Zahidur Rahman

  • Home
  • Zahidur Rahman

Zahidur Rahman I am Zahidur Rahman & founder of "Natai", "Brand Bangla" & also web developer. At first my career started "Assistant News Editor" in "uttaranews24.com".

Next "Chief Technology Officer" in "uttarajobs.com", "uttarait.com". I am also web developer in "cookingheart.com".

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!🥺 ছাত্রলীগ আর নেই 😞
24/10/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!🥺

ছাত্রলীগ আর নেই 😞

24/10/2024

আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের সকালটা কেমন যেন একটু শীত শীত পড়ছে।

অনেক দিন পর হাতের তালুতে মধু নিয়ে কালোজিরা ফুলের মধু খেলাম। আলহামদুলিল্লাহ।আমার কাছে সরিষা ফুলের জমা মধু ও কালোজিরা ফুলে...
12/10/2024

অনেক দিন পর হাতের তালুতে মধু নিয়ে কালোজিরা ফুলের মধু খেলাম। আলহামদুলিল্লাহ।

আমার কাছে সরিষা ফুলের জমা মধু ও কালোজিরা ফুলের মধু বেশি ভালো লাগে। হাত ধোয়ার পরেও মধুর সুগ্রাণ পাচ্ছি।

আমাদের দেশের বিরুদ্ধে কারা কি বলছে, কি করছে তা জানার জন্য "এক্স" একাউন্ট তৈরি করে ব্যবহার করুন।
12/10/2024

আমাদের দেশের বিরুদ্ধে কারা কি বলছে, কি করছে তা জানার জন্য "এক্স" একাউন্ট তৈরি করে ব্যবহার করুন।

এই বছরে বরই ফুলের মধুর প্রথম অর্ডার। আগের থেকে এই বছরে মধু আরো ঘন করা হয়েছে।আপনিও অর্ডার করে এই মজার মধুর স্বাদ নিন।
09/10/2024

এই বছরে বরই ফুলের মধুর প্রথম অর্ডার। আগের থেকে এই বছরে মধু আরো ঘন করা হয়েছে।

আপনিও অর্ডার করে এই মজার মধুর স্বাদ নিন।

আলহামদুলিল্লাহ, আমার নিম পাতার গুড়ার অর্ডারের পরিমাণ একটু একটু করে বাড়তেছে। গত বৃহস্পতিবার নিম পাতার গুড়া দিয়ে আসলাম।
05/10/2024

আলহামদুলিল্লাহ, আমার নিম পাতার গুড়ার অর্ডারের পরিমাণ একটু একটু করে বাড়তেছে। গত বৃহস্পতিবার নিম পাতার গুড়া দিয়ে আসলাম।

২৮-০৯-২০২৪ তারিখে একজন অভিনেত্রী ও ইউটিউবারের কাছে সরিষা ফুলের মধু উত্তরায় পৌছে দিলাম।এখন অপেক্ষায় আছি, কখন জানাবেন মধু ...
30/09/2024

২৮-০৯-২০২৪ তারিখে একজন অভিনেত্রী ও ইউটিউবারের কাছে সরিষা ফুলের মধু উত্তরায় পৌছে দিলাম।

এখন অপেক্ষায় আছি, কখন জানাবেন মধু কেমন লেগেছে।

সূরা আল বাকারা-এর প্রতিটা আয়াতের বাংলা অর্থ ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।  আপনি যদি বাংলা অর্থ পড়তে চান, তাহলে "www.brandba...
13/09/2024

সূরা আল বাকারা-এর প্রতিটা আয়াতের বাংলা অর্থ ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।

আপনি যদি বাংলা অর্থ পড়তে চান, তাহলে "www.brandbangla.org" ওয়েবসাইটে প্রবেশ করে "ইসলাম" লোগোতে ক্লিক করে ঢুকে মেন্যু থেকে বের করুন। ধন্যবাদ।

আসসালামু আলাইকুম, আগামীকাল মোহাম্মদপুরে "লিচু ফুলের মধু" ডেলিভারি করতে যাব।
06/09/2024

আসসালামু আলাইকুম, আগামীকাল মোহাম্মদপুরে "লিচু ফুলের মধু" ডেলিভারি করতে যাব।

আমার প্রতিষ্ঠানের পণ্য গ্রাহকদের কাছে পৌছে দিতে অনেক ভালো লাগে।অনেকদিন পর আজ ডেলিভারি করতে জিগাতলার শের ই বাংলা রোড (ট্য...
31/08/2024

আমার প্রতিষ্ঠানের পণ্য গ্রাহকদের কাছে পৌছে দিতে অনেক ভালো লাগে।

অনেকদিন পর আজ ডেলিভারি করতে জিগাতলার শের ই বাংলা রোড (ট্যানারি মোড়)।

গ্রাহকের বাসার নম্বর ও রাস্তার এক পাশের দোকানের ঠিকানা মিলাচ্ছি। বাসার ঠিকানার কাছেই আছি। কিন্তু বাসা খুজে পাচ্ছি না। আমার মাথা কাজ করছে না। রাস্তার আরেক পাশে বাসাগুলোর নম্বর দেখা দরকার।

যে মানুষকে জিজ্ঞাস করলেই বলে, একটু সামনে দেখেন। দেখতে দেখতে সম্পূর্ণ শের ই বাংলা রোড হেটে ফেললাম। এই রাস্তার শেষের দিকে ঢাকা ইউনিভার্সিটির লেদারের প্রতিষ্ঠান সামনে আসছিলো।

যে রাস্তা ধরে আবার ফেরত আসছিলাম। মাঝে একজন রিক্সা ওয়ালা ভাইকে জিজ্ঞাস করলাম, এই ঠিকানাটা কোথায়?? ওনি বললেন, সামনে চার রাস্তার মোড় পাবেন। মোরে গিয়ে ডান পাশে, আবার বাম পাশে, তারপর আবার বামে গেলেই বাসা পাবেন।

এই ঠিকানা ঠিকই পেলাম। কিন্তু ৫/এর পাশে ৫০ থাকা কথা সেই ৫০ তো নাই। এখানে অনেকক্ষণ ঘুরলাম।

একজন দোকানদার মুরুব্বিকে জিজ্ঞাস করার পর বললেন, এখানে শের ই বাংলা রোডের নম্বরগুলোতে সমস্যা আছে। আরো বললেন, আপনি সোজা গিয়ে চার রাস্তা পাবেন। তার আসেপাশেই ওই বাসাটা পাবেন।

চার রাস্তায় এসে চিনলাম, এই রাস্তায় আমি আগেও আসছি। আবার ২ জনকে জিজ্ঞাস করলাম। ওনারাও বলতে পারলেন না।

এই বার মনে হল, আমি আগের বার শুধু দোকানের নম্বরগুলো দেখেছি। বাসার ঠিকানাগুলো দেখা হয় নাই। সবচেয়ে ২ নম্বর বাসার ঠিকানা দেখে খুজে পেলাম সেই বাসা।

৩০ মিনিটের হাটার রাস্তা সারে ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা হাটলাম। গুগল ম্যাপ যদি সঠিক রাস্তা দেখাতো তাহলে হয়তো এত সময় ধরে হাটতে হত না। এর পাশাপাশি বাড়ির মালিক যদি বাসার একটা নাম দিয়ে গুগল ম্যাপে ঠিকানা বসায়ে রাখতেন। তাহলে হয়তো এই সমস্যায় পড়তে হতো না।

যেমন: কোটা আন্দোলন শুরু করার ১-২ সপ্তাহ আগে রামপুরায় ডেলিভারি করতে গিয়ে ছিলাম। ওনার বাসার ঠিকানা গুগল ম্যাপে বসানো ছিল। ম্যাপ দেখে সহজেই ডেলিভারি সম্পূর্ণ করা গেছে। ধন্যবাদ।

31/08/2024
আল্লাহ আমাদেরকে অনেক পেপে দান করেছেন।
20/08/2024

আল্লাহ আমাদেরকে অনেক পেপে দান করেছেন।

12/08/2024

আজকে হেলিকপ্টার এতক্ষণ ধরে উড়ছে কেন??

"ব্র্যান্ড বাংলা" ওয়েবসাইটে পাবলিশ হওয়া বিভিন্ন লেখকের লেখা গুগলে দেখানো শুরু হয়েছে।
09/08/2024

"ব্র্যান্ড বাংলা" ওয়েবসাইটে পাবলিশ হওয়া বিভিন্ন লেখকের লেখা গুগলে দেখানো শুরু হয়েছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahidur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share