21/06/2022
,,,,,,তোকে না পাওয়াটাই থাক,,,,,
তোকে না পাওয়াটাই থাক!
পেয়ে গেলে হয়তো এতটাও ভালোবাসতে পারতাম না! না পেয়ে যতটা ভালোবাসি!
তোকে এতটা আগলে রাখার স্বপ্ন হয়তো দেখতাম না, যতটা এখন দেখি।
তোকে পেয়ে গেলে এতো জমে থাকা কথা, হয়তো জমে থাকতো না ! সব কথা ফুরিয়ে যেত।
তোকে পেয়ে গেলে হয়তো এতটাও মনে করতাম না, যতটা না পেয়ে করি।
তোকে না পাওয়াটাই থাক ।
পেয়ে গেলে হয়তো কবিতা লেখা হতো না, গল্পের শব্দ সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকতো লাইনগুলো পূর্ণতা পেত না । শব্দের গভীরতা বোঝা হতো না!
সব শব্দ গোপন থেকে যেত!
তোকে পেয়ে গেলে হয়তো মন আমার এতটাও আনমনা কখনোই হতো না ।
তোর জন্য নতুন ভাষা জানতে ইচ্ছে করে, নতুন কিছু লিখতে ইচ্ছে করে, নতুন কল্পনায় হারাতে ভালোলাগে ! আর পাগলের মতো তোকে ভালবাসতে ইচ্ছে করে ।পেয়ে গেলে হয়তো কিছুই হতো না ! আমার সমস্ত অনুভূতি শূন্যই থেকে যেত।
তোকে না পাওয়াটাই থাক।
তোকে না পাওয়াটাই থাক!
তোকে পেয়ে গেলে হয়তো তোর ছবির দিকে অমন ক্যাবলার মত তাকিয়ে থাকতাম না, এমন মায়ায় জড়াতাম না, তোর চোখে নিজেকে ছন্নছাড়া করে ফেলতাম না, তোর গোলাপি ঠোঁটে দিকে তাকিয়ে থাকতাম না! জানিনা কেন আমি তোর তরে এতটা পাগল !
তবে বুঝলি! তোকে না পাওয়াটাই থাক!
পেয়ে গেলে হয়তো ঘুমন্ত স্বপ্নে তোকে জড়িয়ে ধরা টা হতো না! তোকে ভেবে রাত জাগা হতো না ।
মাঝে মাঝে তোকে ভেবে কখন যে দরজায় কড়া নাড়ে ভোরের আলো বুঝতে পারিনা।
হঠাৎ ভাবি রাতে টা শেষ হয়ে গেল 🤔🤔 ।
তোকে পেয়ে গেলে হয়তো তোর সঙ্গে যেটুকু এসএমএসে কথা বলি সেগুলো বার বার চোখ বোলানো হতো না ! তোর কথাগুলো রেকর্ড করে রাখা হতো না, ক্লান্ত সময় শোনা হতো না ।
ওরে পাগলি! তোকে না পাওয়াই থাক !
তোকে পেয়ে গেলে হয়তো তোর ফেসবুক আইডির গ্রীন লাইট টা ফলো করা হতো না!
হতো না হোয়াটসঅ্যাপ এর লাস্ট সিন চেক করা! হতো না গভীর রাত পর্যন্ত ঘুমের সাথে আপোষ করা।
তোকে পেয়ে গেলে হয়তো তোর উপর এতটাও অভিমান থাকত না, থাকত না অনুরাগ।
তোকে পেয়ে গেলে ভালোবাসা কাকে বলে,তার মানে বোঝা হতো না,গভীরতা জানা অপূর্ণই থেকে যেত। তোকে না পাওয়াই থাক।
পেয়ে গেলে হয়তো তোকে নিয়ে এতটাও ভাবতাম না, কাউকে খেয়াল রাখার প্রবল ইচ্ছাটা মনে এমন ভাবে হাতছানি দিয়ে ডাকতো না ! যতটা এখন ভাবি, যতটা খেয়াল রাখার চেষ্টা করি।
তোকে পেয়ে গেলে হয়তো ঈশ্বরের কাছে তোকে ভালো রাখার প্রার্থনা করা হতো না! যতটা এখন করি ।
তবে ভালো থাকিস সুস্থ থাকিস! এটুকুই মনের আরজি।
তোকে না পাওয়াটাই থাক।
পেয়ে গেলে হয়তো সমস্ত অনুভূতি আমার নষ্ট হয়ে যেত।
জীবনের সঙ্গে নাইবা থাকলি, তবে কল্পনায় আছিস জড়িয়ে ! না পেয়ে এতটা চাইতে পারি! জানিনা পেয়ে গেলে কি করতাম ।
Thank you 🙏🙏🙏🙏 আমার না হওয়ার জন্য ।