22/08/2020
☢️Dark -ডার্ক সিরিজ এক্সপ্লেইনঃ☢️
⚠️Warning: Spoilers⚠️
Everything is Connected
📌Season 1ঃ🔻
সিজন ১ এ 2019 এর যতগুলো ঘটনা দেখানো হয়েছে সবগুলো এডম ওয়াল্ডের এবং বাকি ওল্ড সিনগুলো ১৯৫৩ বা ১৯৮৬ এর ঘটনা গুলো ইব ওয়ার্ল্ডের।
❓Q.1- ওয়ার্মহোল/লুপহোল কিভাবে সৃষ্টি হয়েছে?
নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে দুর্ঘটনার ফলে সেখানে একটা ওয়ার্মহোল বা লুপহোল সৃষ্টি হয়।
❓Q.2- পোর্টাল কিভাবে সৃষ্টি হয়েছে?
- টানহাউজ টাইম মেশিন চালু করার পর লুপহোলের মধ্যে একটা পোর্টাল তৈরি হয় যা অন্য দুইটি ওয়ার্ল্ড কে একসাথে যুক্ত করে।
❓Q.1: এই দুইটা ওয়ার্ল্ড কিভাবে সৃষ্টি হয়েছে?
A- টানহাউজের পরিবার সড়ক দুর্ঘটনায় মারা যায়। সে এটা মেনে নিতে পারে নাই। সে চেষ্টা করতে থাকে কিভাবে অতীতে গিয়ে তাদেরকে বাঁচাতে পারে। তাই সে টাইম মেশিন আবিষ্কার তৈরি করতে শুরু করে 1974 সালে এবং পরবর্তী 1986 সালে সে টাইম মেশিন আবিষ্কার করতে সক্ষম হয়। দুর্ভাগ্যবশত যখনই সে টাইম মেশিন চালু করে তখনই অরিজিন ওয়ার্ল্ড ভেঙে দুইটা ইন্টার কানেক্টেড অল্টারনেট ওয়ার্ল্ড তৈরি করে। যার একটি ওয়ার্ল্ড জোনাস বা এডম এর অন্যটি মার্থা বা ইভ এর।।
---------------------***********-------------------
📌 Season 2🔻
সিজন টু -এ 2020 ও 2053 এর সিন গুলো এডম ওয়ার্ল্ডের। (S1-E10)এ দেখতে পাই জোনাস টাইম ট্রাভেল এর মাধ্যমে এডম ওয়ার্ল্ডের 2053 সালে চলে যায়। S2-E6 এ দেখা যায় এডম জোনাস কে 2053 থেকে মিকেলের ফাঁসি দেবার আগের দিন 2019 এ ইভ ওয়ার্ল্ডে পাঠাইছে। এবং সে দেখতে পায় ইভ ওয়ার্ল্ডের (জোনাস, মার্থা ,ম্যাগনাস ,বারতুজ) লেকে গোসল করতে দেখতে পায়। এবং সে মিকেল অর্থাৎ তার বাবাকে সুইসাইড করতে নিষেধ করে। সেখানে Eve's World এর Old.Claudia এসে জোনাস কে নিয়ে যায় এবং তারা বিভিন্ন টাইমে ঘুরে বেড়ায় এবং জোনাস কে টাইম ট্রাভেল ও লুপ সম্পর্কে ধারণা দেয় যেন সে Eve World এর Adult.Claudia কে বুঝাতে পারে। পরে জোনাস এসে Eve World এর Adult.Claudia কে এডম ওয়ার্ল্ডের 2020 সালে ধ্বংসযজ্ঞের দিন নিয়ে যায়। অর্থাৎ 2020 সালে এডম ওয়ার্ডে প্রথম ধ্বংসযজ্ঞ হয়েছে।।
---------------------***********-------------------
📌Season 3🔻
❓এডম এবং ইভ এর কাজ কি?
জোনাস ওয়ার্ল্ডের এডম অরিজিন খুঁজে বের করে লুপটা ধ্বংস করতে চায় অন্যদিকে মার্থা বা ইভ চাচ্ছে তার ছেলে The Unknown কে বাঁচাতে হলে লুপটা কন্টিনিউ করতে হবে তাই সে লুপ কন্টিনিউ করে। ইভ এর লুপ ধ্বংস করার কোনো ইচ্ছে নেই কিন্তু এডম চায় লুপটা ধ্বংস করতে।।
।
এখন আসি মারামারি পর্যায়েঃ🚫
অ্যাপোক্যালিপস এর সময় ADAM টাইম ট্রাভেল করে 2020 এ এসে ADAM ওয়ার্ল্ড-এর জোনাস এর সামনে ADAM ওয়ার্ল্ড এর মার্থা কে মেরে ফেলে।। যা S2-E8 এ দেখতে পাই।
📌**Dark Quantum Entanglement হচ্ছে সংখ্যার জট।**
S3-E2 তে বলা হয় পৃথিবী এক ন্যানো সেকেন্ড এর জন্য থেমে যায়। এই Quantum Entanglement কে কাজে লাগিয়ে ইভা তার ওয়ার্ল্ডের Martha এর দুইটা রিয়েলিটি তৈরি করে। এক রিয়েলিটিতে Martha A এবং অন্য রিয়েলিটিতে Martha B বলবো।
অ্যাপোক্যালিপস এর সময় এক রিয়েলিটির Martha A জোনাসকে বাঁচিয়ে তাকে Eve এর ওয়ার্ল্ডে রেখে আসে (যা S3-E1 এ দেখতে পাই)। এই Martha A পরে 1888 তে গিয়ে স্ট্রেঞ্জার জোনাস কে টাইম মেশিন তৈরির পার্টিকল দিয়ে আসে এবং পরে 2053 সালে ADAM ওয়ার্ল্ড এ গিয়ে তার সাথে দেখা করে এবং ADAM এর কাছে লুপহোলের অরিজিন সম্পর্কে জানতে চায়। ADAM তার অর্থাৎ Martha A এর পেটে যে বাচ্চা আছে সেটাকে অরিজিন ভেবে Martha A কে আটকে রাখে এবং S3-E7 এ মেরে ফেলে।
❓Q. Martha A এর পেটে বাচ্চা কিভাবে আসে?⁉️
-Martha A জোনাস কে Eve ওয়ার্ল্ডে রেখে আসার পরে জোনাস Eve ওয়ার্ল্ডের Martha কে টাইম ট্রাভেল সম্পর্কের সাথে পরিচিত করে এবং পরে সেক্সুয়াল রিলেশন এর ফলে তার পেটে বাচ্চা হয়।
যা S3-E4 এ দেখতে পাই। (* Martha A কে মারার পরে Martha B ই The Unknown এর জন্ম দেয়।)
অ্যাপোক্যালিপস এর সময় অন্য রিয়েলিটিতে দেখতে পাই Martha B জোনাসকে বাঁচাতে গিয়ে থেমে যায় এবং সেখানে বার্টোশ এসে Martha B কে নিয়ে যায় Eve এর কাছে। পরে Eve এই Martha B এর মুখে দাগ কেটে দেয় এবং অরিজিন সম্পর্কে বলে, লুপ কন্টিনিউ না করলে তার বাচ্চা Unknown মারা যাবে। যা আমরা S3-E7 এ দেখতে পাই।
তাই লুপ কন্টিনিউ করার জন্য এবং Unknown কে বাঁচাতে এই Martha B জোনাসকে গুলি করে মেরে ফেলে Eve ওয়ার্ল্ডের Martha এর সামনে Eve এর কথামত। যা S3-E5 এ দেখতে পাই। এই Martha B পরে EVE এ পরিণত হয়।।
📌**এখন পর্যন্ত Adam World এর মার্থা মারা গেছে। S2-E8 এ.
এবং Aadm World এর জোনাস মারা গেছে S3-E5 এ. এবং,
এক রিয়েলিটির Martha A মারা গেছে S3-E7 এ.**
Quantum Entanglement এর ফলে Loof of Time এর জন্য অ্যাপোক্যালিপস এর সময় যেই Martha, জোনাস কে না বাঁচিয়ে চলে আসে, সেই জোনাস বেসমেন্টে লুকিয়ে নিজেকে বাঁচায় এবং পরে স্ট্রেঞ্জার জোনাস তারপর ADAM হয়।
Quantum Entanglement সম্বন্ধে না জানার ফলে ADAM মার্থা কে বারবার মারার পরেও লুপ ধ্বংস হয় না।। কারন যখনই মার্থা কে Adam মেরে ফেলে তখনই EVE এডম এর লুপ ব্যবহার করে তার নতুন রিয়েলিটি তৈরি করে। যা Cause & Effect(বারবার সেম ঘটনা ঘটা) এর ফলে হচ্ছে। যার জন্য লুপটা কন্টিনিউ চলতে থাকে।।।
Quantum Entanglement এর ফলে সেম ক্লডিয়াও তার ২টা রিয়েলিটি তৈরি করে যার একটা মারা যায় নোয়াহ এর হাতে (S2-E3 তে). এবং অন্যটি ADAM মার্থাকে মেরেও বিফল হওয়ার ঠিক পরে এসে তাকে Quantum Entanglement সম্বন্ধে বলে এবং কিভাবে লুপ ভেঙে অরিজিন ধ্বংস করতে হবে তার প্রসেস বলে যায়। (S3-E7) তে।
❓Q.ক্লডিয়া প্রসেস টা কিভাবে জানলো? প্রসেসটা কি?
- ক্লডিয়া লুপহোল ব্যবহার করে তার ২টা রিয়েলিটি তৈরি করে যা তাদের দুই ওয়ার্ল্ডে থাকতে পারে। সে অরিজিন সম্বন্ধে জানতে দুই ওয়ার্ল্ডে খুজে বেড়ায় যাতে এই Case & Effect না ঘটে। এমতাবস্থায় সে বুঝতে পারে অরিজিন আসলে এই দুই ওয়ার্ল্ডে নাই। অরিজিন আছে অন্য ওয়ার্ল্ডে। মেইন ওয়ার্ল্ডে টানহাউজের পরিবার কার এক্সিডেন্ট না ঘটালে টানহাউজ টাইম মেশিন আবিষ্কার করতো না। যার ফলে মেইন ওয়ার্ল্ড ধ্বংস হয়ে অন্য দুইটা ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড তৈরি হতো না। এখন যদি মেইন ওয়ার্ল্ডে গিয়ে এই কার এক্সিডেন্ট থামতে পারে তাহলে দুইটা ওয়ার্ল্ডের সমাপ্তি ঘটবে এবং অরিজিন ওয়ার্ল্ডে টাইমলুপ থাকবে না। ( বারবার সব কিছু ঘটে যাওয়ার মূল কারন জোনাস আর মার্থা দায়ী)
ক্লডিয়া ADAM কে টানহাউজের অরিজিন ওয়ার্ল্ডের কথা জানায় এবং টাইম মেশিন দিয়ে দেয়। Adam সব কিছু বুঝতে পেরে সে চলে যায় অ্যাপোক্যালিপস এর সময় তার ওয়ার্ল্ডে যখন মার্থা মারা যায় জোনাস এর সামনে।( এইখানেও Loof of Time এর ফলে অন্য এক রিয়েলিটি তৈরি হয়)
📌((ফলে ১- এক জোনাস Martha B বা ইভ এর হাতের মারা যায়,
২- অন্য জোনাস বেসমেন্টে লুকিয়ে পরে এডম হয়।
৩- এই জোনাস কে এডম লুপ ভাঙার প্রসেস বলে))
সেখান থেকে জোনাস কে নিয়ে চলে যায় Eve ওয়ার্ল্ডে। এবং ADAM এই জোনাস কে লুপ ভাঙার প্রসেস বলে এবং টাইম মেশিনটা দেয়। ফলে ADAM ওয়ার্ল্ডের ফ্রাঞ্জিসকা আর ম্যাগনাস Eve ওয়ার্ল্ডের Martha কে নিয়ে যাওয়ার আগে জোনাস এসে তাকে নিয়ে যায় অরিজিন ওয়ার্ল্ডে ১৯৮৬ সালে।
যখন টানহাউজ টাইম মেশিন চালু করবে তখন লুপ হোলের মধ্যে অরিজিন ওয়ার্ল্ড আর তার থেকে সৃষ্ট অন্য দুই ওয়ার্ল্ড এর মাঝে একটা পোর্টাল তৈরি হবে এবং এভাবে অরিজিন ওয়ার্ল্ডে গিয়ে (১৯৫৩ তে) কার এক্সিডেন্ট থামাতে পারলে লুপ ভেঙে যাবে এবং অন্য দুই ওয়ার্ল্ডের ধ্বংস হবে।।
📌আল্টিমেটলি কি হইছে-
সিজন ৩ এর এপিসোড ৭ম এ আমরা টানহাউজে কে শ্রোডিঙ্গারের ক্যাট থিওরি এক্সপ্লেইন করতে দেখি। তার কথা হলো হয় বক্সের ভিতরে বিড়াল মারাও যেতে পারে না হয় জীবিত থাকতে পারে। সেটার সম্ভাবনা 50/50 কারন যতক্ষন না আমরা নিজের চোখে দেখতে পারছি না ততক্ষণ সেটার সম্ভাবনাও ক্ষীণ।
সে আরো বললো এই ইউনিভার্সের রিয়েলিটি কি শুধু একটা নাকি একই সময়ে অসংখ্য রিয়েলিটি থাকতে পারে??..
অর্থাৎ যার ফলে জোনাস আর মার্থা আলোর ভিতরে তাদের বাচ্চাকালের দৃশ্য দেখতে পেলো। তার মানে হলো এই অরিজিন ওয়ার্ল্ডে তাদের অস্তিত্ব না থাকলেও অন্য কোনো ওয়ার্ল্ডে তাদের অস্তিত্ব আছে এবং সেখানে তাদের টাইম লুপ চলতে থাকে। যার ফলে আলোর ভিতরের ঘটনা আগে ঘটেছে।
যার ফলে অন্য কোনো ইউনিভার্স এ তারা এক্সিস্ট করবে।। কিন্তু অরিজিন ওয়ার্ল্ডে এক্সিস্ট করবে না।
আহ! এই ছিলো ডার্ক এর হ্যাপি এন্ডিং। জোনাস আর মার্থার প্রচুর পরিমাণে সেক্রিফাইস না করলে হতো না। কারন তারা যানে এই অরিজিন ওয়ার্ল্ডে তাদের অস্তিত্ব নাই।।♥
আমার মতো করে বুঝানোর চেষ্টা করলাম ভুল ত্রুটি থাকলে বলবেন!
।।।।।
এই সিরিজে বিজ্ঞানের যেসব দিক পেলাম- (Big Bang,Warmhole,Time Travel, Quantum Mechanics, Quantum Entanglement, Schrödinger's cat Theory/Superposition,Blackhole,Dark Matter... আরো আছে হয়তো...
What we Know is a Drop, What we don't know is an Ocean.
SERIES :- DARK
(P.R- 10/10)
Story-10/10 ( Mind-Blowing)
Cast-10/10 ( Amazing )
Acting-10/10 ( Extra-ordinary )
Music-10/10 ( Outstanding )