ তঞ্চঙ্গ্যা - ৪টি।
২০. বিশু তঞ্চঙ্গ্যা - ১টি।
২১. রন্ত কুমার তঞ্চঙ্গ্যা
২২. নীল কুমার তঞ্চঙ্গ্যা
২৩. নির্বিজয় তঞ্চঙ্গ্যা
২৪.?
২৫.?
আর কার লেখা ও সুর করা গান আছে? নিচে কমেন্ট করুন।
সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।


collected.

30/04/2023
বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থার আয়োজনে কাপ্তাইয়ে ফুল ভাসানো ভাসানোর মাধ্যমে শুরু বিষু উৎসব। পরে কাপ্তাই,দেবতাছড়ি ও রৈস্...
13/04/2023

বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থার আয়োজনে কাপ্তাইয়ে ফুল ভাসানো ভাসানোর মাধ্যমে শুরু বিষু উৎসব।
পরে কাপ্তাই,দেবতাছড়ি ও রৈস্যাবিলির তনচংগ্যা কমিটির সকলের মাধ্যমে বিষু র‍্যালি,ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে উদযাপন করা হয় দিনটি।

আর মাত্র কয়েক ঘন্টা বাকি রাতের আঁধারে সবাই ফুল তুলে বুদ্ধ এবং মা গঙার কাছে প্রদান করার মাধ্যমে বিষুর আনুষ্ঠানিকতা শুরু ক...
11/04/2023

আর মাত্র কয়েক ঘন্টা বাকি রাতের আঁধারে সবাই ফুল তুলে বুদ্ধ এবং মা গঙার কাছে প্রদান করার মাধ্যমে বিষুর আনুষ্ঠানিকতা শুরু করবে☺️

আগামীকাল ফুল বিষু, সবাইকে ফুল বিষুর শুভেচ্ছা। নতুন বছর সবার জন্য বয়ে আনুক অফুরন্ত সুখ এবং সমৃদ্ধি।

08/04/2023

তনচংগ্যা আদিবাসীদের ঐতিহ্যবাহী 'ঘিলা খেলা'।

05/04/2023

রাংগামাটি বিষু উৎসব ২০২৩
অসাধারণ তঞ্চঙ্গ্যা নৃত্য পরিবেশনা ।
এই নৃত্যের মাধ্যমে দেখানো হয়েছে - প্রেমিক তার প্রেমিকাকে জুম পাহাড়ে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ❤️❤️

নৃত্য পরিচালনায় - সুফলা তঞ্চঙ্গ্যা

02/12/2022

তনচংগ্যা নাটক "আক্কল" পর্ব-১

ভালো লাগলে শেয়ার করে দিবেন🙏

04/11/2022

দিদির বাঁশির সুরটাকে বড্ড ভালোবাসি💖

শেয়ার ফ্রি😘
সংগ্রহেঃ Aparup Tanchangya দাদার থেকে নেওয়া

16/09/2022

আমার সবচেয়ে পছন্দের একটা তনচংগ্যা গান😘
তুই ন ডাগিলে কাই ন আইন😊

13/09/2022

কুড়ি যত্তে আসি আসি🌻
তনচংগ্যা মিউজিক ভিডিও

06/09/2022

ও-ম-চুল বয়ছো বয়সো গাবুরি❤️
তনচংগ্যা মিউজিক ভিডিও

29/08/2022

সুন্দর হাতের কাজ❤️

26/08/2022

"নবুসুত্তে তুই মরে" তনচংগ্যা গান।
শিল্পীঃ সুমনা তনচংগ্যা।

24/08/2022

লজ্জা লাগে
যখন শুনি তনচংগ্যারা নাকি আসল চাকমা
এটার দ্বারা তারা কি বুঝাতে চাই 🤔

24/08/2022

"নৈরঞ্জনা গাংঙান" তনচংগ্যা বৌদ্ধ ধর্মীয় গান।
শিল্পীঃ জ্যাকলিন তনচংগ্যা।

21/08/2022

জনপ্রিয় কণ্ঠশিল্পী জ্যাকলিন তনচংগ্যা'র পরিবেশনায় তনচংগ্যা গান।

18/08/2022

তনচংগ্যা মাছ ধরার নৃত্য
#তনচংগ্যা #তঞ্চংগ্যা

The History Of Tanchangya The Tanchangya people or Tanchangyas are an indigenous ethnic group living in the Chittagong H...
15/08/2022

The History Of Tanchangya

The Tanchangya people or Tanchangyas are an indigenous ethnic group living in the Chittagong Hill Tracts (CHT) of Bangladesh, Indian states of Tripura and Mizoram, Arunachal and Rakhine state of Myanmar.

The beginning of the Tanchangya nation

No history of Tanchangya has been published on the origin, development and present of the Tanchangyas. Only a brief history of the Tanchangyas is found in the history of the Chakma nation. The Thanchangyas have been identified as a branch of the Chakma nation on the basis of speculative information. The Chakmas also recognize the Tanchangyas as a branch of the Chakmas. Even the original Chakma is said. Surprisingly, there is no similarity between the Goja group of the Chakmas and the names of the twelve Goja groups of the Thanchangyas. Historians of the Chakma Nation do not even mention the name of the Goja group or social rituals of the Tanchangyas in their writings on the history of the Chakmas, or even the modern Chakma writers. If Chakma and Thanchangya are recognized as belonging to the same caste. Hindus claim Buddhism as Hinduism or Sanatan Dharma, so they worship the Tathagata Buddha as the Hindu incarnation (tenth incarnation). Although Hinduism and Buddhism are on two poles. The ups and downs of the Chakma nation, the triumphs and defeats, the hopes and aspirations, the joys and sorrows, the pains and sorrows, the progress of the expedition or the equilibrium were not associated with the details of the Tanchangyas. Only in the showcase of history are the puppets of the Tanchangas confined.

The Daingnakas named Thanchangya are Buddhists and they live on the upper reaches of the river Maya (Mayu). Their language is distorted Bengali. The Chakmas and Dainnaks are mentioned together in history in the early fourteenth century AD. Due to the similarity of religion and language, there is a history of closeness and friendship between the two nationalities. The Dainaks did not have any conflict with the Arakanese. At least there is no mention of conflict in history. Arakan and Uchchbrahma are among the other Mongol Southeast Asian races found in ancient Arakan history. For example, the ancient kingdom of Arakan was inhabited by the Mongols, the Tibetan Brahmo people and the Kirat tribes of Murung, Khumi, Chak, Sin, Senduz, Mro, Khang, Dinak, Marumimu, etc.

The fact that the Dainkas are Buddhists was mentioned by Fairy, the then commissioner of Arakan Division, the author of 'History of Burma'. With them was the Buddhist scripture Tripitaka. The Chakmas are also Buddhists. Although hundreds were persecuted and oppressed, they did not abandon Buddhism when they left Arakan. Their later history testifies that they carried with them theology on the eve of leaving Arakan. But they could not take the original Tripitaka with them because of scarcity or not having it. From the original Tripitaka, the necessary formulas used in daily work or social occasions like death, marriage etc. are recorded.

It is said that when the Chakmas settled permanently in Chittagong, Rangunia and Rangamati, many of the people of Alikadam and Arakan moved to the area with the intention of living close to the Chakmas. Some peoples from Alikadam settled in Naikhyangchhari, Lama and Teknaf, Ukhia etc. areas of present Cox's Bazar district. They are still living in those places. On the way to the north, Bandarban district Roangchhari, Ruma, Hoakakshyang, Rajbila, Shukbilas, Bangalhalia, Narangri, Kaptai valley area, Noapatang, Raingkhyang valley complete area, Hoagga, Baradam, Ghagra, Raisabili.

Then the farming system in the flat land has just started. Most of the tenants were dependent on jum cultivation. Dainnakara was also a jum farmer. In the Zum Tauji of the Chakma Raj government, they were referred to as Taintangya (most of them come from Tainchhari in Alikadam) without mentioning Chakma or Tauji Bhuj. The word Taintangya gradually came to be written as 'Tanchangya'.

Tanchangya people live in Rangamati District (Rangamati Sadar, Kaptai, Bilaichari, Rajasthali, Kawkhali, Jurachari), Bandarban (Bandarban Sadar, Rowangchari, Alikadam, Lama, Nakhyangchari), Chittagong district (Roisyabili & Sadhikyabili ), Ukhia and Teknaf (Cox's Bazaar district) areas of Bangladesh. Tanchangyas also live in North-east Indian states of Assam, Tripura, Mizoram, and in Myanmar's Rakhine State as Daignet people. Most of Tanchangyas live in reserve forest areas of CHT. On 10 April 2000, the Government of Bangladesh declared a new forest law named "Forest (Amendment) Act, 2000", a law that made it illegal to cultivate on reserve forest land. This poses problems for Tanchangyas and other indigenous communities, as they live on the cultivation of reserve forest lands.

It is difficult to form a consensus on the exact numbers of Tanchangyas. According to the 2001 census, there are 31,164 Tanchangyas in CHT.

Tanchangyas has own Language and Alphabets.

Traditionally, a Tanchangya woman wears colorful dresses and ornaments. The full dress of a Tanchangya woman is collectively known as "Paiet kapor", which literarily translates to "five parts." These five parts are

(1) "Pinon", which is in seven colours with stripes
(2) "Fadhuri", which is used as belt
(3) "Mada-kobong" which is worn on the head
(4) "Khadi", which is used as a scarf,
(5) "Shaloom", which is a blouse.
Tanchangya women also wear various ornaments. These include "Rajjur & Jhanga" for the ears, "Baghor & Kuchikharu" for the wrists, "Tajjur" for the arms, "Chandrahar, Hochuli and Sikchara" for the neck. These ornaments are made mainly with silver. Tanchangya men traditionally wear loincloth and long sleeve shirts.

Some of the Tanchangya musical instruments include the Bashi (flute), Kengkrong, Chobuk, and duduk.

Agriculture is the main occupation of the Tanchangyas. Even today most Tanchangyas do jhum cultivation. They cultivate paddy, ginger, garlic, bagurpada (e.g.coriander) etc. on hill slopes. Literacy among Tanchangyas is low. A few of them serve in government and non-government organizations. Today, Tanchangya is a developing ethnic community on the international level. Nowadays many Tanchangyas are service people and professionals such as doctors, engineers, lawyers, teachers, etc. They also are trying hard to become retail traders.

Tanchangyas celebrate 'Bishu' as a main enjoyable festival on the end and beginning of the new year. "Pachon" is a special item for Bishu. "Pachon" is a mixed vegetable with dried fishes etc. Nowadays "Bishu mela" were organized in Tanchangyas localities. "Ghila kala", "Nahdeng kala", and "Gudhu kala" are the Tanchangyas Traditional sports.

Upon the death of an individual, the body is bathed and covered with a white cloth. People pray for the departed soul in the presence of monks. The eldest son or a close relative of the deceased then shift the body to the funeral pyre. The next day, they collect the burnt bones in a pot and cover it with a piece of cloth. Then they throw the burnt bones into a river.

The male children of a deceased Tanchangya father divide the property equally among themselves. The daughters cannot claim any share of the property except when they have no brothers. If the deceased father has no children, an adopted son inherits all the property. If a wife is separated when she is pregnant and if she gives birth to a male child, he will inherit her ex-husband's property. If someone dies as a bachelor or without any children, his property will go to his brothers.

Thanks for reading🙏
If you want share this post.

14/08/2022

আজকাল ছেলে-মেয়েরা তনচংগ্যা ভাষায় কথাও ভালো মতো বলতে পারে না।
সেখানে মিশ্রণ ঘটে চাকমা আর বাংলার😊
তবে তনচংগ্যা ভাষা কি হারিয়ে যাবে?

09/08/2022

This Indigenous Peoples Day, the first thing we can do is a vow to remain with Indigenous ladies, who face excessively high rates of sexual and abusive behavior at home.

This song was performed on "International Indigenous Day-1993" at "Engineering Institute ". All Indigenous Artists participated this song.

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস (International Day of the World's Indigenous Peoples) প্রতিবছর ৯ আগস্ট পালন করা একটি আন্তর্জ...
09/08/2022

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস (International Day of the World's Indigenous Peoples) প্রতিবছর ৯ আগস্ট পালন করা একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে আদিবাসী শব্দ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বাংলাদেশ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, সম্প্রদায় বা উপজাতি হিসেবে আখ্যায়িত করলেও বাংলাদেশের আদিবাসীরা নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। জাতিসংঘও তাদের দাপ্তরিক কাজে ইন্ডিজিনাস অর্থাৎ আদিবাসী শব্দটি ব্যবহার করে।

৫টি মহাদেশের ৪০টির বেশি দেশে বসবাসরত ৫ সহস্রাধিক আদিবাসী জনজাতি মানুষের সংখ্যা ৩০-৩৫কোটি। এদেরকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচয় প্রথম জাতি, উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি, ক্ষুদ্র-জাতিসত্ত্বা পরিচয় পাওয়া যায়। তবে আদিবাসী শব্দের সুর্নিদিষ্ট সংজ্ঞা ও তাদের অধিকার নিয়ে রয়েছে জাতীয় ও আর্ন্তজাতিক তর্ক-বিতর্ক। জাতিসংঘে দীর্ঘ সময়ে বিভিন্ন আলোচনা-পর্যালোচনায় আদিবাসী সংজ্ঞা নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তবে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার আদিবাসী জাতিসত্ত্বার আত্ম-পরিচয়, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে অধিকার সংরক্ষণের জন্য আদিবাসী ও ট্রাইবেল জনগোষ্ঠি কনভেনশন-১৯৫৭(১০৭) ও পুনসংস্করণ আদিবাসী ও ট্রাইবেল জনগোষ্ঠি কনভেনশন-১৯৮৯(১৬৯) দুটি ধারা গৃহীত হয়।
২৩ ডিসেম্বর, ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব আদিবাসী দিবসটি পালনে ৪৯/২১৪ বিধিমালায় স্বীকৃতি পায়। আর্ন্তজাতিক দিবসটি বিশ্বের ৯০টি দেশে ৩৭০ বিলিয়ন আদিবাসীরা প্রতিবছর ৯ আগস্ট উদ্‌যাপন করে থাকেন। উল্লেখ্য, জাতিসংঘ কর্তৃক ১৯৯৩ সালকে আদিবাসীবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বিশ্বব্যাপী আদিবাসী জনগণ তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার, অঞ্চল বা টেরিটরির অধিকার, প্রাকৃতিক সম্পদের অধিকার ও নাগরিক মর্যাদার স্বীকৃতি দাবীতে দিবসটি পালিত হয়। কানাডার অস্ট্রেলিয়ায় ৫২টি আদিবাসী জাতিগোষ্ঠি(আমাটা, বামাগা, কয়েন প্রভৃতি) বা আদিবাসী বসবাস করছে। আমেরিকায় ক্রো জাতি, আর্জেন্টিনায় কাসি জাতি।

প্রতি বছর ৯ আগস্ট আর্ন্তজাতিক দিবসটি বিশ্বব্যাপী পালিত হলেও বাংলাদেশে ২০০৪ থেকে পালিত হয়ে আসছে। মূলত, ২০০১ সালে বাংলাদেশ আদিবাসী ফোরাম গঠিত হবার পরে বেসরকারীভাবে বৃহৎকারে আর্ন্তজাতিক দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও,গাইবান্ধা, বগুড়া ইত্যাদি জেলাগুলিতে সাঁওতাল, শিং (গঞ্জু), ওঁরাও, মুন্ডারি, বেদিয়া মাহাতো, রাজোয়ার, কর্মকার, তেলী,তুরী, ভুইমালী, কোল, কড়া, রাজবংশী, মাল পাহাড়িয়া, মাহালী ইত্যাদি জাতিগোষ্ঠি বসবাস করছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, মুরং বা ম্রো, খিয়াং, লুসাই, পাংখোয়া,বম, খুমী ও চাক জনগোষ্ঠি বসবাস করছে। বিশ্বের তাবৎ আদিবাসী জনগোষ্ঠির পাশাপাশি বাংলাদেশের ৩০ লক্ষাধিক আদিবাসীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার ও নাগরিক মর্যাদার স্বীকৃতি দাবীতে দিবসটি উদ্‌যাপন করে থাকেন।

বিভিন্ন দেশের সংখ্যায় ক্ষুদ্র জাতিসত্ত্বা ও আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার গুরুত্ব নিয়েই পালন করা হয় এই আন্তর্জাতিক দিবসটি।

পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠিঃমা'রে,শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূ...
08/08/2022

পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠিঃ
মা'রে,
শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও কোনদিন মা ছাড়া অন্য নামে ডাকেতে শুনিনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি? আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো? জানিস মা, তুই তোর তিন বছরের ভালবাসা খুঁজে পেয়েছিস। কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালবাসা হারিয়ে গেছে। মা'রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতরে। বাবাদের ভালবাসা শামুকের খোলসের মতো মা,বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতোটা ভালবাসে তা বোঝাতে পারেনা, তবে অনেকটা ভালবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে। কি করবো বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি,কোন কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পরেছিলাম তাই এতকিছু লিখলাম। আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগা টাকে সহজে মানতে চায় না? উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো,তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না।কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহন করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে,যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কণ্যা দানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো। তাই তোর প্রতি এত অভিমান। মারে বাবার উপর রাগ করিসনা। তোরা যদি অল্প দিনের ভালবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা বিশ বছরের ভালবাসার জন্য বেপরোয়া হবো না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো?আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারনার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো? তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি। যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেবো। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছিনা।
ইতি
তোর জন্মদাতা "পিতা"
(এই চিঠিটা পড়ে অন্তত একটি মেয়ে/ছেলেও যদি তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে মন্দ কি.........?

collected
প্রতীকী ছবি

30/06/2022

Tanchangya songs💖

21/06/2022

তনচংগ্যা গান💖

বাংলাদেশএকটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী দেশ হলেও তিন পার্বত্য চট্টগ্রামে যথাক্রমে রাঙ্গামাটিতে চা...
20/06/2022

বাংলাদেশএকটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র।
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী দেশ হলেও তিন পার্বত্য চট্টগ্রামে যথাক্রমে রাঙ্গামাটিতে চাকমা সার্কেল, খাগড়াছড়িতে মং সার্কেল এবং বান্দরবানে বোমাং সার্কেল নামে রাজত্বের বিদ্যমান রয়েছে। যদিও পার্বত্য চট্টগ্রামে এই রাজাদের রাজ্যে নিরঙ্কুশ ক্ষমতা নেই, বিশাল সৈন্যবাহিনী নেই, হাতি-ঘোড়া নেই কিন্তু সাধারন মানুষ তাদেরকে ভালোবাসে | নিজ কর্মগুণে শুধুমাত্র ভালোবাসা, শ্রদ্ধার জায়গা থেকেও তেনারা পার্বত্য চট্টগ্রামের আপামর আদিবাসী জনগনের রাজা |

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে দশ ভাষা-ভাষী ভিন্ন ভিন্ন
চৌদ্দটি জাতিগোষ্ঠীর বসবাস।
বয়োজ্যেষ্ঠ দের হতে শুনেছি,তজ্ঞঙ্গ্যা'রা নাকি আসল/অরিজিনাল চাকমা! অথাৎ চাকমা/তজ্ঞঙ্গ্যা এক ও অভিন্ন।
কিন্তু আমার মতে তজ্ঞঙ্গ্যা জাতি একটি স্বতন্ত্র জাতি
তজ্ঞঙ্গ্যা জাতির মধ্যে আলাদা ঐতিহ্য, ভাষা,সংস্কৃতি লোককথা রয়েছে। মাইর ফলক হিসেবে কয়েক বছর আগে তজ্ঞঙ্গ্যাদের মধ্যে আলাদা বর্ণমালা, কিবোর্ড ও তৈরী হয়েছিল! এই হিসেবে বলা যায় তজ্ঞঙ্গ্যা একটি স্বতন্ত্র জাতি হিসেবে পার্বত্য চট্টগ্রামে অন্যতম।

কিন্তু, তজ্ঞঙ্গ্যা জাতিগোষ্ঠীদের রাজা আছে এমন এই প্রথম জীবনে শুনলাম। যদিও এটা সত্য মিথ্যা জানিনা!

হয়তো, কোন একটি বিশেষ মহল কোন একটি ইসৎু তৈরী (ভাগ কর, শাসন করো) ক্ষেত্রে এই মিথ্যা প্রোগান্ডাটি ছড়িয়ে দিয়েছে সাইবারে।

আমার মতে, এই বিশেষ মহলের মিথ্যা প্রোগান্ডায় বিচলিত না হয়ে একে অপরে কাঁদা ছোড়াছুড়ি না করে এসব মিথ্যা প্রোগান্ডা হতে আমাদের জুম্ম/আদিবাসীদের সবাইয়ের সচেতন থাকা উচিত।
ধন্যবাদ।।

13/06/2022

তনচংগ্যা নৃত্য
সম্ভবত ২০১০-১৫ এর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে ধারনকৃত

08/06/2022

তনচংগ্যা গান❤️

06/06/2022

সবাইকে আমার পক্ষ থেকে জানাই নমস্কার
আজ থেকে ১ মাস আগে পেইজটা খুলেছিলাম।চেয়েছি তনচংগ্যা সংস্কৃতিকে তুলে ধরতে এবং তার চেষ্টা করে যাচ্ছি।আপনাদের সকলে ধন্যবাদ আমার পেইজের ২০০ ফলোয়ার পূরণ করতে সাহায্য করার জন্যে,আমি চাই আমাদের তনচংগ্যা জনগোষ্ঠীর লোক আমার এই পেইজের সাথে থাকুক আমাদের তনচংগ্যা সংস্কৃতিকে চর্চা করুক তাই এই পেইজটা খুলা।তাই সবাই সবার মতো করে আমাকে বিভিন্ন তনচংগ্যা গান,কবিতা,নাচ,অভিনয়,গল্প ভিডিও করে বা লিখে পাঠাতে পারেন তা আমি পেইজে শেয়ার করবো।
ধন্যবাদ পেইজের সাথে থাকার জন্য❤️

04/06/2022

তনচংগ্যা গান❤️

01/06/2022

তনচংগ্যা নৃত্য❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanchangya-তনচংগ্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share